“Windows Administrative Password ভুলে গেছেন? Hack করুন মাত্র-399 ডলার মূল্যের এই Bootable CD/DVD দিয়েই”

ইদানিং কেন জানি মনে হচ্ছে, আপনাদের সাথে যা কিছুই আমি  Share করছি, তা হয়তো সবার কাছেই আছে। তেমন কোন সাড়া পাইনা। Comments এর ঘরও খালি খালি দেখি। আগ্রহটা হারিয়ে যায়- তারপরও আজ Share করব খুবই প্রয়োজনীয় একটা Software। সাড়া পেলে আবারো আসব, না পেলে নয়। ধন্যবাদ সবাইকে-ভাল থাকবেন।

একটু জেনে রাখুন-এই Software টির নামঃ ElcomSoft_System_Recovery_Professional_3.0.0.466, যার মুল্য বাংলাদেশী টাকায় প্রায় ৩২,০০০/=, বিস্তারিত একবার দেখে আসুন এখানে গিয়ে। কারো লাগলে সংগ্রহে রাখতে পারেন।

কাজের কথাঃ হতেও পারে, আপনি আপনার Computer এর  Administrative Password ভুলে গেছেন অথবা (বেআইনি ভাবে হলেও) অন্যের Password  Protected Computer-এ একটু ঢুঁ মারবেন, তবেই এই Software আপনার জন্য, সংগ্রহে রাখতে পারেন। এর মাধ্যমে আপনি উদ্ধার করতে পারবেন Windows 7, Windows Vista, Windows XP, Windows 2000 and Windows NT Operating System চালিত যেকোনো Computer এর  Administrative Password।

Process: প্রথমে এখান থেকে Software টি Download করুন। একটি Blank CD অথবা DVD আপনার Computer এর CD/DVD Drive এ দিন, Downloaded Folder টি Extract করুন (Password: Madhu@Techtunes), Double Click করুন, Disc burner এ আপনার CD/DVD Drive টি চিনিয়ে দিন।

Verify disc after burning এ √ দিয়ে Burn Click করুন, ১০ মিনিটের মত অপেক্ষা করুন, কাজ শেষ হয়ে গেলে CD/DVD টি Bootable CD/DVD আকারে বের হয়ে আসবে। এবার ওই Bootable CD/DVD দিয়ে ভুক্তভোগীর Computer এ শুরু করুন আপনার লীলা খেলা।

আশা করি আর বুঝিয়ে দিতে হবে না-লীলা খেলা কিভাবে করবেন। একদম সহজ- ও যা বলবে, আপনি তাই করুন, একসময় Password টি ভদ্রলোক নিজেই আপনাকে দেখিয়ে দিবে।

ভাল লাগলে অবশ্যই Comments করবেন, যারা Tuner নন, তারা তো নিদেন পক্ষে Facebook এ Share করতে পারেন!!!

ভালো থাকলে দেখা হবে আবার হয়তো......আমি আছি @ Skype ID: m.m.samaddar

Level 0

আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এ রকম একটি পোষ্ট করার জন্য। খুবই কাজের পোষ্ট। আশা করি এ রকম পোষ্ট আপনার কাছ থেকে আরও পাব।

    @Shanto Babu: ধন্যবাদ আপনাকেও, আশা করেন বলেই তো Inspired হই।

onek valo laglo, kajer post, but soft….. ekto boro, Size: 126.38 MB

    @Ochin_Manus: একটু বড়ই- আর কি করা।

    Level 2

    @Ochin_Manus: হা হা ভাই এটা বড় হল ভাই
    যদি সাত জিবি ফাইল হত

      @kalamfaim: তার মানে হইল, Free আলকাতরা পাইলেও এখন আর সবাই খেতে চায়না। @Ochin_Manus তার মধ্যে একজন।

বুটেবল usb তৈরী করার কোন অপশন থাকলে বলেন download দেই।

Option হয়তো আছে বা নাই, আমার জানা নাই। ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ,কাজের জিনিষ।

    @hafiz anower: ধন্যবাদ আপনাকেও Sir.

Level 2

দশ জিবি হলেও আমি নামাইতাম ধন্যবাদ ভাই আপনাকে

    @kalamfaim: ধন্যবাদ ভাই আপনাকেও।

সুন্দর পোষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @হাসিবুল হাসান: আপনাকেও ধন্যবাদ ভাই।

Level 2

khube necessary ekti post aiti..

    @zottils: আপনার কাছে দরকারি মনে হয়েছে জেনেই আনন্দিত আমি।

thank you bhai. but USB Te boot korle kaj korbe ki? please reply

    @Mohammed Imran Miah: হবার কথা, আমি Try করে দেখিনি। তবে Bootable হইলেই Support না করার মত কারন জানিনা,

বর্তমান হিসেবের দুনিয়াতে মানুষ গুলো সব স্বার্থপর। তাই কমেন্ট করতেও কিপটেমি। তবে ডাউনলোড করতে ভুল হয় না। ধন্যবাদ।

    @al mamun saif: দারুণ একটা সত্যি কথা বলেছেন, ধন্যবাদ। এইটাই যদি CD/DVD বের করে bikroy.com এ দিতাম, তাইলেও বোধহয় সাড়া পাইতাম। দেখি, সামনে একটা Project আছে- Windows, Internet, Facebook and MS Ofiice দুনিয়ার সব Password এক লহমায় ভেঙ্গে জাবে-তখন একটু Business করা যাই কি না।

আপনার অন্যান্য টিউন আমার দেখা হয় নি,তবে মানুষ কেন পড়ে না সেটা সম্ভবত বুঝতে পারছি,এই টিউনের ক্কক্ষেত্রেই বলি।Administrative Password হ্যাক করতে Kon boot নামের ৩ মেগাবাইটের একটা সফট ই যথেস্ট।৩২০০০ হাজার টাকার অথবা ৭ জিবির ফাইল লাগে না

    @Bootable Ishraque: ৩২০০০ হাজার টাকা হইলেও এখানে ওটা Free ছিল আর ৭ জিবির ফাইল এটা নয়, মাত্র ১২৫ MB এর মত। যাহোক, বিদায় এখান থেকে।

দারুন জিনিস দিয়েছেন । চালিয়ে যান । টিটি Registration stop ছিল তাই Comments করতে পারি নি ।

    @নীলোৎপল বেদী: ধন্যবাদ আপনাকে

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @মোঃ আবুল বাশার: আপনাকেও ধন্যবাদ।

Valo Laglo M M Samaddar vai ar kothagulo…Amar jogoter manus….