এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম অনেক গবেষণা করে বের করতে পেরেছি, তাই কমেন্ট ছেড়ে টিউন করতে আসলাম। তবে টিউনটি আজ করছি না।
সবার আগে হ্যাকারের কীলগার, স্পাইওয়ার থেকে নিজের পাসওয়ার্ড রক্ষা করার উপায় বলি। এটা একবারে সোজা নিয়ম, একটু মনযোগ দিলেই বুঝতে পারবেন, কত সোজা কাজ !!! আজ যদি অযথা এটাকে কঠিন বলে এড়িয়ে যান তাহলে পাসওয়ার্ড হ্যাক হলে আপনার ক্ষতি হবে।
কেও যদি আপানার পিসিতে কীলগার বা স্পাইওয়ার জাতীয় কোন প্রোগ্রাম ঢুকিয়ে রাখে তাহলে আপনার মেইল ঠিকানা , ফেসবুকসহ বিভিন্ন গুরুত্মপূর্ণ পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে। কারণ আপনি কী- বোর্ড এ যা টাইপ করেছেন তা হ্যাকারের কাছে ইমেইলের মাধ্যমে চলে যেতে পারে। তাই আজ আমি এমন এক পদ্ধতি শিখাব যার মাধ্যমে আপনি অটো username এবং পাসওয়ার্ড দিতে পারবেন। ফলে আপনাকে কীবোর্ড এ কোন টাইপ করতে হচ্ছে না।
এর আগে কতগুলো কথা বলে নেই। প্রবাসী ভাই এর হ্যাকার সমস্যার সমাধান দিয়ে গিয়ে এই সফটওয়্যার এর খোজ পেয়েছি আমি এই লিঙ্ক এ । তাহলে প্রশ্ন হতে পারে আমি এ নিয়ে কেন টিউন করছি। কারণ আমার উপস্থাপনা হবে সম্পূর্ণ ভিন্ন, এবং ঐ খানে যে রকম ভাবে কাজ করতে বলা হয়েছে, সে পদ্ধতিতে করতে গেলে ফাইলটা কারো হাতে পড়লে হ্যাক হওয়ার সম্ভবনা বেশি। তাই আমি এ কাজটা একটু ভিন্ন পদ্ধতিতে করছি। আর অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম গবেষণা করে বের করতে পেরেছি বলেই টিউন করতে আসলাম। না হলে আসতাম না।তবে টিউনটি আজ করছি না।
এই লিঙ্ক হতে autohotkey সফটওয়্যার টা ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন।
ধরুন আপনার জিমেইল Username হল - rawnak-ali-khan (প্রবাসী ভাই এর নাম) আর পাসওয়ার্ড ধরেন - bangladesh
এবার নোটপ্যাড অপেন করে নিচের লাইনটি কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন।
#z::
Send rawnak-ali-{tab}bangla
return
এগুলা লিখে নোটপ্যাড এ rawnak.ahk নামে save করেন।
এবার স্টার্ট মেন্যু থেকে Autohotkey সাবফোল্ডারে গিয়ে Convert .ahk to.exe তে ক্লিক দেন। source এ rawnak.ahk এর লোকেশন দিন এবং destination এ rawnak.exe কোথায় সেভ হবে তা দেন। এবার Convert এ ক্লিক দেন। তাহলে আপনার rawnak.exe ফাইলটা তৈরী হয়ে গেল।
আপনারা একটা জিনিস খেয়াল করছেন ? যে আপনার পাসওয়ার্ড হল -bangladesh অথচ আমি নোটপ্যাড এ শুধু bangla লিখলাম। আর Username হল - rawnak-ali-khan এর বদলে শুধু rawnak-ali- লেখলাম। এটাই ট্রিক্স । এ পদ্ধতি অনুসরন করলে আপনার তৈরীকৃত ফাইল যদি কারো হাতে পড়ে , তাহলে ও সমস্যা নেই। এ পদ্ধতিতে আপনার হ্যাক হওয়ার সম্ভবনা কম।
