আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো । অনেকেই আমাকে GP এর IP BUG নিয়ে পোস্ট করার জন্য রিকোয়েস্ট করতেছিলো তাই ভাবলাম একটা পোস্ট দেই ।
আসলে আমি মনে করি এটা অনেকটা ভাগ্য । বাদ দেন ও কথা । আগে ট্রিক্সটা দেখুন ।
প্রথমে আপনার মডেমের আইকনের উপর ডান বাটন ক্লিক করে নিচের মত সিলেক্ট করুন ।
এবার প্রথম এর Config ফোল্ডারের ভেতরের প্রথম ফাইলটা নিচের মত করে Notepad দিয়ে অথবা যে কোন Text editor দিয়ে ওপেন করুন । আমি এখানে Notepad++ ব্যাবহার করেছি ।
এখানে নিচের মার্ক করা যায়গায় আগে থেকে internet.grameenphone.com লেখা থাকবে আপনি ওটা চেন্জ করে নিচের মতো google.com.bd করে সেভ করুন ।
এবার মডেম এ নিচের APN দিয়ে নেট কানেক্ট করুন ।
gpinternet
একটু অপেক্ষা করুন অটোমেটিক মজিলা ওপেন হয়ে লোড নিবে । যদি Google এর পেজ আসে তাহলে যতোক্ষন পারেন চালাবেন ।
আর যদি না আসে তাহলে আবার ডিসকানেক্ট করে কানেক্ট করে চেষ্টা করতে থাকুন ।
কিছু কথাঃ
১। সিমে টাকা MB কিছুই রাখবেন না ।
২। আগে থেকে ধৈয্য হারাবেন না ।
৩। নিজে ট্রাই করেই পোস্টা লিখলাম ।
৪। মনে রাখবেন এক বার না পারলে দেখো শতবার ।
আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং নিয়মিত আমাদের সাথে থাকবেন ।
ক্রেডিট: [সাগর ভাই]
আমি রায়হানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কি এখন চলতেছে ? এটা নিয়া আমি ও পোস্ট করছিলাম।
But সকাল থেকে চলছে না।