—বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের ওয়েবসাইট হ্যাকড—

আসসালামুয়ালাইকুম।আশা করি আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন। অনেকদিন যাবত পোস্ট করা হয়না।

এর একটাই কারন।আর তা হল এবার নতুন কিছু শিখার জন্য চেষ্টা করলাম।।এবারের টপিক হল হ্যাকিং।ভাবলাম এবার হ্যাকিং নিয়ে একটু ঘাটাঘাটি করা যাক।সুতরাং বুজতেই পারছেন আমি কোন হ্যাকার নই। শুধু কৌতহল বশত এই বেপারটা নিয়ে বেশি বেশি ঘাটা।

আমি জানি দেশে হ্যাঁকারের অভাব নাই যারা হ্যাকিং শিখে আজ প্রফেশনাল হয়ে আছেন।সুতরাং তাদের ধারের কাছেও জাওয়ার কোন অধিকার আমি রাখিনা।।তাই কেউ আবার আমাকে আক্রমন করা শুরু করে দিয়েননা...।

জাজ্ঞে আসল কথায় আসি।।আমার বাপের বহুদিনের সপ্ন আমাকে ডাক্তার বানাইব। কিছু করার নাই।।বাপের মনে কষ্ট দিয়ে উপরে উঠতে গেলে নীচেই নামতে হবে।।

তো ভাবলাম ডাক্তার যদি হইতেই হয় তাহলে এত কিছু নিয়া ঘাটাঘাটির কি দরকার আছে।?? তারপরে ভাবলাম না আসলে দরকার আছে।। ডাক্তার যখন হতে হবে তাহলে মেডিকেল ওয়েবসাইটগুলা নিয়ে ঘাটাঘাটি করা প্রয়োজন??শুরু করলাম।।

ঘাটতে ঘাটতে একটা কুবুদ্ধি মাথায় চাপল। ভাবলাম  বাপের সাথে যখন রাগ করছি তাহলে এদের উপর রাগটা ঢালি।কেমন হয় এদের জদি নিজের কন্ট্রোল এ নিয়ে আশা যায়। মাথাই যখন চাপ দিলো তখন আর বসে বসে আঙ্গুল মুখে না দিয়ে এদের ওয়েবসাইট নিয়ে ঘাঁটলাম।।

বলে রাখি টার্গেট ছিল প্রাইভেট মেডিকেল কারন আমার এত মেধা নাই যে আমি সরকারি চান্স পাবো।

শুরু করলাম ঘাটাঘাটি । একটু কষ্ট করতে হয়েছে কিন্তু পিসিতে বসলে কষ্টের কথা মনে থাকে না।

আর পেয়ে গেলাম সেই অমূল্য রতন।।

নামকি শুনবেন>>

১।বাংলাদেশ মেডিকেল কলেজ।।

জি ভাই এটার ভিতর ধুকতে সক্ষম হয়েছি।। কিন্তু ভিতরে ঢুঁকে মনটা নরম হয়ে গেল। কারন ভাবলাম যদি কারও কোন ক্ষতি করি তাহলে একদিন আল্লাহ্‌ আমার ক্ষতি করে দিবেন।।এই ভেবে কিছু  না করে বের হয়ে গেলাম। ভাবলাম তাদের জানিয়ে দিব কিন্তু ভাবলাম জানিয়ে দেয়ার আগে আমি আরও কিছু চেষ্টা করি ।।

এটাও যখন মাথায় আসল তখন এটারও একটা সমাধান পেলাম।।তাকাই দেখি একি হাল এক একটা ওয়েবসাইট এমন কেনরে??

হ্যাকাররা কি সাধে এদের ওয়েবসাইট হ্যাক করেরে?? বেশিরভাগ ওয়েবসাইট ত্রুটিপূর্ণ।

ভাবলাম এক কাজ করি ।।৭টা ওয়েবসাইট যদি হ্যাক করতে পারি তাহলেই এই ব্যাপারে সিউর হয়া যায় যে আশলেই ওয়েবসাইট গুলা ঠিক করা দরকার কিন্তু আমিতো তেমন হ্যাকিং জানিনা যে আমি ৭টি ওয়েবসাইট হ্যাক করব>এত জ্ঞান পাবো কই>>

আরে প্রব্লেম যখন আছে সমাধানও আছে।। মোটামোটি একটা জ্ঞান নিয়ে কাজ শুরু করলাম এবং আবারও সিউর হলাম>>>

হাদিসঃ" প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল।"

তার মানে দাড়াল আমি ৭টি ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়েছি  আমার পিচ্চি জ্ঞান দিয়ে।।কিন্তু আমার প্রশ্ন মেডিকেল কলেজগুলার ওয়েবসাইট কি পিচ্চি জ্ঞান দিয়ে হ্যাক করার জিনিস ??