এবার ইচ্ছে হলে autohotkey নামের সফট আন ইন্সটল করতে পারেন। এখন আর এই জিনিসের দরকার নাই। এই জিনিস .ahk এর ফাইলকে .exe তে রূপান্তরিত করে।
rawnak.exe তে ডাবল ক্লিক দেন।
এখন rawnak.exe তে ডাবল ক্লিক দিলে system tray তে H নামের একটা আইকন আসবে।
তারপর mail.gmail.com এ ঢুকেন। userneme এর জায়গায় মাউস দিয়ে একটা ক্লিক করেন।
windows key+z ক্লিক করেন। দেখবেন username এর ঘরে আপনার নাম rawnak-ali- এবং পাসওয়ার্ড bangla নিজে নিজে বসে গেসে।
এবার username এর ঘরে বাকী khan লেখাটা আপনি নিজে কীবোর্ড দিয়ে লিখে দেন। তারপর আপনি কী বোর্ড দিয়ে আপনার পাসওয়ার্ড এর ঘরে Desh লিখে দিবেন।
এরপর sign in করে আপনার মেইল বক্স এ প্রবেশ করুন।
(এর মধ্যে একটা কথা বলি, অনেকে আছে windows key কোনটা চিনে না। তাদের জন্য বলছি, আপনার কীবোর্ড এর বামদিকে "Ctrl " এবং "alt" এর মাঝে যে নদীর ঢেও এর মত একটা কী আছে ঐটা হল windows key )
এ পদ্ধতি ব্যাবহার করার ফলে আপনার কীবোর্ড খুব একটা প্রেস করতে হচ্ছে না। ফলে হ্যাকার কীলগার লাগালেও আপনার পাসওয়ার্ড পাবে না।
আপনি যদি আরো পাসওয়ার্ডকে আরো নিরাপত্তা দিয়ে চান তাহলে এ ব্যাপারটাকে আরও জটিল করে ফেলতে পারেন। যেমন নোট প্যাড এ rawnak-ali-khan না লিখে আরও কম কিছু লিখলেন বা বেশি কিছু লিখলেন। then backspace দিয়ে কেটে দিতে পারেন।
আরও জটিল করতে চাইলে , bangladesh না লিখে bnlds লিখে নোট প্যাড এ save করতে পারেন। পরে কী বোর্ড দিয়ে মাঝখানের অক্ষর গুলো বসিয়ে দিতে পারেন।
তবে আমি অনেক অনেক জটিল করে পাসওয়ার্ড বসাই। কারণ মাঝে মাঝে নিজের পিসিকেও বিশ্বাস করতে পারি না, বলাতো যায় না হ্যাকার সাহেব কখন আমার পিসিকে নিজের বলে ধরে নিয়েছে।
সাইবার ক্যাফে যাওয়ার সময় বা বন্ধু পিসিতে মেইল চেক করার সময় আপনি পেনড্রাইভে করে এই rawnak.exe ফাইলটা নিয়ে যেতে পারেন।
আমি আমার এই rawnak.exe ফাইলটা মিডিয়াফায়ারে আপলোড করে রাখি। বন্ধুর বাসায় গেলে দরকার হলে ডাউনলোড করে কাজ করি। সবসময় পেনড্রাইভ হাতে রাখা যায় না। আর rawnak.exe ফাইলের আইকন পরিবর্তন করে রাখি। যাতে হ্যাকার সাহেব আমার ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করার সময় ভাবে, "নিজেই হ্যাক হয়ে যাচ্ছি না তো "।
গুরুত্মপূর্ণ কথা- বন্ধুর পিসিতে কাজ শেষ করার পর system tray তে rawnak.exe এ মাউসের right বাটন এ প্রেস করে Exit এ ক্লিক দিতে হবে।
না হলে আপনি যাবার পর বন্ধু আপনার পাসওয়ার্ড নিয়ে গবেষণা শুরু করে দিতে পারে।
=============================================================================================
টিউনটি প্রকাশের পর অনেকে বিভিন্ন ধরণের প্রশ্ন করতে পারে, তার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তুলে ধরছি।
প্রশ্নঃ এই টিউনটি কি টেকটিউন্সে আগে প্রকাশিত হয়েছে ?
