পিসিতে ক্লিন ইনষ্টল(সিঙ্গেল অপারেটিং সিস্টেম ম্যাক) – iAtkos ML 2 (Mountain Lion 10.8.2 PC)

পিসিতে যারা সিঙ্গেল অপারেটিং সিস্টেম হিসাবে হ্যাকিন্টোষ ব্যাবহার করতে চান তাদের জন্য মোটামুটি একটা সহজ-সরল গাইড লাইন বা বাংলায় টিউন করার চেষ্টা করেছি মাত্র । এখানে আমি শুধু iAtkos ML 2 এর ইনষ্টল প্রক্রিয়া জাষ্ট অনুসরন করে আমার পিসিতে কিভাবে ফ্রেশ ইনষ্টল দিয়ে সাকসেস হলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম । এই iAtkos ML 2 (Mountain Lion 10.8.2 PC) - মাউন্টেইন লায়ন iAtkos প্রজেক্টেরই একটা ডিস্ট্রো ।
Pic-1
ওয়েব সাইট : http://iatkos.me/
ম্যাকিন্টোষ অনুযায়ী নয়, ক্লিন ইনষ্টল করুন ইন্টেল পিসিতে বিশ্বের এডভান্সড অপারেটিং সিস্টেম iAtkos ML 2 হ্যাকিন্টোষ অনুযায়ী। আমাদের অনেকেরই স্বাদ জাগে ম্যাক অপারেটিং সিস্টেম ইন্টেল পিসিতে ইনষ্টল দেওয়ার জন্য । কিন্তু হ্যাকিন্টোষ পিসিতে ইনষ্টল দেওয়ার মতো বাংলা গাইড নেটে তেমন একটা নেই বললেই চলে । তাছাড়া উইন্ডোজ যতো সহজে ইনষ্টল দেওয়া যায় ম্যাক অতো সহজে উইন্ডোজ পিসিতে ইনষ্টল দেওয়া যায় না । তার জন্য পিসির হার্ডওয়্যার হ্যাকিন্টোষ উপযোগী থাকতে হবে । উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৩২/৬৪বিট প্রসেসর অনুযায়ী পাওয়া যায় কিন্তু ম্যাক শুধুমাত্র ৬৪বিট প্রসেসরে এ কাজ করে । ৩২বিট প্রসেসরে কাজ করে না । বাজারে প্রচলিত যেসব পিসির হার্ডওয়্যার পাওয়া যায় ভার্ষন অনুযায়ী সব হার্ডওয়্যারেই উইন্ডোজ ইনষ্টল দেওয়া যায় । কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেম পিসিতে ইনষ্টল দেওয়ার কিছুটা বাধ্যবাধকতা আছে । আর তার জন্যই পিসিতে চলার জন্য হ্যাকারদের তৈরী ম্যাকিন্টোষের বিকল্প হ্যাকিন্টোষ । আর এই হ্যাকিন্টোষ এক একটা এক এক রকম ইনষ্টলের ক্ষেত্রে ।
iAtkos ML 2 ডাউনলোড লিন্ক : রাশিয়ান সাইট । রেজিস্ট্রি করার পর ডাউনলোড করতে পারবেন ।
http://rutracker.org/forum/viewtopic.php?t=4301236
যারা রেজিস্ট্রি ঝামেলা ছাড়া ডাউনলোড করতে চান নিচের এই লিন্ক থেকে করতে পারেন -
http://kickass.to/iatkos-ml2-mac-os-x-mountain-lion-10-8-2-t6943705.html
ডাউনলোড করার পর iATKOS ML2 dmg রাইট করতে হবে ডুয়েল লেয়ার ডিভিডিতে TransMac দিয়ে যা উইন্ডোজের ভিতরে ম্যাক এর ডিএমজি ফাইল (dmg file) বার্ণ করা যায় ।
ডাউনলোড লিন্ক : http://www.filetie.com/2014/07/acute-systems-transmac-v10-full-incl-serial-key.html
বার্ণ করা হয়ে গেলে পিসিতে iATKOS ML2 এর ডিভিডি সিডি রমে লাগানো অবস্থায় পিসি রিষ্টার্ট দিন । রিষ্টার্ট হওয়ার সময় কিবোর্ডের ডিলিট কী চেপে ধরুন যতক্ষন না বায়োস ঢুকছেন । বায়োস আসলে বুট অপসন প্রথম বুট ডিভাইস হিসাবে সিডি-রম করে দিন –
