হ্যাকিং থেকে বাঁচার সাধারণ কৌশল

আশাকরি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকের এই লেখাটি ইতিমধ্যে প্রথম আলোর পাঠকদের সাথে শেয়ার করেছি।তাই মনে হলো টেকটিউনের বন্ধুদের সাথে শেয়ার করা যায়।হয়তো এই লেখাটি অনেককেই সচেতন করে তুলবে।

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় হ্যাকিংয়ের শিকার হতে হয়। ফলে ই-মেইলের সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) চুরি হয়ে যায়। তবে কিছু সাবধানতা অবলম্বন করে অনেকটা নিরাপদ থাকা সম্ভব। এ জন্য অচেনা সন্দেহজনক কোনো ই-মেইল ঠিকানা থেকে মেইল এলে তার উত্তর না দেওয়াই ভালো।
সংযুক্ত ফাইল (অ্যাটাচমেন্ট) স্ক্যান করে খুলুন এবং নোটপ্যাডে তৈরি করা কোনো ফাইল খুলতে সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে অচেনা মেইল থেকে নোটপ্যাড ফাইল এলে সেটি খোলা উচিত নয়। ব্যক্তিগত কাজে যে মেইলটি ব্যবহার করেন সেটি অপরিচিতদের কাছে প্রকাশ করবেন না। সামাজিক যোগাযোগের সাইটগুলোতে অতি প্রয়োজনীয় ব্যক্তিগত ই-মেইল ঠিকানাটি সবার কাছে প্রদর্শন করবেন না।
প্রচলিত বা অতি ব্যবহূত কোনো পাসওয়ার্ড দেবেন না। এমন কোনো গোপন নম্বর (পাসওয়ার্ড) লিখুন, যা আপনার পরিচিতদের কল্পনার বাইরে এবং যেটি আপনি সহজে মনে রাখতে পারবেন। হ্যাকাররা সাধারণত গোপন সফটওয়্যারের সাহায্যে অন্যের ব্যক্তিগত তথ্য/পাসওয়ার্ড চুরি করে। অর্থাৎ আপনি যখন ইন্টারনেটে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড/ইউজারনেম লিখে থাকেন, তখন তার সবই কিবোর্ডে রেকর্ড হয়ে থাকে। তবে আপনি ইচ্ছে করলে মোজিলা ফায়ারফক্সে KeyScrambler Personal নামের একটি অ্যাডঅনের সাহায্যে কিবোর্ডের গোপন রেকর্ড বন্ধ করতে পারেন। এই প্রোগ্রামটি https://addons.mozilla.orgen-US/firefox/addon/3383 ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। তারপর ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখন স্বয়ংক্রিয়ভাবে এই প্রোগ্রামটি কিবোর্ডের রেকর্ড বন্ধ করে দেবে।

যদি লেখাটি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট দিবেন।কারন কমেন্ট ছাড়া একটি টিউনের ভালো মন্দ বোঝা সম্ভব নয়।

http://prothom-alo.com/detail/date/2010-06-12/news/70237

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর উপদেশ। ভালো হইছে। ধন্যবাদ

আপনি বলেছেন,”অচেনা সন্দেহজনক কোনো ই-মেইল ঠিকানা থেকে মেইল এলে তার উত্তর না দেওয়াই ভালো।”
প্রশ্নঃ এমন অনেক সাইট আছে যারা রেজিস্ট্রেশন ছাড়া ফ্রী ইমেইল সার্ভিস দিয়ে থাকে, ঐসব ইমেইল আই ডি থেকে যে কোন নামেই ইমেইল পাঠানো যায়।যেগুলো থেকে ইমেইল পাঠালে ধরার কোন উপায় নেই যে আমার বন্ধুর ইমেইল থেকে এসেছে নাকি অন্য কোথাও থেকে এসেছে। সেক্ষেত্রে কি করব?

