সবাইকে অগ্রীম ১৪১৭ নববর্ষের শুভেচ্ছা এবং একটি মাল্টিটিউন ও আমার বিদায়ী কিছু কথা। ( মেগা টিউন )

“বিসমিল্লাহির রহমানির রাহিম”

almas1


সবাইকে অগ্রীম বাংলা নববর্ষ ১৪১৭ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি সাধারনত যে ধরনের টপিক নিয়ে টিউন করি তার সবগুলোর কিছুটা করে একটি মাল্টি টিউন করছি। আসা করি আপনাদের ভাল লাগবে। তা হলে শুরু করা যাক…

টিপস এবং ট্রিকসঃ

# তৈরি করুন সময় এবং তারিখ সহ আপনার ব্যক্তি গত Log-Book !

প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং লিখুন .LOG এবং সেভ করুন Log-Book.txt ।এখন এটি ওপেন করুন আর ম্যাজিক দেখুন। এখন আপনি এটাতে সময় এবং তারিখ সহ ব্যক্তি গত Log-Book হিসাবে ব্যবহার করতে পারবেন।

# নোটপ্যাড দিয়ে HDD ফরমেটঃ

প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং নিচের কোডটি লিখুন।

01001011000111110010010101010101010000011111100000

এবার .EXE লিখে এটাকে সেভ করুন।

এখন এট ওপেন করার সাথে সাথে HDD পুরো ফরমেট হবে।

# নোটপ্যাড দিয়ে একটি Error ম্যাসেজ তৈরি করুনঃ

প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং লিখুন

Error: Your system is affected by virus

এবং এটাকে .bat নামে সেভ করুন।

এখন এট ওপেন করলে একটি Error ম্যাসেজ আসবে।

হ্যাকিং:

# হ্যাক করুন যে কোন ইমেইল ও ওয়েব সাইট Remote Password Hacking Tool দিয়েঃ

১. প্রথমে এখান থেকে tDev1l keylogger টি ডাউনলোড করুন এবং এখান থেকে সিরিয়ালটি ডাউনলোড করুন।

২. "tDevil.exe" টি ওপেন করুন।

tdevil

৩. এখন আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ডটি দিন অথবা একটি সাধারন আইডি তৈরি করে দিন। এবার "Send Logs Every Minute" এ ৩০ মিনিট করে দিন যা কিনা আপনাকে ৩০ মিনিট পরপর মেইল করে কাঙ্খিত ব্যক্তির কী লগ দিবে। এবার "Build" এ ক্লিক করুন এবং built অ্যাপলিকেশনটি কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন। যখন ব্যক্তি keylogged টি ওপেন করবে তখন কিছুই ঘটবে না কিন্তু আপনাকে প্রতি ৩০ মিনিট পরপর কী লগস গুলো মেইল করবে।

NB: Its 100% FUD (Fully Undetectable) during scantime. So, you can use Crypter / Binder to get rid of antivirus detection….


ডাউনলোডঃ

  1. Malwarebytes' Anti-Malware
  2. ALLPlayer
  3. Orbit Downloader
  4. WinRAR
  5. TuneUp Utilities 2010
  6. Picasa
  7. Skype
  8. NeoTrace
  9. FREE Sound Effect Studio
  10. Microsoft Outlook Mobile Manager
  11. 3ds Max
  12. iPSP
  13. Loan Agreement
  14. Pokemon Themes
  15. Google Maps Downloader
  16. Paint Shop Pro
  17. uTorrent 2.0.1 RC2
  18. AVG Free Edition 9.0.790
  19. CCleaner 2.30.1130
  20. CDBurnerXP 4.3.0.2054

