আপল এর ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম টেক-অভিজ্ঞ জনদের মতে পাওয়ারফুল,এডভান্সড এবং সর্বোপরি দামীও বটে । এই অপারেটিং সিস্টেম
সূত্র – কম্পিউটার সোর্স । আপলের তৈরী কীবোর্ড(ইউএসবি) এর মূল্য : ৫,৫০০/=টাকা, মাউস এর মূল্য : ৫,৫০০/=টাকা ।
ডেস্কটপ আপেল পিসির দাম : আপেল মেক মিনি : ৫২,০০০, ৬৮,০০০ মডেল অনুসারে । আপেল আইমেক : ১,০৫,০০০/ ১,২৮,০০০/ ১,৪৫,০০০/ ১,৭৮,০০০/ ২,০৫,০০০ মডেল অনুসারে ।
আপেল নোটবুক দাম : মেকবুক এয়ার : ৮৫,০০০/৯৮,০০০/১,০২,০০০/১,১৭,০০০/ মডেল অনুসারে । মেকবুক প্রো নোটবুক : ১,২৫,০০০/১,৪৫,০০০/১,৭০,০০০/১,৮৫,০০০/ ২,৩৫,০০০/ মডেল অনুসারে ।
উল্লেখিত প্রডাক্টের সাথে ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম দেওয়া থাকে । তারমানে প্রডাক্ট কিনলে ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম ফ্রী পাবেন কি সুন্দর ব্যাবস্থা ! এই ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম এর স্বাদ নেওয়ার কি কোনো উপায় নেই ? আছে তা হলো আপল এর উচ্চমূল্যের দামী প্রডাক্ট না কিনে যে উপায়ে আপনার উইন্ডোজ পিসিতে (ম্যাক চলার মতো কম্পাটেবল হার্ডওয়্যার) ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম ইনষ্টল দিবেন সেটাই হ্যাকিন্টোষ । যদি কেউ ইন্টারেষ্টেড থাকেন তাদের জন্য এই গাইড লাইন ।
এই হ্যাকিন্টোষ এর বিভিন্ন ভার্ষন নেটে পাবেন এবং নির্দেশিকা ও আছে কিভাবে কি করবেন । ইন্ডিয়ান হ্যাকার নিরেশের তৈরী প্রায় প্রতিটি ম্যাকিন্টোষ অপারেটিং সিস্টেম এর হ্যাকিন্টোষ জোন সাইটে পাবেন । যা কিনা উইন্ডোজ থেকে ডিএমজি ফাইল ডাউনলোড করে ট্রান্সমেক দ্বারা পেনড্রাইভে রাইট করতে হয় আবার হ্যাকিন্টোষ সিস্টেম থেকেও করা যায় । হ্যাকিন্টোষ জোন এ বিস্তারিত তথ্য দেওয়া আছে কিভাবে কি করবেন । আমি নিরেশের হ্যাকিন্টোষ ট্রাই করে নি । ফ্রেশ ইনষ্টল দিতে হয় তাই করা হয় নি । ওয়েব সাইট : http://hackintosh.zone/page/ রেজিস্ট্রি করার পর ডাউনলোড করতে পারবেন ।
এই সাইটে হ্যাকিন্টোষ চলার উপযোগী নেটবুক চার্ট এর লিষ্ট পাবেন : http://www.mymacnetbook.com/compatibility-chart/
এই সাইটেও অনেক তথ্য পাবেন হ্যাকিন্টোষ সম্বন্ধ্যে :
