একই নেটওয়ার্কে যেকোন একাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাক করুন

টেকটিউনস পরিবারের সবাইকে শুভেচ্ছা । আজকে আমি যেকোন ওয়েবসাইটের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাক নিয়ে একটা টেকনিক দেখাব আপনাদের । তবে আগেই বলে রাখি , সব একাউন্ট এই পদ্ধতিতে হ্যাক করা যাবে না । শুধু মাত্র যেসব ইউজার HTTP ব্যাবহার করেন তাদের হ্যাক করা যাবে ।HTTPS যারা ব্যাবহার করেন তাদের হ্যাক করা যাবে না । এই পদ্ধতিতে হ্যাক করতে গেলে প্রথমে ওয়্যারশার্ক নামের এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিন । তারপর সফটওয়্যারটা ইনস্টল দিন ও ওপেন করুন ।

এই সফটওয়্যারটা হল মূলত একটা নেটওয়ার্ক স্ক্যানার । একই নেটওয়ার্কের প্রতিটা বাইট এটি স্ক্যান করতে পারে । যেমন , আপনি যেকোন ল্যানে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন । তবে আমরা আজকে দেখব কীভাবে এই টার মাধ্যমে যেকোন একাউন্ট হ্যাক করা যায় ।

সফটওয়্যার টা ওপেন করার পর আপনি উপরের চিত্রের মত করে ইন্টারফেস লিস্ট এ ক্লিক করুন ।তারপর নিচের চিত্রের মত আপনার নেটওয়ার্ক এডাপটারটি সিলেক্ট করে “START” এ ক্লিক করুন ।

ফলে এই সফটওয়্যারটা আপনার নেটওয়ার্কের সকল বাইট স্ক্যান করে নিচের চিত্রের মত কিছু একটা আপনার সামনে হাজির করবে ।

এখন আপনি ক্যাপচার এ গিয়ে স্টপ ক্যাপচার এ ক্লিক করুন । ফলে স্ক্যান স্টপ হয়ে যাবে । এবার নিচের চিত্রের মত করে ফিল্টার এ গিয়ে টাইপ করুন “HTTP” । তারপর এপ্লাই এ ক্লিক করুন । ফলে এবার সফটওয়্যারটি আপনার সামনে HTTP এর সকল ওয়েবসাইট এর লিস্ট সো করবে ।

এবার নিচের চিত্রের মত করে এডিট মেনুতে গিয়ে ফাইন্ড প্যাকেট এ ক্লিক করুন ।

তারপর নিচের চিত্রের মত একটা উইন্ডো আসবে আপনার সামনে ।এখানে গিয়ে সব নিচের চিত্রের মত সেটিংস দিন ও যেখানে POST লেখাটি আছে সেখানে ওই লিখুন । তারর ফাইন্ড এ ক্লিক করুন ।

তারপর দেখুন , এখানে আপনাকে নিচের চিত্রের মত POST এর জন্য কয়েকটি লাইন সো কবে । তার উপর ডবল ক্লিক করুন ।

এবার আপনার সামনে এমন কিছু একটা হাজির হবে ।

তারপর লেখাগুলোকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসুন । আসার পর “Line based text data” লাইনটা এক্সপ্যান্ড করুন + চিহ্নের উপর ক্লিক করে ।

ব্যাস , সবকিছুঠিক থাকলে আপনি কাংখিত ইউজার নেম ও পাসওয়ার্ড টি পেয়ে যাবেন বলে আশা করা যায় ।

এবার বসে বসে প্রাকটিস করতে থাকুন এই টেকনিক । সবাই ভাল থাকবেন । সবাইকে ধন্যবাদ ।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun…

Level 0

Onek kosto kore post korar jonno thanks

আপনাদের স্বাগতম ভাই ………………

software er direct link ta dile khusi hotam, othoba download er system ta bole dile valo hoto

vai ata diye ki wifi hack kora jabe?