মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের জন্য একটি password recovery tool হল Cain's । এটা দিয়ে বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের রিকভার করা যায়।, এ ছাড়া এর ডিকশেনারী ব্যবহার করে পাসওয়ার্ডে্র এনক্রিপ্ট করতে পারে।এটি একটি cracking অভিধান, Brute-Force এবং Cryptanalysis আক্রমণ, রেকর্ডিং VoIP কথোপকথন ব্যবহার করে পাসওয়ার্ড এনক্রিপ্ট করতে পারে , ডিকোডিং পাসওয়ার্ড, এমন কি ওয়্যারলেস নেটওয়ার্ক কী পুনরুদ্বার করতে পারে।এটা মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ন ইউটিলিটি।
Cain & Abel ইউটিলিটি ডেভেলপ করা হয়েছে নেটওয়ার্ক পরিচালক, শিক্ষক, নিরাপত্তা consultants/ professionals, forensic কর্মচারী, নিরাপত্তা সফটওয়্যার বিক্রেতা, পেশাদার,ল্যাব পরীক্ষকের জন্য ।
এটার কোন অন্যায় কাজে ব্যবহারের জন্যে লেখক সাহায্য করবে না অথবা এই ইউটিলিটি সঙ্গে যেকোন বেআইনি সক্রিয়তা সমর্থন করবে না। কেউ ক্ষতিকর কোন কাজে। হ্যাকিং সফটওয়্যারগুলো দয়া করে ব্যবহার না করার জন্য অনুরোধ রইল।শুধু মাত্র বাস্তবিক ধারনা দেয়ার জন্য এই টিউনস এর অবতারনা।
এই লিংন্ক থেকে ডাউনলোড করুন Cain & Abel.
নিম্নের স্ক্রীন শটটিতে ওয়াইফাই/ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড হ্যকিং এর নমুনা দেখানো হয়েছে, যেট অামার পিসি থেকে করা হয়েছে। কারো ওয়াইফাই/ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড হ্যাক করতে হলে ঐ পিসিতে এই ইউটিলিটি ইনস্টল করুন এবং যাচাই করুন।এই ইউটিলিটির বহুবিধ ব্যবহার রয়েছে যা অনেক বড় ধরনের কাজে লাগে। এটা দিয়ে সেশন হাউজাকিং সম্ভব।
১. এখান থেকে ডাউনলোড, ইন্সটল, রান এবং বিস্তারিত জানার জন্য লিংকটি ব্যবহার করতে পারেন http://www.oxid.it/cain.htm
২. টপ বারে “Configure” করুন
৩. “Sniffer”ট্যাবে ক্লিক করুন এবং টেবিল এ প্রদশনকৃত অংশে অপনার ব্যবহারকৃত নেটোয়ক এডাপ্টার সিলেক্ট করে “Apply”,করুন তারপর “OK” করুন.
৪. মেইন উইন্ডো খেকে “Sniffer” ট্যাবে ক্লিক করুন.
৫.টপ বারে network অইকনে ক্রিক করুন
৬.অত:পর উপরের বারে “+” বাটনে কইক করুন.
৭. সিলেক্ট করুন “All hosts in my subnet”, ক্লিক করুন “OK”. Entries should appear in the main window under the “IP address”, “MAC address” and “OUI fingerprint” headings.
৮. উপরের বারে “Sniffer” ট্যাবে “APR” এ ক্রিক করুন
৯. উপরের বারে “+” বাটনে ক্লিক করুন.
১০. ক্লিক করুন রাউটারের বাম দিকের pane এ, এখনে ডিফল্ট সবনিম্ন আইপি ভেলু (xxx.xxx.xxx.*). যে IP addressesকে sniff করবেন তাকে হাইলাইট করুন তারপর “OK” ক্লিক করুন.
১১. উপরের বারে ARP ক্লিক করুন এবং অপেক্ষা করুন যে পযন্ত অন্যান্য ইউজার অন্য কম্পউটার থেকে োয়েভ সাইটে লগইন না করে. তবে তা নিবর করে নেটোয়ক এবং ট্রাফিক যা নেটোযক গ্রহন করে।এটা মিনিট থেকে শুরু করে ঘন্টা পযন্ত হতে পারে।
১২. কিছু সময় অতিবাহিত হয়ার পর “Passwords” বাটনে ক্লিক করুন নীচের ট্যাবে।
১৩. বাম দিকর প্যানে bolded entries সিলেক্ট করুন. ডান দিকর প্যানে সময় দেখাবে এবং server, username, password (in plaintext) and site accessed.
আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।
ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...
হে হে। কাজের জিনিস।