হ্যাকিং !!! আসুন দেখি হ্যাকিং কে কিভাবে প্রফেশন বা ফ্রিল্যান্সিং হিসাবে নেওয়া যায় ?

প্রথমেই বলে দিচ্ছি পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন আশা করি ভালো লাগবে । হ্যাকিং শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত । বাংলাদেশের অনেকে এর উপকারিতা ও পুস্টিগুন  কখন খাবেন আর কখন খাবেন না এই সম্পর্কে বলতে বলতে গলা দিয়ে রক্ত বমি করার  উপক্রম আবার অনেকের কাছে গেলেই এমন একটা ভাব যে এ জিনিস টা জানার কপিরাইট তার গুষ্টির কাছে বিক্রি করে দিয়ে এসেছে । আর যদি কেও হ্যাকার বলে ডাক দেয় তাহলে মুড থাকে পুরা অটো গিয়ারে আর বুকের ছাতি পুরা শরীফ কম্পানির ছাতার মত ফুলে যায় ।

hacker comics

আ......র  যদি ভুল ক্রমে কেও যদি বলে বসে ভাই হ্যাকার হতে হলে কি লাগে তাহলে তো খাইছে ?

বিশাল জ্ঞানগর্ভ বানী !!! নানা  হাবিজাবি, ভূগোল,পাগল পরে ছাগল বানিয়ে ছেড়ে দেয়  এর পড় ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবয় আর ভাবে ভাবে কত বড় জানি হ্যাকিং ভূগোল ।

 

chagol 2

এখনকার সময়ের আধুনিক একরাতের হ্যাকার হতে হলে কিছুই লাগে না খালি কোন রকম একটু এস্কিউল ইঞ্জেকশান আর শেল আপলোড আর যুতসই  উদ্ভট একটা নাম হলেই চলবে । আর যদি সেমিনার আর মিট আপ এ জান খালি মুরগির মত বক বক আর কিছু দেখানোর জন্য জিজ্ঞাসা করলে উত্তর আমরা হ্যাকার না আর আইনের বিরুদ্ধে গিয়ে করতে পারবো না ।দোষ ভাই আসলে তাদের না তাদের ও কিছু পারতে হবে । কারন প্রযুক্তি নিয়ে নিউজ করা আর  প্রযুক্তি নিয়ে কাজ করা এক কথা না তেমনি হ্যাকিং নিয়ে ব্লগ লিখা ও হ্যাকিং শিখানো কতটুকু  যুক্তি যুক্ত ? কিন্তু এভাবে কত দিন ?
তাই বলে আবার আমাকে ব্লগার ভাইবেন না আমি জীবনে এই প্রথম মনে হয় কিছু দিন ধরে লিখা শুরু করেছি ।আমি এই পর্যন্ত যা করেছি যা পারি বা যা ভালো মনে করি  তাই আপনাদের কাছে গুছিয়ে বলার চেস্টা করছি এই আরকি !!

 

তবে আজ থেকে পাঁচ বছর আগের কথা আমাদের সময় এর হ্যাকার হতে হলে সব কিছু ম্যানুয়াল করতে হত,অজস্র ই বুক ,গুগল ও ইউটিউব,বিদেশি ফোরাম,তার পর একে অপরের সাথে জ্ঞান শেয়ার করা, এবং এক বা একাধিক প্রোগ্রামিং করতে হত এমনকি প্র্যতেক টা বিষয় এর ওপর নজর ও প্রত্যেক টা এক্সপ্লয়েট সম্পর্কে জানা ও গবেষণা করতে  হত   পোর্ট সম্পর্কে জ্ঞান থাকা দরকার অনেক । তার পর টানা ৫ বছর  দৈনিক নিম্নে ১২ ঘণ্টা  উর্ধে ১৮ ঘন্টা ও কাজ করেছি চোখের নিচে কালি পড়েছে ঘুমত রাগ করে বাপের বাড়িই চলে গিয়েছিলো তার পর এখানে এসেছি তবে এর  সুফলও পেয়েছি  অনেক একটা ভালো চাকরি আর সম্মান আর অনলাইনে আয় করার সুযোগ । আমাদের এতটা সময় লাগার কারন অই  সময় আমাদের কেও  গাইড করবে এমন কেও ছিল না কিন্তু এখন আমরা হয়েছি ? কিন্ত এখন আমাদের ব্যাচের বেশির ভাগই নিজেদের কাজ ও সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমিও ব্যস্ত তার পর চিন্তা করলাম হ্যাকিং জেহেতু আর করবো না তাহলে আর বসে থেকে লাভ নেই ফাঁকে ফাঁকে লিখি এই আরকি ।

chagol

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
সব ল্যামার রা খেয়ে নিলো মা বাংলার আইটি জগত টারে