রাশিয়ান ওয়েব সাইট রুট্রেকার যেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের হ্যাকিন্টোশ । রেজিস্ট্রি করার পর ডাউনলোড করতে পারবেন । কোনোটা পেনড্রাইভ থেকে ইনষ্টল দিতে হয়,কোনোটা ডিভিডি থেকে আবার যারা উইন্ডোজ চালায় ডুয়েল বুট এর জন্য আছে উইন্ডোজ থেকেই ইমেজ রিষ্টোর পদ্ধতির ব্যাবস্থা । ইমেজ রিষ্টোর খুবই সহজ একটা পদ্ধতি । সময় লাগে ৫/৮মিনিট । আমি এই ইমেজ রিষ্টোর পদ্ধতির ব্যাবস্থা অনেক দিন আগে টেকটিউনে প্রকাশ করেছিলাম । লায়ন ১০.৭.২এবং মাউন্টেন লায়ন ১০.৮.২ । ধারাবাহিক ভাবে মাউন্টেইন লায়ন ১০.৮.৫, মেভেরিক ১০.৯.৫ এবং ইউশোমিটে ১০.১০.০১ রাশিয়ান ওয়েব সাইট রুট্রেকার থেকে ডাউনলোডকৃত ইমেজ রিষ্টোর পদ্ধতির ব্যাবস্থা দেখিয়ে দিবো । আমার দ্বিতীয় হার্ড ডিস্কে তিনটি পার্টিশন তৈরী করে তিনটাই ইনষ্টল দেওয়া আছে ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ আপনি যে কোনো মাউস+কীবোর্ড যদি সেটা আমাদের জিন্জিরাও বানায় তাহলেও সেগুলো চলে কোনোধরনের সমষ্যা ছাড়াই । অথচ এই মাউস+কীবোর্ড এর জন্য সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত হ্যাকিন্টোষ ইনষ্টল দেওয়ার পর কাজ করা যায় না ।
উইন্ডোজ পিসিতে হ্যাকিন্টোষ ইনষ্টল দেওয়ার পর প্রায়ই যে সমষ্যা দেখা দেয় তা হলো মাউস এবং কীবোর্ড কাজ করে না, সাউন্ড পায় না , গ্রাফিক্স কার্ড কাজ করে না, নেট ড্রাইভার পায় না ইত্যাদি ইত্যাদি । তাই উইন্ডোজ পিসিতে হ্যাকিন্টোষ ইনষ্টল দেওয়ার আগে আপনাকে ভেবে দেখতে হবে আপনার পিসি হ্যাকিন্টোষ কম্পিটেবল কিনা এবং শেষ পর্যন্ত সাকসেসফুল হবেন কিনা ।
তাই হাতের কাছে সব কিছু রেখে আপনাকে ট্রাই করতে হবে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বায়োসে গিয়ে সাটা কন্ট্রোলার IDE থেকে AHCI করে নিতে হবে । এটা করা না থাকলে বুট হবে না ।
কিবোর্ড এবং মাউস যেন USB হয় কারন এই দুইটা ছাড়া আপনি কাজ করবেন কিভাবে । অনেক সময় দেখা গেছে ইনষ্টল হলো কিন্ত মাউস এবং কিবোর্ডের জন্য কোনো কিছুই করা যাচ্ছে না । তাই এই দুইটাও হ্যাকিন্টোষের জন্য অনেক গুরুত্বপূর্ণ কীবোর্ড পিএস২ হলেও চলবে তবে মাউস যেন অবশ্যই ইউএসবি হয় ।
সাউন্ড কার্ড ইউএসবি হয় তাহলে অটোমেটিক পেয়ে যাবে । আর না হলে তার জন্য মাল্টিবিষ্ট ডাউনলোড করে রাখুন সাউন্ড কার্ড ড্রাইভার ইনষ্টল দেওয়ার জন্য ।
লজিটেকের ইউএসবি সাউন্ড বক্স :
ওয়াইফাই এবং লেন কার্ড ড্রাইভারের জন্য হ্যাকিন্টোষ জোন থেকে All in One Ethernet Solution ডাউনলোড করে রাখুন ।
হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট –
১। প্রসেসর : Intel Core 2 Duo, Core 2 Quad, Core i3, Core i5, Core i7
