আজকাল phishing করে কাজ হয় না, সবাই বুঝে ফেলে ! এবার সম্পূর্ণ নতুন, নিরাপদ ও 100% working পদ্ধতিতে হ্যাক করুন যে কারও ফেসবুক অ্যাকাউন্ট !! [মেগা টিউন]

আসসালামু-আলাইকুম,

সবাই ভাল আছেন আশাকরি । আজকে একটা হ্যাকিং টিউন করব, দেখাব কিভাবে খুব সহজেই যে কারও ফেবু অ্যাকাউন্ট হ্যাক করা যায় ।

তবে, এই পদ্ধতি প্রয়োগ করে কেউ ক্ষতি করবেন না আশাকরি, টিউনার শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে টিউনটি করছেন

আসুন শুরু করা যাক ।

কাজটি করার জন্য আপনাকে Mozilla firefox ইউজার হতে হবে । সো, মজিলা ইন্সটল করে নিন ।

এখন FIREFORCE   add-ons  টি ইন্সটল করুন । মজিলা রিস্টার্ট করুন ।

এবার আপনার কাজ শুরু ...

Facebook এ ঢুকুন ।

এরপর, forgot your password -এ ক্লিক করুন ।

এখন victim -এর নাম/ইমেইল সার্চ করুন ।

এবার Email me ...... তে ক্লিক করে continue করুন ।

এবার ইচ্ছামত ভুল কোড বসান ।

তারপর এমন আসবে ...

এবার, Invalid code লেখাটুকু সিলেক্ট করুন , তারপর রাইট ক্লিক করে view selection source দিন ।

এবার screenshot এর মত লেখাটুকু কপি করুন ।

এবার, যেখানে আপনাকে কোড লিখতে বলা হয়েছে, অর্থাৎ যেখানে পূর্বে আপনি ভুল কোড দিয়েছিলেন, সেখানে রাইট ক্লিক করে screenshot এর মত দেখান জায়গায় ক্লিক করুন ।

এরপর নিচের মত উইন্ডো আসবে ।

প্রথম দুই ঘরে 6 দিন, এবং ৩য় ঘরে কিছুক্ষন আগে কপি করা কোডটা পেস্ট করুন ।

এবার এমন আসবে ...

এখন এক মগ কফি বানিয়ে মুভি দেখুন আর কফি খান । কিছুক্ষনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে । তারপর ......  :v :v :v

বিঃদ্রঃ আমি সম্পূর্ণ কাজ করে দেখিনি যে হ্যাক হয় কি না, কাজে দিয়েই টিউন করেছি ।  এইভাবে কাজ না হলে victim-এর ইমেইল দিয়ে attack করুন, আশাকরি কাজ হবে । ধন্যবাদ ।

সবাইকে আবারও ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য । যেকোনো সমস্যায় টিউমেন্ট করুন ।

আর সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই কাজ চলতেছে । দেখি কি হয় ।

api nije try korsen? ami 6 month age facebook k report korsilam. fb bolse eita vuln na and tasara porpor 4 times vul code dile ar code dea jay na. tai apnar uchit hbe age nije try kore tarpor tune kora. thanks

    @জাওয়াদ: হুম… আমি ট্রাই করেই আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু হ্যাক শেষ করিনি অর্থাৎ আমারটাও running ছিল, বন্ধ করে দিয়েছি ।

    আর এটা কাজ হবে 100% . এই পদ্ধতির নাম Bruteforce 🙂

      @Mallik Galib Shahriar: kaj korbe na. apni sudhu sudhu bivranto korbn na. fb reset code 4bar vul hole ar deya jay na. ok???

এই add-on টা সম্ভাব্য সব পাসওয়ার্ড দিয়ে চেক করে, সো হ্যাক হবেই !

Level New

Bruteforce শুধু আপনিই জানেন , ফেসবুক জানে না ? খামাখা মানুষের সময় নষ্ট করেন কেন ?

    @আহত: ও আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা আদৌ সম্ভব না ! কারন সব পদ্ধতিই তো জাকারবারগ ভাই জানে !!

    আর আমি আপনাকে কোন অ্যাকাউন্ট হ্যাক করতে বলেছি ?? এমন টিউন দরকার না হলে পড়বেন না, খামাখা মানুষের সময় নষ্ট তো আমি করিনি ! আপনার যদি মনেই হয় এসব অযথা সময় নষ্ট, তো পড়তে ঢুকেছেন কেন ?

@Mallik Galib Shahriar: kaj korbe na. apni sudhu sudhu bivranto korbn na. fb reset code 4bar vul hole ar deya jay na. ok???

Level 0

ভাই শেয়ার করছেন থ্যাংকস কিন্তু ভাই আমার মনে হয় জীবন পার হয়ে যাইব মাগার brute forceসেস হবে না…।

Level 0

eisob normal core i5, core i7 processor er pc diye brute-force korar che na koray valo… jara professional hacker tara processor bank use kore. sekhane onek gula processor parallely connected thake… tokhon brute force attack quickly hoye jay.

    @net_freak: hmm..you’re right !

    onekei boltesen kaj hoi na, but eta kaj hoitese

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Kew to bollen na Kaj hoise kina?

