ইদানিং কেন জানি মনে হচ্ছে, আপনাদের সাথে যা কিছুই আমি Share করছি, তা হয়তো সবার কাছেই আছে। তেমন কোন সাড়া পাইনা। Comments এর ঘরও খালি খালি দেখি। আগ্রহটা হারিয়ে যায়- তারপরও আজ Share করব খুবই প্রয়োজনীয় একটা Software। সাড়া পেলে আবারো আসব, না পেলে নয়। ধন্যবাদ সবাইকে-ভাল থাকবেন।
একটু জেনে রাখুন-এই Software টির নামঃ ElcomSoft_System_Recovery_Professional_3.0.0.466, যার মুল্য বাংলাদেশী টাকায় প্রায় ৩২,০০০/=, বিস্তারিত একবার দেখে আসুন এখানে গিয়ে। কারো লাগলে সংগ্রহে রাখতে পারেন।
কাজের কথাঃ হতেও পারে, আপনি আপনার Computer এর Administrative Password ভুলে গেছেন অথবা (বেআইনি ভাবে হলেও) অন্যের Password Protected Computer-এ একটু ঢুঁ মারবেন, তবেই এই Software আপনার জন্য, সংগ্রহে রাখতে পারেন। এর মাধ্যমে আপনি উদ্ধার করতে পারবেন Windows 7, Windows Vista, Windows XP, Windows 2000 and Windows NT Operating System চালিত যেকোনো Computer এর Administrative Password।
Process: প্রথমে এখান থেকে Software টি Download করুন। একটি Blank CD অথবা DVD আপনার Computer এর CD/DVD Drive এ দিন, Downloaded Folder টি Extract করুন (Password: Madhu@Techtunes), Double Click করুন, Disc burner এ আপনার CD/DVD Drive টি চিনিয়ে দিন।
Verify disc after burning এ √ দিয়ে Burn Click করুন, ১০ মিনিটের মত অপেক্ষা করুন, কাজ শেষ হয়ে গেলে CD/DVD টি Bootable CD/DVD আকারে বের হয়ে আসবে। এবার ওই Bootable CD/DVD দিয়ে ভুক্তভোগীর Computer এ শুরু করুন আপনার লীলা খেলা।
আশা করি আর বুঝিয়ে দিতে হবে না-লীলা খেলা কিভাবে করবেন। একদম সহজ- ও যা বলবে, আপনি তাই করুন, একসময় Password টি ভদ্রলোক নিজেই আপনাকে দেখিয়ে দিবে।
ভাল লাগলে অবশ্যই Comments করবেন, যারা Tuner নন, তারা তো নিদেন পক্ষে Facebook এ Share করতে পারেন!!!
ভালো থাকলে দেখা হবে আবার হয়তো......আমি আছি @ Skype ID: m.m.samaddar
আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এ রকম একটি পোষ্ট করার জন্য। খুবই কাজের পোষ্ট। আশা করি এ রকম পোষ্ট আপনার কাছ থেকে আরও পাব।