জিপি সিম হ্যাক করে কথা বলুন 34 পয়সা মিনিট।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন ভালো নাই সামনে আমার এইচ,এস,সি পরীক্ষা । তো বুঝতেই পারছেন অনেক চাপে আছি । আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো পরীক্ষা দিতে পারি। ভালো রেজাল্ট করেতে পারি । অনেক কথা বলে ফেলাম কাজের কথায় আশি আজ আমি  আপনাদের শিখাবো জিপি সিম হ্যাক করে  34 পয়সা মিনিট কথা বলা যায় ।

* Gp to Gp 34 পয়সা মিনিট কথা বলার ক্ষেত্রে- মেসেজ অপশনে গিয়ে লিখুন B পাঠিয়ে দিন 4444 নম্বরে ।

* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন।

* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন, যার মধ্যে 1 টা Supar FnF করা যাবে ।

* Super FnF Call rate 0.34tk min: & normal fnf call rate 0.57tk min

* এক্ষেত্রে আপনি SP fnf এর সুবিধাটা কাজে লাগাতে পারেন

১।প্রথমেই GP App নামের aplication টা ডাউনলোড করুন  জাবা ব্যাবহারকারীরা

২।এবার এটা open করেন । নিচের মত দেখতে পাবেন।

৩। self service >FNF>Add fnf or change fnf এ ক্লিক করুন ।

* কোন নম্বরে বেশি কথা বলতে চাইলে ঐ Application দিয়ে ফ্রী SP fnf যুক্ত করে কথা বলুন । কথা শেষে ঐটা চেন্জ করে অন্য নম্বর SP fnf যুক্ত করে কথা বলতে পারবেন ।
ব্যস, এভাবে 34 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা ।

এবং ইচ্ছামত Fnf add করুন । এভাবে আপনি একদিনে যতবার ইচ্ছা একটা FNF change করতে পারবেন।
আর একটা কথা এতে আপনার কোন টাকা লাগবে না । কয়েক KB খরচ হতে পারে । তাহলে
FNF করুন ফী ।

তাহলে আর দেরি কেন শুরু করে দিন ।সময়ের অভাবে আমি শুধু জাভা ব্যাবহারকারী দের জন্য লিঙ্ক দিলাম । অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীরা গুগল এপস থেকে নামিয়ে নিয়েন। মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

* সময় পেলে আমার ফোরাম সাইটে ঘুরে আসতে পারেন  ফী নেট , হ্যাকিং টিপস সাইট  এখানে

এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি

Level 0

আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল

Level 0

oneker kaje lagbe

thanks vai

এন্ডর এড এর নাই?

    Level 0

    @আব্দুর রব: অ্যান্ড্রয়েড জন্য আছে । নিচের লিঙ্কে যান তাহলে পাবেন।
    http://www.appbrain.com/app/gp-app/com.gpit comment করার জন্য ধন্যবাদ।

বা ভালো তো…..

হ্যাকিং ভাষা টা সহজ লভ্য হয়ে গেছে। jewelkhan জিপি হ্যাক কইরা ফালাইছে…..

    Level 0

    @মিলয়: আপনি কি জিপিতে ফী fnf করতে পারবেন । তাও আবার যখন তখন চেন্স করতে পাবেন। এভাবে করা যায়। তাহলে হ্যাক না কি । বলেন তো।

ekhane to sp fnf er option nai. tahole kivabe korbo? Jewel khan vai kosto kore ekto bolen.
Asa kori sigroi answer diben.

    Level 0

    @Ahasan Habib: আপনি টিউনটি ভালো করে পড়েন । আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।comment করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর @ কাজ করে দেখি @ ধন্যবাদ

    Level 0

    @হোছাইন আহম্মদ: comment করার জন্য আপনাকেও ধন্যবাদ।

Level 0

Add fnf hoy kintu special fnf hoy naa, migrate Kore add disi shudhu normal hoy special fnf hoy na & special fnf er option o Ashe name@jewel

    @Asir: Vai apnar ta ki android? amra to sp fnf e r option pai nai.

Level 0

At aita ki shudhu Gp-Gp

    @Asir: আগে জিপি জিপি কথা বলুনা । পরে অন্য ওপারেটরের চিন্তা করেন ।comment করার জন্য আপনাকেও ধন্যবাদ।

vai ei apps ta to gp er official site er banano. Tahole r hack holo kothai theke? Just visit: http://www.grameenphone.com/products-and-services/mobile-services/gp-app-mobile-self-service

hello friends for special fnf:
1. Migrate to Bondhu Package
2. Go to message option and type SF space (Your desired Gp Number) send to 2888. (2.50tk+vat) Ex: SF 017******** to 2888
3. Ekhon software ti khole ei (Change Fnf option) e jan. Tarpor lold fnf e likhen: SFC Space 017********. Er por new fnf e likhun apnar notun number. Ekhon ok din.
100% kaj korbe.
Plz Comment kore janaben.

