হ্যাকারের হাত থেকে নিজের পাসওয়ার্ড রক্ষা কার্যকরী সমাধান এবং এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম আবিষ্কার !!!

এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম অনেক গবেষণা করে বের করতে পেরেছি, তাই কমেন্ট ছেড়ে টিউন করতে আসলাম। তবে টিউনটি আজ করছি না।

সবার আগে হ্যাকারের কীলগার, স্পাইওয়ার থেকে নিজের পাসওয়ার্ড রক্ষা করার উপায় বলি। এটা একবারে সোজা নিয়ম, একটু মনযোগ দিলেই বুঝতে পারবেন, কত সোজা কাজ !!! আজ যদি অযথা এটাকে কঠিন বলে এড়িয়ে যান তাহলে পাসওয়ার্ড হ্যাক হলে আপনার ক্ষতি হবে।

কেও যদি আপানার পিসিতে কীলগার বা স্পাইওয়ার জাতীয় কোন প্রোগ্রাম ঢুকিয়ে রাখে তাহলে আপনার মেইল ঠিকানা , ফেসবুকসহ বিভিন্ন গুরুত্মপূর্ণ পাসওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে। কারণ আপনি কী- বোর্ড এ যা টাইপ করেছেন তা হ্যাকারের কাছে ইমেইলের মাধ্যমে চলে যেতে পারে। তাই আজ আমি এমন এক পদ্ধতি শিখাব যার মাধ্যমে আপনি অটো username এবং পাসওয়ার্ড দিতে পারবেন। ফলে আপনাকে কীবোর্ড এ কোন টাইপ করতে হচ্ছে না।

এর আগে কতগুলো কথা বলে নেই। প্রবাসী ভাই এর হ্যাকার সমস্যার সমাধান দিয়ে গিয়ে এই সফটওয়্যার এর খোজ পেয়েছি আমি এই লিঙ্ক এ । তাহলে প্রশ্ন হতে পারে আমি এ নিয়ে কেন টিউন করছি। কারণ আমার উপস্থাপনা হবে সম্পূর্ণ ভিন্ন, এবং ঐ খানে যে রকম ভাবে কাজ করতে বলা হয়েছে, সে পদ্ধতিতে করতে গেলে ফাইলটা কারো হাতে পড়লে হ্যাক হওয়ার সম্ভবনা বেশি। তাই আমি এ কাজটা  একটু ভিন্ন পদ্ধতিতে করছি। আর অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম গবেষণা করে বের করতে পেরেছি বলেই টিউন করতে আসলাম। না হলে আসতাম না।তবে টিউনটি আজ করছি না।

এই লিঙ্ক হতে autohotkey সফটওয়্যার টা ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন।

ধরুন আপনার জিমেইল Username হল - rawnak-ali-khan (প্রবাসী ভাই এর নাম)   আর পাসওয়ার্ড ধরেন - bangladesh

এবার নোটপ্যাড অপেন করে নিচের লাইনটি কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন।

#z::

Send rawnak-ali-{tab}bangla

return


এগুলা লিখে নোটপ্যাড এ rawnak.ahk নামে save করেন।

এবার স্টার্ট মেন্যু থেকে Autohotkey সাবফোল্ডারে গিয়ে Convert .ahk to.exe তে ক্লিক দেন। source এ rawnak.ahk এর লোকেশন দিন এবং destination এ rawnak.exe কোথায় সেভ হবে তা দেন। এবার Convert এ ক্লিক দেন। তাহলে আপনার  rawnak.exe ফাইলটা তৈরী হয়ে গেল।

আপনারা একটা জিনিস খেয়াল করছেন ? যে আপনার পাসওয়ার্ড হল -bangladesh অথচ আমি নোটপ্যাড এ শুধু bangla লিখলাম। আর Username হল - rawnak-ali-khan এর বদলে শুধু rawnak-ali- লেখলাম। এটাই ট্রিক্স । এ পদ্ধতি অনুসরন করলে আপনার তৈরীকৃত ফাইল যদি কারো হাতে পড়ে , তাহলে ও সমস্যা নেই। এ পদ্ধতিতে আপনার হ্যাক হওয়ার সম্ভবনা কম।

এবার ইচ্ছে হলে autohotkey নামের সফট আন ইন্সটল করতে পারেন। এখন আর এই জিনিসের দরকার নাই। এই জিনিস  .ahk এর ফাইলকে .exe তে রূপান্তরিত করে।

rawnak.exe তে ডাবল ক্লিক দেন।

এখন rawnak.exe তে ডাবল ক্লিক দিলে system tray তে H নামের একটা আইকন আসবে।

তারপর mail.gmail.com এ ঢুকেন। userneme এর জায়গায়  মাউস দিয়ে একটা ক্লিক করেন।

windows key+z ক্লিক করেন। দেখবেন username এর ঘরে আপনার নাম rawnak-ali- এবং  পাসওয়ার্ড bangla নিজে নিজে বসে গেসে।

এবার username এর ঘরে বাকী khan লেখাটা আপনি নিজে কীবোর্ড দিয়ে লিখে দেন। তারপর আপনি কী বোর্ড দিয়ে আপনার পাসওয়ার্ড এর ঘরে  Desh লিখে দিবেন।

এরপর sign in করে আপনার মেইল বক্স এ প্রবেশ করুন।

(এর মধ্যে একটা কথা বলি, অনেকে আছে windows key কোনটা চিনে না। তাদের জন্য বলছি, আপনার কীবোর্ড এর বামদিকে "Ctrl " এবং "alt" এর মাঝে যে নদীর ঢেও এর মত একটা কী আছে ঐটা হল windows key )

এ পদ্ধতি ব্যাবহার করার ফলে আপনার কীবোর্ড খুব একটা প্রেস করতে হচ্ছে না। ফলে হ্যাকার কীলগার লাগালেও আপনার পাসওয়ার্ড পাবে না।

আপনি যদি আরো পাসওয়ার্ডকে আরো নিরাপত্তা দিয়ে চান তাহলে এ ব্যাপারটাকে আরও জটিল করে ফেলতে পারেন। যেমন নোট প্যাড এ rawnak-ali-khan না লিখে আরও কম কিছু লিখলেন বা বেশি কিছু লিখলেন। then backspace দিয়ে কেটে দিতে পারেন।

আরও জটিল করতে চাইলে , bangladesh না লিখে bnlds লিখে নোট প্যাড এ save করতে পারেন। পরে কী বোর্ড দিয়ে মাঝখানের অক্ষর গুলো বসিয়ে দিতে পারেন।

তবে আমি অনেক অনেক জটিল করে পাসওয়ার্ড বসাই। কারণ মাঝে মাঝে নিজের পিসিকেও বিশ্বাস করতে পারি না, বলাতো যায় না হ্যাকার সাহেব কখন আমার পিসিকে নিজের বলে ধরে নিয়েছে।

সাইবার ক্যাফে যাওয়ার সময় বা বন্ধু পিসিতে মেইল চেক করার সময় আপনি পেনড্রাইভে করে এই rawnak.exe ফাইলটা নিয়ে যেতে পারেন।

আমি আমার এই rawnak.exe ফাইলটা  মিডিয়াফায়ারে আপলোড করে রাখি। বন্ধুর বাসায় গেলে দরকার হলে ডাউনলোড করে কাজ করি। সবসময় পেনড্রাইভ হাতে রাখা যায় না। আর rawnak.exe ফাইলের আইকন পরিবর্তন করে রাখি। যাতে হ্যাকার সাহেব আমার ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করার সময় ভাবে, "নিজেই হ্যাক হয়ে যাচ্ছি না তো "।

গুরুত্মপূর্ণ কথা- বন্ধুর পিসিতে কাজ শেষ করার পর system tray তে rawnak.exe এ মাউসের right বাটন এ প্রেস করে Exit এ ক্লিক দিতে হবে।

না হলে আপনি যাবার পর বন্ধু আপনার পাসওয়ার্ড নিয়ে গবেষণা শুরু করে দিতে পারে।

=============================================================================================

টিউনটি প্রকাশের পর অনেকে বিভিন্ন ধরণের প্রশ্ন করতে পারে, তার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তুলে ধরছি।

প্রশ্নঃ এই টিউনটি কি টেকটিউন্সে আগে প্রকাশিত হয়েছে ?