বাংলাদেশের ওয়েবসাইটগুল কি এতটাই নিচু থাকবে যে অন্যান্য দেশের পুচকি হ্যাকাররাও হ্যাক করে বলবে-----

আমরা অমুক দেশের হ্যাকার।আপনাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে আপডেট করুন।।

নিচে লিখবে--

''WE ARE DARK INDIAN,KALA PAKISTAN,ARABIAN DONKEY,AFRICAN JUNGLEE--bla bla hacker''

এই ওয়েবসাইটগুল ঠিকতো করেই না বরং পুরান পুরান ভার্সন ব্যাবহার করে।।একটু আপডেট করতে কোটি টাকা করছ হয়ে যাবে যে।।

তো এবার দেখি কন কন ওয়েবসাইট হ্যাক করতে সক্ষম হয়েছি।।আপনারা তো আবার না দেখলে বিশ্বাস করবেননা। তাই এডমিন প্যানেলের স্ক্রীনশট দিলাম।।

1.Bangladesh medical college

2.Arm-force medical college

3.Ad-din medical college

4.Shaphena dental medical college

5.Chittahong medical college:  Sorry--স্ক্রীনশট দিতে পারলামনা।সারভার বন্ধ>>>

6.popular medical college

7.Gonosastho somaj vittic medical college

এখন আসি হ্যাক না হওয়া ওয়েবসাইটগুলা যেগুলা বড়বড় অ্যাটাকের সম্মুখীন হতে বাচতে পারবে কি সন্দেহ>>

জেমনঃBLIND SQL INJECTION,SQL INJECTION,XSS ATTCK,HOST HEADER ATTACK,APACHE REWRITE,DIRECTORY TRAVELERS,JQUIRY XSS ATTACK,DDOS ATTACK BLA BLA...

Dhaka national medical college, Labaid Medical College,Dhaka Community Medical College, Maa-shishu-ctg medical college,Moinamoti Medical college,khaja younus ali medical college--{ আরও আছে (এখানে (৩***)বিপদ্গামি .অবস্থায় যারা আসে তাদের  কয়েকটার নাম দিলাম)}-

এগুলা বললেও লজ্জা লাগে।।

সরকারীগুলাও যে খুব ভাল অবস্থায় আছে এটা বললেও ভুল হবে কারন >>>এই স্ক্রীনশট দেখেন>>

এটা ঢাকা মেডিকেল কলেজের ডাটাবেস।। থাক আর বেশি বারালামনা।নামগুলা প্রকাশ করলাম না।। এতক্ষুন এতকিছু বলার এক্টাই কারন হল আমাদের বাংলাদেশের ওয়েবসাইটগুলা কি উন্নত করা যায়না যেখানে হ্যাঁকারদের হ্যাক করতেও বাপ বাপ বলে ডাকতে হবে>> ডিজিটাল বাংলাদেশ গোড়তে আমাদের ডিজিটাল জিনিসগুলাও তো সিকিউরেড হতে হবে তা না হলে যে সব চুরি হয়ে জাবে।।আর আমরা কলা মুখে দিয়ে বসে থাকব।।

আপনারা যারা পোস্টটি পরলেন তারাও এই ব্যাপারে সতর্ক হউন আপনাদের ওয়েবসিতেগুলাও যাতে  নিরাপদ থাকে।।

আরেকটা বেপার।আমি আগেই বলেছি আমি হ্যাকিং জানিনা।।সুতরাং দয়া করে ফেসবুকে আইসা বইলেননা যে ভাই একটা আইডি হ্যাক করে দেন।।আর বড় হ্যাকার ভাইয়েরা আমারে আবার আক্রমন কইরেননা...। যদি কেউ হ্যাক করেন বাংলাদেশের আইডি তাহলে তাদের পেজগুলা ডিফেস না করে তাদের জানায় দেন।।এতে তাদের হইরানি কম হবে।। আর কেউ আবার এই ওয়েবসাইটগুলা হ্যাকের চেষ্টা কইরেন না।।উনাদেরকে জানিয়ে দেয়া হয়েছে।।

