{বিঃদ্রঃ এই টিউন দ্বারা কেঊ ক্ষতিগ্রস্থ হলে টিউনটি মুছে দেয়া হবে সাথে সাথে।কেউ কোন ক্ষতিকর কাজে এই টিউটোরিয়ালটি ব্যাবহার করবেন না}
{বিঃদ্রঃ এই টিউন দ্বারা কেঊ ক্ষতিগ্রস্থ হলে টিউনটি মুছে দেয়া হবে সাথে সাথে।কেউ কোন ক্ষতিকর কাজে এই টিউটোরিয়ালটি ব্যাবহার করবন না}
সবাইকে টিউনে স্বাগতম।আজকে যে টিউন নিয়ে আলোচনা করব সেটা হল Net bios নেটওয়ার্ক হ্যাকিং সম্পর্কে যা আপনাকে WAN বা LAN কানেকশন ব্যাবহার করে অন্যের শেয়ার্ড ড্রাইভ,ফোল্ডার বা প্রিন্টার ইত্যাদি এক্সেস করতে সহায়তা করবে।আন্য কোন কম্পিউটারে Net bios এর মাধ্যমে প্রবেশ করা অনেক সহজ যদি সেই কম্পিউটারের ‘file and printers sharing’ এনাবলড করা এবং 139 নং পোর্ট খোলা থাকে।
কি কি প্রয়োজন এটা করতে ?
১।টার্গেট পিসিটি সর্ব প্রথম অন অবস্থায় থাকতে হবে।
২।পিসিটির আইপি আপনার জানা থাকতে হবে এবং 139 নং পোর্ট খোলা থাকতে হবে।
৩।পিসিটির ‘file and printers’ শেয়ারিং এনাবলড করা থাকতে হবে।
৪।এগুলু আপনাকে জানতে angry ip scanner সফটওয়ার লাগবে আর কয়েকটি command ব্যাবহার করতে হবে।
৫।টিউনটি যথা সম্ভব সহজ করার প্রয়াস চালিয়েছি কাজেই টিউনটি ভাল করে পড়ে নিন।
এখন নিচের ধাপ গুলু অনুসরণ করুন-
১। প্রথমে আপনার টার্গেট কম্পিউটারের আইপি আপনার জানা থাকতে হবে এবং পিসিটি অন অবস্থায় থকতে হবে। এবং সেই পিসিতে 139 নং পোর্ট খোলা আছে কিনা তা জানতে ব্যাবহার করতে হবে angry ip scanner। এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ipscan.exe2.21-(size.1o9KB) (for Windows 98/ME/2000/xp) এটা উইন্ডোজ এক্সপি তে চালিয়েছি ভিস্তা বা সেভেনে চলার কথা।
২।এখন ধরুন আপনার ভিক্টিমের আইপি হল 10.9.21.48 এবার সফটওয়ার টা রান করে জাস্ট মন মত আইপি রেঞ্জ সিলেক্ট করে দিন। যেমনঃ 10.9.21.40 থেকে 10.9.21.80 (ভিক্টিমের আইপি এই রেঞ্জ এর মধ্যে থাকবে)
৩।এবার টুলটির ডানদিকে চিত্রের মত এরো বাটনে ক্লিক করুন। একটা স্লাইড নামবে সেখানে চিত্রের ন্যায় বাটন ক্লিক করুন।
৪।এবার যে উইন্ডোটি প্রদর্শিত হবে সেথানে ports বক্সে 139 লিখে ok করুন।বাকি ঘর গুলোতে কিছু লিখতে হবেনা।
৫।এবার স্টার্ট বাটন ক্লিক করুন।স্ক্যানিং শেষে একটা একটা ডায়ালগ প্রদর্শিত হবে যেখানে Alive host এবং কতটির 139 নং পোর্ট খোলা আছে তা দেখাবে।
এখানে দেখা যাচ্ছে 40 টি আইপি স্ক্যানিং করা হয়েছে Alive host পেয়েছে 14 টি আর এর মধ্যে 2 টির 139নং পোর্ট
ওপেন আছে।মনে রাখবেন শুধু Alive host পেলেই হবেনা সেটার 139 নং পোর্ট খোলা থাকতে হবে না হলে আপনি সেই কম্পিউটারের শেয়ারড ড্রাইভে প্রবেশ করতে পারবেন না।
৬।এখন এই ২টির যেকোন একটির আইপি এড্রেস নিতে হবে।যেমন চিত্রের মত Razon-pc এর 139 নং পোর্ট খোলা আছে এখানে রাইট ক্লিক করলে যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আইপিটি নিয়ে সেভ করে রাখুন।