উত্তরঃ আমি সঠিক করে বলতে পারছি না। তবে সার্চ ইজ্ঞিন বলছে আগে প্রকাশিত হয় নি। আপনি ইচ্ছে করলে এটি দেখতে পারেন।

প্রশ্নঃ  এই টিউনতো ঐ সাইটে প্রকাশিত হয়েছে, তাহলে আপনি এটা নিয়ে টিউন করতে গেলেন কেন? আমরা সব সাইটে যাই সব লেখাই পড়ি।এটা নিয়ে টিউন করার কোন দরকার ছিল না।

উত্তরঃ ঐ সাইটে যে নিয়ম অনুসরন করা হয়েছে আমি সে  নিয়ম সম্পূর্ণরূপে অনুসরণ করি নি। আমার টিউনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হল , " নোটপ্যাড এ পাসওয়ার্ড এবং ইউজারনেইম পুরাটা না লিখে অর্ধেক লেখা বা জটিল করে লেখা যাতে .exe ফাইলটা কারো হাতে পড়লেও পাসওয়ার্ড না নিতে পারে। টিউনের screenshot, উপস্থাপনা সম্পূর্ণ ভিন্ন। টিউন করেছি সবার যেন কাজে লাগে এই মন মানষিকতা নিয়ে।

প্রশ্নঃ আপনি টিউনের প্রথম দিকে লিখেছেন, এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম বের করতে পেরেছেন। তাহলে আমাদের সাথে এই টিউনে শেয়ার করলেন না কেন? নাকি টিউনে ভিজিটর বাড়ানোর পরিকল্পনা চলছে?

উত্তরঃ আসলে এই জিনিসটা বের করতে পেরেছি বলেই টিউন করার জন্য কী বোর্ড হাতে নিয়েছি। এটা নিয়ে লিখতে গিয়ে ভাবলাম , পাসওয়ার্ড রক্ষা করার নিয়মটিও কাজে আসতে পারে, তাই এটি নিয়ে টিউন করলাম। পরে এই দুটি বিষয় একসাথে নিয়ে টিউন করতে গিয়ে দেখলাম প্রথম টিউনই অনেক বড় হয়ে গেছে। তাই ঐ টিউনটি সময় পেলে প্রকাশ করব।

আর ভিজিটর বাড়ানোর কথা বলছেন ? তাহলে বলব যে এই টিউন দেখবে তার উপকার হবে কিন্তু আমার লাভ বা ক্ষতি কিছুই হবে না। সেখানে ভিজিটর বাড়লেই কি না বাড়লেই কি? টে টি থেকে অনেক কিছু নিয়েছি, এবার কিছু দিতে চাই।

প্রশ্নঃ আপনি নোট প্যাড এ যে লাইন গুলো কপি করে পেস্ট করতে বলেছেন, তা কেন করব? আর এই কমান্ড গুলো কিভাবে কাজ করে তা টিউনের মধ্যে নেই কেন?

উত্তরঃ এগুলো টিউনের মধ্যে থাকলে অনেকে এই পদ্ধতিকে কঠিন বলে মনে করত। তবে আপনার জানার আগ্রহ থাকে আমি এই ব্যাপারে ব্যাখ্যা করতে পারি।

প্রশ্নঃ আপনি কমান্ডের প্রথম লাইন  #z:: কেন  হল ?

উত্তরঃ এখানে # মানে হল windows key। আর #z মানে হল আপনি যখন মেইলের ইউসারনেইম ও পাসওয়ার্ড দিতে যাবেন তখন  windows key এবং z একই সাথে ক্লিক করতে হবে। আপনি ইচ্ছা করলে Z এর বদলে অন্য কোন কী দিতে পারেন।

প্রশ্নঃ Send rawnak-ali-{tab}bangla

return

এখানে rawnak-ali-khan আমার ইউসারনেইম এবং পাসওয়ার্ড bangladesh। আপনি ইউসারনেইম ও পাসওয়ার্ড পুরাটা লেখলেন না কেন? আর rawnak-ali- এবং bangla এর মাঝে TAB দিলেন কেন? এই জিনিসের তাৎপর্য কি একটু বলবেন ?

উত্তরঃ  আমি যদি পাসওয়ার্ড পুরাটা দেই , তাহলে আপনার এই Rawnak.exe ফাইল যদি কারো হাতে পড়ে তাহলে হ্যাক হয়ে যাবে। তাই পুরাটা না দিয়ে অর্ধেক দিয়েছি। তবে আপনার পিসি অন্য কেও কাজ না করে তাহলে আপনি পুরা পাসওয়ার্ড এবং ইউসার নেইম দিয়ে পারেন।

আর rawnak-ali- এবং bangla এর মাঝে TAB দেয়ার কারণ হল আপনি যখন windows key এবং z একসাথে  ক্লিক করবেন তখন ইউসারনেইম সয়ক্রিয় ভাবে বসবে এখন পাসওয়ার্ড এর ঘরে যেতে হলে TAB ক্লিক করতে হয়।

প্রশ্নঃ আপনি Tab লেখাটি সেকেন্ড ব্রেকেট এ ঢুকিয়েছেন কেন?

উত্তরঃ এই জিনিস গুলো সেকেন্ড ব্রেকেট এ না ঢুকালে কাজ করবে না। যেমন- কিছু কমান্ড দেখুন {backspace} {F12} ইত্যাদি।

প্রশ্নঃ আমি দেখতে পাচ্ছি যে নোটপ্যাড এর কমান্ড গুলো .ahk এক্সটেনশন রেখে কাজ করলেও আমি আমার ইউসারনেইম ও পাসওয়ার্ড বসাতে পারছি। তাহলে আপনি কেন .ahk থেকে .exe তে ট্রানফার করলেন?

উত্তরঃ আপনি .ahk ফরমেট এর ফাইল ভাল ভাবে চালাতে পারছেন কারন আপনার পিসিতে এখনও Autohotkey সফটওয়্যার টা ইন্সটল করা। আপনি সফটওয়্যার টা আন-ইন্সটল করে দেন। দেখবেন আপনি .ahk দিয়ে আর কাজ করতে পারছেন না। এই জন্য আমি .ahk থেকে .exe তে ট্রানফার করলাম। যাতে আপনি যে কোন পিসি যে কোন সময় Autohotkey সফটওয়্যারটা ইন্সটল না করেও কাজ করতে পারেন।

প্রশ্নঃ আমার পিসিতে অন্য কেও কাজ করে না।আমি বলতে চাইছি ইউসারনেইম এবং পাসওয়ার্ড দেয়ার পর আমাকে মাউস দিয়ে sign in বাটন এ ক্লিক দিতে হয়। আমি চাই আপনি এমন কমান্ড দেন যাতে আমি windows key এবং z ক্লিক করলেই আমার মেইলবক্স এ ঢুকতে পারি, কষ্ট করে যেন sign in এ ক্লিক না করা লাগে।

উত্তরঃ

#z::

Send rawnak-ali-khan{tab}bangladesh{Tab}{enter}

return

এটি নোটপ্যাড এ .akh এক্সটেনশন করে save করুন। তারপর এটাকে .exe এক্সটেনশন যুক্ত ফাইলে রূপান্তরিত করুন। এই ফাইলের উপরে ডাবল ক্লিক করেন। saytem tray তে H লেখা উঠবে। এবার mail.google.com এ যেয়ে মাউস দিয়ে ইউজার নেইম এর ঘরে কার্সর রাখুন। এবার Windows key এবং z একসাথে ক্লিক করেন। সাথে সাথেই আপনি মেইল বক্স এ পৌছে যাবেন। তখন আপনাকে কষ্ট করে sign in  এ ক্লিক করতে হবে না।

প্রশ্নঃ আপনিতো বানান নিয়ে অনেক সচেতন, "" কারণ "" বানান যে মূর্ধন্য-ণ দিয়ে হবে তার ব্যাপারেও সচেতন, তাহলে আপনার টিউনে এত বানান ভুল কেন?

