সুপ্রিয় টিটি এর পাঠকরা , সবাইকে ধন্যবাদ আমার এই অকাজের পোষ্টটা কষ্ট করে পড়ার জন্য । আসলে আমার আজকের এই পোষ্টটা একটা গবেষণাধর্মী পোষ্ট । এটা আমার নিজস্ব মতামত । কতটুকু সঠিক আর কতটুকু ভুল তা জানি না । আসলে প্রায়ই টিটিতে বা অন্য অনেক ব্লগে হ্যাকিং বিষয়ে এই টাইপের পোষ্ট চোখে পড়ে যে "" হ্যাকিং এর জন্য উবুন্টু বা লিনাক্স ব্যবহার করুন । এটা একটি হ্যাকিং বান্ধব অপরেটিং সিস্টেম ।"" এই ধরণের আরও পোষ্ট । আমার প্রশ্ন হল কিন্তু কেন ? হ্যাকিং এর জন্য লিনাক্স কার্ণেলের অপারেটিং সিস্টেম কেন ভাল ? সব হ্যাকার দের জন্যই কি লিনাক্স ভাল ? সব হ্যাকাররা ই কি লিনাক্স ইউজ করেন ? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের জানতে হবে হ্যাকার কারা ও কত প্রকার ? আমরা যে বিষয়ে আলোচনা করছি সে বিষয়ের উপর নির্ভর করে বলা যায় হ্যাকার ২ প্রকার ।
১. যারা নিজেরা প্রোগ্রামার ও একাধিক প্রোগ্রমিং ল্যাংগুয়েজ জানেন । নিজেদের তৈরী করা টুলস দিয়ে হ্যাক করেন । এরা মূলত সিস্টেমটা সম্পর্কে ভালভাবে জানেন । যেকোন সফটওয়ার তৈরী করতে পারেন ও তার সোর্স কোড অ্যানালাইসিস করে ডেভলপ করে নিজের মত করে ইউস করেন ।
২. আমাদের দেশের অধিকাংশ হ্যাকার ই এ পর্যায়ে পড়েন । তারা নিজেরা ভালভাবে কোন প্রোগ্রামিং জানেন না । জানলেও শুধুমাত্র বেসিকটা জানেন । শখের বশে হ্যাকিং প্রাকটিস করেন । এ জাতীয় হ্যাকার রা সাধারণত নেটে যেসব হ্যাকিং টুলস পাওয়া যায় সেগুলো ডাউনলোড করে কাজ চালান । এরাও এক প্রকার হ্যাকার ।
এখন আসি লিনাক্স এর বিষয়ে । লিনাক্স হল এমন একটি অপারেটিং সিস্টেম যার সব সফটওয়ারই ওপেন সোর্স । অর্থাত এর সব সফটওয়ারের সোর্স কোড দেখা যায় এবং এডিট করা যায় । এমন কী লিনাক্স অপারেটিংসিস্টেম পর্যন্ত এডিট করা যায় । লিনাক্স যেহেতু উইন্ডোজের তুলনায় কম ব্যবহৃত হয় তাই এর জন্য ভাইরাসও থাকে তুলনামূলক ভাবে অনেক কম , নেই বললেও চলে । এর সিকিওরিটিও অনেক ভাল । এখন আসি হ্যাকার ও লিনাক্সের মধ্যে সম্পর্ক টা কি সে বিষয়ে ?
১ম শ্রেণীর হ্যাকার রা বেশীরভাগই লিনাক্স কার্ণেলের অপারেটিং সিস্টেম ইউজ করেন । কারণ লিনাক্স ওপেন সোর্স । হ্যাকিং এ অনেক রিক্স এর কাজ করতে হয় যেগুলো উইনন্ডোজ বা অন্যান্য অপারেটিং সিস্টেমে করা যায় না সিকিউরিটির কারণে । এগুলো করতে গেলে তারা বাধা দেয় । কারণ কোন অপারেটিং সিস্টেমই হ্যাকারদের জন্য তৈরী নয় । বরং তাদের অক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এতে ব্যবস্থা করা থাকে । এজন্য হ্যাকাররা লিনাক্স ইউজ করেন যাতে তারা অপারেটিং সিস্টেমের ওই কমান্ডগুলো এডিট করে ব্যবহার করতে পারেন যাতে অপারেটিং সিস্টেম তাদের ওই অবৈধ কাজ করায় বাধা না দিতে পারে । এছাড়া যেহেতু লিনাক্সে সব সফটওয়ার ওপেনসোর্স , তাই হ্যাকাররা এসব সফটওয়ার নিজেদের ব্যবহারের মত করে এডিট করে নিতে পারে ।যেমন ধরুন লিনাক্সে একটা ব্রাউজার আছে , এখন একজন হ্যাকার এই ব্রাউজারটিকে এডিট করে এমন তৈরী করল যে ব্রাউজারে ব্যবহারকারী যেসব পাসওয়ার্ড ব্যবহার করবেন তা হ্যাকারের কাছে ইমেইল হয়ে যাবে । ব্যাস, কেল্লাফতে । এসব বিবিধ কারণেই হ্যকাররা লিনাক্স ইউজ করেন বলে আমার সীমিত জ্ঞানে যতটুকু জানা ।
এবার আসি আমাদের দেশের শখের হ্যাকারদের বিষয়ে । এরা না জানে ভালভাবে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, না জানে সিস্টেম সম্পর্কে ভালভাবে । এরা আগের শ্রেণীর হ্যাকারদের তৈরী সফটওয়ার নিয়ে বিভিন্ন হ্যাকিং করে থাকেন । বিভিন্ন হ্যাকিং টেকনিক নেটে শিখে সেটা ভিকটিমের উপর অ্যাপ্লাই করেন । তাহলে তাদের জন্য লিনাক্স টা কি কাজে লাগল ? বরং লিনাক্স নতুন করে ইউজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন । তবে হ্য , একটা উপকার তারা ঠিকই পান । হ্যকিং মানেই হল বিভিন্ন ভয়ানক ভাইরাস ও প্রোগ্রাম নিয়ে নাড়াচাড়া করা । সেটার হাত থেকে বিভিন্ন ডাটা নিরাপদ থাকে লিনাক্স ব্যবহার করলে । তাছাড়া তেমন কোন সুবিধা এই শ্রেণীর হ্যাকাররা লিনাক্স থেকে পান বলে তো আমার মনে হয় না ।
যদিও আমার লিনাক্স কার্ণেলের অপারেটিং সিস্টেম ইউজের অভিজ্ঞতা খুবই কম । তাই হয়ত কোথাও ভুল হতে পারে । ভুল হলে মাফ করে দেবেন ও ভুলটা ধরিয়ে দেবেন । আমার এই লেখাটা কষ্ট করে পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন ।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
Intresting writting!Thats great! 😀