االسلام عليكم কেমন আছেন আপনার? আশা করি ভালই আছেন। দীর্ঘ চার মাস আবারও চরে এলাম আপনাদের মাঝে। ভাবছিলাম আর হয়ত দেখা হবেনা আপনাদের সাথে কিন্তু নাহ পারলামনা আপনাদের থেকে দূরে থাকতে। আমার আজকের লিখাটি হরো হ্যাকিং নিয়ে। শুরুতে বলে রাখি আমি কোন প্রপেশনালতো দূরের কথা প্রপেশনালদের ধারে কাছেরও কোন হ্যাকার নই। তাই আমার হ্যাকিং বিষয়ের লিখাটিও হবে একটু সাধারণ মানের তবে খুবি কার্যকরী। আজকের বিষয়টি শুধু যারা আপনার পিসিতে কোন একাউন্ট লগইন করবে তাদের একাউন্ট হ্যাক করার বিষয়ে। তার জন্য লাগবে মজিলা ফায়ারফক্স আর একটি এড-অন্স। মোটামুটি আমরা সবাই ফায়ারফক্স ইউজ করি সুতার ওটার কথা আর বলা লাগবেনা আশা করি। সর্বপ্রথম এড-অন্সটি সেট করে নিন। তার জন্য এখানে ক্লিক করুন। নিচের মত দেখবেন..........................
এবার আপনি লাল দাগ দিয়ে চিহ্ণিত 2.6.0 তে ক্লিক করে selenium IDE নামের এড-অন্সটি সেট করে নিন। এডঅন্সটি সেট করার পর ব্রাউজার রিস্টার্ট চাইবে তাই ব্রাউজারটি রিস্টার্ট দিয়ে দিন। তারপর ব্রাউজারের মেনুবার থেকে টুলস এ গিয়ে selenium IDE অপেন করুন।
বুঝার জন্য নিচে দেখুন................................
selenium IDE অপেন করলে নিচের মত দেখবেন....................................
এবার আপনি লাল দাগ দেওয়া চিহ্ণত জায়গায় ক্লিক করে ডান পাশে নীল দাগ দেওয়া চিহ্ণিত জায়গায় ক্লিক করে মিনিমাইজ করে রাখুন। তারপর যে কোন একাউন্টে লগইন করুন। দেখবেন selenium IDE আইডি পাসওয়ার্ড সব সেভ করে রাখছে। অর্থাৎ আপনি এবার মিনিমাইজ করা selenium IDE অপেন করলে সব আইডি পাসওয়ার্ড দেখতে পাবেন। নিচের ছবিটা দেখুন বুঝার জন্য.......................
আশা করি আর বুঝাতে হবেনা। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হফেজ।
ভাল লাগলেও জানাবেন আবার না লাগলেও জানাবেন.....................
আমার ব্লগে ঘুবে আশার অনুরোধ রইলো...........................
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
আরে মিয়া এটা হ্যাকিং নয় এটা হল চিটিং