টেকটিউনস পরিবারের সবাইকে শুভেচ্ছা । আজকে আমি যেকোন ওয়েবসাইটের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাক নিয়ে একটা টেকনিক দেখাব আপনাদের । তবে আগেই বলে রাখি , সব একাউন্ট এই পদ্ধতিতে হ্যাক করা যাবে না । শুধু মাত্র যেসব ইউজার HTTP ব্যাবহার করেন তাদের হ্যাক করা যাবে ।HTTPS যারা ব্যাবহার করেন তাদের হ্যাক করা যাবে না । এই পদ্ধতিতে হ্যাক করতে গেলে প্রথমে ওয়্যারশার্ক নামের এই সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিন । তারপর সফটওয়্যারটা ইনস্টল দিন ও ওপেন করুন ।
এই সফটওয়্যারটা হল মূলত একটা নেটওয়ার্ক স্ক্যানার । একই নেটওয়ার্কের প্রতিটা বাইট এটি স্ক্যান করতে পারে । যেমন , আপনি যেকোন ল্যানে এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন । তবে আমরা আজকে দেখব কীভাবে এই টার মাধ্যমে যেকোন একাউন্ট হ্যাক করা যায় ।
সফটওয়্যার টা ওপেন করার পর আপনি উপরের চিত্রের মত করে ইন্টারফেস লিস্ট এ ক্লিক করুন ।তারপর নিচের চিত্রের মত আপনার নেটওয়ার্ক এডাপটারটি সিলেক্ট করে “START” এ ক্লিক করুন ।
ফলে এই সফটওয়্যারটা আপনার নেটওয়ার্কের সকল বাইট স্ক্যান করে নিচের চিত্রের মত কিছু একটা আপনার সামনে হাজির করবে ।
এখন আপনি ক্যাপচার এ গিয়ে স্টপ ক্যাপচার এ ক্লিক করুন । ফলে স্ক্যান স্টপ হয়ে যাবে । এবার নিচের চিত্রের মত করে ফিল্টার এ গিয়ে টাইপ করুন “HTTP” । তারপর এপ্লাই এ ক্লিক করুন । ফলে এবার সফটওয়্যারটি আপনার সামনে HTTP এর সকল ওয়েবসাইট এর লিস্ট সো করবে ।
এবার নিচের চিত্রের মত করে এডিট মেনুতে গিয়ে ফাইন্ড প্যাকেট এ ক্লিক করুন ।
তারপর নিচের চিত্রের মত একটা উইন্ডো আসবে আপনার সামনে ।এখানে গিয়ে সব নিচের চিত্রের মত সেটিংস দিন ও যেখানে POST লেখাটি আছে সেখানে ওই লিখুন । তারর ফাইন্ড এ ক্লিক করুন ।
তারপর দেখুন , এখানে আপনাকে নিচের চিত্রের মত POST এর জন্য কয়েকটি লাইন সো কবে । তার উপর ডবল ক্লিক করুন ।
এবার আপনার সামনে এমন কিছু একটা হাজির হবে ।
তারপর লেখাগুলোকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসুন । আসার পর “Line based text data” লাইনটা এক্সপ্যান্ড করুন + চিহ্নের উপর ক্লিক করে ।
ব্যাস , সবকিছুঠিক থাকলে আপনি কাংখিত ইউজার নেম ও পাসওয়ার্ড টি পেয়ে যাবেন বলে আশা করা যায় ।
এবার বসে বসে প্রাকটিস করতে থাকুন এই টেকনিক । সবাই ভাল থাকবেন । সবাইকে ধন্যবাদ ।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
darun…