“বিসমিল্লাহির রহমানির রাহিম”
সবাইকে অগ্রীম বাংলা নববর্ষ ১৪১৭ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি সাধারনত যে ধরনের টপিক নিয়ে টিউন করি তার সবগুলোর কিছুটা করে একটি মাল্টি টিউন করছি। আসা করি আপনাদের ভাল লাগবে। তা হলে শুরু করা যাক…
# তৈরি করুন সময় এবং তারিখ সহ আপনার ব্যক্তি গত Log-Book !
প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং লিখুন .LOG এবং সেভ করুন Log-Book.txt ।এখন এটি ওপেন করুন আর ম্যাজিক দেখুন। এখন আপনি এটাতে সময় এবং তারিখ সহ ব্যক্তি গত Log-Book হিসাবে ব্যবহার করতে পারবেন।
# নোটপ্যাড দিয়ে HDD ফরমেটঃ
প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং নিচের কোডটি লিখুন।
01001011000111110010010101010101010000011111100000
এবার .EXE লিখে এটাকে সেভ করুন।
এখন এট ওপেন করার সাথে সাথে HDD পুরো ফরমেট হবে।
# নোটপ্যাড দিয়ে একটি Error ম্যাসেজ তৈরি করুনঃ
প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং লিখুন
Error: Your system is affected by virus
এবং এটাকে .bat নামে সেভ করুন।
এখন এট ওপেন করলে একটি Error ম্যাসেজ আসবে।
# হ্যাক করুন যে কোন ইমেইল ও ওয়েব সাইট Remote Password Hacking Tool দিয়েঃ
১. প্রথমে এখান থেকে tDev1l keylogger টি ডাউনলোড করুন এবং এখান থেকে সিরিয়ালটি ডাউনলোড করুন।
২. "tDevil.exe" টি ওপেন করুন।
৩. এখন আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ডটি দিন অথবা একটি সাধারন আইডি তৈরি করে দিন। এবার "Send Logs Every Minute" এ ৩০ মিনিট করে দিন যা কিনা আপনাকে ৩০ মিনিট পরপর মেইল করে কাঙ্খিত ব্যক্তির কী লগ দিবে। এবার "Build" এ ক্লিক করুন এবং built অ্যাপলিকেশনটি কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন। যখন ব্যক্তি keylogged টি ওপেন করবে তখন কিছুই ঘটবে না কিন্তু আপনাকে প্রতি ৩০ মিনিট পরপর কী লগস গুলো মেইল করবে।
NB: Its 100% FUD (Fully Undetectable) during scantime. So, you can use Crypter / Binder to get rid of antivirus detection….
আমি ছোট বেলা থেকেই খুব সপ্ন দেখতাম একদিন অনেক বড় মানুষ হবো। তাই অনেক ছোট থেকে একটা না একটা সখ বা নেশা আমার ছিলই। স্কুল জীবনের প্রথম ধাপে ইলেকট্রিকাল কাজের প্রতি খুবই আর্কষন ছিল তাই টিফিনের টাকা জমিয়ে একটি ছোট-মোট ইলেকট্রিকাল গবেষনাগার তৈরি করে ফেলেছিলাম এবং দীর্ঘ ৭ম শ্রেনী পর্যন্ত এব্যাপারে রিসাস করি। শেষ পর্যন্ত কিছু আবিষ্কার করতে সক্ষম হই। মোবাইলের ভাইব্রেটিং মেশিং দিয় ও ছোট mp3 এর ব্যাটারি দিয়ে একটি খেলনা প্লেন তৈরি করি যা বেশ অনেক খানি উড়তে সক্ষম। রিমোট কন্টল খেলনা গাড়ি দিয়ে তৈরি করি খেলনা রিমোট কন্টল উইনি কার যা পানি ও মাটিতে চলতে সক্ষম। এর পর হাই স্কুলে উঠার পর কিছু সমস্যার কারনে আমার নিজের এই গবেষনাগারটি বন্ধ করা কয়। তারপর বড় আপুর কম্পিউটার শেখা উদ্দেশ্যে ২০০৫ কম্পিউটার কেনা হয় এবং শুরু হয় আমার আরেক নেশা। এরপর ২০০৯ সালের মাধামাঝি দিকে কম্পিউটারে বিটিসিএল এর একটি মডেম কেনা হয় কিন্তু ভাগ্য খারাপ মাত্র চার মাস পরই এটি অকেজ হয়ে যায়। এর পর বেশ কদিন আমার নেট বন্ধ ছিল তারপর ২০০৯ সালের শেষের দিকে অনেক কষ্ট করে একটি মডেম চাইনিজ মোবাইল কিনি এবং হঠাৎ আমার খুবই পরিচিত একজন ভাই(টিউনার খালেদ) আমাকে টেকটিউনের ঠিকানা দেয় এবং শুরু হয় আমার টিউনিং এবং হ্যাকিং ... আজ আমি দশম শ্রেণীর একজন ছাত্র, জানিনা আমার টিউন আপনাদের কেমন লাগে আবার মাঝে মাঝে অট্ট হাসি হাসতে থাকি আর ভাবি আমি আবার একজন টপ টিউনার হা হা হা…
এই ১৭ তারিখে আমার পরীক্ষা তাই এই মাসে টেকটিউনসের পর্দায় আমাকে আর খুজে পাবেন না। অনেক তো টিউনিং করলম এবার একটু বিরতি চাই, কি দিবেন না…
যেহেতু এই মাস আমি আর নেট চালাচ্ছি না তাই কোন সমস্যা, যোগাযোগ বা সাজেশন দিতে সবসময় আমাকে পাবেন
+017 37 76 64 90
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সবার প্রতি অনুরোধ রইলো হ্যাকিং এর অপব্যবহার না করবার।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার_আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
আমারা সব সময় তোমার কাছ থেকে আরো ভাল ভাল টিউন আশা করি
খুব ভাল হয়েছে।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইলো
Exam valo hok 🙂 best of luck….