আসসালামু-আলাইকুম,
সবাই ভাল আছেন আশাকরি । আজকে একটা হ্যাকিং টিউন করব, দেখাব কিভাবে খুব সহজেই যে কারও ফেবু অ্যাকাউন্ট হ্যাক করা যায় ।
তবে, এই পদ্ধতি প্রয়োগ করে কেউ ক্ষতি করবেন না আশাকরি, টিউনার শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে টিউনটি করছেন ।
আসুন শুরু করা যাক ।
কাজটি করার জন্য আপনাকে Mozilla firefox ইউজার হতে হবে । সো, মজিলা ইন্সটল করে নিন ।
এখন FIREFORCE add-ons টি ইন্সটল করুন । মজিলা রিস্টার্ট করুন ।
এবার আপনার কাজ শুরু ...
Facebook এ ঢুকুন ।
এরপর, forgot your password -এ ক্লিক করুন ।
এখন victim -এর নাম/ইমেইল সার্চ করুন ।
এবার Email me ...... তে ক্লিক করে continue করুন ।
এবার ইচ্ছামত ভুল কোড বসান ।
তারপর এমন আসবে ...
এবার, Invalid code লেখাটুকু সিলেক্ট করুন , তারপর রাইট ক্লিক করে view selection source দিন ।
এবার screenshot এর মত লেখাটুকু কপি করুন ।
এবার, যেখানে আপনাকে কোড লিখতে বলা হয়েছে, অর্থাৎ যেখানে পূর্বে আপনি ভুল কোড দিয়েছিলেন, সেখানে রাইট ক্লিক করে screenshot এর মত দেখান জায়গায় ক্লিক করুন ।
এরপর নিচের মত উইন্ডো আসবে ।
প্রথম দুই ঘরে 6 দিন, এবং ৩য় ঘরে কিছুক্ষন আগে কপি করা কোডটা পেস্ট করুন ।
এবার এমন আসবে ...
এখন এক মগ কফি বানিয়ে মুভি দেখুন আর কফি খান । কিছুক্ষনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে । তারপর ...... :v :v :v
বিঃদ্রঃ আমি সম্পূর্ণ কাজ করে দেখিনি যে হ্যাক হয় কি না, কাজে দিয়েই টিউন করেছি । এইভাবে কাজ না হলে victim-এর ইমেইল দিয়ে attack করুন, আশাকরি কাজ হবে । ধন্যবাদ ।
সবাইকে আবারও ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য । যেকোনো সমস্যায় টিউমেন্ট করুন ।
আর সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
ভাই কাজ চলতেছে । দেখি কি হয় ।