২। মাদারবোর্ড : (ইন্টেল চিপসেট ) আসুস অথবা গিগাবাইট
৩। মেমোরী : ২জিবি । (৪জিবি হলে ভাল )
৪। গ্রাফিক্স কার্ড : এনভিডিয়া ২,৩,৪,৫,৬,৭,৮,৯ সিরিজের (তবে সবগুলোই যে কাজ করবে নিশ্চয়তা নেই) । এটিআই-এইচডি: ৫,৬,৭ সিরিজের । ইন্টেল- HD3000/HD4000 Integrated Graphics ।
৫। ইউএসবি মাউস এবং কিবোর্ড ।
৬। মিনিমাম ৫০জিবি হার্ড-ডিস্ক স্পেস (ইন্টেল সাটা কন্ট্রোলার AHCI mode)
৭। রাশিয়ান ওয়েব সাইট থেকে নামানো মাউন্টেইন লায়নের ISO File । নামানোর পর ৭জিপ(উইন্ডোজে ইনষ্টল করা থাকতে হবে ) দিয়ে এক্সট্রাক্ট করে নিতে হবে । যা .arc ফাইল নামে দেখতে পাবেন ।
৮। R-Drive Image (উইন্ডোজে ইনষ্টল করা থাকতে হবে ) দ্বারা টরেন্ট থেকে নামানো .arc ফাইলের ইমেজ রিষ্টোর করতে হবে ।
৮। Easeus Partition Master Pro (উইন্ডোজে ইনষ্টল করা থাকতে হবে ) হার্ডডিস্ক এ পার্টিশন তৈরী করার জন্য । যদিও পার্টিশন তৈরীর অনেক সফ্টওয়্যার নেটে পাবেন আমি এখানে শুধু Easeus Partition Master Pro নিয়ে আলোচনা করবো ।
হ্যাকিন্টোষ এর উইন্ডোজ পিসিতে চলার উপযোগী রুশ ভাষায় বানানো Mac OS X এর ইমেজ রিষ্টোর কিভাবে আপনার হার্ড ডিস্কে প্রাইমারী পার্টিশন তৈরী করে ইনষ্টল করবেন এখানে চিত্রে তা দেখানো হয়েছে – যদি আপনার একটা হার্ড ডিস্ক থাকে তা হলে সাধারনত সি ড্রাইভেই উইন্ডোজ ইনষ্টল করা থাকে । এখন যদি আপনি হ্যাকিন্টোষ এর ইমেজ রিষ্টোর করতে চান তা হলে আপনাকে ডি,ই,এফ যে নামেই হোক না কেন উইন্ডোজের পরের-ড্রাইভেই ইনষ্টল করতে হবে এবং সেটা হবে প্রাইমারী পার্টিশন ।
আমি এখানে দুইটি হার্ড ডিস্ক দেখিয়েছি একটা তে উইন্ডোজ আর দ্বিতীয় হার্ড ডিস্কে ৫০জিবির মতো প্রাইমারী পার্টিশন তৈরী করে Mac OS X এর ইমেজ রিষ্টোর করেছি । দ্বিতীয় হার্ড-ডিস্ক এজন্যই নেওয়া হয়েছে যাতে করে হ্যাকিন্টোষ এর পরীক্ষা-নিরীক্ষা করা যায় কোনো ঝামেলা হলে ওই দ্বিতীয় হার্ড-ডিস্কের উপর দিয়েই যাবে আমার প্রথম হার্ড-ডিস্ক যাতে ঠিক থাকে এবং Mac OS X যদি কোনো কারন বশত বুট না হয় তাহলে যেন উইন্ডোজে ফিরে যেতে পারি ।
এখন আমি আপনাদেরকে যারা একেবারেই নতুন তাদেরকে চিত্রের মাধ্যমে Easeus Partition Master Pro এর মাধ্যমে কিভাবে হার্ড-ডিস্ক এ একটি প্রাইমারী পার্টিশন করবেন তা ধাপে ধাপে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি –
১। গুগোল মামুরে কন আপনারে Easeus Partition Master Pro হাজির করতে- দেখবেন ডজন খানেক সাইট আপনার সামনে হাজির-নাজির কইরা দিবে- দেইখা-শুইনা তারপর নামাইবেন নইলে আপনার পিসিতে বজ্জাত ব্যাকটেরিয়া-ভাইরাস প্রবেশ কইরা পিসির ১২টা বাজাইয়া দিবো ।
২। ধরে নিলাম আপনি নামাইছেন এবং উইন্ডোজে ইনষ্টল ও করেছেন । এখন চালু করেন । চালু করার পর যে মেইন উইন্ডো আসবে go to main screen বাটনে ক্লিক করুন
৩। Easeus Partition Master Pro এর মেইন উইন্ডো দেখতে পাবেন । আপনার পিসিতে যে কয়টা হার্ড-ডিস্ক লাগানো থাকবে তা শো-করবে । নিচের যে ছবি দেখতে পাচ্ছেন এখানে দুইটি হার্ড-ডিস্ক(disk-1,disk-2) দেখা যাচ্ছে । পরিক্ষামূলকভাবে আমি এখন ডিস্ক-২তে আনএলোকেটেড অংশে প্রাইমারী (NTFS)পার্টিশন তৈরী করে সেখানে হ্যাকিন্টোষ এর রেডিমেড রুশ ভাষায় বানানো Mac OS X এর ইমেজ রিষ্টোর করবো । এই রুশ ভাষায় বানানো হ্যাকিন্টোশ এর ইমেজ রিষ্টোর করলে প্রথমে ভাষা রুশ থাকে পরে পরিবর্তন করে নিতে হয় । এইটাই একটা সমষ্যা । নেটে আমি এর চেয়ে সহজ কোনো হ্যাকিন্টোশ এর ইমেজ রিষ্টোর পদ্ধতি পাই নি । আমি ছবিতে দেখিয়ে দিয়েছি কিভাবে ভাষা ইংরেজীতে আনবেন ।
৪। ডিস্ক-২এর আনএলোকেটেড অংশে মাউস দিয়ে সিলেক্ট করলাম ।
৫। সিলেক্ট করার পর ক্রিয়েট পার্টিশন বাটনে ক্লিক করুন ।
৬। ক্রিয়েট পার্টিশন উইন্ডো আসলে ছবির মতো করে টাইপ করে ওকে করুন । Partition Label : যে কোনো নাম দিন Create As : অবশ্যই প্রাইমারী File System : ntfs Drive Letter : যে কোনোটি দিতে পারেন Cluster Size : Default Partition Size : 51200MB (50GB) পার্টিশন সাইজের ঘরে ৫১,২০০টাইপ করে এন্টার প্রেস করুন । OK করুন ।
কাজ বাকী আছে এপ্লাই বাটনে ক্লিক করুন তারপর ইয়েছ বাটনে ক্লিক করার পর Easeus Partition Master Pro ক্লোজ করে দিন ।
যে ড্রাইভ বানালাম তাতে এইবার টরেন্ট থেকে নামানো আইএসও ফাইলটি ৭জিপ দ্বারা আনজিপ করে R-Drive Image দ্বারা ইমেজটি রিষ্টোর করা ।
Mountain LIon 10.8.5 লিন্ক :
http://rutracker.org/forum/viewtopic.php?t=4029581
R-Drive Image নেট থেকে নামিয়ে ইনষ্টল করে নিন । R-Drive Image চালু করুন ।
অথবা যেখানে আপনার ইমেজ ফাইলটি আছে সেখানে গিয়ে 10.8.5.arc ফাইলটি মাউস দিয়ে ক্লিক করুন তারপর Restore Image বাটনে ক্লিক করুন ।
নিচের ছবিগুলো ধাপে ধাপে অনুসরন করুন :
১। চালু করার পর নেক্সট ক্লিক করুন ।
২। Restore from an image এ ক্লিক করুন