পিসি iATKOS ML2 এর ডিভিডি থেকে বুট হবে । সময় নিবে আপেলের লোগো স্ক্রীণ আসতে ।
Pic-2
মেইন ভাষা-(Language) সেট করার উইন্ডো আসবে এবং সেটা ইংরেজীই রেখে নেক্সট করুন –
Pic-3
তারপর আসবে Install OS X উইন্ডো ।
Pic-4
এখানে এসে কন্টিনিউতে ক্লিক না করে আপনার হার্ড-ডিস্ক কে ম্যাক অপারেটিং সিস্টেম ইনষ্টল উপযোগী করার জন্য ফরমেট এবং পার্টিশন করে নিতে হবে । আমরা উইন্ডোজে যেমন পার্টিশন এবং ফরমেট করি ঠিক তেমনই ম্যাক অপারেটিং সিস্টেম এর জন্যও ফরমেট এবং পার্টিশন দরকার ।
নোট : আমরা যখন উইন্ডোজ হার্ড-ড্রাইভে ইনষ্টল দেই তখন অটোমেটিকেলি পার্টিশন স্কীম হিসাবে হার্ড-ডিস্কে MBR(Master Boot Record) সেট হয়ে যায় । কিন্তু ম্যাকে সেইরকম হয় না । মানে ম্যাক অপারেটিং সিস্টেম হার্ড-ড্রাইভে পার্টিশন স্কীম হিসাবে হার্ড-ডিস্কে MBR(Master Boot Record) সাপোর্ট করে না । ম্যাক অপারেটিং সিস্টেম হার্ড-ড্রাইভে পার্টিশন স্কীম হিসাবে হার্ড-ডিস্কে GPT(GUID Partition Table)ব্যাবহার করে । তবে এখানে আমরা পার্টিশন স্কীম হিসাবে হার্ড-ডিস্কে MBR(Master Boot Record) সেট করে ম্যাকের পার্টিশন তৈরী করে নিবো । iATKOS ML2 –তে MBR(Master Boot Record) প্যাচ দেওয়া আছে ।
Install OS X উইন্ডোর উপরে মেনুবারে গিয়ে ইউটিলিটিস এ ক্লীক করে ডিস্ক ইউটিলিটিস সিলেক্ট করুন । ডিস্ক ইউটিলিটি উইন্ডো আসবে ।
Pic-5
আমি এখানে আমার হার্ড-ডিস্কের ছবি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন –
Pic-6
উপরের ছবিতে যে ২৫০জিবি হিটাচি ব্রান্ডের হার্ড-ডিস্ক দেখছেন তা আমি ফরমেট/ইরেজ করে , তারপর পার্টিশন তৈরী করবো চারটি ভাগে-প্রথমে আপনার হার্ড-ডিস্ক মাউস দিয়ে সিলেক্ট করুন । তারপর ডিস্ক ইউটিলিটিতে ইরেজ ট্যাবে ক্লিক করুন
Pic-7
Format-Mac OS Extended (Journaled)
Name-যে কোনো নাম দিন
পুরো হার্ড-ডিস্ক সিলেক্ট থাকা অবস্থায় ইরেজ বাটনে ক্লিক করুন । আপনার হার্ড ডিস্ক ফরমেট হয়ে যাবে ।
এরপর পার্টিশন ট্যাবে ক্লিক করুন ।
Pic-8
পার্টিশন লে-আউট এ কারেন্ট দেখতে পাবেন । ছোট্ট তীর চিন্হে প্রসারিত করে আপনার হার্ড-ডিস্ক কে কয় ভাগে ভাগ করে নিবেন তা নির্ধারন করে সিলেক্ট করুন । আমি এখানে আমার হার্ড ডিস্ক-কে চার ভাগ(4 Partitions) করে নিয়েছি উধাহরন হিসাবে । এপ্লাই করার আগে পার্টিশন লে-আউট এর নিচে অপশনস বাটনে ক্লিক করুন । যে উইন্ডো আসবে সেখানে Master Boot Record অপশনে টিক চিন্হ দিয়ে ওকে করুন ।
Pic-9
