একটি মাল্টিপল হ্যাকিং টুলস এখুনি একদম ফ্রী ডাউনলোড করুন (I am back)

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ
এই টিউনটি বা সফটওয়্যার গুলো দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না। তবে কেউ যদি কোন ভাবে সামান্য ক্ষতিগ্রস্থ হয় তবে এই টিউনটি নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করা হবে।

---মাইক্রোহ্যাকার আলমাস


এখন ভাংতে হবে ভোর মাউসে রেখে হাত
ফেলে আসা টিউন বন্দি করে রেখে এসে;
জাগতে হবে রাত পিসি চালু রেখে উৎসবের উৎসাহে…
বিস্তীর্ন টেকটিউনসে একলা হয়ে গেলে
চিনিয়ে নিব পথ টিউন একেঁ একেঁ;
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পারি দিব পথ টপ টিউনার সারি থেকে নেমে এসে…………………… 😀

অনেক দিন ছুটির পর আবারও সবাইকে স্বাগতম আমার টিউনিং পেজে। ১ম সাময়িক পরীক্ষার জন্য ছুটিতে ছিলাম তাই শুরুতে গান গাইলাম। এই ছোট ভাইটারে তো সবাই মনে হয় ভুলেই গেছেন... থাক ওসব কথা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি প্রফেশনাল হ্যাকিং সফটওয়্যার সম্পর্কে আপনাদের জানাবো। বলতে পারেন এটি একধরনের হ্যাকিং টুল + কীলগার মেকার (অত্যাধনিক FUD বিশিষ্ট) + পিসার মেকার। অর্থাৎ একটি মাল্টিপল প্রোফেশনাল হ্যাকিং সফটওয়্যার। আমি এই সফটওয়্যারটি দিয়ে আমাদের গাইবান্ধার একটি জনপ্রীয় সাইট হ্যাক করেছি এবং পরর্ততে তা স্বীকারও করেছি এবং নতুন পাসওযার্টও দিয়েছি এক জন ভদ্র মাইক্রোহ্যাকার হিসাবে। এখন কাজের কথায় আসি… প্রথমে এখান থেকে STAR TOOLS নামক সফটওয়্যারটি ডাউনলোড করুন। এটি একটি পোটেবল সফটওয়্যার তাই কেবল Star tools.exe টি ডাবল ক্লিক করুন। সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ আসবে।

untitleds

(যদি সফটওয়্যারটি চালু না হয় তবে মাইক্রোসফটের ফেমওযাক টি এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন)

সফটওয়্যারটি থেকে কীলগার তৈরির জন্য Tools থেকে Keylogger ক্লিক করে আপনার জিমেইল আইডি এবং পাসওযার্ড দিন এবার বিল্ট বোতামে ক্লিক করুন। এখন একটি Server.exe তৈরি হবে এবং আপনার রিমটি কীলগারটি পুরোপুরি প্রস্তুত। এই কী লগারটি যদি কোন এন্টিভাইরাস ধরে ফেলে তবে File Pumper থেকে কীলগারটির জায়গা 1MB থেকে 10 MB এর মত করে দিন। জায়গা বেশি হলে সন্দেহর মাত্রা কম হয় এবং সাধারন মানুষ কোন অন্য সফটওয়্যার বলে মনে করেন। সন্দেহর মাত্রা কম আরও কম করার জন্য Icon Changer থেকে .exe ফাইলটির Icon পরিবর্তন করে দিন। এখন আপনার তৈরি কীলগারটি মেইল করে বা অন্য কোন ভাবে আপনর কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন এবং আপেক্ষায় থাকুন যদি আপনর কাঙ্খিত ব্যক্তির এটি ক্লিক করে তবে কেল্লা ফতে… প্রতি ১০ মিনিট পর পর আপনাকে রিমটি কীলগারটি সকল কীওয়ার্ড মেইল করে পাঠিয়ে দিবে।

