আপনার virtual পরিচয় (ip address) লুকান।।বাচান প্রায় $30।।

আমি একজন নতুন টিউনার।ভাষা জ্ঞান যথেষ্ট খারাপ।তাই ভুল হলে ক্ষমা করবেন।
আজকে আমি যে software টি নিয়ে এসেছি তা নিয়ে আগে টিউন হয়েছে কিনা জানি না।এই software টি দিয়ে আপনি আপনার  ip address লুকিয়ে ফেলতে পারবেন।

hideip1ip লুকানোর আগে এই জায়গায় আপনার ip দেখা যাবে যাবে।ip লুকানোর জন্য hide ip click করূন।

hideip2এখানে আমার ip germanyর ip তে পরিবরতিত হয়ে গিয়েছে।আপনি চাইলে অন্য দেশের ip নিতে পারেন Choose Ip button টিতে click করে।

নিজের ip তে ফিরে যেতে stop hide click করুন।

softwareটি ডাউনলোড করুন http://www.mediafire.com/?bigcpj62g65k9c0

crack ডাউনলোড করুন http://www.mediafire.com/?hp9nh8jn7xvxjuz

ধন্যবাদ।

Level 0

আমি চয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা সময় ছিল যখন আমি এর crack খোঁজার জন্য অনেক সময় ব্যয় করেছি। কিন্তু খুঁজে পাইনি। আজ পেয়েছি !
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ…

    software টা সত্যি ই কাজের।
    ধন্নবাদ আপনাকে।
    সাধীন ভাই আপনার ফেসবুক আইডি তা দিবেন?

Level 0

অনেকরই কাজে লাগবে।

    Level 0

    কাজে লাগুক তাই চাই…।
    ধন্যবাদ আপনাকে।।

Level 0

পেয়েছি ভাই, ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।।

    Level 0

    আপনাকে খুজে পাচ্ছি না!!!!
    🙂

আইপি এড্রেস লুকালে কি হবে? কিভাবে ৩০ ডলার বাঁচাবো। বিস্তারিত বললে ভালো হতো।

    সম্ভবত সফটওয়্যারটির দাম $30. আপনি ফ্রি তে ডাউনলোড করতে পারছেন সেজন্য আপনার ত্রিশ ডলার বাঁচছে। টিউনার সম্ভবত এটাই বোঝাতে চেয়েছেন।

    @চয়ন,
    টেকটিউনসে স্বাগতম।

    Level 0

    ধন্যবাদ “অতঃপর তোতামিয়া ব্লগিল বিষাদে”
    রিজভী ভাই,আশা করি বুঝতে পেরেছেন।।

Level 0

লুকাইলাম……… ধন্যবাদ চয়ন ভাই…

    Level 0

    লুকিয়ে থাকুন।
    আপনাকেও ধন্যবাদ।।

ধন্যবাদ চয়ন….

    Level 0

    আপনাকেও ধন্যবাদ ।।

অনেক অনেক ধন্যবাদ চয়ন ভাই :)))))

    Level 0

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।আপনাদের কাজে লাগলেই আমি খুশি।।
    :):)

প্রিয়তে ………… স্বাগতম টেকটিউন্সে

    আপনার সেঞ্চুরীটা কবে হবে শুনি ? জলদি করেন না কেন? 🙂 :d

Level 0

@টিনটিন ভাই,অনেক অনেক ধন্যবাদ।।আমার প্রথম টিউনে আপনার কমেন্ট পেয়ে সাহস পাচ্ছি।।

Level 0

সবার উদ্দেশ্যে একটা কথা,আমি অনেক ছোট।মাত্র উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ। তাই তুমি করে বললে আরেকটু আপন আপন লাগে।।
🙂

ভাই আপনাকে টেক্টিউন্সে স্বাগতম। এটা কী সব BROWSER এ কাজ করবে ।

    Level 0

    এই software এর সাথে browser এর কোন সম্পর্ক নেই।আপনি ip change করার পর যে browser-ই ব্যবহার করেন না কেন,কোন সমস্যা নেই।

    তাহলে ডাউনলোড করতাছি। আপনাকে ধন্যবাদ।

    আর ভাই আপনার কাছে কি Hide my ip এর ক্রাক আছে। আগে ওটা ব্যবহার করতাম। দেখি এখন আপ্নারটা যেহেতূ ক্রাক সহ।