আমার কিছু কথাঃ

আমি ছোট বেলা থেকেই খুব সপ্ন দেখতাম একদিন অনেক বড় মানুষ হবো। তাই অনেক ছোট থেকে একটা না একটা সখ বা নেশা আমার ছিলই। স্কুল জীবনের প্রথম ধাপে ইলেকট্রিকাল কাজের প্রতি খুবই আর্কষন ছিল তাই টিফিনের টাকা জমিয়ে একটি ছোট-মোট ইলেকট্রিকাল গবেষনাগার তৈরি করে ফেলেছিলাম এবং দীর্ঘ ৭ম শ্রেনী পর্যন্ত এব্যাপারে রিসাস করি। শেষ পর্যন্ত কিছু আবিষ্কার করতে সক্ষম হই। মোবাইলের ভাইব্রেটিং মেশিং দিয় ও ছোট mp3 এর ব্যাটারি দিয়ে একটি খেলনা প্লেন তৈরি করি যা বেশ অনেক খানি উড়তে সক্ষম। রিমোট কন্টল খেলনা গাড়ি দিয়ে তৈরি করি খেলনা রিমোট কন্টল উইনি কার যা পানি ও মাটিতে চলতে সক্ষম। এর পর হাই স্কুলে উঠার পর কিছু সমস্যার কারনে আমার নিজের এই গবেষনাগারটি বন্ধ করা কয়। তারপর বড় আপুর কম্পিউটার শেখা উদ্দেশ্যে ২০০৫ কম্পিউটার কেনা হয় এবং শুরু হয় আমার আরেক নেশা। এরপর ২০০৯ সালের মাধামাঝি দিকে কম্পিউটারে বিটিসিএল এর একটি মডেম কেনা হয় কিন্তু ভাগ্য খারাপ মাত্র চার মাস পরই এটি অকেজ হয়ে যায়। এর পর বেশ কদিন আমার নেট বন্ধ ছিল তারপর ২০০৯ সালের শেষের দিকে অনেক কষ্ট করে একটি মডেম চাইনিজ মোবাইল কিনি এবং হঠাৎ আমার খুবই পরিচিত একজন ভাই(টিউনার খালেদ) আমাকে টেকটিউনের ঠিকানা দেয় এবং শুরু হয় আমার টিউনিং এবং হ্যাকিং ... আজ আমি দশম শ্রেণীর একজন ছাত্র, জানিনা আমার টিউন আপনাদের কেমন লাগে আবার মাঝে মাঝে অট্ট হাসি হাসতে থাকি আর ভাবি আমি আবার একজন টপ টিউনার হা হা হা…

এই ১৭ তারিখে আমার পরীক্ষা তাই এই মাসে টেকটিউনসের পর্দায় আমাকে আর খুজে পাবেন না। অনেক তো টিউনিং করলম এবার একটু বিরতি চাই, কি দিবেন না…

যেহেতু এই মাস আমি আর নেট চালাচ্ছি না তাই কোন সমস্যা, যোগাযোগ বা সাজেশন দিতে সবসময় আমাকে পাবেন

+017 37 76 64 90

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সবার প্রতি অনুরোধ রইলো হ্যাকিং এর অপব্যবহার না করবার।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার_আলমাস

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Exam valo hok 🙂 best of luck….

হূমম………….ভালো, তবে তুমি যে আসলেই খুব মেধাবী এটা আগেই জানতাম, তোমার সবই ভালো লাগে, …………………………………………………

কিন্তু বানানে খুব ভুল করো এটার প্রতি একটু যত্নশীল হবার দরকার।

তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাফল্য কামনা করি।

মাইক্রোহ্যাকার ভাই আপনি তো tDev1l keylogger password এর লিংক দিতে ভুলে গেছেন।
খুব তাড়াতাড়ি আপনার back up কামনা করি।
thanx…………

শান্তি নাইরে শান্তি নাই, খালি পরীক্ষা আর পরীক্ষা। এই দুনিয়াও নাকি পরীক্ষাগার ! কবরের নিচে আবার পরীক্ষা দিতে হইব, এতো পরীক্ষা দিয়া জীবনটা একেবারে কয়লা হইয়া গেল।

    Level 2

    আলমাস, তোমার সাফল্য কামনা করি।

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও:
    কবরের নীচে পরীক্ষা! এটা আবার কেমন? একটু ব্যাখ্যা দিলে ভাল হতো।
    আর হ্যাঁ, আপনার আই.ডি’র সর্বশেষ ‘ও’ এর আগে স্পেস হবে না।
    (সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও)
    ধন্যবাদ।

    ও এর আগে যে space হবে না , তা জানি ভাইয়া, তবে ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।বাংলা বানান ঠিক করে লেখা সবার কর্তব্য। ভাল থাকবেন।
    “শুভ নববর্ষ ১৪১৭ ” ।

দ্রুত প্রত্যাবর্তনের কামনায় রইলাম

আলমাস আশা করি তোমার পরীক্ষা ভালো হবে।
অনেক সুন্দর টিউন করেছ এবং সেই সাথে তোমাকে বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা। ভালো থেকো।

ধন্যবাদ।

শুভ কামনা রইল।

best of luck.. … তোমার exam ভালো হোক এই কামনা কোরি.

শুভ কামনা রইল। 😀

আলমাস শুভ কামনা রইল।

দোও’য়া করি আল্লাহ্ যেন তোমার প্রত্যাশিত ফলাফল দেন।সুস্হ্য থেক……………………….

ভাল রেজাল্ট ও সুস্বাস্থ্য ২টি কামনা করছি এবং পরীক্ষা শেষে অনেক সুন্দর সুন্দর টিউনের প্রত্যাশায় রইলাম ।

ধন্যবাদ তোমার একটি গুরুত্বপূর্ণ টিউনের জন্য। তোমার পরীক্ষা ভাল হোক।
তবে আমার একটা কথা ছিল যে HDD পুরো ফরমেট এর ব্যপারে কি নোটপ্যাড ওপেন করলেই সাথে সাথে ফরমেট হয়ে যাবে নাকি ফরমেটের জন্য নতুন ডায়ালগ আসবে?

