জিপি সিম হ্যাক করে কথা বলুন 35 পয়সা মিনিট।{ এন্ড্রয়েড + জাবা ব্যবহারকারী}

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।এই টিউন আমি আগে এক বার করেছিলাম শুধু জাবা ব্যবহার কারীর জন্য । আজ জাবা ব্যাবহার কারী ও এন্ডয়েড ব্যবহার কারীদের জন্য আবার করলাম । কারণ গত টিউনে অনেকেই এ বিষয়ে বলে ছিল যে এন্ডয়েড এর জন্য দেন । তাই দিলাম   । অনেক কথা বলে ফেলাম কাজের কথায় আশি আজ আমি  আপনাদের শিখাবো জিপি সিম হ্যাক করে  35 পয়সা মিনিট কথা বলা যায় ।

* Gp to Gp 35 পয়সা মিনিট কথা বলার ক্ষেত্রে- মেসেজ অপশনে গিয়ে লিখুন B পাঠিয়ে দিন 4444 নম্বরে ।

* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন।

* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন, যার মধ্যে 1 টা Supar FnF করা যাবে ।

*এর পর মেসেজ অপশনে গিয়ে লিখুন SF <> Number পাঠিয়ে দিন 2888 নম্বরে ।

* Super FnF Call rate 0.35tk min: & normal fnf call rate 0.67tk min

* এক্ষেত্রে আপনি SP fnf এর সুবিধাটা কাজে লাগাতে পারেন ।

১।প্রথমেই GP App নামের aplication টা ডাউনলোড করুন  জাবা ব্যাবহারকারীরা ও প্লে-ষ্টোর  থেকে ডাউনলোড করুন  এন্ডয়েড ব্যাবহারকারীরা।

২।এবার GP App  open করেন । নিচের মত দেখতে পাবেন।self service >FNF>

৩।  উপরে ছবির মত দেখালে Add fnf এ ক্লিক করুন ।এর পর নিচের মত

* এর পর   change fnf এ ক্লিক করুন ।এর পর নিচের মত

* এবার ছবির মত করুন আপনার পুরাতন নম্বর দিন এর পর নতুন নাম্বর দিন  ।  যারা SFC লিখতে পারছেন না তারা মেসেস লিখে কপি করে এখানে পেষ্ট করুন

* কোন নম্বরে বেশি কথা বলতে চাইলে ঐ Application দিয়ে ফ্রী SP fnf যুক্ত করে কথা বলুন । কথা শেষে ঐটা চেন্জ করে অন্য নম্বর SP fnf যুক্ত করে কথা বলতে পারবেন ।
ব্যস, এভাবে 35 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা ।

এবং ইচ্ছামত Fnf add করুন । এভাবে আপনি একদিনে যতবার ইচ্ছা একটা FNF change করতে পারবেন।
আর একটা কথা এতে আপনার কোন টাকা লাগবে না । কয়েক KB খরচ হতে পারে । তাহলে FNF করুন ফী

তাহলে আর দেরি কেন শুরু করে দিন । মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

* সময় পেলে আমার ফোরাম সাইটে ঘুরে আসতে পারেন  ফ্রী নেট , হ্যাকিং টিপস সাইট  এখানে

এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি

Level 0

আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জাভা ব্যাবহার করি । জাভাতে সুপার fnf অপশন নেই

Level 0

হ্যালো জুয়েল ভাইয়া ‍andriod gp apps টি ডাউনলোড হচ্ছে না। pls… Direct Dawnload link diben.

Vai….. ami ektu add kori. parle apnar post e add kore diyen.
*এর পর মেসেজ অপশনে গিয়ে লিখুন SF Number পাঠিয়ে দিন 2888 নম্বরে ।
eta korle 2.30 tk khoroch hobe.
so…..
eta na kore……GPApp theke FnF e giye ADD FnF e jaben. ADD NUMBER e evabe likhun
just ei format e. Taholei binamulle SF add hoye jabe.

Baki sob kisui sundor hoise. Tobe ami bipode achi vai. Ami Kaptai achi ekhon. GPApp connected dekhai, kintu sob ulta palta info dei, ami BONDHU pachk e, but softeare shoing Dijuce, Nischinto, Amontron….jokhon ja khushi. Balance ache onek, But showing 1 tk, 5 tk, .30 tk etc …akek somoy ek ekta. VIEW FNF e dekhai habijabi. No FNF assigned. othocho amar fnf kora ache. ei karone ami kisu korte parsina, prai 3 month dhore prb face korsi, er age thik chilo. Dhakai gele dekhi abar sob thik. KONO SOLUTION DITE PARBEN???

    @nurul afsar: ADD FNF E GIYE evabe likhun……………. SF 017******* evabe likhun.

Level 0

টিপস টা কাজের……………………।

ভাইয়া জাভাতে fnf আছে সুপার fnf নেই আর android এ কি আছে জানিনা । বিশ্বাস না হয় একবার দেখুন ।

fine

Ami use kortechi.

ভাই এ জায়গায় কিভাবে জিপি সিম হ্যাক করলেন? বুঝতে পারলাম না… আমার মনে হয় টাইটেল টা পরিবর্তন করা উচিত, কারন এখানে জিপির কোন ঞ্যাক দেখানো হয় নাই, দেখানো হয়েছে একটা এ্যাপসের ব্যবহার । এটা তো জিপির প্যাকেজে দিয়ে দেয়া হয় এখানে দেখুন http://goo.gl/2hDTPo

    @Asaduzzaman Sohel: ভাই হ্যাক হলো না হলো । আপনি যখন খুশি তখন FNF পরির্বতন করতে পারছেন । দিনে যত খুশি তত বার । এ এপস দিয়ে এভাবে করা যাবে যদি জিপি জানত তাহলে এপস তৈরী করত না । আসলে তারা তাদের নানা প্রকার সুবিধা দেয়ার জন্য তৈরী করে ছিল । কিন্তু আমি এর অন্য দিক দিয়ে এরকম বের কর ফেলি । এখন বুঝতে পারছেন মনে হয়। আসল কথা কি বলব আপনাদের মত কিছু লোক আছে খালি টিউনারের ভুল ধরা । তাছাড়া আর কোন যোগ্যতা টেকটিউনে নেই। দেখলাম আপনার ম্মেবারশিব ২ বছরের উপরে কিন্তু আপনার কাছ থেকে কোন টিউন নাই । আছে ১টা হ্যাল্প আর১টা টিউন । আপনি আমার ভুল ধরতে চাচ্ছেন বলে আমি খুশি কারণ এথেকে আমার অনেক শেখার আছে । আমি আপনার কাছ থেকে ভাল ভাল টিউন আসা করছি । comment করার জন্য ধন্যবাদ।

ভাই এপ্পস টা কি শুধু জিপি সিম দিয়ে চালান যাই? আমি এপস টা ডাউনলোড দিলাম বাট চলেনা। কানেকশন ফেইল দেখাই। যদিও নেট আছে।

vai please help me..ai vabe jei number tai super fnf kori.. oi number tai sf confirm hoar masaage asar por ar oi number e call duke na..vai ekhon ki korbo??please help me..

vi apnar tune ta pore vlo laglo…. thanks… 🙂