সাধারন জনতার টাকা নিয়ে গরিমরি করায় adboxbd.com এর সাইট হ্যাক করল “সাইবার ৭১”

গত কয়েক ঘন্টা আগে adboxbd.com এই সাইটটি হ্যাক করেছে সাইবার ৭১ নামের বাংলাদেশী হ্যাকার গ্রুপ। তারা নাকি এডসেন্স এর এড  বড় কোম্পানি বা ওয়েব সাইট ছাড়া, ছোট কোন ওয়েব সাইট বা প্রতিষ্টানে প্রদান করে না। এমন কি তারা সাধারন জনগনের টাকা নিয়ে ঝামেলা করে। এই অভিযোগে সাইবার ৭১ এর এডমিন তানজিম আল ফাহিম adboxbd.com এই সাইটি হ্যাক করে উনার ব্যক্তিগত ফেইসবুক একাউনটে স্ট্যাটাস দেন।

সাইটটি এখন রিকভার করা হয় নি। আপনারা ও দেখতে পারেন... adboxbd.com

Mirror দেখতে পারেন... http://www.zone-h.org/mirror/id/23607983

Scam Alert দিয়ে সাইটটির মধ্যে লেখা হয়েছে,

নবাব ইজ ব্যাক...
Hacked by Haxor Ahmed

Scam alert..!!

আপনারা নাকি বাংলাদেশের সব বড় বড় প্রতিষ্ঠান / ওয়েবসাইট গুলার সাথে চুক্তি করেন।
তাইলে সাধারন আমজনতার টাকা দিতে গরিমাসি করেন ক্যান? -_-

সময় থাকতে পিউর হন, সাপোর্ট দিবে জনগন।

Fb.com/Cyber71Official
Greets:CYBER 71.

মন্তব্যঃ কাজ করলে কাজের মতই কাজ করতে হয়। তা না হলে জনগন বিপরীত হয়ে যায়। একটা এড কোম্পানি যদি উচিৎ টাকা নিয়ে গরিমরি করে তাহলে তাদের সাইটের এমন দশা ধরানোই উচিৎ বলে আমি করে। তাছাড়া বর্তমানে বাংলাদেশের Green-red.com ও জনগনের টাকা নিয়ে ঝামেলা করে এমনকি আমার সাথে করেছে। এ নিয়ে অন্য আরেকদিন লিখবো ইনশাআল্লাহ্‌।

সৌজন্যেঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার

Level 2

আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায়রে বাংলাদেশ।

valo hoiche

হ্যাক জিনিসটা ব্যাপক লাগে

site recover kora hoye geche

একদিন আমি ও Hack শিখমু! 😛

besh hoyeche .