উত্তরঃ শোনেন, বেশি প্যাচাল কইরেন না, কেমেস্ট্রি পড়া বাদ দিয়া টিউন করতেছি, এর মধ্যে বানান নিয়া এত গবেষণা শুরু করেলেন কেন? আগে নিজে টিউন করে দেখেন কত কষ্ট টিউন করতে ।

প্রশ্নঃ আপনি আপনার টিউনে এইসব  সহজ  প্রশ্নোউত্তর পর্ব খুলেছেন কেন? পাঠক সমাজ বিরক্ত হচ্ছে তো... এই সবতো ছোট বাচ্চারাও বোঝে... নার্সারী ক্লাস এর মত পড়ানো শুরু করেছেন ...

উত্তরঃ বিরক্তটাই দেখলেন? পাঠক সমাজ যে এই প্রশ্নউত্তর পর্ব থেকে কিছু শিখছে তা দেখলেন না? আমি এই পর্বের আয়োজন না করলে সবার কাছে জিনিস গুলো মুখস্থ বিদ্যার মত মনে হত, কাজের কাজ কিছুই হত না।

=============================================================================================

পাঠক সমাজের কাছে আমার প্রশ্নঃ আমার প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আপনারা বেশি শিখেছেন? নাকি বইয়ের মত মুখস্থ বিদ্যা লেখলে আপনারা বেশি শিখতেন ?



ভিজিট করুন - Technologybasic  ||   Technology basic    || টেকনোলজি বেসিক   ||   টেকনোলজি বেসিক || Technologybasic.com



Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ একটা মেগা টিউন উপহার দেয়ার জন্য। চেষ্টা করে দেখি।

    চেষ্টা করে দেখেন, না পারলে বইলেন, দরকার হইলে আরও স্ক্রীনশট দিয়ে বুঝানোর চেষ্টা করব।
    তবে জিনিস সোজা। আমি বেশি ব্যাখ্যা করে ফেলছি, কারণ আমরা খেতে জানলেও আমাদের মুখে তুলে খায়িয়ে দিতে হয়।

    Sadhin ভাই ভাল ভাবে করতে পেরেছি। যে ভাবে নির্দেশনা দিয়েছেন তাতে যে কেওই সফল হবে।
    আসলে সেদিন ট্রাই করার সময় ছিল না। তাই চেষ্টা করে দেখি বলেছিলাম।
    ধন্যবাদ।

খুবেই ভালো হয়েছে।আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

জটিল একটা টিউন করবার জন্য আপনাকে ধন্যবাদ।

অবাক সেই সাথে বিস্ময়ে হতবাক হয়ে গেছি। এত সুন্দর করে টিউন করার ক্ষমতা আপনার কিন্তু অন্তরালেই থাকলেন সবসময়। কাল থেকে আপনার নিয়ম অনুযায়ী পাসওয়ার্ড ব্যবহার করবো্। হ্যাকার নিয়ে ভাবনা আর না আর না।ব্যবহারে কোন সমস্যা হলে আপনাকে জানাবো।

    কাল থেকে আমার নিয়ম অনুযায়ী পাসওয়ার্ড ব্যবহার করবেন শুনে ভাল লাগল। কিন্তু পাসওয়ার্ড bangladesh ব্যবহার কইরেন না(fun).
    আমার প্রশ্ন উত্তর পর্ব কেমন লাগল বললেন না? এটাইতো অন্যান্য টিউনের থেকে ব্যতিক্রম। এই পর্ব থেকে বিভিন্ন কর্মপ্রক্রিয়া কিছু বুঝানো হয়েছে যা আমি ধারাবাহিকভাবে এমনিতে লিখলে কোন ভাবেই ভিজিটরদের বুঝতে পারতাম না, বা আমার দ্বারা বুঝানো সম্ভব হত না।
    টিউন করার পেছনে আপনার অবদান অবশ্যই আছে, কারণ আপনার সাহায্য করতে যেয়েই তো গবেষণা করার সুযোগ পেলাম তারপর টিউন।
    তাছাড়া আপনার পিসির হ্যাকার ভাই এর অবদান নেহাৎ কম নয়।

    টিউনটি হয়েছে সবদিক থেকে সুন্দর ও ব্যতিক্রম।অসাধারন।সবাইকে খুব সহজ ভাবে বুঝতে সাহায্য করবে।সর্বোপরী নিরাপত্তা দেবে পাসওয়ার্ড ব্যবহারে।

আজকের টেকটিউন্সের সেরা উপহার আপনার টিউন, আপনি এত ভাল টিউন করেন অথচ আপনার টিউন দেখিনা, এতদিন আমাদের বঞ্চিত করে রেখেছেন আপনার টিউন থেকে আশা করি সামনে আমরা আর বঞ্চিত হবনা।আপনার টিউনটা কি রকম হয়েছে তা বলতে পারবনা তবে এইটুকু বলব এক কথায় অসাধারন এবং অনেক উন্নত মানের যাকে বলে ক্লাস টিউন, এই অসাধারন টিউনটি উপহার দেয়ার জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা।
আমি দাবি করছি কর্তৃপক্ষের কাছে এই টিউনটি যেন নির্বাচিত করা হয়।

    সহমত

    আজকের টেকটিউন্সের সেরা উপহার আপনার টিউন।

    লজ্জায় লাল হয়ে যাই।

    এতদিন আমাদের বঞ্চিত করে রেখেছেন আপনার টিউন থেকে আশা করি সামনে আমরা আর বঞ্চিত হবনা।

    পারি না তো টিউন করতে। কি নিয়া টিউন করব মাথায় আসে না। আমি বিশ্বাস করি আমি টিউনের চেয়ে কমেন্ট করতেই অনেক এক্সপার্ট। আর টিউন আমি এর আগে একবার করেছিলাম। পোস্ট করার পর দেখি লিঙ্ক কাজ করে না। তারপর টিউনতো আর ডিলিট করতে পারি না। এবার কি করমু? শেষে মনে হয় মডু টিউন ডিলিট করছিল।এরপর থেকেই টিউন করাকে অনেক ভয় পাই।

    আপনার টিউনটা কি রকম হয়েছে তা বলতে পারবনা।

    একটু চেষ্টা করে দেখেন নিয়মটা অনেক সোজা। তারপর থেকে আপনার এই নিয়মকেই কার্যকরী নিয়ম মনে হবে। স্পাইওয়ার,কীলগার কিছুই করতে পারবে না।

    আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা।

    আপনাকেও ধন্যবাদ।

    আমি দাবি করছি কর্তৃপক্ষের কাছে এই টিউনটি যেন নির্বাচিত করা হয়।

    যেহেতু এটা পূর্বে একটা সাইটে প্রকাশিত হয়েছে, তাই বলব আমার চেয়ে ওনার অবদান বেশি। আমি এখানে ওনার থেকে কিছু নিয়ম চেঞ্জ এনেছি, যা না আনলেই হ্যাক হবার সম্ভবনা আরো বেশি। একটা মানুষের ভুল চিন্তা ধারা থেকেই অন্য মানুষ এর ব্যাপারে আরো চিন্তা করে সঠিক জিনিসটা তুলে আনে। কিন্তু মূল অবদানটা মানুষ প্রথম ভুল বা কাছাকাছি চিন্তাকারীকেই দেয়। যেমন ডাল্টনের মতবাদে অনেক ভুল থাকা সত্তেও আমরা ডাল্টনকেই গুরু মানি। তার কিছু কিছু ভুল চিন্তার কারণেই সঠিক জিনিসটা বের হয়ে এসেছে।
    এই টিউন আমার সম্পূর্ণ সৃজনশীলতার মধ্যে পড়ে না। এখানে আমার সামান্য সৃজনশীলতা। আমার সম্পূর্ণ সৃজনশীলতা খুজে পাবেন পরবর্তী টিউনে। কারণ ঐটা অনেক কষ্ট করে ২ দিনের চেষ্টায় বের করেছি