সমনে মাসের প্রথম দিকে কিছু দিনের জন্য ঢাকায় আসছি। একটি হ্যাকিং গ্রুপ করতে চাই, তাই যদি কারও এ ব্যাপারে ইচ্ছা থাকে তবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারন। অথবা এমনিতেও যোগাযোগ করতে পারেন। আপনাদের সাথে দেখা হলে খুশি হবো 😛

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রতি অনুরোধ রইলো এর অপব্যবহার না করবার।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আলমাস তমার টিউন টি ভালো হইছে।আমি তোমার হ্যাকিং গ্রুপ এ শরিক হতে চাই।আমাকে তোমার মোবাইল নাম্বার মেইল কইরো([email protected]).

নেটওয়ার্ক হ্যাকিং ভাল শেখার জন্য প্রাথমিক ভাবে ডিসক্রিট ম্যাথ এবং থিউরি অব কম্পিউটেশন নিয়ে খুব ভাল করে পড়াশুনা কর এবং তারপর নেটওয়ার্কস নিয়ে প্রচুর ঘাটাঘাটি কর। তারপর নাহয় গ্রুপ কর।

আর গ্রুপ না করার পরামর্শ দেব কারন তাতে আইনি জটিলতায় পড়তে পার। ভাল থাক ………. ধন্যবাদ।

    ভাল একটা পরামর্শ দিলেন……… আলমাস ভাই খেয়াল রাখবেন…

খুব ভাল টিউন।

Level 0

অনেক জটিলসসসসসসসসসসসসসস টিউন।

ঢাকায় আসেল কি ভাইটাকে একটু সময় দেয়া যাবে…………………….. যদি ভাই মনে করেন………………………..

অধির আগ্রহে অপেক্ষায় থাকলাম…………………………………

সময় দিলে ধন্য মনে করব নিজেকে…………………………….

অশেষ ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ

বি: দ্র: সময় না থাকলে একবার অন্তত দেখা করবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন…………।

Level 0

আগেই https://www.techtunes.io/hacking/tune-id/6788/ এখান থেকে নিছি।

আলমাস, কি বলবো তোমারে, তুমি বলো?
আমার পরামর্শ থাকবে তুমি ওই একটা মাত্ত ব্লগস্পট সাইট থেকে টিউন না করে আর কিছু জায়গায় ঢু মারো।
চাইলে আমার কাছে লিঙ্ক নিতে পারো।
এগুলো খুবই প্রাথমিক পর্যায়ের হাকিং টিউন।
তুমি আরো অনেক আডভান্স লেভেলের হাকিং করতে পারবা বলে আশা করি।
ভালো থেকো। আর রাগ করো না।
😀 😀 😀

Welcome Almas. Wanna join your group. I want to be a white hat hacker.

স্বাগতম আলমাস তোমাকে।পরীক্ষা কেমন হল? ধন্যবাদ Tune করার জন্য।

Level 0

Hacking er bapare bistarito jante chai, ebapare ami skaler kache sahajjo chai. My mail [email protected]

Level 0

hey young bro…….
i’m damn mad @ hacking…….
by the way i’m also on DHAK on MOTIJHEEL…..
asle obossoi dekha hobe….
contact me
# [email protected]
# +8801670-319719
by

Level 0

hey young bro…….
i’m damn mad @ hacking…….
by the way i’m also on DHAKA on MOTIJHEEL…..
asle obossoi dekha hobe….
contact me
# [email protected]
# +8801670-319719
by

ধন্যবাদ আলমাস সুন্দরভাবে টিউন টি উপস্থাপন করার জন্য.