আপনি বলেছেন, সংযুক্ত ফাইল (অ্যাটাচমেন্ট) স্ক্যান করে খুলুন এবং নোটপ্যাডে তৈরি করা কোনো ফাইল খুলতে সাবধানতা অবলম্বন করুন।
প্রশ্নঃ হ্যাকার যদি আমার বন্ধুর ইমেইল আইডি show করে ঐসব ইমেইল সার্ভিস থেকে ইমেইল পাঠায়, তাহলে আমি অবশ্যই আবার বন্ধুর ইমেইল মনে করে অ্যাটাচমেন্ট অবশ্যই খুলব।

এই যদি হয় ঘটনা, তাহলে আপনার টিপস কোন কাজে লাগবে না। আমি কি ঠিক বলেছি ?

    ‘সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি’ ভাই- আমি বলি নাই যে,এই কৌশলগুলো অবলম্বণ করলেই ১০০% নিরাপদ থাকা সম্ভব।হ্যাকাররা অনেকভাবেই হ্যাক করতে পারে।তাই এখানে শুধু সাবধানতা অবলম্বন করার জন্য কিছু বিষয় স্মরন করিয়ে দেয়া হয়েছে।হয়তো এ বিষয়গুলো অনেকের সচেতনতা বাড়াবে।গঠনমূলক সমালোচনার জন্য আপনাকে ধন্যবাদ।

    সমালোচনা নয়, প্রশ্ন করার মূল উদ্দেশ্য ছিল ঐ সব সাইট থেকে আসা fake ইমেইল গুলোকে কিভাবে শনাক্ত করব? এর কোন পদ্ধতি আছে কিনা ? থাকলে এই বিষয়ে এখন মন্তব্যে জানান অথবা একটা টিউন করেন। প্রযুক্তিতে কোন কিছুই অসম্ভব নয়।

Level 0

খালেদ মাহমুদ খান সব ভাই,ধন্যবাদ কিন্তু সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও ভাইয়ে সাথে একমত ………

balobashe আপনাকেও ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ সুন্দর হয়েছে।

হুম আজ প্রথম আলোতে পড়েছি । ভাল হয়েছে !

অনেক ভাল টিপস তাই অনেক অনেক ধন্যবাদ।

আতাউর ভাই,সব জায়গায়তেই আপনার কমেন্ট দেখি।আপনাকেও অনেক ধন্যবাদ।

Really good

যাক !! অবশেষে Hacking থেকে পুরাপুরি মুক্তি পেয়ে গেলাম !!!!!

    গোকুলের ষাঁড়,কেন নিজেই নিজের মনকে স্বান্তনা দিচ্ছেন!?

    আপনি কি তাহলে বলছেন – আপনার টিউনটিতে শান্তনা পাওয়ার মত কিছুই নাই !!!

Level 0

সাধারন ব্যবহারকারীদের কাজে লাগবে

সান্তনা নয় সাবধানতা আছে! তবে আপনি স্বান্তনা নিতে চাইলে নেন।কিন্তু হ্যাকারদের উপর আমার বিশ্বাস নাই!!!!!!!

Network Error (tcp_error)
ভাই আমার এক টি সাহট আছে ,যেটি কিনা আমি কেন বানিয়েছি আমি নিজে ও জানি না কারন সাইট বানাতে যা যা লাগে তার কিছুই আমি বুঝিনা , তার প র ও এটি আমার কাছে আনেক কারন এটা নিজের। এখন এই সাইট টি আজ থেকে ওপেন করতে পারতেছি না বার বার নিচের মত আসে,
A communication error occurred: “”
The Web Server may be down, too busy, or experiencing other problems preventing it from responding to requests. You may wish to try again at a later time.

কি হয়েছে ,কি করতে হবে, বুঝতে চাছছি , পারলে বুঝিয়ে দেন।
সাহট http://www.gmgcomilla.yolasite.com

so………………….thanks 4 nice tune