    স্যার আপনার দুইটা উত্তর আমার কাছে সঠিক মনে হয় নাই।
    ১ঃ-আপনার টিউনটা কি রকম হয়েছে তা বলতে পারবনা।
    এখানে আমি বুঝাইতে চাইছি আপনার টিউন এত ভাল হইছে যে কি বলব বুঝতে পারছিলাম না। আপনার টিউনের কাজ গুলো কিন্তু আমি বুঝতে পেরেছি এবং সেই ভাবে আমিও কাজ করব ইনশাল্লাহ, আগে আপনার কমেন্টের ভক্ত ছিলাম এখন টিউনেরও হয়ে গেলাম।
    ২ঃ-আমি দাবি করছি কর্তৃপক্ষের কাছে এই টিউনটি যেন নির্বাচিত করা হয়।
    আমি এখনো দাবি করছি টিউন্টি নির্বাচিত করা হউক,কারন এটা একটা উপকারি ও শিক্ষা মূলুক টিউন,আর টেকটিউন্সে এই ধরনের টিউনই নির্বাচিত হওয়া দরকার যেখান থেকে বেশি বেশি ভিজিটর ভিজিট করবে এবং উপকৃত হবে।
    আপনি বললেন টিউনে আপনার অবদান কম অন্যের অবদান বেশি,আরে ভাই টেকটিউন্সে ৯৫% ভাগ টিউনইতো ধার করা অর্থাৎ কোননা কোন সোর্স থেকে এখানে উপস্থাপন হইছে যারা সফটওয়ার শেয়ার করেন কতজন নিজের তৈরি সফট দেয়? যারা কোন টিপস শেয়ার করেন তারা কয়জন নিজের চিন্তা থেকে আনয়ন কৃত টিপস এখানে দেন? হ্যা কেউ কেউ দেন তবে এদের সংখ্যা খুবই কম। আসলে কথা হল আপনি টেকটিউন্সে একটা বিষয় উপস্থাপন করছেন যা আপনি জানেন এবং হয়তো অন্যরা জানেনা এবং যারা জানেনা তারা উক্ত টিউনটা থেকে উপকৃত হবে এটাই বড় কথা, অন্য কোন খানে যদি এইরকম একটা টিউন প্রকাশিত হয়ে থাকে তবে সেখানকার ভিজিটরগন সেটা থেকে উপকৃত হইছে টেকটিউন্সের ভিজিটরগন নয়। তাছাড়া আপনার টিউন্টা সেই টিউন থেকে অনেক পরিবর্তিত এবং ভাল আর টিউনে আপনার নিজস্ব চিন্তা এবং শ্রম স্পষ্ট।
    আমি গুছিয়ে কথা বলতে পারি না। এই জন্য দুঃখিত আশা করি আপনি আমার কথা গুলি বুঝে নিবেন অনেক বক বক করলাম তার জন্য আবারো দুঃখিত।

    Level 0

    নির্বাচন করার ক্ষেত্রে একমত

Level 0

জটিল গুরু। বাপ রে বাপ, কি নেই এই টিউনে। খুব দামী একটা টিউন এটি। আপনাকে স্বাধীন ভাই অনেক ধন্যবাদ।

খুব চমৎকার একটা টিপস শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ /

টিউনটি দেখে তেমন চমকে যাইনি কেন না আপনি টিউন করলে অনেক গুছিয়ে করবেন সেটা আপনার কমেন্ট থেকেই বুঝা যেত ।
বেশ বেশ বেশ ভাল লাগলো 🙂 🙂 আশা করছি এখন থেকে নিয়মিত আপনার টিউন পাব । অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য ।

    সহমত। তাই ছোট কমেন্ট করেছি।

    আশা করছি এখন থেকে নিয়মিত আপনার টিউন পাব ।

    এর পরে আরও একটা টিউন করব। এর পরে কেমেস্ট্রি সেকেন্ড পেপার পুরা বই শেষ করব। অনেক পড়া। এরপর দেখি নতুন কিছু দিতে পারি কিনা। টিউন করলে বড় করেই করব।সেখানে প্রশ্নউত্তর পর্ব অবশ্যই থাকবে। দরকার হলে টকশো এর আয়োজনও করব।

অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে।

!!!!!!!!!!!!!!!!!!!!!!!Congratulation!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ঐ মিয়া আপনি তো ভাই লোক সুবিধার না। এতো দিন খালি কমেন্ট করছেন। আপনি তো অনেক ভাল টিউন করতে পারেন। আর এসব ভাল টিউন থেকে আমাদের বঞ্চিত রাখছেন। আপনার জরিমানা হওয়া উচিত। কি জরিমানা করব বলেন?????

আমার দেখা সবচেয়ে সুন্দর উপস্থাপনা করা টিউন এইটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার জরিমানা,”টেকটিউনসের মডারেটরদের কাছে আবেদন করেন টিউনটি যেন নির্বাচিত করা হয়।”

    আপনার কাছে একটা প্রশ্ন ছিল,টাস্কম্যানাজারে কি এই ১০ জিনিস সবসময় running থাকে? আর এগুলোই কি বিশ্বাসযোগ্য প্রোগ্রাম? এগুলা ছাড়া অন্য গুলা বন্ধ করে দিলে কি কোন সমস্যা হবে?
    explorer.exe
    spoolsv.exe
    svchost.exe
    lsass.exe
    services.exe
    winlogon.exe
    csrss.exe
    smss.exe
    System
    System Idle process
    নিজের টিউনেও অন্যরে প্রশ্ন। শান্তি নাইরে শান্তি নাই, কত কিছুই যে জানি না।

    Level 0

    হবে
    যেমন আমি এভ্র ব্যবহার করছি
    এখন আপনি যদি টাস্ক ম্যানেজার থেকে এভ্র ইন্ড প্রোচেস করেন তো আমি কি এভ্র দিয়ে লিখতে পারব???
    না পারবনা
    কারন আপনিত ওউট ইন্ড করে দিয়েছেন
    তাই চোখ কান খোলা রাখতে হবে

Level 0

ব্যাপক কাজের জিনিস ধন্যবাদ ।

# পাসওয়ার্ড জটিল করে কোন লাভ হয় না, ভাল এবং শক্তিশালী কী লগার হলে সব চলে আসবে। যেমন টি Free sms 0.1.1.2 ( SPY ) এটি ৫ sec পরপর মেইল দিবে এবং সেভ কৃত সকল পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। বন্দ করা কোন রকম উপায় নেই। ইন্ড প্রোসেস দিয়েও কাজ হবে না। আটো স্টার্ট আপ। আজ পর্যন্ত আমি নিজেও এটির ইন্সটলার ফাইল খুজে পাই নি। এটির কোন নিদৃষ্ট আইকন নেই। আপারেটিং সিসটেম অনুজায়ী আইকন পরিবর্তন করে।

আর সবচেয়ে বড় কথা এটি পুরোপুরি FUD আর্থাৎ কোন এন্টি ভাইরাস সনাক্ত করতে পারবে না।

