অনেক সময় আমাদের অতি প্রিয় ফেসবুক আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি এবং অতি সাধের আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে পাইনা। তাই আজ আমি আপনাদের সাথে জানাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবেন। হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার অনেক পদ্ধুতি থাকলেও আমার মতে এই পদ্ধুতিটিই খুব সহজ এবং অনেক বেশী কার্যকর।
নিচের পদ্ধুতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন।
১. প্রথমে https://facebook.com/hacked লিখে Enter চাপুন ।
২. এবার My Accounts Compromised এ ক্লিক করুন ।
৩. এখন Identify Your Account অংশ হতে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করুন, অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে খোঁজ করুন ।
৪. Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন ।
৫. This is My Account এ ক্লিককরুন ।
এখানেই কাজ শেষ। আশা করি আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডিটি ফিরে পাবেন।
আমি একজন সাধারন মানুষ। অনেক স্বপ্ন আর আশা নিয়ে আমি Reddit24.com নামক একটি সাইট খুলেছি । আপনাদের যদি সময় হয় তাহলে একবার আমার ওয়েব সাইট হতে ঘুরে আসবেন।
আমি আসিফ শ্রাবণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 127 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
facebook fan page কনো ভাবে hack করা যাবে ?