প্রফেশনাল হ্যাকারদের কাছে আমার একটা আবেদন--বহুত ওয়েবসাইট দেখি হ্যাক কইরা ডিফেস পেজ দিয়া রাখে।আমার প্রশ্ন আপনারা কয়টাে অশ্লীন ওয়েবসাইট হ্যাক করসেন???এটাই নিয়ম হয়ে দারাইসে।যার দোষ নাই তার রেহাই নাই,আর যার দোষ  আছে তারাই দুনিয়ায় ভাল আছে।।তাই আমরা বেশি বেশি এই অশ্লীন সাইটগুলা হ্যাক করার চেষ্টা করি।।

অনেকদিন তো লেখালেখি করিনা।তারপরেও যদি মন চায় তাহলে আমার ব্লগে ঘুরে আইসেন

                                                                                                        ফেসবুক পেজ----                                                                                                            

ধন্যবাদ।

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

So what’s ur point?

নাই

60% gov.bd/mil.bd vulnerable to hack,এইসব কথা বলে লাভ নাই.আর বাংলাদেশের হ্যাকার/বাংলাদেশী ওয়েবসাইট এখন সব দুষিত।কিন্তু আপনে কি বুঝাইতে চাইলেন বুজলাম না!!!!

    @amirhamza321: @amirhamza321: etae blse vai 60% e dushito..bises kre vlo protisthangulare ei obostha..ame bujhalam j amadr uchit j amadr sokoler websitegula jate nirapod thake sei security deya.bairer desher hackerra amadrgula hack krbe eta amadr kokhonoe kammo noe.amadr uchit amadr dsher websitegula defa
    ce na diye edr sotorko kre deya.R last e blse j amra bivinno desher website deface kre rekhe ashi.kintu ekta jinis dkhun.90%vlo website.kintu pornographic website gula sochrachor hack hoena.eta kno?hacker vaera ke parena eishb nogra websitegulo hack krte.?etaki ekta challenge hte pare na?

      @নিশান: একটা সময় ছিলো যখন হ্যাকিং/ওয়েব সিকিউরিটি নিয়া খুব মাতামাতি করতাম,সারা রাত জেগে হ্যাক করতাম এখন আর ভালো লাগে না(after the cyberwar between India Vs BD,talented bd হ্যাকার রা এখন সবাই ব্যস্ত),ওয়েব ডেভেলপমেন্ট নিয়াই আপাতত ব্যস্ত আছি,আর মাঝে মাঝে vulnerable দেশী সাইট এ রিপোর্ট করি.ইদানিক কিছু পুরাতন 3ca গ্রুপ নিজেদের বাংলাদেশী edu সাইট deface করতেছে,so আপনের মনের আশা[হ্যাকিং বাংলাদেশী porn সাইট] টা expire সাইবার আর্মি কে বলে দেখেন অথবা আরও কিছু BD হ্যাকার গ্রুপ আছে তাদের সাথে কথা বলতে পারেন।অথবা আপনে নিজেই attack করতে পারেন,আপনের টিউন এর pic-s[maximum গুলাই sqli] গুলা দেখে মনে হচ্ছে u know some defacing.আমরা বাংলাদেশের cyberworld শুধুমাত্র একজন কেই like করি সে হলো [email protected] give up,May be you are the Next TiGERM@TE!!!!!! coz impossible is nothing

        ধন্যবাদ ভাই।আমি ডিফেস জানি কিন্তু আমার দেশের সাইটকে ডিফেস করা হবে বোকামি।।আপনার উৎসাহ আমার আরও কাজে লাগবে।।

টিউনার হ্যাকর রা কোথায়। তাদের মন্তব্য পাইলে, বিশ্বাস করা যেত হ্যাক হইয়াছে কিনা বা ভূয়া।

বাংলাদেশী সরকারী সাইটগুলো এবার হ্যাক করার কথা ভুলতে হবে কারন, এ সবগুলো সাইট আগগ্রেশনের কাজ চলছে, সাইট গুলো করা ASP.NET Framework /.aspx হচ্ছে এবং হাই প্রটেক্টেড তাই সরকারী সাইট হ্যাক করার কথা ভুলে যান।

    @আব্দুল্লাহ আল বাকী: amar desher site hack korar iccha amar kokhonoi nai…..amar iccha holo amar desher site k onno desher kono manusho jeno hack na korte pare …