তারপর এপ্লাই বাটনে ক্লিক করুন । যে উইন্ডো আসবে পার্টিশন ক্লিক করুন । আপনার হার্ড-ডিস্ক ম্যাক অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য পার্টিশন তৈরী করে প্রস্তুত হয়ে যাবে । ডিস্ক ইউটিলিটি ক্লোজ করে দিন । তারপর কন্টিনিউ তে ক্লিক করুন ।
এরপর যে উইন্ডো আসবে এগ্রিতে ক্লিক করে অগ্রসর হোন –
Pic-10
এরপর যে উইন্ডো আসবে সেখানে জানতে চাওয়া হবে আপনি কোন ড্রাইভে iATKOS ML2 ইনষ্টল দিবেন । যদি চারভাগে ভাগ করে থাকেন তাহলে প্রথম ভাগ সিলেক্ট করুন মাউস দিয়ে । ইনষ্টল বাটন ক্লিক করার আগে আপনাকে গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিতে হবে –সেটা হলো কাষ্টমোইজ বাটন ক্লিক করুন একটা উইন্ডো আসবে –সেখানে দরকারি আপনার গ্রাফিক্স ড্রাইভার, নেট ড্রাইভার, সাউন্ড ড্রাইভার ইত্যাদি সিলেক্ট করে নিন । যে গুলো সম্বন্ধ্যে আইডিয়া নেই সেগুলো সিলেক্ট করা থেকে বিরত থাকুন । সিলেক্ট করার পর ওকে করুন এবং ইনষ্টলড বাটনে ক্লিক করুন –
Pic-11
ইনষ্টলিং উইন্ডো আসবে – প্রায় ১৬মিনিটের মতো লাগবে
Pic-12
ইনষ্টল হয়ে গেলে ইনষ্টল সাকসিডেড উইন্ডো আসবে পিসি রিষ্টার্ট এর জন্য রিষ্টার্ট বাটন ক্লিক করুন –
Pic-13
পিসি রিষ্টার্ট এর পর iATKOS ML2 এর বুট অপসনস আসবে কীবোর্ডের এন্টার কী চাপুন –
Pic-14
কিছুক্ষণ পর আপেলের লোগো স্ক্রীণ উইন্ডো আসবে –
Pic-15
এরপর আসবে ওয়েলকাম স্ক্রীণ রিজিওয়ন সিলেক্ট করার জন্য । শো-অল এ টিক চিন্হ দিন । তারপর সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট চাপুন-
Pic-16
কীবোর্ড সিলেক্ট করুন US International-PC
Pic-17
কম্পিউটার ইন্টারনেট কানেকশন নেই টিক চিন্হ দিন । ম্যাক ইনষ্টল হয়ে গেলে পরবর্তিতে আপনার আইপি এড্রেস দিয়ে সেট করে নিবেন ।
Pic-18
এরপর যে উইন্ডো আসবে এখন নয় সিলেক্ট করে কন্টেনিউ ক্লিক –
Pic-19
লোকেশন সার্ভিস টিক চিন্হ দিয়ে কন্টেনিউ ক্লিক –
Pic-20
আপেল আইডি করা যাবে না যেহেতু নেট নেই তাই এই মুহুর্তে স্কিপ করে চলে যান –পরবর্তিতে আপেল আইডি করে নিবেন
Pic-21
টার্মস এন্ড কন্ডিশনস উইন্ডো আসলে কন্টেনিউ ক্লিক –
Pic-22
কম্পিউটার একাউন্ট তৈরী করে কন্টেনিউ ক্লিক –
Pic-23
টাইমজোন নির্ধারন করুন বাংলাদেশ –
Pic-24
Pic-25
রেজিষ্টার উইন্ডো আসলে শহর এর নাম , ইমেল টাইপ করে দিতে পারেন আবার এই অংশ স্কিপ করে চলে যেতে পারেন-
Pic-26
আপনার ম্যাক প্রস্তুত ব্যাবহারের জন্য ধন্যবাদ উইন্ডো আসবে –তীর চিন্হে ক্লিক –
Pic-27
সব ঠিকঠাক থাকলে ম্যাকের উইন্ডো আসবে –
Pic-28
Pic-29
হ্যাপি হ্যাকিন্টোষ ! ভাইরাস ফ্রী ম্যাক অপারেটিং সিস্টেম চালান পিসিতে । আবার আসবো হ্যাকিন্টোষ ইউসেমিটে -১০.১০.১ নিয়ে । ততোদিন ভাল থাকুন –সুস্থ থাকুন আল্লাহ হাফেয ।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