তুমি যে টুল ব্যবহার করার কথা বলেছ, এগুলু “স্ক্রিপ্ট কিডি” দের টুল যা বিভিন্ন হ্যাকার /গ্রুপ তৈরী করে ফ্রী ছাড়ে. তুমি কি সিওর যে তুমার ইমেল ও পাস দিয়ে একটা লগার বানানোর পর সেটা শুধু তোমাকেই মেল করবে? না.বেশিরভাগ ক্ষেত্রে সেটা তোমার আইডি+পাস এবং তোমার লগার এর সব ইনফো টুল এর তৈরিকারক হ্যাকার /গ্রুপ এর কাছে কোলে যাবে. চিন্তা কর তোমার মত কত মানুষ এদের টুল ব্যবহার করে এবং প্রতিদিন কত মেল আইডি + পাস এবং লগ ইনফো তৈরিকারক হ্যাকার /গ্রুপ এর কাছে যাচ্ছে? ওদের লাভ টা কোথায় বুজতে পারছ?

এবার আসি মেল করার বেপারটি. এস-এম-টি-পি মেল কখনো শুধু মাত্র আইডি-পাস দিয়ে যাবেনা, কোনো সার্ভার হয়ে যেতে হবে. এবং আমি শিউর যে সেটি হ্যাকার দের সার্ভারের এস-এম-টি-পি প্রটোকল ব্যবহার করে. তুমি যে সাইটে হ্যাক করেছ তা এই লগার টুল দিয়ে? তুমি যে মেইল টি পেয়েছ সেটি traceroute করে দেখো সেটি কোন external – ip হয়ে এসেছে, প্রমান পেয়ে যাবে.

ফাইল -pumper এবং প্রসেস/dll /স্ক্রিপ্ট injection করা কোনো exe ফাইল সাধারণ যে কোনো antivirus ই ditect করতে পারে. সুতরাং গাইবান্ধা বা বক্রিবান্ধা জাতীয় কোনো website এর এডমিন এর কম্পিউটার ছাড়া antivirus সহ যেকোনো কম্পিউটার এ এইসব exe ধরা খাবে.

আরেকটা কথা, আজকালকার সব জনপ্রিয় মেল provider (yahoo google hotmail etc) কিন্তু exe ফাইল upload সাপোর্ট করেনা , এমনকি যদি জিপ/রার করে দাও, তাহলেও না, তুমি এটা জাননা? সুতরাং তুমাকে নিজে গিয়া host কম্পিউটার এ লগার setup করে আসতে হবে.

তুমি হ্যাকের জন্য গ্রুপ করবে, আমি তোমার উদ্যোগ স্বাগত জনাই, কাদের সাইটে হামলা করবে? এইসব টুল দিয়া দেশী গাইবান্ধা আর rab এর site ছাড়া আমেরিকান কোনো সার্ভার তো দুরের কথা ইন্ডিয়ান কোনো site ই তুমি নামাতে পারবে না, যারা আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, আর আমরা বলে বসে আঙ্গুল খাচ্ছি. আমার কমেন্ট এ কষ্ট পেয়োনা, আমদের দুঃখ তা কোথায় বুজতেছ?

তুমার, তুমাদের বয়স কম. এখন তোমরা একটা উদ্যোগ নিয়ে যদি উল্টো ফল পাও তাহলে তোমার আমার কারোর ই ভালো লাগবেনা. যদি আসলে কিছু করতে চাও তাহলে এইসব third party টুল বাদ দিয়ে কাজের কিছু শিখ, পড়াশোনা কর, কম্পিউটার networking এর উপর course কর. ভালো হয় যদি জীবন এর লক্ষ্য স্থির কর কম্পিউটার এর উপর পড়াশোনা করবে. আর এখন কিছু করতে চাইলে ftp attacking এর উপর ঘাটাঘাটি কর, SQL Injection , Brute forcing ,rainbow attrack , dictionary break নিয়ে দেখো, CAIN & ABEL এর ব্যবহার শিখ, SUB7LEGENDS এর architechture দেখো, নতুন করে নিজে কিছু স্ক্রিপ লিখ, টুল বানাও. সঠিক পথে না এগুলে এই revolution বৃথা যাবে, Cyber Security তে আমরা আর মাথা তুলে দাড়াতে পারব না.