৭।এখন আপনাকে জানতে হবে সেই পিসিতে ‘File and printers’ শেয়ারিং এনাবলড করা আছে কিনা। এজন্য start menu-Run ওপেন করে cmd টাইপ করে এন্টার চাপুন। এখন Command prompt এ লিখুন-
Nbtstat –a 10.9.21.48 (এখানে nbtstat এরপর একটা স্পেস এরপর -a এরপর কাংঙ্খিত আইপি লিখে এন্টার দিতে হবে) তারপর চিত্রের মত একটা বার্তা প্রদর্শিত হবে যেখানে Rajon-pc এর ডানে একটি কোড ‘20’ দেখা যাচ্ছে তার মানে file and printers শেয়ারিং এবনাবলড করা আছে।যদি কোন সংখ্যা না দেখায় তাহলে এনাবলড করা নেই এবং হ্যাকিং করা যাবেনা।
৮।এখন আপনি নিশ্চিত হলেন যে file and printers শেয়ারিং এনাবলড করা আছে।এখন জানবেন কোন কোন শেয়ার্ড
ড্রাইভস,ফোল্ডার আছে।এজন্য আপনাকে একই ভাবে run থেকে cmd লিখে এন্টার দিন এবং command prompt এ এটা লিখে এন্টার চাপুন- net view 10.9.21.48 (আগের মত একই ভাবে স্পেস দিয়ে লেখুন)।এখন নিচের মত একটি
বার্তা প্রদশির্ত হবে যেখানে দেখা যাচ্ছে আমরা দুটো শেয়ার্ড ড্রাইভ পেয়েছি ‘downloads’ আরেকটি ‘users’ নামক।
৯।এখন হল আসল কাজ।আপনাকে এই ড্রাইভে প্রবেশ করতে হবে।কম্পিউটারের সব উইন্ডো ক্লোজ করুন যা যা অপেন করা আছে। ।।এখন রান এ cmd লিখে command prompt ওপেন করুন এবং এই কমান্ডটি লিখে এন্টার চাপুন-
net use n: \\10.9.21.48\downloads অথবা net use n: \\10.9.21.48\users (মানে আপনার প্রয়োজন মত ড্রাইভের নাম দিবেন। আর হ্যা এক্ষেত্রেও net এরপর স্পেস তারপর use তারপর একটা ড্রাইভলেটার লিখতে হবে যে লেটারে কোন ড্রাইভ আপনার পিসিতে নাই এবং বাকিগুলু চিত্রের মত লিখতে হবে স্পেস সহকারে।যদি error দেখায় তবে ড্রাইভ লেটার চ্যাঞ্জ করে দেখতে থাকেন অথবা কমান্ডটি ঠিকভাবে লিখেছেন কিনা যাচাই করুন,ফায়ারওয়াল,এন্টিভাইরাস সাময়িক ভাবে বন্দ্ব করুন।যদিও আমি ফায়ারওয়াল,এন্টিভাইরাস এনাবলড থাকা সময়েও প্রবেশ করেছি সমস্যা হয় নাই।)
এখন নিচের মত বার্তা প্রদর্শন করবে যদি dos attack টি কাজ করে।
১০।এখন আর আপ্নেরে ঠেকায় কেডা ?? My computer ওপেন করুন এবং চিত্রের মত একটা ড্রাইভ দেখতে পাবেন-
এবার এটাতে ক্লিক করে প্রবেশ করুন।স্পিড থাকবে আপনার হার্ড ড্রাইভের মতই!! কিছু পিক এডাইলাম-
এখন আমরা public এবং guest নামক দুটো শেয়ারড ফোল্ডার দেখতে পাচ্ছি।
এখন public ফোল্ডার এর ভিতর কিছু ফোল্ডার সহ আরো কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছি।
এখন ডাউনলোডস ফোল্ডার এর ভিতর আরো কিছু ফোল্ডার সহ কিছু সফটওয়ার দেখা যাচ্ছে।যা আপনি কপি করতে পারবেন আপনার হার্ডডিস্কে এবং এখানের কন্টেন্ট ডিলিট করতে পারবেন এবং আপনার ড্রাইভ থেকে কন্টেন্ট পেস্ট করতে পারবেন মানে আপনার হার্ডডিস্ক এর মতই ব্যাবহার করতে পারবেন!!