many many thnx for this tune. ভাই আমার কিছু প্রশ্ন ছিল-
১. এটা কি pen drive এ boot করার কোন option আছে? যদি থাকে তাহলে কিভাবে কি করব plz বলবেন?
২. এটা চলা অবস্থায় কি windows চালানো সম্ভব কি না? পারলে কিভাবে?
plz আপনি এতো সুন্দর একটা টিউন আমাদের উপহার দিলেন তাই আশা করি আমার প্রশ্ন গুলোর উত্তরও একটু কষ্ট করে দিবেন।

    @Ni: আমার ও একি প্রস্ন ।

    @Ni:
    ১। এটা পেন ড্রাইভ এ বুট করার কোনো অপশন নেই । অন্তত যেখান থেকে ডাউনলোড করেছি সেখানে এই রকম অপশন দেখি নি । তবে অন্য হ্যাকিন্টোষের পেন ড্রাইভ ভার্ষন আছে । এই সাইটে গিয়ে দেখতে পারেন – https://www.hackintosh.zone/
    ২। আপনি কি ডুয়েল বুট(উইন্ডোজ+ম্যাক) এর কথা বলছেন । আমি এই ডুয়েল বুটের টিউন অনেক আগেই এই টেকটিউনে দিয়েছি ।লিন্ক- https://www.techtunes.io/computing/tune-id/181515

Level 0

এটা ইন্সটল করলে কি পিসির হার্ড ড্রাইভ A-Z ফর্মেট করতে হবে?

    @Sk Miraj:
    যদি সিঙ্গেল ম্যাক হিসাবে চালাতে চান তাহলে পিসির হার্ড ড্রাইভ A-Z ফর্মেট করতে হবে ।

এটা চালাতে pc configuration কেমন হতে হবে

    @রাহিমুল ইসলাম:

    ১। প্রসেসর-৬৪বিট
    ২। nvidia গ্রাফিক্স কার্ড-8xxx / 9xxx / 1xx / 2xx / 3xx / 4xx / 5xx / 6xx / 7xx cards are supported. ATI গ্রাফিক্স কার্ড-7xxx/6xxx/5xxx/4xxx
    ৩। কিবোর্ড+মাউস-USB
    ৪। গিগাবাইট অথবা আসুস মাদারবোর্ড হলে ভাল ।

Level 0

Thkanks, Khub Valo & Dorkari Post, Eto Jotno Neya Postta Korar Jonno Abaro Apnake THANKS