    # পাসওয়ার্ড জটিল করে কোন লাভ হয় না, ভাল এবং শক্তিশালী কী লগার হলে সব চলে আসবে।

    আমার ধারনা তুমি লেখাটি ভাল করে পড় নি। কারন তুমি বলছ শক্তিশালী কী-লগার। কীলগারের কাজ হল আমার কী-বোর্ড সব কিছু read করা। এখন এই লগার গুলো যদি মাউসের প্রতিটি কাজ ও read করে রাখে কোন লাভ হবে না। কারণ rawnak.exe ফাইল নিজেই আটোমেটিক তোমার পাসওয়ার্ড বসিয়ে দিবে।এখন তুমি যদি বল যে rawnak.ahk ফাইল তৈরী করার সময় তো পাসওয়ার্ড দিতে হয়, তাহলে তো হ্যাকারের কাছে এটি চলে যাওয়ার কথা। এই জন্যই তো আমি সম্পূর্ণ পাসওয়ার্ড না দিয়ে অর্ধেক দিতে বলেছি বা জটিল করে দিতে বলেছি। এখন যদি শক্তিশালী কীলগার ও হয় সে আমার সম্পুর্ণ পাসওয়ার্ড কখনো পাঠাতে পারবে না।

    এবং সেভ কৃত সকল পাসওয়ার্ড পাঠিয়ে দিবে।

    যেখানে আমি সম্পূর্ণ পাসওয়ার্ড save ই করি নি। সেখানে ইমেইল করে পাঠালে লাভ কি হবে?
    ধর তোমাকে কীলগার ইমেইল পাঠাল, তুমি কিভাবে বুঝবে যে এটা টেকটিউন্সের পাসওয়ার্ড নাকি মেইল নাকি মেইল পাসওয়ার্ড?
    এখন তুমি যদি বল , ” আপনি যখন নোটপ্যাড পাসওয়ার্ড লিখছেন তখন তো এটা চলে যাবে।”
    এখন তোমার পিসিতে যদি আগে থেকেই কীলগারের ভূত থাকে তাহলে আর কি বলব? সরিষার মধ্যেই ভূত , ভূত তাড়াবে কে ?
    আবার ও বলছি শুধুমাত্র এই কারনেই পাসওয়ার্ড পুরা দেই নি। তাছাড়া যারা advance তাদের টেকটিউন্স, মেইল, ফেসবুক সব কিছুর পাসওয়ার্ড ই ভিন্ন ভিন্ন থাকে। প্রত্যেকেটির জন্য সবাই নাহলে অনেক গুলু rawnak.exe ফাইল বানাবে।

    যেমন টি Free sms 0.1.1.2 ( SPY ) এটি ৫ sec পরপর মেইল দিবে।

    অনেক কিছুই বুঝি। কিছুই বলি না

    সবশেষে একটা কথা-
    আমাদের আসলে কোন নিরাপত্তা নেই।আমরা নিরাপত্তা দিয়ে রাখলেও নিরাপত্তা ভাঙ্গা যায়। ফোল্ডার লকের সাথে আনলকার ও তৈরি হয়ে গেছে। একটা পেনড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে রাখলেও তার পাসওয়ার্ড ভাঙ্গা যায়, আবার ডিভিডিকে কপি প্রক্টেকটেড করে রাখলেও কপি করা যায়। একটা সাইটকে কপির হাত থেকে বাচাঁনোর জন্য যত প্রকার পদ্ধতি বের করা হোক না কেন ২ দিন পর কপি কিভাবে করতে হয় তার নতুন পদ্ধতি আবিষ্কার হয়ে যায়। ফেসবুক যেভাবে যত ভাবেই বন্ধ করা হোক না কেন তাতেও যাওয়া যায়। পিসির লগিন এর সময় দেয়া পাসওয়ার্ড হ্যাক করাতো ছেলের হাতের খেলা। পিডিএফ ফাইল নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখার পরও ভাঙ্গা যায়।যত প্রকার নিরাপত্তা বলয় তৈরি হোক না কেন, সে সব ভাঙ্গাতো শিশুর হাতের খেলনা ভাঙ্গার মত।

    তবে এই নিরাপত্তা কিভাবে ভাঙ্গা যায় তাই নিয়েই চিন্তা করছি। তবে তোমার Free sms 0.1.1.2 ( SPY ) দিয়া সম্ভব না, এটা ভালই বুঝতে পারছি।

# পাসওয়ার্ড জটিল করে কোন লাভ হয় না, ভাল এবং শক্তিশালী কী লগার হলে সব চলে আসবে। যেমন টি Free sms 0.1.1.2 ( SPY ) এটি ৫ sec পরপর মেইল দিবে এবং সেভ কৃত সকল পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। বন্দ করা কোন রকম উপায় নেই। ইন্ড প্রোসেস দিয়েও কাজ হবে না। আটো স্টার্ট আপ। আজ পর্যন্ত আমি নিজেও এটির ইন্সটলার ফাইল খুজে পাই নি। এটির কোন নিদৃষ্ট আইকন নেই। আপারেটিং সিসটেম অনুজায়ী আইকন পরিবর্তন করে।

আর সবচেয়ে বড় কথা এটি পুরোপুরি FUD আর্থাৎ কোন এন্টি ভাইরাস সনাক্ত করতে পারবে না।

হু হু হা হা……………………..

    ওপরে উত্তর দিয়েছি। এই ডুপ্লিকেট কমেন্ট ডিলিট করি নি কারণ শেষে
    হু হু হা হা…………………….. আছে।
    আজকে রিকশা দিয়ে যেতে দেখি এক জায়গায় একটা সাইনবোর্ড। লেখা-
    ডাঃ আলমাস জামান,
    ……………বিশেষজ্ঞ ,
    বোগী দেখার সময়- সকাল ১০টা থেকে রাত ৮ টা।

ধন্যবাদ একটি ব্যতিক্রমধর্মী এবং চমৎকার একটি টিউন উপহার দেওয়ার জন্য । আমরা চাই দেরি হোক কিন্তু টিউনগুলো ব্যতিক্রমধর্মী এবং চমকপ্রদ্ হোক ।

আপনার কথা কি আর বলবো নতুন করে। আমরা অনেকে টিউন করেও যতটুকু সাড়া ফেলতে পারিনি আর আপনি শুধু মন্তব্য করেই তার চেয়ে বেশি সাড়া ফেলে দিয়েছেন।
আপনি এমনিতেই জনপ্রিয় আর টিউনে করলে যে বিখ্যাত হয়ে যাবেন এটা বলার অপেক্ষা রাখে না।
আপনাকে টিউনিং প্যানেলে আসার জন্য অভিনন্দন জানাই।

আর আপনার নতুন সংযোজন প্রশ্ন উত্তর পর্ব অবশ্যই অনেক কাজের এবং টিউনটি বুঝার ক্ষেত্রে গাইড হিসেবে থাকবে।
অসীম ধন্যবাদ আপনাকে।

TT valo but, Atatew apnar password churi hoye jabe….

    Atatew apnar password churi hoye jabe….

    আপনি বললেন যে এতে ও নাকি আমার পাসওয়ার্ড চুরি হয়ে যাবে। আমার প্রশ্ন কিভাবে ? কিভাবে চুরি হবে তা বললেন না। অথচ এটা বলাই বেশি জরুরী ছিল। আমিও অনেক আগ্রহী ছিলাম কিভাবে এর নিরাপত্তা ভাঙ্গা যায়। এই টিউন করার সময় ভেবেছি যে, এমন কেও কমেন্ট করবে যে আমাকে দেখিয়ে দিবে যে আমার এ পদ্ধতির দুর্বলতা এখানে। এ বিষয়ে আলমাস এক পদ্ধতির কথা বলেছে। কিন্তু এই পদ্ধতি দিয়ে পাসওয়ার্ড চুরি করা সম্ভব না।
    কিন্তু আপনার এই অসম্পূর্ণ মন্তব্যে বোঝা গেল না কিভাবে পাসওয়ার্ড চুরি করা সম্ভব, বরং অনেকে ধরেই নিবে যে “এই পদ্ধতি কাজের না, তাই আমি এ পদ্ধতি ব্যবহার করব না।”

    আমি আপনার কাছে জানতে অনেক আগ্রহী, আশা করি আপনি এর দুর্বলতা তুলে ধরবেন। দুর্বলতা ধরতে পারলে আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা থাকবে।

Level 0

manshommoto tune.valo boleti hobe……..

