কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করুন

কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন।

প্রয়োজনীয় উপকরন :

১. কম্পিউটার।

২. ল্যান (LAN) ক্যাবল।

ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।

ধাপ-২: তারপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl  লিখে ok দিন।

ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।

ধাপ-৪: তারপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।

এবার আপনার কম্পিউটারে নিছের মত করে দিন :

ip-address : 192.168.1.1

subnet-mask: 225.255.255.0

আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিছের মত করে দিন :

ip-address : 192.168.1.২

subnet-mask: 225.255.255.0

তারপর ok দিয়ে বেরিয়ে আসুন।

উভয় কম্পিউটার আসলে LAN দ্বার সংযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য run(win+r) এ গিয়ে cmd লিখে ok দিলে দেখবেন যে, একটা window আসবে সেখানে ping 192.168.1.2 -t লিখে Enter চাপুন। যাদি সেখানে এ রকম লেখা আসে যে "Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64" তাহলে বুঝবেন দুইটি কম্পিউটার LAN দ্বার সংযুক্ত হয়েছে।

ধাপ-৫ :  এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।

ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।

তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।

আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।

ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।

ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।

দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।

[বি:দ্র:] আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।

My Skype: imon.mahmud12

Level 0

আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor tune

Level 2

এগুলো অনেক পুরাতন জিনিস। এগুলো নিয়ে টিউনও হয়েছে অনেক। তাই পুরাতন টিউন না করে, টিউন পড়ুন আর যদি সম্ভব হয় যে বিষয়ে টিউন হয় নাই সেই বিষয়ে টিউন করুন। ধন্যবাদ।

প্রিয়তে রেখে দিলাম। কাজে আসবে কনোদিন 🙂 ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রিয়তে রেখে দিলাম
ধন্যবাদ

Level 0

ভাই harun24hr ..আপনার মন্তব্যটি পড়ে খুশি হতে পারলাম না,

কাজের টিউন । ধন্যবাদ..

Level 0

REALLY NICE…THNX FOR THE POST

use Tight VNC to control….remote ….tahole r onnoti log off have na…