SMS পাঠিয়ে রিস্ট্রাট করে দিন ফ্রেন্ডসদের মোবাইল !!!!

বিসমিল্লহির রহমানির রাহিম

আমি আজ আপনাদের যে বিষয়টির উপর ট্রিকস দিতে যাচ্ছি তা হলো কিভাবে আপনি SMS পাঠিয়ে আপনার বন্ধুদের মোবাইল রিস্ট্রাট করে দিতে পারেন। এটা খুব। মজার একটা বিষয় শুধু মাত্র নিচের কোড টি SMS করে পাঠিয়ে দিলেই ফোন রিস্ট্রাট হবে।

আমি আজ আপনাদের যে বিষয়টির উপর ট্রিকস দিতে যাচ্ছি তা হলো কিভাবে আপনি SMS পাঠিয়ে আপনার বন্ধুদের মোবাইল রিস্ট্রাট করে দিতে পারেন। এটা খুব। মজার একটা বিষয় শুধু মাত্র নিচের কোড টি SMS করে পাঠিয়ে দিলেই ফোন রিস্ট্রাট হবে।

আর একটা কথা বলে রাখি এটা শুধু মাত্র Nokia- 1110,1110i,1112,1100,2100 মডেলের হজ্যান্ডসেট গুলো রিস্ট্রাট দিতে পারে।

CODE
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

যাস্ট উপরের কোডটি মেসেজ বক্সে টাইপ করে সেন্ড করে দিন আপনার Nokia- 1110, 1110i, 1112, 1100, 2100 মডেলের নোকিয়া সেটের নাম্বারের।

source: google

এটা অন্য জায়গায় অথবা অন্য কোন ফোরামে প্রকাশিত হতে পারে। এটার জন্য আমি দায়ী থাকব না। ভালো লাগলে কমেন্ট করবেন।

উইন্ডোজ শোয়েব।

--------------------

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওই মিয়া কে আপনি? প্রতিবাদ করার আগে প্রমাণ হাতে নিয়ে প্রতিবাদ করবেন। আমি নিজে নিজে মেক করেই টিউন দিই। এইটা চুরি করা টিউন না। বাপের ব্যাটা হয়ে থাকলে প্রমান সহ প্রতিবাদ কর।

I’m impressed . If u have any code for other NOKIA device please share it.

    ধন্যবাদ মাসুদ ভাই। আমি আরো কোডের সন্ধান পাইলে আপনাকে জানাবো।

what do u mean?we r not clr.just clr there.or mail me at [email protected]

Level New

@Amar bijoy মনে কিছু নিয়েন না ভাই কারো সমালোচনা করতে হলেও ভাষার ব্যবহারে লক্ষ্য করা ভাল তেমনি ভাবে টিউনারেরও রিপ্লে দেয়ার ভাষা মার্যিত হওয়া দরকার।আর এটাকে চুরি করা টিউনের মধ্যে পরেনা তাহলে প্রায় সবার টিউনই চুরি করার মধ্যে পরবে।টিউনারকে ধন্যবাদ একটা ভাল টিউন ঊপস্থাপন করার জন্য।

বিষয়টা আমার জানা ছিল আর সঠিক প্রমাণের জন্য গুগলের রেফারেন্স দেওয়া হয়েছে। আর idea চুরি করার প্রমাণ আমি দিইনি। এটা খুবই কমন একটা বিষয় তাই আপনাদের মত কমেন্টাররা যাতে চুরি করেছি না বলে সেজন্য বলে দিয়ে আগে কোন ফোরামে প্রকাশ হতে পারে। আর প্রকাশ হয়েছে কিনা সেটাও আমার জানা নেই।
আর যদি ভালো ভাষায় করতে পারেন তাহলে মন্তব্য করবেন অন্যাথায় করবেন। না আমি কোন কাহিনি মারাইনি। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।

@ রাজ ভাই: আপনাকে ধন্যবাদ।

@ শরিফ ভাই: আমি বুঝাতে চেয়েছি যে, আপনার কোন ফ্রেন্ড এর যদি উপরোক্ত মডেলের নোকিয়া সেট থাকে তাহলে আপনি একটা SMS পাঠিয়ে আপনার ফ্রেন্ড এর মোবাইলটি রিবুট করতে পারেন। এটা করতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে যেয়ে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

এইটা টাইপ করতে হবে এবং সেন্ড করতে হবে।

সুন্দর এবং মজার।ধন্যবাদ শোয়েব ভাই।

২০০৪ সালে আমার এক ফ্রেন্ড আমাকে এরকম মেসেজ দিয়েছিল,(নকিয়া ২১০০ ব্যবহার করতাম ) আমি মেসেজ ওপেন করতে গিয়ে রিস্টাট খাইছিলাম। এরপর এই ট্রিক আরো ফ্রেন্ড দের উপর খাটিয়েছিলাম এবং মজা পেয়েছিলাম। পরে বুজতে পেরেছি এটি আসলে নোকিয়া মেসেজ এর একটি ত্রুটি, যা একটি নির্দিস্ট পরিমানের বেশি এসকেপ সিকোয়েন্স ক্যারেকটার দেখাতে পারেনা, হ্যং/রিস্টাট হয়ে যায়।

ধন্যবাদ শোয়েবকে মজার জিনিসটি শেয়ার করার জন্য।

    ঠিক বলেছেন শিমুল ভাই, বিষয়টা আমার জানা ছিল, টিউনের মাঝে উল্লেখ্য করে দিতে চেয়েছিলাম কিন্তু এক পর্যায়ে আর উল্লেখ করতে পারিনি।

মজার তো।শোয়েব তোমাকে অনকে ধন্যবাদ……।

স্কুলে থাকতে জিনিস টা খুব চলতো। 😀 একসময় তা ভুলেও যাই । আজ আবার মনে পড়ে গেলো। কিন্তু এতদিনে দেরী হয়ে গেছে। বন্ধুরা এখন সব হাই ফাই মডেল এর সেট ইউজ করে।

this 1 is good . very good

এটার একটা সল্যিউশন আছে। ফন্ট বড় করে দিলে এটা কাজ করবে না।

this 1 is good . fatafati

শোয়েব ভাই, ধন্যবাদ। কিন্তু কোড গুলোর মাজে কি কোনো space দিতে হবে. please উত্তর দিন.

    না রাসেল ভাই এটাতে কোন স্পেস দেওয়ার প্রয়োজন নাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

thanks for u…..

Level 0

ভাই 1100 মডেলের হজ্যান্ডসেটে পাঠিয়েছি কাজ করেনা????????????????????????????????????????????????????????????

Level 0

কেয়েকদিন আগে আমার নতুন 1616 ফোনেও এক লোকে এটা পাঠাইছিল কিন্তু কাজ হই নাই এখন বুঝতাছি সে ক্যান পাঠাইছল।

ভাই কোড কুটি