ধন্যবাদ ভাই, excellent টিউন ।

Level 0

নিঃসন্দেহে আপনি প্রশংসা পাওয়ার যোগ্য। উপরোক্ত পদ্ধতি কারো কাজে লাগুক বা না লাগুক , আপনার টিউন করার ধরন খুবই ফলপ্রসু। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই ধরনের টিউন ধারাবাহিকতা পেলে যারা একবার টেকটিউনস-এ আসবেন তারা বারবার ফিরে আসবেন কিছু শেখার আশায় এবং টেকটিউনস-এর মান বৃদ্ধি পাবে বহুগুন। আমি এই টিউনটিকে নির্বাচিত হিসাবে দেখার আশা করছি।

প্রশ্নোত্তরসহ টিউন !!
দারুন লাগলো……………………………. & চমৎকার।

Level 0

শুধু একের পর এক টিউন করলেই হয় না,এর বাইরেও কিছু আছে।আপনার এই টিউনের পর আশা করি এটা যারা এতোদিন বুঝতো না তাদের অনেকেই এখন বুঝবে 🙂 বেশি বেশি টিউন করলেই ভাল টিউনার হওয়া যায় না,আমরা অনেক টিউনেই অনেককে টিউনারের টিউন সংখ্যা দেখে কটুক্তি করে মন্তব্য দিতে দেখেছি,”নতুন ইউজার,নতুন পাবলিক,প্লে-নার্সারীর টিউনার etc. etc.”।কোন কথা কোন ধরনের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে তা আমরা কম-বেশি সবাই বুঝি।তাই আমি আশা করছি সবাই টিউন দেখে মন্তব্য করবে,টিউন সংখ্যা দেখে নয় 🙂
” সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও”-ভাইকে বলছি,সোজা বাংলায় বলতে গেলে আপনার আজকের টিউনটি ‘ অনন্য ‘ । সেইসাথে শীতনিদ্রা ভেঙ্গে আপনি আপনার টিউনের সূচনা করেছেন,তাই প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি 🙂 পরবর্তী টিউনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি,আশা করছি জলদিই তার অবসান ঘটাবেন 😀

এত দিন আপনার মন্তব্য গুলাই ছিল সুপার হিট আর এখন দেখছি আপনার টিউন ও সুপার ডুপার হিট
আশা করি নিয়মিত সুপার ডুপার হিট টিউন পাব।
অনেক ধন্যবাদ

যদি কেউ একাদিক মেইল এড্রেস ব্যবহার করে তাহলে কি করতে হবে। যেমন ইয়াহু, জিমেইল ,পাল্টক তাকে কি ভাবে কাজ করতে হবে।

    আপনি এই কোড নোটপ্যাড এ লিখুন।

    #t::
    send techtunes{tab}password
    return
    #g::
    send gmail{tab}password
    return
    #y::
    send yahoo{tab}password
    return

    তারপর আউয়াল.ahk নামে save করুন। তারপর autohotkey দিয়ে আউয়াল.ahk থেকে আউয়াল.exe তে কনভার্ট করুন। এবার আউয়াল.exe তে ডাবল ক্লিক দেন।তাহলে এটা system tray তে এসে পড়বে।

    এবার Techtunes এ ঢুকেন। username এর ঘরে মাউসে কার্সর রাখেন। তারপর windows key এবং T একসাথে ক্লিক দেন। দেখবেন username এর ঘরে techtunes এবং পাসওয়ার্ডের ঘরে password লেখা উঠেছে।

    এবার mail.gmail.com এ যান।username এর ঘরে মাউসে কার্সর রাখেন। তারপর windows key এবং G একসাথে ক্লিক দেন। দেখবেন username এর ঘরে gmail এবং পাসওয়ার্ডের ঘরে password লেখা উঠেছে।

    আবার যান http://www.yahoo.com এ তারপর ….windows key এবং y একসাথে ক্লিক দেন।…………………..

    আপনি নিশ্চয় কোড দেখেই এর কাহিনী ধরে ফেলেছেন।

Level 0

ভাই এত কিছু আপনার ভিতর রেখে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ঠিক হয়নি। মৃত্যুর প্রস্তুতিত পূর্বে আমাদেরকে আরো কিছু দিয়ে যান। ধন্যবাদ আপনাকে এত সুন্দর টিউন উপহার দেওয়ের জন্য।

    এখন DU তে exam দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি।
    এই আইডিটা আমি তৈরী করেছি একটা কথা মাথায় রেখে। সেটা হল অনেক সময় অনেক টিউনের অনেক কিছুই বোঝা যায় না। সেগুলো নিয়ে ঠিক মত প্রশ্ন করা যায় না। বা নিজের নাম আর ছবি থাকলে একটু প্রশ্ন করতে uneasy লাগে। তাছাড়া অনেক সময় না বুঝে অনেক টিউনে আমরা কমেন্ট করে ফেলি। আমি কমেন্ট করেছি ধরেন একচিন্তা মাথায় রেখে আর অন্যরা এটাকে ধরে নিয়েছে ভিন্ন ভাবে। এরপর শুরু হয়ে যায় তর্কযুদ্ধ। এগুলো ভাল লাগে না। তাই এমন নাম এবং ছবি ব্যবহার করেছি যাতে ইউজারের পরিচয় কখনো না বুঝা যায়। এর কারণ হল, অনেক টিউনে এমনও প্রশ্ন করেছি যা দেখে আমাকে বাচ্চা বাচ্চা স্বভাবের মনে হতে পারে, মোটেও আমি তা নই। কিন্তু আমি যদি আমার আসল নাম দিয়ে এখানে আসতাম, তাহলে হয়ত কিছুই শিখতে পারতাম না।
    তাছাড়া বন্ধু মহল জানে আমি পিসি এর ব্যাপারে অনেক অভিজ্ঞ। তারা যদি জানে এই আইডি আমার তাহলে কি যে হবে আল্লাহ জানে……

ভাইয়া আমি একটা সমস্যায় পরেছি, আজ আমার yahoo এর মেইলটা খুলে আমি খুবই আবাক হয়েছি সাথে দুঃচিন্তাও বেড়ে গেছে।
একটা মেইল এসে ছে যার আইডি আর আমার আইডি হুবাহু এক। আমি জানতাম এক আইডি কখনো দুজনের হতে পারে না।
তাহলে এটা কিভাবে করলো, আমি ভয় পাচ্ছি যে আমি হ্যকের শিকার হয়নিতো, এখন পাসওয়ার্ড পাল্টাচ্ছি।
এটা আমার সব থেকে প্রিয় আইডি। কখনই হারাতে চাইনা।
কমেন্টে ছবি যুক্ত করা যায় কিনা তা জানি না তারপরও চেস্টা করলাম

ভাল লাগল ধন্যবাদ , তবে ফুলের ব্যাপারটা বুঝতে পারলাম না।

    আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি কতগুলো ছেলে কদম ফুল গাছ থেকে ছিড়ে নিচ্ছে। ফুল গুলো অনেক সুন্দর। খুব ইচ্ছে হচ্ছিল, একটা ফুল ওদের থেকে একটা ফুল নিই। কিন্তু আর চাইতে পারলাম না। ওরা নিজেরাই ফুল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, আমি আর কি চাইব? কদম গাছের ফুল গুলোর দিকে তাকালে অনেক সুন্দর লাগে।

আসলেই অবাক করার মত একটা টিউন।এত সুন্দর দক্ষতা আপনার অথচ টিউন করেন না।আশা করি নিয়মিত টিউন করার জন্যও প্রস্তুত হবেন।অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউনটির উপহার দেয়ার জন্য ।