    @Ahasan Habib: আপনার বুঝতে সমস্যা হয়েছে তাই এ উত্তর দিলেন। আপনার কথার উপর একটা উদাহরণ দেই , বিঞ্জানী পারমানিক বোমা তৈরী করেছিল পাহাড় ধংস করার জন্য এতে লোকের সুবিধা হয় এবং অল্প সময় লাগে। কিন্তু কিছু লোক এর অপব্যাবহার করে নানা অপরাধ মূলক কাজের চেষ্টা চালাছে।এখন আশি আপনার কথায় যে বলেন হ্যাক হলো কি ভাবে । গ্রামিনফোন এপস তৈরী করেছিল তাদের সাথে । কিন্তু এভাবে যে গ্রাহকরা এর ব্যাবহার করে তাদের ক্ষতি করেবে তা তারা ভাবে নাই । ভাবলে তারা তৈরী করত না বুঝলেন । আশা করি বুঝতে পেরেছেন। comment করার জন্য আপনাকেও ধন্যবাদ।

      @Md jewel khan: Vai asole paromanibik bomb noy Dynamite tairi hoyesilo pahar dhongso korar jonno. R asole ki apni nijeo janen na apni ki janen. Tune er title ta emonvabe korlen jeno software ta apnar tairi kora? Apni gp er official link ta dilei to hoto. R apnar paromanobik bomb er example thekei promanito hoy “KHALI KOLSHI BAJE BESHI” Asa Kori Bujte persen. Poroborti te tune korar somoy Apnar Khali Kolshi ta Vore tune Koiren. Thanks

        @Ahasan Habib: আপনি আছেন তো মানুষের ভুল ,আর ক্ষুদ ধরার জন্য । আপনাদের মত লোক এটাই পারে। আর একটা কথা বলেন যে ”খালি কলসি বাজে বেসি “ আমার নয় খালি কলস । আপনার ভরা কলস দিয়ে নাহয় এরকম টিউন করেন। একটা টিউন করতে যে কত কষ্ট করতে হয় তা আপনার জানা নাই । আসলে আপনি পারবেন না । পারলে অবসই ১ বছর ৬ ছয় মাসে আমাদের একটা টিউন উপহার দিতে পারতেন । কিন্তু আমাদের একটাও টিউন উপহার দেন নাই । আসলে আপনার কলস ভরা ঠিক আছে কিন্তু নিছ দিয়ে ফুটা । আপনি তাহলে বুঝেছেন আপনার কিরকম জ্ঞান আছে । থাকলেও আপনি কৃপন শেয়ার করেন না। comment করার জন্য আপনাকেও ধন্যবাদ।

এটাকে হ্যাক বলে ?? টাইটেল গুলা একটু বুঝে শুনে দিয়েন মিয়া ভাই

    @ধীমান সরকার বাপ্পী: ভাই আমি টাইটেল ঠিক বুঝেই দিছি । আপনার বুঝতে সমস্যা হয়েছে বুঝলেন । অন্যানের কোন কিছু তার অজানতে হাতিয়ে নিলে তাকেই হ্যাক বলে । গ্রামীনফোনের ক্ষেতেও ঠিক তাই ঘটেছে। বুঝতে পারছেন । আর একটা কথা আমি টেকটিউনে নতুন টিউন করছি বুঝতে পারছেন।আপনাকে comment করার জন্য আপনাকেও ধন্যবাদ।

    @ধীমান সরকার বাপ্পী: Vai sobar bujte somossa hobei. Bujenna eto boro Jewel Khan Hacker Techune Ke Alokito KOrese. Eto din to sobbbai ondhokare nimojjito Silo.

Level 2

জটিল।

Level 0

কাজ করে দেখি @ ধন্যবাদ

    @sabbir32: কাজতো করবেই কাজ না করলে কী টিউন করতাম না কি ।

      @Md jewel khan: ভাই কি add FNF করলেই super FNF হয়ে যাবে নাকি অইটার জন্য আলাদা Option আছে সফটওয়্যার এ ?

        @mahbub rahman: upore amar comment e dekhon.

          @Ahasan Habib: আপনাকে ধন্যবাদ । আমার কাজ আপনি করেদিছেন । আসলে লেখাপড়ার চাপে আমার একটু ভুল হইছিল । তা আপনি সেয়ার করেছেন তার জন্য কৃজ্ঞত প্রকাশ করছি।

Level 0

android ar jonno nai???

Level 2

এই ট্রিক এর হায়াত কমে গেছে। মনে রাখবেন আমি বলছিলাম।

    @omi97: আপনি ঠিকই বলেছেন।

যেকোনো নাম্বার এ ???

    @sarwar sajeeb: সুধু জিপি-জিপি ৩৪ পয়সা। জিপি-অন্যঅপরটর ৭৯ পয়সা।

Level 2

Queary: 1. Amar Jana mote Super FNF and normal FNF kiso din por por change kora jai like 15 days. Ata ki jekjo GP number sathe sathe change kora jai abong kaj kore?

2. Apps ta GP ar offisal naki public property and ata ki symbian support kore naki?

3. Grameen phone apnar post ar por ki option bhondo kore dite pare , naki ota bhondo kora sombob noi
Specific point akare ans dile khosi hobo

    @abedinmd: বন্ধ হবে যখন গ্রমিনফোন FnF বাতি করবে। তো তারা এটা কখনো করবে না এটা বন্ধ হবে না আসা করছি।

Level 0

@ Md jewel khan….vai gp app a toh “sf” change ar kono option deklam na!!!!!!!!!!But normal gula kora jasse……..

Level 0

vay Amer symphony w72
Ami gp apps thaka super fnf change korta parina because SFC lakha jay na. sudu number digit lakha jay. latter lakher key board asa na. ki vaba SFC likhbo/ super fnf change korbo? please reply.

জুয়েল খান ভাই এক বছর পর নক করলাম জানি এখন আর এসব হয়তো কাজ করে না তারপর ও যদি কাজ করে তাহলে এন্ড্রয়ের জন্য একটা এ্যাপ আমার মেইলে দিয়ে দিয়েন। আমার মেইল [email protected]