কেও কি আপনায় চ্যালেঞ্জ দেও আপনার ফেসবুক আইডি হ্যাক করবে?? তাইলে তার সাথে চ্যালেঞ্জ ধরেন (দেখি সে আইডি হ্যাক করে কি ভাবে!)

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন? আমি ও আল্লাহর রহমতে ভাল আছি।

নানা ব্যাস্ততার কারনে এখন আর নিয়মিত টিটি তে লিখা  হয় না 😛  কিন্তু না লিখলে কি হবে! প্রতি দিন নিয়মিত টিটির টিউন গুলা পড়ি। অনেক নতুন টিউনার এর আগমন হয়েছে সেই সাথে কিছু পুরানো টিউনার কে আর টিটী তে দেখা যায় না। তার মধ্যে অন্যতম   ভাই।  ভাই সহ আর ওনেক এ।। এদের কে খুব মিস করি 😛

যাই হক চলে যাই আমার মুল টিউন এ। আমাদের সবার ই ফেসবুক আইডি থাকে? এবং বলতে গেলে এখন ফেসবুক হয়ে গেছে আমদের জীবনের অন্যতম একটা জিনিষ। আর ফেসবুক আইডি তে আমদের ওনেক ধরনের পারসোনাল তথ্য থাকে? যা কোন খারাপ প্রকিত হ্যাকার নিয়ে ব্ল্যাক মিল করে বা করে ফেলবে।

তাই এ সব কিছু হবার আগে আমাদের ফেসবুক আইডি তে কিছু + সিকুউরিটি দেওয়া  ধরকার! ওনেক্র হয়ত আছে কিন্তু যাদের আইডি তে + সিকুউরিটি নাই তারা আমার এই টিউন টা দেখতে পারেন। :p শুদু মাত্র নতুন দের জন্য। 

আমি নিচে যে বিসয় গুলা বলব তা যদিআপনি ঠিক মত  করেন আশা করি আপনার আইডি  আর কেও হ্যাক করতে পারবে না  । 

প্রথম ●► আপনার ফেসবুকের পাসওয়ার্ড (Password) কমপক্ষে ১২ ডিজিট করুন। পাসওয়ার্ডে “*/+=&^ $#” ধরনের চিহ্ন রাখলে Password  আর শক্ত হবে। (যা ডিস্কনারি এটাক করলে হ্যাক হবে না)। 

২য় ●► ফেসবুক মেইল জিমেইল ব্যবহার করা ভালো কারন জিমেইলের সব চেয়ে বেশি সিকিউরিটি দিচ্ছে তারপর জিমেইলে মোবাইল ভেরিফিকেশন চালু করুন।


৩য় ●► ফেসবুক মোবাইল ভেরিফিকেশন চালু করুন, ফেসবুক সিকিউরিটি Question এড করে রাখুন।

৪র্থ ●► ফেসবুকে কোন প্রকার অ্যাপ্স বা গেমস ইন্সটল না করবেন না।

৫ম ●► কোন Website এ গিয়ে ভুলেও ফেসবুক Login করবেন না, এতে আপনার ফেসবুক আইডি Hack হয়ে যাবে। কারন এগুলো ফিসিং সাইট।

৬স্ট ●► Setting & Security থেকে Security এ গিয়ে সব Setting করে নিন–>^< →Text Message Login Notifications Enable করুন। →Email Login Notifications Enable করুন। →Login Approvals On Enable করুন। →Active Sessions সব Active Season সিলেক্ট করে Remove করুন।

৭ম ●► Setting & Security থেকে Apps এ গিয়ে সকল Apps গুলো রিমুভ করুন।

অষ্টম ●►সাইবারক্যাফে বা ভার্সিটি থেকে ফেসবুক Login করবেন না।

 

আশা করি এখন আপুনি  আপনার বন্দুর সাথে বাজি ধরতে পারেন। এখন দেখা যায়  কিছু কিছু ওয়ায়পকা মাস্টার ফিশিং শিখে ইনবক্স এ হুমকি দেয়  তর আইডি হ্যাক করে ফেলমু। এই সব কথায় কান দিবেন। আপুনি ঠিক তো সব ঠিক। নিযে যদি কখন ও ভুল না করেন তা হলে কখন ও আপুনি হ্যাকিং এর শিকার হবে না।

কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন।

 

 সময় পেলে আমার ইউটিউব চ্যনেল গুরে আসবেন আর হ্যা অবশ্যই Subscription  করবেন।

আমাদের হ্যাকিং গ্রুপ জয়েন করতে পারেন ফ্যান পেইজ 

ভাল থাকবেন আপুনি! ভাল রাখবেন আপনার পাশের মানুষ গুলা কে !!

কোন সমস্যা হলে আমায় পাবেন ফেইসবুক এ

https://www.facebook.com/MR.masum.ahmed

আপনি যদি সিলেট ই হন তা হলে মেসেজ এ একটু জানবেন!

বিদায়

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

হোছাইন ভাই কয়েক দিন আগে বিয়ে করছে, সে কারনে ব্যস্ত