উত্তরঃ আমি সঠিক করে বলতে পারছি না। তবে সার্চ ইজ্ঞিন বলছে আগে প্রকাশিত হয় নি। আপনি ইচ্ছে করলে এটি দেখতে পারেন।
প্রশ্নঃ এই টিউনতো ঐ সাইটে প্রকাশিত হয়েছে, তাহলে আপনি এটা নিয়ে টিউন করতে গেলেন কেন? আমরা সব সাইটে যাই সব লেখাই পড়ি।এটা নিয়ে টিউন করার কোন দরকার ছিল না।
উত্তরঃ ঐ সাইটে যে নিয়ম অনুসরন করা হয়েছে আমি সে নিয়ম সম্পূর্ণরূপে অনুসরণ করি নি। আমার টিউনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হল , " নোটপ্যাড এ পাসওয়ার্ড এবং ইউজারনেইম পুরাটা না লিখে অর্ধেক লেখা বা জটিল করে লেখা যাতে .exe ফাইলটা কারো হাতে পড়লেও পাসওয়ার্ড না নিতে পারে। টিউনের screenshot, উপস্থাপনা সম্পূর্ণ ভিন্ন। টিউন করেছি সবার যেন কাজে লাগে এই মন মানষিকতা নিয়ে।
প্রশ্নঃ আপনি টিউনের প্রথম দিকে লিখেছেন, এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম বের করতে পেরেছেন। তাহলে আমাদের সাথে এই টিউনে শেয়ার করলেন না কেন? নাকি টিউনে ভিজিটর বাড়ানোর পরিকল্পনা চলছে?
উত্তরঃ আসলে এই জিনিসটা বের করতে পেরেছি বলেই টিউন করার জন্য কী বোর্ড হাতে নিয়েছি। এটা নিয়ে লিখতে গিয়ে ভাবলাম , পাসওয়ার্ড রক্ষা করার নিয়মটিও কাজে আসতে পারে, তাই এটি নিয়ে টিউন করলাম। পরে এই দুটি বিষয় একসাথে নিয়ে টিউন করতে গিয়ে দেখলাম প্রথম টিউনই অনেক বড় হয়ে গেছে। তাই ঐ টিউনটি সময় পেলে প্রকাশ করব।
আর ভিজিটর বাড়ানোর কথা বলছেন ? তাহলে বলব যে এই টিউন দেখবে তার উপকার হবে কিন্তু আমার লাভ বা ক্ষতি কিছুই হবে না। সেখানে ভিজিটর বাড়লেই কি না বাড়লেই কি? টে টি থেকে অনেক কিছু নিয়েছি, এবার কিছু দিতে চাই।
প্রশ্নঃ আপনি নোট প্যাড এ যে লাইন গুলো কপি করে পেস্ট করতে বলেছেন, তা কেন করব? আর এই কমান্ড গুলো কিভাবে কাজ করে তা টিউনের মধ্যে নেই কেন?
উত্তরঃ এগুলো টিউনের মধ্যে থাকলে অনেকে এই পদ্ধতিকে কঠিন বলে মনে করত। তবে আপনার জানার আগ্রহ থাকে আমি এই ব্যাপারে ব্যাখ্যা করতে পারি।
প্রশ্নঃ আপনি কমান্ডের প্রথম লাইন #z:: কেন হল ?
উত্তরঃ এখানে # মানে হল windows key। আর #z মানে হল আপনি যখন মেইলের ইউসারনেইম ও পাসওয়ার্ড দিতে যাবেন তখন windows key এবং z একই সাথে ক্লিক করতে হবে। আপনি ইচ্ছা করলে Z এর বদলে অন্য কোন কী দিতে পারেন।
প্রশ্নঃ Send rawnak-ali-{tab}bangla
return
এখানে rawnak-ali-khan আমার ইউসারনেইম এবং পাসওয়ার্ড bangladesh। আপনি ইউসারনেইম ও পাসওয়ার্ড পুরাটা লেখলেন না কেন? আর rawnak-ali- এবং bangla এর মাঝে TAB দিলেন কেন? এই জিনিসের তাৎপর্য কি একটু বলবেন ?
উত্তরঃ আমি যদি পাসওয়ার্ড পুরাটা দেই , তাহলে আপনার এই Rawnak.exe ফাইল যদি কারো হাতে পড়ে তাহলে হ্যাক হয়ে যাবে। তাই পুরাটা না দিয়ে অর্ধেক দিয়েছি। তবে আপনার পিসি অন্য কেও কাজ না করে তাহলে আপনি পুরা পাসওয়ার্ড এবং ইউসার নেইম দিয়ে পারেন।
আর rawnak-ali- এবং bangla এর মাঝে TAB দেয়ার কারণ হল আপনি যখন windows key এবং z একসাথে ক্লিক করবেন তখন ইউসারনেইম সয়ক্রিয় ভাবে বসবে এখন পাসওয়ার্ড এর ঘরে যেতে হলে TAB ক্লিক করতে হয়।
প্রশ্নঃ আপনি Tab লেখাটি সেকেন্ড ব্রেকেট এ ঢুকিয়েছেন কেন?