    দারুন লিখেছেন শিমুল ভাই।

    Level 2

    শিমুল অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আমি জানি আলমাস সমালোচনা (সম+আলোচনা) খুব সহজভাবেই নেয়। আমার বিশ্বাস এতে সে মৌলিক কিছু করতে অনুপ্রাণিত হবে। আমাদের সকলেরই আসলে তা’ই করা দরকার। প্রযুক্তিতে আমরা আগের চেয়ে অনেক এগিয়েছি এ কথা যদিও ঠিক, কিন্তু উন্নত বিশ্বের তুলনায় আমাদের অবস্থান এখনও অনেক অনেক পেছনে। মৌলিক কিছু করার প্রবণতা থাকলে আমরা আরও অনেক দ্রুত এগুতে পারতাম।

    আসলামকে পূণঃরায় স্বাগতম। তোমার পরীক্ষা কেমন হলো?

    শিমুল ভাই কি কমেন্ট করছে রে? খাইসে টিউনের চাইতে কমেন্ট হিট।
    😀 😀 😀

    u r absolutely bro

    শিমুর ভাইয়ের সাথে একমত।

    আলমাস তুমি শিমুল ভাইয়ের পরামর্শ অনুযায়ী জদি এগিয়ে যাও তবে কিছু একটা করতে পারবে। আমি একমত শিমুল ভাইয়ের সাথে…….

    Level 0

    moner kotha likhsen vai…. skydrive-er jonno desktop akta 3rd pary tool amar friend use korsilo pore dekh account hack.. third party tool use korata o amar kase birokto lage.. r ha .. INDIA.. bepar ta mathai ase…………

    Level 0

    creative কিছু শিখলে distractive পরে এমনি শিখা যায়

    শিমুল ভাই কে ধন্নবাদ বাস্তব কথা বলার জন্য

    অনেক ভাল লিখেছেন, শিমুল ভাই
    আশা করি আসলাম সহ সবাই আপনার শেষের উপদেশ গুলা মনে রাখবেন।

টিউনটি বেশ ভালো হয়েছে। হ্যাকিং গ্রুপ করলে অবশ্যই শাহী ভাইরে লিডার বানাইয়ো 😉 শিমুল ভাইয়ো ভালোই বলেছেন। কিন্তু আমি মনে করি সাইবার খাতে উন্নতির জন্য হ্যাকারদের গুরুত্ব অপরিসীম। একটা কথা আমি মনেপ্রানে বিশ্বাস করি,

“সেই বেশী প্রতিরোধকারী যে ভালো আক্রমনাত্বক” । আমাদের দেশের সাইবার খাতকে অন্য দেশের হ্যাকারদের হাত থেকে কেবল দেশের আরেকজন ভালো হ্যাকার ই বাচাতে পারে। কথায় বলে না? “রতনে রতন চেনে” 😀

হ্যালো, মাইক্রো হ্যাকার সাহেব, সরি, হ্যাকার সাহেব, কেমন আছেন? পরীক্ষা কেমন দিলেন?
আর টিউন সম্পর্কে কি বলব, আমি আমি তো হ্যাকিং এর ‌’হ’ ও জানিনা। তবে দেখে মনে হচ্ছে জটিল জিনিস দিছ। চালিয়ে যাও।

ami apner group thakte chai

Level 0

Almas chesta korese but shimul vai er reply ta juktijukto.

আলমাস খুব ভালো টিউন ।চালিয়ে যাও পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম ।আর আরেকটা কথা হ্যাকিং গ্রুপ করাটা এখনই তোমার উচিত হবেনা।এই গ্রুপ গুলোর উপরে সবসময় গোয়েন্দা নজরদারি থাকে।তাই বিভিন্ন দেশের আসল হ্যাকার রা নিজেকে নেটে প্রকাশ করে খুবই কম।শিমুল ভাইয়ের মতামতটাকে একটু ভেবে দেখো।

hm a nice tunes…………….. carry o wish u all the best

আলমাস ভাই ‘কেইন এন্ড এবেল’ এর উপর একটা ধারাবাহিক টিউটরিয়াল দিলে অনেক ভালো হত। আশা করছি ভবিষ্যতে এরকম কিছু পাবো। আর হ্যাকিং শেখার শখ অনেক আগের থেকেই। আপনি গ্রুপ খুললে আমি আছি। :D:D

