টিউনটির হেডলাইটা শুনে অনেক অবাক লাগছে তাই না? হবার ই কথা। আসলে এই বাংলালিংক অাছে বলেই নেট টা ইচ্ছা মতো ব্যাবহার করতে পারছি। আর জিপি দিয়ে ব্যাবহার করতে হলে আমি ফকির হয়ে যেতাম ্ আর জিপি যেভাবে দুর্নিতি করে তাতে আমার আর তাদের সাভিস ব্যাবহার করতে ইচ্ছে করে না।দেখুন জিপি আমার সাথে কিভাবে দুর্নিতি করেছে:https://www.techtunes.io/news/tune-id/296539 ভাগ্গিস চুয়াডাং্গায় বাংলালিংক ৩ জি এসেছিলো। তাই এখন বাংলালিংক সার্ভিস ব্যাবহার করে অনেক শান্তিতে আছি। আবার রবি তো হেব্বি চিটিং করে কিছুদিন আগে ওদের বন্ধ সংযোগ এর অফারের প্রতারনায় পড়ে একটি বন্ধ রবি সংযোগ চালুকরি কিন্তু আর ১ জিবি পায়নি। আবার পরে তাদের ইদের ৩ জিবি অপারনিয়ে রিতি মতো ঠকি কারন স্পিড মাত্র ৫-৭কেবিপিএস। তাই সব ছেড়ে দেখলাম বাংলালিংক ই ভালো। তো চলুন দেখি কিভাবে ২৩ টাকায় বাজি মাথ করবেন। এর জন্য আপনাকে বাংলালিংক ৩জি এরিয়াতে থাকতে হবে। এবং আপনার সিমটি ৩জি করতে হবে এর জন্য ডায়াল করুন: *৫০০০# এরপরে ২ চাপুন দেখবেন কিছু খনের ভিতরে ৩জি একটিভেটের কনফার্মশন এর মেসেজ পাবেন। এরপরে আপনাকে একদিনের মর্নিং আনলিমিটেড প্যাকেজ নিতে হবে । মনিং আনলিমিটেড প্যাকেজে াাপনি ২ গিগারও বেশি ডাউনলোড করতে পারবেন। এবং এটি বৈধ। মনিং আনলিমিটেড এর টাইম সকাল ৫ টা থেকে সকাল ১০ পর্যন্ত। এর সময়ের ভিতরে আপনি ২ গিগা পর্যন্ত ৩ জি গতিতে ডাউনলোড করতে পারবেন । আর এর পরে ২ গিগা ডাউলোড হয়ে গেলে আপনি ১২৮ কেবিপিএস গতিত চলে আসবেন। মনিং আনলিমিটেড প্যাকেজ একটিভ করতে ডায়াল করুন: *২২২*১*৯# আর সকাল ১০ টার পরে ব্যাবহার শেষে ডি একটিভ করেদিন না হলে পরের দিন যেই সময়ে একটিভ রেছিলেন তখই আবার ২৩ টাকা ঝেড়ে নিবে। মনিং প্যাকেজ টা সকাল ৫ টার ৭ মিনিট আগে একটিভ করলে ভালো হয়। এবঙ এতে গতিও ভালো দেখুন:
এবার ডাউনলোড স্পিড দেখুন আইডি এমএ।
এখন হিসেব করুন
হিসেবটা কেমন বলুন তো। স্কুলে থাকতে স্যার বলেছিলো বুদ্ধি থাকলে শশুরবাড়ি খেটে মরতে হয়? আসলেই তাই। বুদ্ধি দরকার। অবশ্য এখন কলেজ লাইফে। এখন কম্পিউটার ইন্জিনিয়ারিং এ পড়ছি মানে ডিপলোমায়। আমার বাসা চুয়াডাঙ্গায় ।চুয়াডাঙ্গার কেই থাকলে যোযগ করেন। পরিচিতো হবো।
আমার ফেসবুক: http://www.facebook.com/imon.mahmud.74
Skype: imon.mahmud12
অবশেষে আমি:
আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, এত বুদ্ধি নিয়ে ঘুমান ক্যামনে?