“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা সব্বই ভাল আছেন। লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত আছি তাই টিউনে সময় খুব কম দিতে হচ্ছে। এর আগে অন্যের আই.পি এড্রেস কিভাবে হ্যাক করা যায় তা নিয়ে টিউন করে ছিলাম কিন্তু অনেকেই আছেন যারা নিজের আই.পি এড্রেসই জানেন না আবার অনেকে বহুত কষ্ট করে নিজের একটা সাইট তৈরি করে কিন্তু তার এই সাইট কোন আই.পি এড্রেস ব্যবহার করছে তার ইয়াত্তা নেই… 😛
আপনার কম্পিউটার এখন কোন আই.পি এড্রেস ব্যবহার করছে তা জানার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার আই.পি এড্রেস জেনে নিন।
চিত্রেঃ আমার আই.পি এড্রেস এখন ঢাকার !
আপনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোন সাইটের আই.পি এড্রেস এবং এর যাবতীয় তথ্য বের করতে পারবেন, বলতে পারেন এক জাতীয় হ্যাকিং। এখানে আপনি সাইটের আই.পি এড্রেস, আর্থিক দিক থেকে এর মূল্য, বিশ্বে এর অবস্থান, ট্যাফিক, রাংকিং, সার্ভার লোকালেশন সহ নানা তথ্য পাবেন। এখানে ক্লিক করলে টেকটিউনসের সকল তথ্য পাবেন।
চিত্রেঃ আমাদের টেকটিউনস।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারন কমেন্টই একজন টিউনারের প্রান।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ভালো জিনিস। ধন্যবাদ