ফায়ার ফক্স মাস্টার পাসওয়ার্ড হ্যাক + আরো কিছু web password recover এবং decryopter সফটওয়্যার ডাউনলোড করুন।

সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার টিউনে। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনার উপকার করতে পারবে আবার অপকার করতে পারবে এরকম কিছু সফটওয়্যার এর কথা বলব। এটি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে টেকটিউন্স এই লেখা বাতিল করে দেওয়ার আহবান জানাচ্ছি।
তো এখন কাজের কথায় আসি।

ওয়েবসাইট।

যদি ভাল লাগে তো অবশ্যই মন্তব্য করতে ভুল্বেন না। ধন্যবাদ

Level 0

আমি মুরশেদ আকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 343 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন সফটওয়্যার এর কি কাজ বা কোন একটি নিদির্ষ্ট সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করা হয় বা কাজ করার প্রক্রিয়াগুলো কি , তা সবিস্তারে স্ক্রীন-শট দিয়ে যদি বুঝিয়ে আমাদের কৃতার্থ করতেন তাহলে আপনার টিউনের অধিক গুরুত্ত আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারতাম। যাই হোক সব আপনার ইচ্ছা । টিউনের জন্য ধন্যবাদ ।

    ভাই আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে সব সফটওয়্যার কিভাবে চালাতে হয় তা আপনি ওই সাইটে গেলেই বিস্তারিত পাবেন । তাই আমি আর কিছু লিখি নাই এ ব্যপারে । তাই ভুল হলে মাফ করবেন।

    আপ্নাকেও ধন্যবাদ। আসলে ওইয়েবসাইটাতেই সব লেখা আছে।

টিউনটা কোথায়? লেখা কি আসে নাই?

    ভাই আমি আপনার মত সুপার হ্যাকার না। হঠাত একদিন website টা পেলাম ভাব্লাম শেয়ার করি । ধন্যবাদ।

টিউনটাতে ব্যাখ্যা থাকলে বেশি ভাল হতো, টিউনের জন্য ধন্যবাদ, 🙂

টিউনটা কোথায়? আমি তো কিচ্ছু দেখতাছি না । কানা হইয়া গেলাম না কি ?

Level 0

ভাই আমি কি অন্ধ হযে গেলাম না কি ‘
????
টিউন কই !! চশমা পড়ার পরে অন্ধ হয়ে গেলাম…….!!!!!১

i do not understand …..what’s types of tune it ?? disgusting…………

Level 0

apnar jonno montobbo aerokom
ভালো টিউন করুন………না হয় সময় নষ্ট ন করুইন

ভাই প্রথমত আমি বড় হ্যাকার না । তারপর এই টিউনটা শুধু websit তা বিষয়ে জানানর জন্য। আর আপনারা কানা কিনা জানি না। আমি প্রথমেই লিখে দিয়েছি যে অল্প যা কিছু জানি তা মানুষ কে জানানোই লেখার উদ্দেশ্য। এখন থেকে ভাল টিউন করার চেষ্টা করব। আগে জানলে এই website সম্বন্ধে কখনই জানাতাম না। মন্তব্যের জন্য ধন্যবাদ।