    @মিরাজ খন্দকার: কাজ হয় দেখেই টিউন করেছি, আর কাজ না হলে বলে দিতাম !

Level 2

i5 diai complete hoy korar moto joggota thakte hoy. i5 i7 pc re vabsen ki mia

    @Mahadi8457: কে বলসে ? একটু টাইম লাগে আরকি ! মুভি দেখার সময় কাজ দিয়ে দেখবেন, আর ওটার কথা ভুলে যান…কোন প্রবলেম তো দেখি না !

    @Mahadi8457: email insert kore attack koren .

Level 0

Bruteforce atack amar wordpress e hoicilo…. captcha lagae dici r 4 bar pass vul korle 15 minutes ip ban… (hacker er mayer bap….) :p

kaj hoy na faltu ami aimatro korlam
code pay kintu oi code dile kaj kore na
😀 😀
apni nije korcen karo ?????

    @sarwar sajeeb: na, ami karo ta hack kori ni…but ei way te hack kora jete pare vebe tune ta koresi ..

এই টিউনইতো চেয়েছিলাম… অসাধারণ

code fund,but, You have tried entering too many codes. Try again later. now ki korbo?ki kprbo?

victim er email janle okhane BruteForce attack korte paren. Maybe kaj hobe .

Jader kaj hoini, tader jonno I’m sorry…apnara email insert kore attack koren, then apnake bolbe password found …next time oi pass diye login korte parben . Thanks….

advance system care pro key online active 296EB-880A1-8E79B-B0AB4 pro key 7.3 date 15.02.2015
www .facebook.com/asraful2010

Level 0

Thank You.

Mr. Mallik Galib Shariar vai এইটা কাজ করবে না। ব্রুট ফোর্স কাজ করে বাট যদি কোনো সাইটে প্রটেকশন থাকে তাইলে কাজ করবে না। ব্রুটফোর্স এক জিনিস আর ফেসবুকের রিসেট কোড ক্রাক করা আরেক জিনিস। বাস্তবতা বুঝতে চেষ্টা করেন। ৪ বারের বেশি ফেসবুকে রিসেট কোড ভুল দিলে আর কোড নিবে না।
যদি পারেন তাই PoC হিসেবে জুকারবার্গের একাউন্ট টা ক্রাক করে দেখান। ধন্যবাদ।

onekbar try korate code ta peleo kaj korcena. ki korbo bolben pls?

Level 0

এইসব মানসিক প্রতিবন্ধি , বিকারগ্রস্থ কই থেকে যে টেকটিউন আসে ?

Level 0

vai apnara hudai time nosto kortesen…. ei system e jibon eo kaj hobe na….

Level 0

আবাল মার্কা টিউন -_-

Level 0

ajaira…..

কাজ হয় না ভাই।

Brute Force Attack করতে পারবেন কিন্তু এভাবে ফেসবুক হ্যাক করতে পারবেন না। Brute Force হ্যাকিং এর প্রাথমিক পদ্ধতি। Brute Force Prevent করার সিস্টেম প্রত্যেক ওয়েবসাইট এই থাকে। আর ফেসবুক এর কথাতো বাদই দিলাম। টেকটিউন্স এ ও Brute Force Prevent করার জন্য সিস্টেম করা আছে।
Brute Force সম্পর্কে আগে নিজে ভালো মত জানুন । এটা দিয়ে আদৌ হ্যাক করা সম্ভব হয় কিনা তা জানুন তারপর সবার সাথে শেয়ার করুন। একটা কিছু জানলাম কিন্তু তা দিয়ে ঐ কাজটা সম্ভব হল কিনা তা পরীক্ষা না করেই শেয়ার করা উচিত না। আপনার কাজ Progress অবস্থায় ছিল। আপনিতো আর সফল হননি তাই না? তাই শেয়ার করা উচিত না।

    @ফিদা আল হাসান: হ্যাঁ, progress অবস্থায় টিউনটি করা । আর টিউন ডিলিটও করা যায় না ।

    @ফিদা আল হাসান: ভাই আপনে ঠিক বলেছেন like দিলাম

নিজে কি টেস্ট করে পোস্ট দিছেন না অন্যর থেকে কপি পেস্ট করা

    @imran ahmed: টিউন কি ইউনিক নাকি কপি-পেস্ট এটা দেখেবন অ্যাডমিন, আপনি নন ।
    কমেন্টে ভদ্রভাবে আপনার কাজ হয়নি, এটা বলতে পারতেন ।

ভাই জেনে শুনে টিউন করবেন। অল্প বিদ্য ভয়ঙ্কর। অর্ধেক জ্ঞানী মানুষ থেকে মুর্খ মানুষ অনেক ভাল। কারন তারা কিছুই জানে না তাই অযথা তর্কও করতে আসে না। ভাল থাকবেন। সামনে থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ।

খুবই মজাদার টিউন। 😀 এখনই চেষ্টা করব ভাবতেসি।

he he he … lol tune ,…. :p

Level 2

পাগলের মেলা দি

হুম…………সবার coment ই ত দেখলাম এখন আমি কি লেখব বুজতে পারছিনা।

Tnx…. আমার গুরুত্ব পূর্ণ একটা কাজ করতে পারছি। Tnx tx tnx tnx tnx………….