আগেই বলে রাখি আমি হ্যাকিং এর তেমন কিছুই জানিনা। আমি এখনো এই জগতের শিক্ষানবিশ । CC কিভাবে হ্যাক করতে হয় তা আমি আজ দেখাব না ! বা দেখানর ইচ্ছা আমার নাই ! তবে আমি টেক্টিউন্সে CC হ্যাকিং এর একটা পোস্ট দেখেছি রাশেদ ভাই লিখেছিলেন ! আপনারা খুঁজে দেখেন !
ক্রেডিট কার্ড হ্যাক করা খুব ইজি কিন্তু এটা নাড়া চাড়া করা খুব রিস্কি ! একটু এদিক সেদিক হইলেই হইছে । ধরা খাবেন ১০০% । হোক সেটা বাংলাদেশ কিবা ইউকে এমেরিকা ! আর সবচেয়ে বড় কথা হল ক্রেডিট কার্ড হ্যাকিং আর চুরি ডাকাতি সমান গুনাহ। So Don't Try this ।
আরেকটা কথা এই পোস্ট সবার জন্য না ! যারা হ্যাকিং কিছু পারেন , জানেন, ট্রাই করছেন তাদের জন্য ।
অনেকে আছেন সি সি হ্যাক করেছেন কিন্তু ঐ সি সি টা লাইভ কিনা বা ঐ সি সি তে টাকা আছে কিনা বের করতে জানেন না বা পারেন না তাদের জন্য এই পোস্ট ।
তাইলে শুরু করি!
কার্ড নাম্বার ঠিক আছে কিনা বা কোন কম্পানি এই কার্ড ইস্যু করেছে এইটা দেখার জন্য আপনি নিচের লিঙ্ক ইউয করতে পারেন
http://www.validcreditcardnumber.com/
যেনে রাখা ভাল
Visa শুরু হয় 4 দিয়ে
Mastar Card শুরু হয় 5 দিয়ে
American Express শুরু হয় 3 দিয়ে
Discover শুরু হয় 60 দিয়ে
এভাবে কার্ডের ব্রেন্ড নেইম জানার কিছু way আছে নেটে ঘাটলে পাবেন।
কার্ড হ্যাক করার পর দেখা যায় "ফইন্নির পুতের" একাউন্টে টাকা নাই ! লোল । অথবা আছে কত তা জানা যায় না। আমি আজ এইটাই দেখাবো ।
আসেন এখন দেখাই কি ভাবে চেক করবেন। গুগোলে গি্যে লিখেন Bin Data Base অনেক গুলা সাইট পাবেন। বেস্ট ইয দিস ওয়ান http://www.binbase.com/search.html জাস্ট কার্ডের বিন (বিন কিন্তু আমার নামের মদ্ধমা না এটা কি ক্রেডিট কার্ড হ্যাকাররা আমার চেয়ে ভাল জানেন, তাই আমি কিছুই বললাম না। )দিয়ে সার্চ করেন দেখবেন ঐ কার্ডের কিছু ডিটেইলস আসবে । আমি আমার কার্ড দিয়ে সার্চ করলাম । দেখেন ।
এখানে কিন্তু আমার বাঙ্কের নাম্বার আছে এইটা Automatic Robotic Number . when U call this number a Robotic আপু or পলা will pick up the call. then it will ask you to give all the details of the card. the details are in front of u .when u provide all the details then there will be some options like : to check balance press 1 to check এই then press 2
to check সেই then press 3
ব্যাস কেল্লা ফতে ।এখন আসেন বাংলাদেশ থেকে কিভাবে চেক করবেন । সাধারণত এই নাম্বার গুলা ফ্রী হয় . তাই ইউকে ইউ এস এ তে মোবাইল দিয়ে কোল করা যায় কন্তু BD থেকে কোল দিলে তো অবস্থা শেষ হইইয়া যাইবে। ফ্রি নাম্বারগুলাতে স্কাইপে ফ্রি call করা যায়। So go on And start Hacking Credit Cards.
Happy Hacking :- ɹızʍɐu qıu snןɐıɯɐu
We are Black Hat hackers But we wear White hats. আমাদের ফেইসবুক পেইজ। আশা করি লাইক দিবেন
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
Thanks For Share Boss…………………………… বাপ তুই বাইচ্চা থাক 🙂