আসা করি সবাই ভালো আছেন। এইটা আমার টেকটিউনস এ প্রথম পোস্ট। টেকটিউন্স এর সাথে আছি প্রায় ২০১২ সাল থেকে। কিছু লিখার সাহস হইনি কখনও। আপনাদের দেখে দেখে অনেক উৎসাহ করে লিখতে বসলাম আজ। তবে হয়ত বুঝেই গেছেন যে আহামরি কিছু লিখছি না। এই বিষয় টা নিয়ে কম করে হলেও ১০০ খানা টপিক আছে এখানে। কিন্তু সবচাইতে অসুবিধা হল কনোটাই ১০০ ভাগ কাজ করে না! এখানে আইপি হাইড করতে নানা প্রকার proxy Software ব্যবহার করার কথা বলা হয়েছে। যা দ্বারা বেশির ভাগ সময় ই পরিপূর্ণ ভাবে আইপি হাইড করা যাই না। [আমি আমার এই টিউনে কনো ভাইকে অসন্মান করার চেষ্টা করি নি, যারা এই বিষয়ে আগেও টিউন করেছে।] তাই আমি মনে করি যে ১০০% আইপি হাইড সুধু VPN দ্বারা এ সম্ভব। তাহলে আইবি ভিপিএন কেন? যেখানে অনেক ভিপিএন আছে? আসলে ভিপিএন সার্ভিস গুলো বেসির ভাগ সময় পেইড হয়। আবার ট্রায়াল ভারসন গুলো লিমিটেড হয়। আইবি ভিপিএন ও পেইড কিন্তু আপনি ট্রাইল ভার্সনেও সব ফিচার পাবেন। একটি মালিকানা থেকে আপনি ৬ ঘন্টা ব্যবহার করতে পারবেন। নিবন্ধন করাও খুব সোজা। ইমেইল ভেরিফাই করতে হয় না। তাই জা মনে আসে তাই ব্যবহার করুন মেইল হিসেবে। ফ্রি নিবন্ধন এখানে করতে ক্লিক করুন।
এই রকম একটি পেজ আসবে।
সব তথ্য দিয়ে নিবন্ধন করে নিন।
এবার এখান থেকে আইবি ভিপিএন টি ডাউনলোড করে নিন। আপনার কম্পিউটার এ ইস্থাপন করুন।
ইউজার নেম এ মেইল ঠিকানাটি দিন। এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
ইচ্ছা মত একটি সার্ভার নিয়ে কানেক্ট করুন। ব্যাস কাজ শেষ। হয়ে গেলো আপনার আইপি হাইড।
নোটঃ আপনি এই পদ্ধতি তে পিটিছি সাইট এ চিট করতে পারবেন।
কিছু ভুল হলে ক্ষমা করবেন।
আর সময় হলে আমার ডাউনলোড সাইট টি ঘুরে আসতে পারেন।
আগামি টিউনে দেখা হবে।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
Era to amar ip ta niye onno kauke dite pare.