বিসমিল্লাহির রহমানির রহিম
ব্লগারে ব্লগ তৈরি করলে ব্লগ সাইটের উপরে একটি বার দেখা যায়। এটি নেভিগেট বার। সাধারনত Template Designer থেকে টেমপ্লেট ডিজাইন করলে এ বার দেখা য়ায়। তবে নিজ থেকে টেমপ্লেট ডাউনলোড করে দিলে এটি দেখা যায় না।
অনেক ইউজার এ বারটি পছন্দ করেন না। কিন্তু ব্লগারে এটি লুকানোর কোন অপশন দেয়নি। আপনি চাইলে নিচের পদ্ধতিতে নেভিগেট বারটি লুকাতে পারেন।
প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।
তারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান "body {" লিখে শব্দটি বের করুন।
শব্দটি খুজে পেলে শব্দটির উপরে নিচের যে কোন একটি কোড দিন এবং SAVE TEMPLATE এ ক্লিক করুন। ১ নং কোডটি আগে দিন। সেটি কাজ না করলে ২ নং কোডটি দিন। সেটিও কাজ না করলে ৩ নং কোডটি দিন।
১. #navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none;
}
২. div.navbar {
opacity:0.0;
display:none;
}
৩. #navbar-iframe { display: none !important; }
উদাহরন সরুপ নিচের চিত্রটি দেখুন।
আশা করি কোন সমস্য হবে না। সমস্যা হলে কমেন্ট করবেন। সামনে আরো সুন্দর কিছু নিয়ে আসব আশা করছি।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
দেখি ট্রাই করে।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.