    আমি যে গতকাল টিউনটি প্রকাশ করেছি, আমার নিজের মধ্যেও চিন্তা ছিল না যে এত তাড়াতাড়ি প্রকাশ করব। মনে হচ্ছিল, ছবি আপলোড করা মনে হয় অনেক ভেজাল একটা কাজ। কিন্তু পরে দেখি যে টে টি তে ছবি প্রকাশ করা অনেক সহজ কাজ। একসময় দেখি টিউন লেখা শেষ, তারপর প্রকাশ। তাছাড়া আপনারা হয়ত জানেন আমার বাংলা লেখতে খুব একটা সময় লাগে না। আমি যে টিউন করছি, এটা ভিজিটররা ঠিক মত বুঝবে কিনা, আমার বেশি বুঝাতে গিয়ে ফলাফল শূন্য হয় কিনা এ নিয়েও চিন্তায় ছিলাম।

আপনি টিউন করেছেন দেখেই প্রচন্ড আগ্রহ জাগলো। ভেবেছিলাম এখন থেকে কম কম মন্তব্য করবো। কিন্তু আপনার টিউনটা দেখার পর লগ ইন করতে বাধ্য হলাম। কিন্তু মন্তব্য করতে যেয়ে দেখি ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আমার মতে টেকটিউনসে যে কয়েকজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক ( নাকি ছেলে) রয়েছে, আপনি তাদের মধ্যে অন্যতম। তো এরকম একজন বুদ্ধিমান মানুষকে কি রকমভাবে মন্তব্য করলে (ভাল অর্থে) তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত করা হবে তা ভাবতে ভাবতে ঝাড়া ৫ মিনিট ব্যয় করার পর বুঝতে পারলাম আপনাকে প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই। তাই অত্যন্ত সহজভাবে (যতটুকু আমার পক্ষে সম্ভব) বলার চেষ্টা করছি, ভাই আপনার এ টিউনটা ব্যতিক্রম তো অবশ্যই, সাথে সাথে আপনি এ টিউনের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে একটি সাধারণ বিষয়কে অসাধারণ বানানো যায় নিজের গুণে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করছি না, তবে শুধু এতটুকু বলবো আজকাল মানুষের মাঝখান থেকে যেখানে দিন দিন সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে, সেখানে আপনি ব্যতিক্রম তো অবশ্যই, সাথে সাথে দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবেও কাজ করবেন বলে আমার বিশ্বাস। আশা রাখি, আপনি আপনাকে হারিয়ে যেতে দিবেন না।

    লজ্জায় লাল……
    আপনার টিউনটা দেখার পর লগ ইন করতে বাধ্য হলাম।
    আগামীতে লগিন করার সময় আমার নিয়মে লগিন কইরেন। এ নিয়মের দুর্বলতা এখনও আমি বের করতে পারি নি, আর উপরে যারা কমেন্ট করেছে তারাও বের করতে পারে নি। আমি চিন্তা করছি কিভাবে এর নিরাপত্তা ভাঙ্গা যায়।

Level 2

সাগরের কাছে এক বিন্দু শিশিরের কতোটা মূল্য সেটা আমার জানা নেই। তেমনি হাজারো লোকের হরেক রকম স্তুতির ভীড়ে আমার ছোট্ট মতামত টিউনারের নজরে পড়বে কিনা জানি না। তবুও বলবো , আপনার টিউনটি টেটি’র সেরা একটি টিউন । আর তাই টেটি কর্তৃপক্ষকে এই টিউনটিকে ”নির্বাচিত” করার অনুরোধ জানাচ্ছি। (ওয়ারিদ) নাম পরিচয়হীন , আপনার প্রথম টিউনেই এতো মন্তব্যের বণ্যায় যেন ভেসে না যান। আশা করি , আগামীতে আপনার আরো নতুন নতুন টিউন আমাদের জন্য উৎসর্গ করতে কৃপনতা করবেন না।
সবশেষে, আপনাকে অনেক অ-নে-ক শুভকামনা (কারণ , সবাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ দিয়ে ফেলেছে)।

মনি,
জেদ্দা , সৌদি আরব ।

    আমার নাম স্বাধীন,যদি এটা আমার নাম না,এই নামে ডাকতে পারেন। প্রথম যখন কেও অনেক সুন্দর জিনিস দেয় তখন মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়, এখন আমি পরবর্তী টিউন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি চিন্তা করে টিউন করতে হচ্ছে। তার থেকেও চিন্তা, পড়ালেখাতো আরো বেশি করতে হবে।

ফিরে এলাম দেখতে যে এত মন্তব্যের ভিড়ে আমার মন্তব্যটা আবার চাপা পড়ে ভর্তা হয়ে গেলো কিনা?টিউন করুন।কতটুকু?যতটুকু আপনার অবসর মনে হয়।অনেক মন্তব্য পেয়ে এটা ভাবার কোন কারন নেই যে আমি পড়া লেখা ছেড়ে শুধু টিউনই করবো।টিউন হয়তো আপনাকে টেকটিউনের নেত্রিত্বে আনতে পারে কিন্তু আপনার শিক্ষা আপনাকে আনবে জাতীর নেত্রিত্বে।ভালো থাকুন।মনে রাখবেন আমি দূর থেকে হলেও আপনার একজন শুভাকাংখী।

    অবশ্যই পড়ালেখা আগে। আমি এখন পরবর্তী টিউন লিখছি । পরের টিউন প্রকাশ হওয়ার পর আমাকে টার্গেট করা পড়াগুলো শেষ করতে হবে। দোয়া করবেন যেন আল্লাহর রহমতে টার্গেট পূর্ণ করতে পারি। আমার আবার টার্গেট পূর্ণ করতে জান কয়লা হয়ে যায়।

আমার আর কিছুই বলার নেই………………….সব উপরে বলে ফেলা হয়েছে………………..তবুও কিছু বলছি
(সুরে সুরে) দেখা হে পেহেলি বার, এই টিউন আর টিউনার বড়ই চমৎকার!!!…………………টিংটি টিং…………..ও …………….টিংটি টিং……..টিংটি টিং…………….

আরে, আপনিতো দেখছি জিনিয়াস!
প্রস্তুতি ভালই নিয়েছেন বুঝা যায়। অনেক ভাল টিউন করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আশা করছি নিয়মিত চমৎকার সব টিউন পাব। ভাল থাকুন।

Level 0

প্রশ্নঃ আপনিতো বানান নিয়ে অনেক সচেতন, “” কারণ “” বানান যে মূর্ধন্য-ণ দিয়ে হবে তার ব্যাপারেও সচেতন, তাহলে আপনার টিউনে এত বানান ভুল কেন?

উত্তরঃ শোনেন, বেশি প্যাচাল কইরেন না, কেমেস্ট্রি পড়া বাদ দিয়া টিউন করতেছি, এর মধ্যে বানান নিয়া এত গবেষণা শুরু করেলেন কেন? আগে নিজে টিউন করে দেখেন কত কষ্ট টিউন করতে ।

প্রশ্নঃ আপনি আপনার টিউনে এইসব সহজ প্রশ্নোউত্তর পর্ব খুলেছেন কেন? পাঠক সমাজ বিরক্ত হচ্ছে তো… এই সবতো ছোট বাচ্চারাও বোঝে… নার্সারী ক্লাস এর মত পড়ানো শুরু করেছেন …

উত্তরঃ বিরক্তটাই দেখলেন? পাঠক সমাজ যে এই প্রশ্নউত্তর পর্ব থেকে কিছু শিখছে তা দেখলেন না? আমি এই পর্বের আয়োজন না করলে সবার কাছে জিনিস গুলো মুখস্থ বিদ্যার মত মনে হত, কাজের কাজ কিছুই হত না।

Level 0

৪০টা উনিক আইডি থেকে কমেন্ট, কিন্তু মাত্র ৫৭৪ বার দেখা হয়েছে
আমি আর কি বুইলব
ডেব্যু টিউনে অতিব চমতকার টীউন
CARRY ON MAN

    লাকি ভাই, আমার টিউনে আমি আপনাকেই খুঁজেছি, অবশেষে পেলাম। ধন্যবাদ।
    LuckyFM says:
    ২২ জুন, ২০১০ at 8:12 পুর্বাহ্ন (Edit)

    নির্বাচন করার ক্ষেত্রে একমত.