টিউনের কাজ অনেক আগেই ড্রাফট করে রেখেছিলাম কিন্ত পোস্ট করার সময় হয় নাই আরও কিছু বিষয় নিয়ে টিউন করব করব ভাবছি কিন্ত সময় আর হয়ে উঠেনা।টিউনটি সহজে বোধগম্য করার জন্য স্ক্রিনশট মনেহয় বেশী হয়ে গেছে আপনারা বললে পরবর্তী টিউন করলে স্ক্রীনশট কমিয়ে দেয়া হবে।উক্ত উপায়ে এক ব্যাক্তির পিসিতে প্রবেশ পূর্বক উত্তম কয়কেটা মুভি পাই 2012 সহ এবং কপি করে রেখে দিলুম আর আমি 2012 মুভিটি ক্রয় করার উপক্রম হইয়াছিলুম প্রায় আর উক্ত মূহুর্তেই ইহা পেয়েগেলুম আর আপন মনে কয়েকটা বাক্য ভেবেনিলুম হ্যাকার হইলে অর্থও বাচানো যায় হা হা হা।তারপর সেই লোকের সেই ড্রাইভে আমার সব কথা একটা নোটে সেভ করে রেখেদিলাম।
পরে দেখলাম উনিও নোটপ্যাডে জবাব লিখে রাখছেন।সে খুবই surprised হয়েছে!! পরে ফেইসবুকে বন্দ্বু হয়েছে এবং যা ভালো লাগে শেয়ারিং করে থাকি।এই পদ্বতিতে আপনারা বন্দ্বুদের বাঝে ফাইল শেয়ারিং করার ব্যাবস্থা করে নিতে পারেন।।দয়া করে এই টিউটোরিয়ালটি খারাপ কাজে প্রয়োগ করবেন না।আপনি একজনের ক্ষতি করবেন আর ভাববেন আমাকে তো সে আর জানবে না কিন্ত আল্লাহ তা’আলা সব জানেন এবং দেখেন তিনি আপনার মনের খবর রাখেন।তাই একদিক দিয়ে আপনি আরেকজনের ক্ষতি করবেন আরেক দিক দিয়ে তার থেকে বহুগুনে ক্ষতি আপনার কিভাবে যে হয়ে যাবে টের পাবেন না।
মেট্রিক পাসড (আ+যোগ) হিসেবে এখন কলেজে দৈড়াদৈড়ী করতে হবে আর তাছাড়া এখানে সেখানে যেতে হয় বলে পিসিতে বসারই সময় হয় না তবুও টেকটিউনসে আসা যাওয়া অটুট রাখতে চেস্টা থাকবে।
টিউন সম্পর্কে মতামত জিজ্ঞাসা কমেন্ট এর মাধ্যমে ব্যাক্ত করবেন আশা করি।
আমাকে বৈদ্যতিক পত্র পাঠাতে[email protected],[email protected]
{বিঃদ্রঃ এই টিউন দ্বারা কেঊ ক্ষতিগ্রস্থ হলে টিউনটি মুছে দেয়া হবে সাথে সাথে।কেউ কোন ক্ষতিকর কাজে এই টিউটোরিয়ালটি ব্যাবহার করবেন না}
আমি arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
done.
Upokrito holam oses thanks.