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি এখানে  কেন ? এসেছি কই বড় বড় ব্যাস্ত হ্যাকাররা ত এখানে আসে না সব হ্যাকার রাই হাইড থাকতে চায় কিন্তু আপনি কেন ফ্ল্যাশ হচ্ছেন আমি বলবো  আমি হায়কা নই যে হাইড হব আমি সিকিউরিটি এক্সপার্ট এবং প্রোগ্রামার  তাই প্রয়োজন নেই । এখন আমি বলবো ভাই আমি এখন আর হ্যাকার নই এখন সিকিউরিটি এক্সপার্ট  হ্যাঁ হাকিং প্রাকটিস করি তবে নিজের জন্য।

বিশাল ভুমিকা হয়ে গেলো তাই না? আচ্ছা এখন মূল কথায় আসি  অনেক ত সেমিনার করলেন অনেক মিট আপ করলেন অনেক যায়গায় শিখলেন পড়ে বলল বাকিটা

শিখে নিয়েন নিজের চেস্টায় এখন কথা  হল সবই করলেন কিন্তু কেও কি বলেছে হ্যাকিং দিয়ে কি করবেন ? অনেকে হয়ত বলেছে কিন্তু পূরটা না অনেকে হয়ত বলেই নাই  ।

আজকাল মিট আপ গুলা তে গেলে মূল জিনিস এর চেয়ে কোন দেশের হ্যাকার কি করলো না করলো আমেরিকা ও ইসরাইল কি চালু করলো এই নিয়ে আলাপ শেষ করলো উগান্ডা দিয়ে । তো তারা জানবে কি করে হ্যাকিং দিয়ে কি করবেন ?

আসলেই হ্যাকিং আমাদের বা সত্যিকারের হ্যাকার দের  কাছে  আর্ট কোন ক্রাইম নয় । যদি মন দিয়ে আঁকতে পারেন ।

আসুন দেখি হ্যাকিং শিখে কিকি করা যায়ঃ

আমি হ্যাকিং থেকে এথিকাল  (ভালো) উপায়ে  যেভাবে আয় করেছি ঠিক ততটুকই আপনাদের সাথে শেয়ার করবো কালো দিক গুলা বাদ 🙂

"আবার তোরা মানুষ হ"

১.ভালো চাকরি ।
২.প্রজেক্ট ভিত্তিক কাজ ।
৩.বাগ বাউন্টি।
৪.ফ্রিল্যান্সিং ।

ভালো চাকরিঃ

হ্যাকিং শিখে ভালো চাকরি পাওয়া যায় তবে এমন কিছু গুন থাকতে হবে যাতে কোন সার্টিফিকেট ছাড়াই  চাকরি টা পেয়ে জান । আর যদি  ভালো ভাবে C।EH এক্সাম ভালো ভাবে দিতে চান খালি পুঁথি গত বিদ্যা নয় প্র্যাক্টিকাল বিদ্যাও প্রয়োজন । ভালো ভাবে হ্যাকিং জানা থাকলে আপনি সিঙ্গাপুরে হ্যাকিং এর ওপর ১ বছর ভালো ভাবে পড়তে পারবেন এবং সিকিউরিটি নিনজা ওপর এক্সাম দিয়ে হয়ে জান পৃথিবীর সবচেয়ে বড় সিকিউরিটি এক্সপার্ট মনের মত চাকরি করুন পৃথিবীর যেকোন দেশে যেকোন সিকিউরিটি সেক্টরে ইচ্ছা মত তৈরি করুন সিকিউরিটির জন্য নিজের মেথড  বা সিলেবাস। সিকিউরিটি নিনজা পাস করতে না পারলে সমস্যা নাই সিকিউরিটি নিনজা এক্সাম থেকে যারা ব্যর্থ হন  তারা চাকরি করে  ইন্টারপোল সাইবার পুলিশ ও উন্নতর দেশের গোয়েন্দা সংস্থার আইটি ডিপার্টমেন্ট এ কিংবা জাতিসংঘের আইটি ডিপার্টমেন্ট এ । আমিও সিকিউরিটি নিনজার জন্য প্রস্ততি নিচ্ছি  জানি না পারবো কিনা তবে চেস্টা করবো প্রানপন।

আশায় থাকোরে কাউয়া পাকিলে খাইও ডেওয়া 😛

 