    এই টিউনকে যদি নির্বাচিত করার কথা বলেন, পরের টিউনকে কি বলবেন আল্লাহই জানে। আমি মেগা টিউন ছেড়ে দিয়ে গিগা টিউনে নেমেছি।সেখানে সর্বক্ষত্রে ব্যতিক্রম এর ছোয়া থাকবে। টিউনটি করা হবে যারা টেকটিউন্সে শুধু টিউনই দেখেন কিন্তু ব্যস্ততার জন্য মন্তব্য দিতে পারেন না তাদের জন্য। সমস্যা হল- ভিজিটররা টিউনের শিরোনাম দেখে টিউনে প্রবেশ করে। কিন্তু আমার টিউনের শিরোনাম হবে – “এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম ।”

    ভিজিটররা যখনেই শিরোনাম দেখবে, তখন তারা ঢুকতে চাইবে না। কারণ তারাতো রেজিস্ট্রেশনই করে নি, সুতরাং মন্তব্য করার কি দরকার।
    অনেক গবেষণা করে দেখলাম শিরোনাম যার যত চটকদার হবে সেই টিউনেই ভিজিটর বেশি।কিন্তু চটকদার শিরোনাম আমি সমর্থন করি না।
    যাদের জন্য টিউন করা তারাই যদি টিউন না দেখে তাহলে এত কষ্ট করে কি লাভ?

    আপনাকে একটু ধারনা দেই কিভাবে এক ক্লিক এ কমেন্ট করা যায়।
    আমার ২৬ টা কমেন্ট রেডি করা আছে
    windows key + a থেকে windows key+z পর্যন্ত যে কোন একটা ক্লিক করলেই আপনার কমেন্ট পোস্ট হয়ে যাবে।

    Level 0

    ভাই সত্য বললে আপনি কমেন্টেরটা না বললেও আমি নিজেই তা করে ফেলেছি
    কিন্তু আমি মানুষকে ঠকাতে পারবনা
    কারন ম্যাক্স কেয়-বোর্ডে যতটা কি আছে সেই সঙ্খক সেইভ করা যাবে
    তাতে ব্যাপারটা রোবোটিক হয়ে যাবে
    তাই অটো কমেন্টের একটা প্রোচেস আমি করে ফেলেছি, দেখা যাক আপনি নতুন কি আনেন
    😀 😀

Level New

দারুন ট্রিকস্… অনেক দিন পর একটা ভালো ট্রিকস্ জানলাম…….. ধন্যবাদ…. আর এগুলো নিয়ে মাথা ঘামাতে আসলেই ভালো লাগে…. আবারও ধন্যবাদ…… উইন্ডোজের বিভিন্ন এ্যাপ্লিকেসনে এটি কাজে লাগবে….. আমি অবশ্য KIS এর virtual keyboard ব্যবহার করতাম সেক্ষেত্রে (যদিও keylogger এ screen shot এর ব্যবস্থা আছে)………
কিন্তু firefox এ শুধু key Scrambler ব্যবহার করেলেই কি key logger কে ধোকা দেয়া যাবে না?

    ঠিক ধরেছেন। firefox এ শুধু key Scrambler ব্যবহার করেলে key logger দিয়ে পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না।
    তাছাড়া এখন আমি যে কথা গুলো লিখছি ঐ সময় key Scrambler বন্ধ রাখতে হচ্ছে। যদি এটাকে অন করে দেই দেখেন কি আসে – আমি0ভালকনেই৮জ=।]ং৪৪৫৬স।-ল
    তার মানে ডায়রী লেখার সময় আমাকে বন্ধ রাখতে হচ্ছে। ফলে কীলগার আমার লেখা গুলো অন্য জায়গায় পাঠাতে পারবে।
    এর সমস্যা হল- আমি কাওকে মেইল দিচ্ছি, অথবা নিজের পার্সোনাল ডায়রী লিখছি, ডায়রীর সেই কথা গুলো যদি অন্য কারো কাছে যায় তাহলে খারাপ লাগবে।

    আমি অনেক গুলো কীলগার দিয়ে টেস্ট করেছি। এটা ভালই কাজ করে।

Level 0

খুবই সুন্দর টিউন, Thanks 🙂

এই টিউন এতদিন আমার চোখে পড়ে নাই। কি দুঃখটাই না পাইলাম।
ধন্যবাদ আপনাকে। আপনার এতটা নাম লিখতে কষ্ট হয়।

আমি কখনো কোথাও এরকম অসাধারণ লেখার স্টাইল দেখিনি। আসলে টেকটিউনসে পুরানো কিন্তু বেশ মুল্যবান ও মান্সম্পন্ন টিউন লিপিবদ্ধ করে রাখা উচিত।

৫ টিউন ১৫২৩ মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে যে টিউনার কতটা মানসম্পন্ন।

প্রিয়তে নিলাম, আর লাইক দিলাম। আর কিছু থাকলে করা যেত।

ধন্যবাদ

Level 0

awesome tune, ekghea tune gulor majhe e jeno alada ek amej

Level 0

সবশেষে একটা কথা-
আমাদের আসলে কোন
নিরাপত্তা নেই।
আমরা নিরাপত্তা দিয়ে রাখলেও
নিরাপত্তা ভাঙ্গা যায়। ফোল্ডার
লকের সাথে আনলকার ও
তৈরি হয়ে গেছে।
একটা পেনড্রাইভকে পাসওয়ার্ড
দিয়ে রাখলেও তার পাসওয়ার্ড
ভাঙ্গা যায়, আবার
ডিভিডিকে কপি প্রক্টেকটেড
করে রাখলেও কপি করা যায়।
একটা সাইটকে কপির হাত
থেকে বাচাঁনোর জন্য যত প্রকার
পদ্ধতি বের করা হোক না কেন ২
দিন পর কপি কিভাবে করতে হয়
তার নতুন পদ্ধতি আবিষ্কার
হয়ে যায়। ফেসবুক যেভাবে যত
ভাবেই বন্ধ করা হোক না কেন
তাতেও যাওয়া যায়। পিসির লগিন
এর সময় দেয়া পাসওয়ার্ড হ্যাক
করাতো ছেলের হাতের খেলা।
পিডিএফ ফাইল নিরাপত্তার জন্য
পাসওয়ার্ড দিয়ে রাখার পরও
ভাঙ্গা যায়।যত প্রকার
নিরাপত্তা বলয় তৈরি হোক
না কেন, সে সব ভাঙ্গাতো শিশুর
হাতের খেলনা ভাঙ্গার মত।
তবে এই
নিরাপত্তা কিভাবে ভাঙ্গা যায়
তাই নিয়েই চিন্তা করছি।

যত প্রকার
নিরাপত্তা বলয় তৈরি হোক
না কেন, সে সব ভাঙ্গাতো শিশুর
হাতের খেলনা ভাঙ্গার মত।

coz, Je software ti die apni
নিরাপত্তা বলয় তৈরি korechen, sei soft ti manusheroi toiri, tai manus jemnn eta tori koreche tai এই
নিরাপত্তা ভাঙ্গাo sombhov.

Dhorun emon ekta key logger banano holo, jokhon apni .exe dubbol click
kore user & pass bosie log in korben tokkhoni se summpunno details mail a pathie debe.
(r eta oshomvob kichu na, manush icche korle soboi pare)

TUNER JONNO ONEK ONEK DHONNOBAD O SHUVO KAMONA ROILO.
VALO THAKBEN.