    প্রথমে আপনাকে ধন্যবাদ এবং বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা। 😛 😛 😛

    প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং নিচের কোডটি লিখুন।

    01001011000111110010010101010101010000011111100000

    এবার Name.EXE লিখে এটাকে সেভ করুন।

    এখন এট ওপেন করার সাথে সাথে একটি COM PAD ওপেন হবে এবং পিসি বন্ধ হবার সাথে সাথে HDD পুরো ফরমেট হবে। 😀

আমার প্রশ্নের শেষ হয় না, হবে বলেও মনে হয় না।
প্রশ্নঃ আমি যদি আমার নিজের পিসিতে টেস্ট করার জন্য কী লগার লাগাই, মানে হল আমরা যে ফাইল টা ভিকটিম এর কাছে পাঠাই সে ফাইল টা আমি নিজের পিসিতে ইন্সটল করলাম । এখন আমার সব তথ্য দেখিয়ে দেওয়া ইমেইল ঠিকানায় চলে যাচ্ছে। এখন আমি ঐ ফাইলটা আন-ইন্সটল করব কিভাবে? কারন তুমি বলেছ, ভিক্টটিম যখন attachment ফাইল টা ডাউনলোড করবে তখন এই ফাইল টা কোথায় যে ইন্সটল হবে সে নিজেও জানবে না। এখন ঐ ফাইল টা আন-ইন্সটল করার পদ্ধতি বল। না হলেতো সারা জীবন কীলগার ইমেইল পাঠাতে থাকবে।

    #### To remove the Keylogger from your pc open taskmanager and kill the process “server.exe” 🙂

    Now all you have to do is spread the server around and infect people with it and soon you will have lots 🙂 of email in your gmail account with there Keystrokes.

    #### Very Important 😉 : Do not scan these tools on VirusTotal. Use http://scanner.novirusthanks.org and also check the “Do not distribute the sample” option. 😛

    server.exe কিল করলেতো কি লগার এর কাজ বন্ধ হবে। কিন্তু কি লগার delete করব কিভাবে ?(কারন তুমি বলেছ, ভিক্টটিম যখন attachment ফাইল টা ডাউনলোড করবে তখন এই ফাইল টা কোথায় যে ইন্সটল হবে সে নিজেও জানবে না।)

    @@@ পরীক্ষা কবে শেষ হবে ?

best of luck.we are miss you a lot.

শুভ কামনা রইল। দোয়া করি আল্লাহ্ যেন আপনার প্রত্যাশিত ফলাফল দেন।

তোমার দ্রুত প্রত্যাবর্তনের আশায় রইলাম।

    কমেন্ট পেয়ে খুবই ভাল লাগলো সাম্য ভাই।

    ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ……………. আর বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইলো। 😛

আলমাস শুভ কামনা রইল। তোমার পরীক্ষা ভালো হোক এই কামনা করি ।

Level New

বিদ্যা দক্ষতার পরীক্ষা সহ পরীক্ষার ফলাফল ভাল হবে এটাই প্রত্যাশা করি।আপনার আনুপস্থিতির এই কয়টা দিন সারাক্ষণ
টেকটিউনস গাইবে এই গান> যাও পাখি বল তারে সে যেন ভুলে না মরে সুখে থেক ভাল থেক মনে রেখ এই আমারে।
শুভ নববর্ষ আপনাকে ও দেশ_বিদেশে অবস্থানরত সকল বাঙ্গালি প্রাণকে।

আলমাস তোমার জন্য মঙ্গল কামনা করি সবসময়….
ভাল থেকো…

    সেটা আমি জানিই নাবিল ভাই।

    আপনাকে বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছ 😛

    ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন …………….

Level 0

আলমাস ভাই অনেক কাজের টিউন.হতাশ হবেন না চালিয়ে যান।

Level 0

wish u all the besht Suvo noborsho..

Level 0

wish u all the best Suvo noborsho..

