হাই , এইটা আমার চেইন টিউনের ২য় টিউন ।
আশা করি মডারেটর ভাইরা এটাকে চেইন টিউনের অন্তরভূক্ত করবেন ।
তো চলে যাই আজকের টিউনে -----------------
<<<<<<<<<<<<<<<<=================>>>>>>>>>>>>>>>>
আমরা অনেকেই UC Browser দিয়ে নেট ব্যাবহার করি।
মাঝে মাঝে আপনার বন্ধুও আপনার মোবাইল দিয়ে ফেসবুক চালায় ।
আপনি চাইলে তার পাসওয়ার্ড পেতে পারেন ।
কত মজা না ?!!!
তো আসুন শুরু করি ।
(১) প্রথমে আপনার UC Browser ওপেন করুন ।
(২) এবার অপশনে গিয়ে Settings দিয়ে Security তে দেখতে পাবেন login
record এ গিয়ে auto save করে দিন ।
এবার আপনার বন্ধু আপনার ফোনে ফেসবুক এ লগইন করে লগআউট করলেও আপনি www .
fb.com এ গিয়ে দেখুন বন্ধুর পাসওয়ার্ড আছে ।
কিন্তু সেটা দেখবেন কি করে ? আমি আচি না ।
(৩) আপনি মাউস পয়েন্টার টা পাসওয়ার্ড ঘরে নিয়ে # চেপে 5 চাপুন ।
তাহলেই বন্ধুর পাসওয়ার্ড পাবেন ।
পোস্টটা ক্ষতির কাজে ব্যাবহার করবেন না আমি এ কথাটা বলব না করন আপনি একজন কে হ্যাক
করার জন্যই এই টিউন টি পড়ছেন ।
আমি জাস্ট একটা কথা বলতে চাই " কেউ যদি আপনার
ক্ষতি না করে তাহলে আপনি শুধু তার একাউন্ট হ্যাক কইরেন না "
টিউনটি শুধু তাদের জন্য যারা জানে না আর সবাই কমেন্ট করবেন ।
পরের টিউনে দিব কিভাবে দূরের কারও ফেসবুক আইডি হ্যাক করতে হয় ।
আমি Technology Pagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বন্ধু পাসওয়াড নিয়া কি করব? পারলে আপনার লিস্ট করি করে অন্য যনে হ্যাংক করবে তা বলে দিয়েন