আপনার ডাচবাংলা মোবাইল ব্যাংকিং নাম্বারে পৌছে গেছে ১৫৩০০টাকা। মেসেজ পেয়েছেন কি?

প্রিয় টেকি বন্ধুরা

আমি আপনাদের দলে নতুন। যদি ভুল কিছু লিখে থাকি বা আমার পূর্বেই এই টিউনটি কেউ লিখে থাকেন তাহলে তা আমার অজানা। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে বিবেকের তাড়নায় এটা সবাইকে জানানোর তাগিদ অনুভব করছি।

আজ বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় ডাচ্ বাংলা এজেন্ট সিমে একটি কল আসে ০১৭৭৭৯১১১৩৬ নাম্বার থেকে। পরিচয় দেন গাইবান্ধা থেকে বলছেন তিনি। আমার ব্যক্তিগত ডিবিবিএল এ্যাকাউন্ট নাম্বার চান তাতে ১৫০০০ টাকা পাঠাবেন। সোহেল হোসেন নামে একজন ব্যক্তি এসে টাকাটা নিয়ে যাবে। আমি তার নাম্বারে আমার ব্যক্তিগত ডিবিবিএল নাম্বার চেক ডিজিট সহ পাঠাই। তারপর আমার এ্যাকাউন্টের ব্যালান্স চেক করে দেখে রাখি কত টাকা আছে। কিছুক্ষণ পর আমার নাম্বারে একটি এসএমএস আসে ডিবিবিএল থেকে। আমার এ্যাকাউন্টে ১৫৩০০ টাকা এসেছে। আমার ব্যালান্স ১৭৭২৭ টাকা। অথচ আমার এ্যাকাউন্টে ব্যালান্স ছিল ৮২৬.৫০ টাকা। বিষয়টি তখনই ধরতে পারি। আবারও ব্যালান্স চেক করি। দেখি ৮২৪.৫০টাকা আছে। বুঝতে পারি লোকটি চালাকি করেছে। কিছুক্ষণের মধ্যেই লোকটির ফোন পাই। সে বলে টাকা পাঠিয়েছে এসএমএস পেয়েছি কি না? আমি বললাম পেয়েছি। আপনার লোককে পাঠিয়ে দেবেন টাকা নিয়ে যাবে। উনি বলেন যে ভাই সকালে এসে টাকা নিয়ে যাবে। কিছুক্ষণ পর আবারও ফোন দেন ব্যক্তিটি। বলেন যে ভাই যাকে টাকাটা পাঠিয়েছি তার খুব প্রয়োজন। সে আপনার ওখান থেকে বেশ দুরে আছে তাই এখন যেতে পারছে না। আপনাকে একটি বিকাশ নাম্বার দিচ্ছি একটু কষ্ট করে আপনি ১০০০০ টাকা বিকাশ করে তাকে পাঠিয়ে দিলে খুব উপকার হয় তার। সকালে বাকি ৫০০০টাকা নিয়ে যাবে। আমি চালাকি করে বলি আমার এখানে বিকাশ এজেন্ট নেই তাই এভাবে দিতে পারছিনা। সে আমাকে লোভ দেখায় আপনি প্রয়োজনে ১০০ টাকা বেশি রেখে তাকে ১০০০০ টাকা পাঠান। আমি বলি ঠিক আছে তাকে পাঠিয়ে দিচ্ছি। এভাবে প্রায় ৫০ বার সে ফোন করে আমি তাকে ঘোরাই। শেষ পর্যন্ত তাকে বলি হরতালের কারনে সব বিকাশ এজেন্ট বন্ধ কাল আপনার লোক পাঠান সে এসে টাকা নিয়ে যাবে। আমরা রেডি হয়ে আছি যে আসবে তাকে ধরার জন্য। যদিও জানি হয়তো কেউ আসবে না। আপনাদের সাথেও এমনটা হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকবেন। যদি এমন কাউকে পান ফ্রী গণধোলাই দিয়ে পুলিশে দেবেন। কখনই এ্যাকাউন্ট চেক না করে শুধুমাত্র মেসেজের উপর ভিত্তি করে টাকা প্রদান করবেন না। আজ যদি আমি এ্যাকাউন্ট চেক না করে যদি বিকাশে টাকাটা দিয়ে দিতাম তাহলে পুরাই ধরা খেতাম। আপনারা কেউ যেন এই ধরাটা না খান সে জন্যই এত্তগুলো প্যাচাল ঝারলাম। কিছু মনে করবেন না। শুধুমাত্র সকলকে সতর্ক করার উদ্দেশ্যেই আমার এই লেখা। বাটপারদের সাথে বাটপারি করার মজাই আলাদা। আমি ওই বাটপারের সাথে এখনও ফোনালাপ চালিয়ে যাচ্ছি তাকে আশ্বস্ত করার জন্য যে আমি পুরাই তার মত বোকা। তার টোপটা পুরাই গিলছি। দোয়া কইরেন আপনারা কাল যেন কোন লোক ঐ টাকাটা নিতে আসে। তাহলেই কেল্লা ফতে। পুরাই পাংখা বানায়া দেব আমরা।

Level 0

আমি Shoed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice vai gano dholai chai……………………..

    Level 0

    @রাসেল(পটুয়াখালী): Paile abar Sari naki vai? Khali doa koren jeno pai. tailei pankha….

Level 0

vai thanks a post ti korar jonno

Level 0

জটিল আইডিয়া……….

    Level 0

    @Rupsaya: ঠিক বলেছেন।

শেষ পর্যন্ত কী হয় জানাবেন

    Level 0

    @Mahadi Hasan: অবশ্যই জানাব ভাই।

চিন্তার বিষয়!