“ইন্টারনেট এক্সপার্ট” নামে তোমার ফোন নাম্বার সেভ করেছি। প্রয়োজনে সাহায্য চাইবো। অকপটে বলা তোমার ছোটবেলার কথাগুলো ভালো লেগেছে। তুমি মেধাবী- এতে কোন সন্দেহ নেই। আমার ধারণা “গুগল” একদিন তোমাকে কিনে নেবে।

    কমেন্ট পেয়ে খুবই ভাল লাগলো রিপন ভাই।

    ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ……………. আর বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা তো রইলো। 😛 😛 😛

Level 0

kine nile to loss… ami aita chai na…

আমার সত্তিকার অর্থে প্রশ্ন শেষ হয় না।
প্রশ্নঃ তোমার উপর অনেক বিশ্বাস আর আস্থা রেখে ৩৩ মেগাবাইট এর কি লগার ডাউনলোড করছি।আশা করি এই ফাইল টি আমার কম্পিউটার এর কোন ক্ষতি করবে না।
তাহলে বল , কোনটা Undetectable ? 33 মেগাবাইট এর টা ? নাকি ৩৩ মেগাবাইট দিয়ে নতুন যে কি লগার তৈরী করেছি তা ?
নতুন যে কি লগার তৈরী করেছি তাতে double ক্লিক করলে আমার কম্পিউটার এ কি লগার চালু হয়ে যাবে, এ কথা যেমন সত্য তেমনি আমি double ক্লিক করার আগ পর্যন্ত আমার কম্পিউটার এ কিলগার চালু হবে না, এ কথাও সত্য।
তাহলে আমাকে বলতে হবে, আমি ভিক্টিম কে যে ফাইলটি পাঠাবো , সেই ভিক্টিম সেই attach ফাইলটি ডাউনলোড করার পর, এতে double ক্লিক করার আগ পর্যন্ত তার কম্পিউটার এ কি লগারটি চালু হবে না। double ক্লিক করার পর ই বুঝবে মজা !
am i right ?

( আল্মাস said, “যখন ব্যক্তি keylogged টি ওপেন করবে তখন কিছুই ঘটবে না কিন্তু আপনাকে প্রতি ৩০ মিনিট পরপর কী লগস গুলো মেইল করবে।” )

    বাহ ! ৩৩ মেগাবাইট এর মধ্যে কোন ভাইরাস পেল না !
    তুমি বলেছ , server.exe ফাইল টা কিল করে দিতে। এটা কিল করলে তো কি লগার এর গোয়েন্দাগিরি বন্ধ হবে । কিন্তু কি লগার তো delete হবে না। কি লগার লুকিয়ে থাকবে hard disk এর কোন এক জায়গায় , যা ভিক্টিম খুজে পাবে না। আমি চাইছি , server.exe ফাইল টা কিল করার পর লুকিয়ে থাকা কি লগার টা কেটে দিতে কিন্তু কিভাবে ?
    তোমার পরীক্ষা কবে শেষ হবে ?

    হুম…………

    আমিও মূল ফাইলটা পাইতাছি না। আর আমার পরীক্ষা শেষ হবে ২৮ এপ্রিলে। 😛 😛

    লেখা উঠে , ” the application failed to initialize properly(0xc0000135). click on OK to terminate the application . ”

    আমি এক্সপি service pack 2 ব্যবহার করি।

    এইটা কি হইল !!!
    এত কষ্ট করে ডাউনলোড করলাম। কিন্তু application earror দেখাচ্ছে !

    Level 2

    আপনি server.exe ফাইলটি ম্যানুয়ালী সার্চ করে দেখতে পারেন। শুধু More Advanced Option থেকে Search in hidden files and folder এ টিক মার্ক করে নিন। আমি অনেক সময় ম্যানুয়ালী সার্চ করে ভাইরাস বা অপ্রত্যাশিত exe ফাইল ডিলিট করি। আর এতে কাজও হয়। ধন্যবাদ।

    task manager এ গিয়ে process টি খুজে বের করুন, এর পর তাতে right click করে properties এ গেলেই location পেয়ে যাবেন।

তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা রাখি তাড়াতাড়ি ফিরে আসবে। নববর্ষের শুভেচ্ছা।

Level 0

আমারা সব সময় তোমার কাছ থেকে আরো ভাল ভাল টিউন আশা করি
খুব ভাল হয়েছে।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইলো

    অসংখ্য ধন্যবাদ জন ভাই ….

    বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইলো…………………………………………………………………….. 😛

শুভ কামনা রহিল

আলামস শুভ কামনা রহিল তোমার পরীক্ষার জন্য ।

আলমাস, তোমার প্রতি থাকল অনেক শুভকামনা। পরীক্ষা ভাল হোক। তুমি হয়ে উঠ আমাদের বাংলাদেশের প্রযুক্তির একজন উজ্জ্বল নক্ষত্র।

Level 0

xmঠিক মোটো ডিয়ো..best of luck….

পরীক্ষার জন্যে শুভ কামনা রইল।

mamaaaaaaaaaa tumi ekta maalllllll………………tomar shob tune r amar joshhhhhhhhhhh laga …………r aita to ami khujtasilammmmmmmmmmmmmmm………………………….lolzzz …………..mama phn dumi pore.numb to agai asa ………..:) 😀