আপনি যদি অতি ভদ্র হন তাহলে এই পেজ টা close করে দিন ।।...........।।
কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না ।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে password ছাড়া win xp, win vista, win 7, win 8 এর 32/64bit ওপেন করবেন।
এই কাজের জন্য আমাদের যা যা লাগবে-
১. একটা Pen drive/CD/DVD .
2. এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।
প্রথমে পেনড্রাইভটি ফরমেট দিয়া নিন। প্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক অথবা অন্য কোথাও কপি করে নিন।
এবার ফাইলটি Extract করুন। দরকার হলে WinRAR ডাউনলোড করুন।
এখন আবার Kon-BootUSB.rar Extract করুন।
এবার USB_INSTALL.vbs ওপেন করুন। এই কাজের সময় শুধু মাত্র যে পেন
ড্রাইভটি ব্যবহার করবেন সেই পেনড্রাইভটি ছাড়া অন্য সব পেনড্রাইভ বা মেমোরি কার্ড বা storage device গুলো খুলে রাখুন।
এবার ok বাটন ক্লিক করুন। এবং আপনি দেখবেন your kon-boot on usb is ready এবং ok ক্লিক করুন।
এখন আপনি আপনার পেনড্রাইভ এ ৩টি ফাইল দেখবেন।এগুলো hidden করে রাখুন। কম্পিউটার এর কাজ শেষ।
এখন যে কম্পিউটার টি আপনি password ছাড়া খুলতে চান সেই কম্পিউটার এ নিয়া পেন ড্রাইভটি লাগান। এবং MotherBoard company'r Logo আসলে F10,Esc বাটন প্রেস করুন Boot Options আনুন। (বিভিন্ন computer এর বিভিন্ন টা হয়ে থাকে)
এখন list থেকে আপনার পেনড্রাইভটি select করুন।
যদি boot option না থাকে তাহলে computer চালু হওয়ার সাথেসাথে DEL button press করে bios setup এ যান।
Bios setup থাকে advanced BIOS features থাকে First boot device এ removable সিলেক্ট করুন।
এখন ENTER press করুন এবং F10 Press করে এর পর Y press করে enter press করুন।
এখন Computer restart হবে।
এখন list থেকে kon-boot select করুন।
এখন logo আসবে এরপর উইন্ডোজ এর logo আসবে। এখন যদি password চায় তাহলে শুধু Enter প্রেস করুন।
কাজ শেষ।
আমি win xp sp2, win 7 ultimate(32/64bit), win 8 ultimate(64bit) টেস্ট করসি এবং কাজ করসে।
কোন problem হলে নিচে comment করুন।
আমি মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
try kora dakhe