প্রজেক্ট ভিত্তিক কাজঃ

যদি আপনার স্কিল ভালো হয় তাহলে আপনি দেশিয় বা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা গুলির সাথে বেশ কিছু প্রোজেক্ট ভিত্তক কাজ করতে পারবেন কন্ট্রাকে । এতে বিশাল সম্মান ও মোটা অঙ্কের টাকা আয় করা যায় সহজেই এমনকি ভালভাবে শেষ করতে পারলে ভবিসৎ এ পরামর্শের জন্য আপনাকেই ডাকবে ।

বাগ বাউন্টিঃ

বাগ বাউন্টি বা বাগ হান্টিং, এটি বিভিন্ন বড়,মাঝারি,ছোট কোম্পানি গুলি তাদের  সার্ভার, সাইট, ডাটাবেজ বা সফটওয়্যার এর বাগ বা ভুল বের করার প্রতিযোগিতা আয়োজন করে উপহার সরূপ ভালো অঙ্কের টাকা প্রদান করে থাকে এখানে অংশ গ্রহণ করে ভুল বের করে আপনিও আয় করতে পারেন আনায়েসে। অনেকে বলতে পারেন  "এবার তীর্থের কাকের মত বসে থাকো " প্রায় প্রত্যেক সপ্তাহেই এর ওপর প্রতিযোগিতা থাকে সুতরাং আমি দাঁড় কাকের মত উড়তে থাকুন  নিশ্চিন্ত মনে 😀 ।

ফ্রিল্যান্সিংঃ

এখানেও ফ্রিল্যান্সিং !!!!!  চমকাবেন না অবশ্যই এখানে ও ফ্রিল্যান্সিং আছে । হ্যাকিং কে শক্তিশালী ফ্রিল্যান্সিং হাতিয়ার হিসেবে নিতে পারবেন বিট করার লোক কম আয় করা যায় অনেক বেশী।ওডেস্ক , ইল্যান্স , ও ফ্রিল্যান্সারে অজস্র কাজ রয়েছে কিন্তু কাজ কারার মত লোক খুবই কম  এবং আপনি যদি ৫ টা কাজ ঠিক মত করেন আশা করি আপনার যা আয় হবে এক বছর কিছু না করে ভালভাবে কিছু চলতে পারবেন । এখানে অন্যান্য ক্ল্যায়েন্ট দের মত চাপ কম নেই বললেই চলে নিজের ইচ্ছা মত কাজ করা যায় বাংলাদেশ সাইবার আর্মি ও এক্সপায়ার সাইবার আর্মি র অনেকে ভালমানের হ্যাকার রা এখানে ফ্রিল্যান্সিং করছেন ।

cow 2
এখন মূল কথা হল আর কি ঘরে বসে থাকা যায় ? উত্তর টা হল না ।

তাহলে এখন কার আধুনিক  একরাতের হ্যাকার হতে হলে  চলে আসুন আমাদের সেমিনার নয় লাইভ ওয়েবইনার বিনা শর্তে একবারে ফ্রি ওয়েবইনার মনের খায়েশ মিটিয়ে প্রশ্ন

করুন ওখানে  আমরা উত্তর দিবো ইনশাল্লাহ । বিস্তারিত জানতে এখানে দেখুন ।একরাতে আমাদের মত হ্যাকার না বানাতে পারলেও তে নিশ্চিত বলতে পারি আধুনিক একরাতের হ্যাকার বানিয়ে দিতে পারবো যাতে ভাব নিয়ে তার পর দিন ঘুরতে পারবেন ইনশাল্লাহ আমরাও  কাকের মত কা কা করবো কিন্তু মূল বিষয় থেকে দূরে যাবো না তারপর লাইভ সাইট হ্যাকিং এর একটা প্রোজেক্ট করবো অতপর সবাই খুশি খুশি মনে ঘুমাতে যাবো । 😀

পূর্বে প্রকাশিত
আমার ফেসবুক সিকিউরিটি পেজ
আমার ফেসবুক আইডি
ভালো  লাগলে ইভেন্টে আসতে পারেন

Level 0

আমি দাঁড় কাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আইটি সিকিউরিটি রিসার্চার । আমি আইটি সিকিউরিটি ও প্রোগ্রামিং নিয়ে কাজ করতে ভালোবাসি । আমাদের মত সল্প উন্নত দেশে আমি চেস্টা করবো বিনামূল্যে বা সল্প মূল্যে উন্নত মানের আইটি সিকিউরিটি আপনাদের কাছে পৌঁছে দিবো । চেস্টা করবো খুলে দিতে সিকিউরিটির প্রত্যেকটি দুয়ার সত্যি কারের সিকিউরিটি কি তা জানাবো আপনাদের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ত অনেক ইচ্ছা আছে । কিভাবে শিকবো

ওয়েবইনারে আসুন লাইভ দেখবেন 🙂

Thanks for share

onekdin por vlo akta tune pailam..tnx vai!!