উত্তরঃ এই জিনিস গুলো সেকেন্ড ব্রেকেট এ না ঢুকালে কাজ করবে না। যেমন- কিছু কমান্ড দেখুন {backspace} {F12} ইত্যাদি।
প্রশ্নঃ আমি দেখতে পাচ্ছি যে নোটপ্যাড এর কমান্ড গুলো .ahk এক্সটেনশন রেখে কাজ করলেও আমি আমার ইউসারনেইম ও পাসওয়ার্ড বসাতে পারছি। তাহলে আপনি কেন .ahk থেকে .exe তে ট্রানফার করলেন?
উত্তরঃ আপনি .ahk ফরমেট এর ফাইল ভাল ভাবে চালাতে পারছেন কারন আপনার পিসিতে এখনও Autohotkey সফটওয়্যার টা ইন্সটল করা। আপনি সফটওয়্যার টা আন-ইন্সটল করে দেন। দেখবেন আপনি .ahk দিয়ে আর কাজ করতে পারছেন না। এই জন্য আমি .ahk থেকে .exe তে ট্রানফার করলাম। যাতে আপনি যে কোন পিসি যে কোন সময় Autohotkey সফটওয়্যারটা ইন্সটল না করেও কাজ করতে পারেন।
প্রশ্নঃ আমার পিসিতে অন্য কেও কাজ করে না।আমি বলতে চাইছি ইউসারনেইম এবং পাসওয়ার্ড দেয়ার পর আমাকে মাউস দিয়ে sign in বাটন এ ক্লিক দিতে হয়। আমি চাই আপনি এমন কমান্ড দেন যাতে আমি windows key এবং z ক্লিক করলেই আমার মেইলবক্স এ ঢুকতে পারি, কষ্ট করে যেন sign in এ ক্লিক না করা লাগে।
উত্তরঃ
#z::
Send rawnak-ali-khan{tab}bangladesh{Tab}{enter}
return
এটি নোটপ্যাড এ .akh এক্সটেনশন করে save করুন। তারপর এটাকে .exe এক্সটেনশন যুক্ত ফাইলে রূপান্তরিত করুন। এই ফাইলের উপরে ডাবল ক্লিক করেন। saytem tray তে H লেখা উঠবে। এবার mail.google.com এ যেয়ে মাউস দিয়ে ইউজার নেইম এর ঘরে কার্সর রাখুন। এবার Windows key এবং z একসাথে ক্লিক করেন। সাথে সাথেই আপনি মেইল বক্স এ পৌছে যাবেন। তখন আপনাকে কষ্ট করে sign in এ ক্লিক করতে হবে না।
প্রশ্নঃ আপনিতো বানান নিয়ে অনেক সচেতন, "" কারণ "" বানান যে মূর্ধন্য-ণ দিয়ে হবে তার ব্যাপারেও সচেতন, তাহলে আপনার টিউনে এত বানান ভুল কেন?
উত্তরঃ শোনেন, বেশি প্যাচাল কইরেন না, কেমেস্ট্রি পড়া বাদ দিয়া টিউন করতেছি, এর মধ্যে বানান নিয়া এত গবেষণা শুরু করেলেন কেন? আগে নিজে টিউন করে দেখেন কত কষ্ট টিউন করতে ।
প্রশ্নঃ আপনি আপনার টিউনে এইসব সহজ প্রশ্নোউত্তর পর্ব খুলেছেন কেন? পাঠক সমাজ বিরক্ত হচ্ছে তো... এই সবতো ছোট বাচ্চারাও বোঝে... নার্সারী ক্লাস এর মত পড়ানো শুরু করেছেন ...
উত্তরঃ বিরক্তটাই দেখলেন? পাঠক সমাজ যে এই প্রশ্নউত্তর পর্ব থেকে কিছু শিখছে তা দেখলেন না? আমি এই পর্বের আয়োজন না করলে সবার কাছে জিনিস গুলো মুখস্থ বিদ্যার মত মনে হত, কাজের কাজ কিছুই হত না।
=============================================================================================
পাঠক সমাজের কাছে আমার প্রশ্নঃ আমার প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আপনারা বেশি শিখেছেন? নাকি বইয়ের মত মুখস্থ বিদ্যা লেখলে আপনারা বেশি শিখতেন ?
ভিজিট করুন - Technologybasic || Technology basic || টেকনোলজি বেসিক || টেকনোলজি বেসিক || Technologybasic.com
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
ধন্যবাদ একটা মেগা টিউন উপহার দেয়ার জন্য। চেষ্টা করে দেখি।