Level 0

হেই আলমাস তোমার exam কেমন হল ?……অনেক সজানো গোছানো চমতকার একটা টিউন করেছ।

It’s great to come again.nice

শিমুল ভাই , আপনি মিয়া মানুষ না , বুচ্ছেন । বাচ্চা একটা মানুষ ………
যাই হোক , আলমাস be careful
আর আমি একটা জিনিশ বুঝি না হ্যাকিং ছাড়া তোমাদের (দুঃখিত আপনাদের) আর কোন interest নাই । আরও তো অনেক কিছু করার আছে । ভাল হয় যদি এইসব ধানাই পানাই ছেড়ে দাও । কারণ একবার অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে গেলে এটা পড়ে ভাল না …
আর না বাইরের এইসব .exe ফাইল ব্যবহার কোরো না । অন্যরাও না ।

আলমাস পাইয়া গেছি। হেহেহেহেহেহেহে
অসংখ্য ধন্যবাদ তোমারে 🙂

ভাল টিউন।

Level New

আলমাস আমিও কিন্তূ তোমার হ্যাকিং গ্রুপে যোগদান করতে চাই!!!!! গ্রুপ কিভাবে বানাবে এবং কত জনই বা সদস্য রাখবে? গ্রুপ সদস্যদের
যোগযোগের জন্য অনলাইন ভিত্তিক নেট ওয়ার্ক গড়ে তোললে ভাল হবে বলে মনে করি।

Dhonnobad…..
Download Korlam

Level 0

আলমাস টিউন টি ভালো হইছে।আমি তোমার হ্যাকিং গ্রুপ এ যোগ দিতে চাই। ” সজীব ভাই “

    Level 0

    Gmail ID & Password Send করছি, ভাই Gmail Hacking Tool টা Registration করে পাঠাইও। ” সজীব ভাই “

Level 0

ভাই ফাটাফাটি হয়েছে….

Level 0

কি করে যে নিজেকে হ্যাকার ভাবে, তা আজও বুঝতে পারলাম না। যে কলেজের পাঠ এখনও শেষ করতে পারল না, আর এখনই হেকূ ছোওওও……।

আর সকল কে বলি আপনারা অন্তত ওর কালেকশন করা বিদ্যার হদিস জানতে http://www.phazeddl.com এই সাইটে যান.

Thanks ভাই দারুন লিখছেন……………… আরো নতুন নতুন টিউনের অপেক্ষায় রইলাম।

Level 0

শিমুল says:
২৮ এপ্রিল, ২০১০ at 5:09 অপরাহ্ন

ধন্যবাদ আলমাস সুন্দরভাবে টিউন টি উপস্থাপন করার জন্য.

তুমি যে টুল ব্যবহার করার কথা বলেছ, এগুলু “স্ক্রিপ্ট কিডি” দের টুল যা বিভিন্ন হ্যাকার /গ্রুপ তৈরী করে ফ্রী ছাড়ে. তুমি কি সিওর যে তুমার ইমেল ও পাস দিয়ে একটা লগার বানানোর পর সেটা শুধু তোমাকেই মেল করবে? না.বেশিরভাগ ক্ষেত্রে সেটা তোমার আইডি+পাস এবং তোমার লগার এর সব ইনফো টুল এর তৈরিকারক হ্যাকার /গ্রুপ এর কাছে কোলে যাবে. চিন্তা কর তোমার মত কত মানুষ এদের টুল ব্যবহার করে এবং প্রতিদিন কত মেল আইডি + পাস এবং লগ ইনফো তৈরিকারক হ্যাকার /গ্রুপ এর কাছে যাচ্ছে? ওদের লাভ টা কোথায় বুজতে পারছ?