    Level 0

    না ভাই।hide my ip এর crack নেই।এটা use করে দেখুন।ভাল লাগবে।

চয়ন ভাই। আমি crack file কে কিভাবে কাজে লাগাব …।

    Level 0

    আপনি যে location-এ(C:\Program Files\RealHideIP) install করেছেন সেখানে crack file টি copy করুন।তারপর software টি চালান।ব্যস্।মামলা dismiss…
    ধন্যবাদ।।

আপনাকে ধন্যবাদ

    Level 0

    ।।আপনাকেও ধন্যবাদ।।

Level 0

ধন্যবাদ আপনাকে , জানার ছিল ip পরিবর্তনের ফলে কি কি সুবিধা পেতে পারি বুঝিয়ে বলুন ।

    Level 0

    মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন ip change করার দরকার হয়।যেমন মাঝে মাঝে কোন সাইটের রেফারাল বাড়ানোর দরকার হয়।তখন ip change করা দরকার হয়।কেননা একই ip থেকে বারবার click করলে id ব্যান হওয়ার ঝুকি থাকে।এছাড়া আরো নানা সময় ip change এর প্রয়োজন হতে পারে।তাই ip change করে আপনি কি করবেন তা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার।এছাড়া আরও boss-রা আছে তাদের আরও কাজে লাগতে পারে।
    ধন্যবাদ।।

আমার কাছে Tor টাই ভাল লাগে। ফ্রী কোন ঝামেলা নাই। এক ক্লিকে আইপি চেন্জ।

    Level 0

    tor টাও খুব ভাল।।

কিন্তু আমার ISP এর IP হলো ১১৩.১১.৮৪.- – আর আমার IP ১৯২.১৬৮.৮৪.–
এটা কি লুকানো সম্ভব। কোনো ভাবেই কি ধরা যাবে না?

    Level 0

    মনে হয় ধরা যাবে না।।আমি চেক করি whatismyip.com এর সাহায্যে।আপনি ip change করার আগে whatismyip.com এ আপনার ip চেক করুন।তারপর ip change করে চেক করুন।

হুম রাখলাম windows ব্যবহারে কাজে লাগবে। তবে উবন্টুর জন্য একটি পেলে ভাল হত।

    Level 0

    উবুন্টুর ব্যাপারে আমি প্রায় একেবারেই অজ্ঞ।উবুন্টুতে ইন্টারনেট সেটাপ দিতে গিয়ে আমার কালঘাম ছুটে গিয়েছিলো।তাই চালাচ্ছিনা।

ক্রাকটাই খুজতেছিলাম। 🙂 অনেক ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।।:) 🙂

আমি তো এটাই চাইছিলাম।

Free Games,Movie,Soft,Mp3 DL
http://active-download.blogspot.com/

    Level 0

    ধন্যবাদ।।সাইটটা সুন্দর।।

    Level 0

    সাহস দেয়ার জন্য ধন্যবাদ।। 🙂

মজাদার ……………।। ভাল উপস্থাপনা… ধন্যবাদ

ভাই এটা তো windows 7 a support করতেছেনা । লেখা আসছে real ip has stop working….
ভাই একটা সমাদান দেন ।

    উইন্ডোজ সেভেনে ক্রাক করতে পারি নাই এজন্য Platinam Hide IP ব্যাবহার করা যেতে পারে এটা ক্রাক করা গেছে।
    একটু খুজলেই টিউনটা পাওয়া যাবে।

windows7 এ real ip has stop working আসে।

Level 0

download link kaj kore na!!!!!!!

আমি এই সফটওয়্যার ডাউনলোড করসি কিন্তু অপেন করার পর hide ip অপশন ইনভিসিব্লে দেখাই… র কানেক্তিং দেখাই থাকে জাই। আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি। দুবাই থাকে।

vai, jodio ami khub e oggo, ………………. ami crack ta download korte partesi na, ar kono link ase ki?

ভাই, সব অপশন পেয়েছি কিন্তু আইপি হাইড অপশন টা কাজ করে না, কি করি?

অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কাছে অনেক আগে থেকেই ছিল। কিনু ক্রাকের অভাবে ট্রাইয়াল পিরিওড সেষ হবার পরে আর ব্যাবহার করতে পারিনি। ধন্যবাদ ক্রাকের জন্য।

ভাল জিনিস… ধন্যবাদ চয়ন ভাই কে …

কাজ করেনা :S

Level 0

plz platinum hide ip er download link den… real hide ip kaj kore na. r onno tune e platinum hide ip er link kaj korena.