৩। যেখানে ডাউনলোড করেছেন সেইপাথ বের করে মাউস দিয়ে সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন । ৪। তারপর যে উইন্ডো আসবে প্রথমে উপরের অংশে ক্লিক করে সিলেক্ট করুন লাল রেখা দেখতে পাবেন তারপর যে ড্রাইভ বা পার্টিশন তৈরী করেছেন সেটা ক্লিক করে সিলেক্ট করুন তাতেও লাল রেখা দেখতে পাবেন এবার নেক্সট ক্লিক করুন ।
৫। পার্টিশন টাইপ অবশ্যই প্রাইমারি সিলেক্ট থাকবে নেক্সট ক্লিক করুন ।
৬। ষ্টার্ট বাটনে ক্লিক করুন ।
৭। প্রগ্রেস হতে থাকবে প্রায় ৫/৮মিনিট সময় লাগবে ধৈর্য ধরুন ।
৮। ইমেজ রিষ্টোর সাকসেস উইন্ডো আসলে ওকে করে এক্সিট করুন । হ্যাকিন্টোষ তো রিষ্টোর হয়ে গেল ম্যাক অপারেটিং সিস্টেম মাউন্টেইন লায়ন এর স্ক্রীন কি এবার দেখা দিবে হুম সবকিছু ঠিক থাকলে হয়তো দেখবেন না হলে কিছুই দেখা যাবে না তার মানে ফেইলিউর কিছু একটা প্রবলেম ।
পিসি রিষ্টার্ট দিন যদি সিঙ্গেল হার্ড ডিস্ক হয় ডিফল্ট উইন্ডোজ বুট লোডার এর উপর কেমেলিয়ন বুট লোডার ইনষ্টল হয়ে যাবে এবং বুট অপশনস দেখতে পাবেন –এন্টার দিন কিবোর্ডের এরো কী ডানে একধাপ চেপে উইন্ডোজে যেতে পারবেন তারমানে একধাপ অগ্রসর হয়ে কীবোর্ডের এন্টার কী প্রেস করুন উইন্ডোজে যেতে পারবেন । ম্যাক এর একগুচ্ছ কেক্সট লোড হতে থাকবে সময় নিবে ৪০/৫০সেকেন্ড সব কিছু ওকে হলে ম্যাকের স্ক্রীন আসবে রাসিয়ান ভাষায় ।
ঘাবড়াবার কিছু নেই এতদুর যখন এসেছেন বাকিটা ও করতে পারবেন । ছবি অনুসারে কাজ করে যান ভাষা রাশিয়ান থেকে ইংরেজী করতে পারবেন । গিয়ারের মতো আইকনে ক্লিক করুন
ম্যাক রিস্টার্ট দিন নিচ থেকে তিন নম্বর
ভাষা ইংরেজী করার পর
মনিটরের সঠিক রেজোলিউশন পরিবর্তনের জন্য সিস্টেম প্রিফারেন্স ক্লিক করুন তারপর যে উইন্ডো আসবে সেখানে মনিটরের আইকনে ক্লিক করুন
আর আমি অন্ধকারে সাতড়িয়ে এই রাশিয়ান ভাষাকে ইংরেজী করে একটা ধারনা হয়ে গেছে কোনটা কি ক্লিক করলে ভাষা ইংরেজী তে আনা যাবে । কৃতিত্বটা ওই রাশিয়ান হ্যাকারের যে এই সহজ সিস্টেম বানিয়েছে । আমি শুধু ক্লিক করে করে ভাষা ইংরেজী করে নিয়েছি যাতে করে বুঝা যায় । আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আর যাদের আগ্রহ আছে তাদের কাজে লাগলে লাগতেও পারে । টেকটিউনে হ্যাকিন্টোষ এর ব্যাপারে কোনো টিউন নেই আর অনেকেই হয়তো ম্যাক চালায় আশা করবো তাদের কাছ থেকে কিছু টিউন করার ।
আর আমার একটা অনুরোধ টেকটিউনস মডারেটরদের কাছে হ্যাকিন্টোষ বিভাগ রাখার জন্য ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
লিস্টে ত আমার ল্যাপটপের মডেল দেওয়া নাই তাহলে কি আমি এটা ব্যাবহার করতে পারবনা?