এবার আসি মেল করার বেপারটি. এস-এম-টি-পি মেল কখনো শুধু মাত্র আইডি-পাস দিয়ে যাবেনা, কোনো সার্ভার হয়ে যেতে হবে. এবং আমি শিউর যে সেটি হ্যাকার দের সার্ভারের এস-এম-টি-পি প্রটোকল ব্যবহার করে. তুমি যে সাইটে হ্যাক করেছ তা এই লগার টুল দিয়ে? তুমি যে মেইল টি পেয়েছ সেটি traceroute করে দেখো সেটি কোন external – ip হয়ে এসেছে, প্রমান পেয়ে যাবে.

ফাইল -pumper এবং প্রসেস/dll /স্ক্রিপ্ট injection করা কোনো exe ফাইল সাধারণ যে কোনো antivirus ই ditect করতে পারে. সুতরাং গাইবান্ধা বা বক্রিবান্ধা জাতীয় কোনো website এর এডমিন এর কম্পিউটার ছাড়া antivirus সহ যেকোনো কম্পিউটার এ এইসব exe ধরা খাবে.

আরেকটা কথা, আজকালকার সব জনপ্রিয় মেল provider (yahoo google hotmail etc) কিন্তু exe ফাইল upload সাপোর্ট করেনা , এমনকি যদি জিপ/রার করে দাও, তাহলেও না, তুমি এটা জাননা? সুতরাং তুমাকে নিজে গিয়া host কম্পিউটার এ লগার setup করে আসতে হবে.

তুমি হ্যাকের জন্য গ্রুপ করবে, আমি তোমার উদ্যোগ স্বাগত জনাই, কাদের সাইটে হামলা করবে? এইসব টুল দিয়া দেশী গাইবান্ধা আর rab এর site ছাড়া আমেরিকান কোনো সার্ভার তো দুরের কথা ইন্ডিয়ান কোনো site ই তুমি নামাতে পারবে না, যারা আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, আর আমরা বলে বসে আঙ্গুল খাচ্ছি. আমার কমেন্ট এ কষ্ট পেয়োনা, আমদের দুঃখ তা কোথায় বুজতেছ?

তুমার, তুমাদের বয়স কম. এখন তোমরা একটা উদ্যোগ নিয়ে যদি উল্টো ফল পাও তাহলে তোমার আমার কারোর ই ভালো লাগবেনা. যদি আসলে কিছু করতে চাও তাহলে এইসব third party টুল বাদ দিয়ে কাজের কিছু শিখ, পড়াশোনা কর, কম্পিউটার networking এর উপর course কর. ভালো হয় যদি জীবন এর লক্ষ্য স্থির কর কম্পিউটার এর উপর পড়াশোনা করবে. আর এখন কিছু করতে চাইলে ftp attacking এর উপর ঘাটাঘাটি কর, SQL Injection , Brute forcing ,rainbow attrack , dictionary break নিয়ে দেখো, CAIN & ABEL এর ব্যবহার শিখ, SUB7LEGENDS এর architechture দেখো, নতুন করে নিজে কিছু স্ক্রিপ লিখ, টুল বানাও. সঠিক পথে না এগুলে এই revolution বৃথা যাবে, Cyber Security তে আমরা আর মাথা তুলে দাড়াতে পারব না.

এক মত

উৎসবের উৎসাহে টা জটিল হইসে

Level 0

thanks

Level 0

valo lagenah. karon mon moto ekta software fb hack korar jonno. inshalla jedin ami hack software banamo, sheidin apnare shokol ke hack software ta free dimu. kali code number boshaiben bas, kaj hoye jabe!!! into kotha hoilo ami akhon computer nara chara shiktasi 🙂 ! tha key logger diya kivabe hack kora hoi thar akta video tutorial ase?!!!

Level 0

Wowww g8 post…..Clearly ahead

Level 0

শিমুল ভাইয়ের পরামর্শটি সত্যি কাজের…

Vai Almas,can i have your e-mail ID and mobile number.I’m in serious threat and need to survive for my family. And i think maybe u or ur group can help me. Plz take this message seriously bro……..cause i really need help…………..:(