    Level 0

    @আব্দুল্লাহ আল নোমান: সত্যিই চিন্তার বিষয়।

Level 2

যদি কেউ আসে তাহলে তাকে রাম ধোলাই দিবেন। আর হ্যা ধোলাই দেয়ার ছবি সহ পরবর্তী টিউন চাই।

    Level 0

    @Jahirs: 🙂 কি যে বলেন এটা কি ছেড়ে দিতে পারি? এমন সুযোগ কি বারবার আসে? সুযোগ যদি পাই তাহলে ছবি সহ পরবর্তী টিউন মাস্ট। 😉

      Level 2

      @Shoed: Waiting for next tune. Picture soho tune.

    Level 0

    @ম্যাকসন: 🙂

dorte parle valo kore siza korben.

    Level 0

    @Shopon Khan: sokale besi kore kheye aschi. dekhi kemon size korte pari> 🙂

apnar kache oporichito ek lok apnar bank account chaylo er shathe shathe bank account no. diye dilen taka pathanor jonno puray pangkha

    Level 0

    @সৌরভ: amar akhane DBBL agent ase. so lenden horhamesai amar akhane hoy.

অনেক ধন্যবাদ ভাই সবাইকে সতরক করবার জন্য,

    Level 0

    @Jubair Rahman:@Jubair Rahman: আপনাকেও ধন্যবাদ।

গাইবান্ধা?তাহলে তো আমার দেশী লোক।আহা মহব্বত জন্মে গেলো।বেশী মারধর কইরেন না,২/১টা দিয়ে ছেড়ে দিয়েন।দেশী লোক বলে কথা।

    Level 0

    @প্রবাসী: আহারে বুকে কষ্ট লাগল আপনার দেশী বইলা। যান ২টা কম দিমুনে। :):)

Level New

thenks

    Level 0

    @sajeebshikder: Welcome

Level 0

আসলে আপনি মনে হয় Bulk SMS -এর ফাদে পরে গিয়ে ছিলেন যা যে কোন শিরোনাম দিয়ে এসএমএস করা সম্ভব। এমন একটি সতর্কতামূলক টিউন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও সতর্ক হলাম।

    Level 0

    @Bnreza: হ্যা ভাই আমি জানি এটা। কারন আমি নিজেই Bulk SMS ব্যবহার করি আমার গ্রাহকদের জন্য। সতর্ক হলেই আমার পোষ্টটি সার্থক।

Level 0

সবাইকে সতর্ক করার জন্য অনেক ধন্নবাদ। এই রকম টিউন ই ত দরকার।

    Level 0

    @karimr444: আপনাকেও ধন্যবাদ।

Bulk Sms এর অপব্যাবহারে এসব হচ্ছে।

    Level 0

    @সুমির: ঠিক তাই।

ভাই, শুধু ম্যাসেজ এর উপর ভিত্তি করে টাকা দিয়ে দেয়া নির্বোধ লোক মনে হয় কম ই আছে, যাই হোক সরল মনে অনেকে বিশ্বাস করে এমন ভুল করেও ফেলতে পারেন, তাই সতর্ক থাকা নিশ্চই ভালো…

    Level 0

    @Obaid Ullah Aiman: সে কারনেই এই পোষ্ট করা।

Level 0

গাইবান্ধা!!!!!!!!!!!! আমারও দেশী লোক। প্রবাসী ভাই, গাইবান্ধা কোথায়/কোন থানায় জানাবেন ??

Thanks for share bro….

    Level 0

    @ibrahimme03: Welcome

পুরাই লুল 😛
মজা পাইলাম। গন ধোলাই দিয়ে কিছু ছবি রেখে দেবেন। পরবর্তি আপডেট জানাবেন।

    Level 0

    @রাজিব আহসান: এখন পর্যন্ত দিতে পারলাম না। কেউ টাকা নিতে আসেনি এখনও। পাইলেতো ছবি দেব। 🙁

খুবই দরকারী ও প্রয়োজনীয় সচেতনতা মূলক টিউন। ধন্যবাদ

    Level 0

    @গাজী মোঃ ইয়াছিন: ধন্যবাদ

মজা পাইসি

সে মোবাইল কোম্পানির এজিন্ট। আপনার মোবাইলের টাকা গুলো কোম্পানেকে দেয়াই ওর কাজ।

    Level 0

    @মোঃ আরিফ: 🙂

এ সবই সম্ভব হয়েছে বাল্ক এসএমএস (Bulk SMS) সহযলভ্যতা এবং অপারেটরের দায়িত্ব হীনতার ফলে। শুধু আপনার ঘটনাই না, এ রকম অহরহ ঘটনা ঘটে চলেছে। একটা বুঝতে হবে- আমরা কিন্তু বাঙালি, ক্রিয়েটিভিটির অভাব নাই 😛

lol

ভাই পরে কি হইলো?

ভাই এরকম কাহিনী আমারও জানা আছে| আমার এক ভাইকে ঠকাতে চেষ্টা করা হয়ে ছিল| ঐ ভাই বিকাশ এবং ডিবিবিএল এর ব্যবসা করত| ভাই ছিল অনেক চালাক তাই তাকে ঠকাতে পারেনি| পরে আর এক ঘটনায় বাটপারকে মারধর করা হয়েছিল| আমি স্কুলে ছিলাম নইলে আমিও কয়েকটা দিতাম| ছেলে টাকে বেঁধে রাখা হয়েছিল তারপরে চেয়ারম্যান এবং তার পিতামাতাকে ডেকে ছেড়ে দেয়া হয়েছিল|