ব্লগার হ্যাকিং: ব্লগারের নেভিগেট বার লুকানো

বিসমিল্লাহির রহমানির রহিম

ব্লগারে ব্লগ তৈরি করলে ব্লগ সাইটের উপরে একটি বার দেখা যায়। এটি নেভিগেট বার। সাধারনত Template Designer থেকে টেমপ্লেট ডিজাইন করলে এ বার দেখা য়ায়। তবে নিজ থেকে টেমপ্লেট ডাউনলোড করে দিলে এটি দেখা যায় না।

অনেক ইউজার এ বারটি পছন্দ করেন না। কিন্তু ব্লগারে এটি লুকানোর কোন অপশন দেয়নি। আপনি চাইলে নিচের পদ্ধতিতে নেভিগেট বারটি লুকাতে পারেন।

প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।

তারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান "body {" লিখে শব্দটি বের করুন।


শব্দটি খুজে পেলে শব্দটির উপরে নিচের যে কোন একটি কোড দিন এবং SAVE TEMPLATE এ ক্লিক করুন। ১ নং কোডটি আগে দিন। সেটি কাজ না করলে ২ নং কোডটি দিন। সেটিও কাজ না করলে ৩ নং কোডটি দিন।
১. #navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none;
}

২. div.navbar {
opacity:0.0;
display:none;
}

৩. #navbar-iframe { display: none !important; }

উদাহরন সরুপ নিচের চিত্রটি দেখুন।

আশা করি কোন সমস্য হবে না। সমস্যা হলে কমেন্ট করবেন। সামনে আরো সুন্দর কিছু নিয়ে আসব আশা করছি।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি ট্রাই করে।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

Level 0

হুম , ইহা হল ভাল একটা পদ্ধতি

    লাকী ভাই অনেক দিন দেখিনাই কই ছিলেন।
    ভাল আছেনতো?

আসলেই ভাল একটা পদ্ধতি,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমারটায়ও লুকানো আছে
http://www.sahosblog.blogspot.com

ভাল একটা জিনিস দেখাইছেন।