হ্যাক করুন ওয়াইফাই,ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড(খেয়াল রাখবেন অন্যর ক্ষতি যেন না হয়)-প্রথম অংশ

মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের জন্য একটি password recovery tool হল Cain's । এটা দিয়ে বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের রিকভার করা যায়।, এ ছাড়া এর ডিকশেনারী ব্যবহার করে পাসওয়ার্ডে্র এনক্রিপ্ট করতে পারে।এটি একটি cracking অভিধান, Brute-Force এবং Cryptanalysis  আক্রমণ, রেকর্ডিং VoIP কথোপকথন ব্যবহার করে পাসওয়ার্ড এনক্রিপ্ট করতে পারে , ডিকোডিং পাসওয়ার্ড, এমন কি ওয়্যারলেস  নেটওয়ার্ক কী পুনরুদ্বার করতে পারে।এটা মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ন ইউটিলিটি।

Cain & Abel ইউটিলিটি ডেভেলপ করা হয়েছে  নেটওয়ার্ক পরিচালক, শিক্ষক, নিরাপত্তা consultants/ professionals, forensic  কর্মচারী, নিরাপত্তা সফটওয়্যার বিক্রেতা, পেশাদার,ল্যাব পরীক্ষকের জন্য ।

এটার কোন অন্যায় কাজে ব্যবহারের জন্যে  লেখক সাহায্য করবে না অথবা এই ইউটিলিটি সঙ্গে যেকোন বেআইনি সক্রিয়তা সমর্থন  করবে না। কেউ ক্ষতিকর কোন কাজে। হ্যাকিং  সফটওয়্যারগুলো দয়া করে ব্যবহার  না করার জন্য অনুরোধ রইল।শুধু মাত্র বাস্তবিক ধারনা দেয়ার জন্য এই টিউনস এর অবতারনা।

এই লিংন্ক থেকে ডাউনলোড করুন Cain & Abel.

নিম্নের স্ক্রীন শটটিতে ওয়াইফাই/ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড হ্যকিং এর নমুনা দেখানো হয়েছে, যেট অামার পিসি থেকে করা হয়েছে। কারো ওয়াইফাই/ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড হ্যাক করতে হলে ঐ পিসিতে এই ইউটিলিটি ইনস্টল করুন  এবং যাচাই করুন।এই ইউটিলিটির  বহুবিধ  ব্যবহার রয়েছে যা অনেক বড় ধরনের কাজে লাগে। এটা দিয়ে সেশন হাউজাকিং সম্ভব।

cans

১. এখান থেকে ডাউনলোড, ইন্সটল, রান এবং বিস্তারিত জানার জন্য  লিংকটি ব্যবহার করতে পারেন  http://www.oxid.it/cain.htm

২. টপ বারে “Configure” করুন

৩. “Sniffer”ট্যাবে  ক্লিক করুন এবং টেবিল এ প্রদশনকৃত অংশে অপনার ব্যবহারকৃত নেটোয়ক এডাপ্টার সিলেক্ট করে “Apply”,করুন তারপর “OK” করুন.

৪. মেইন উইন্ডো খেকে “Sniffer” ট্যাবে ক্লিক করুন.

৫.টপ বারে network অইকনে ক্রিক করুন

৬.অত:পর উপরের বারে “+” বাটনে কইক করুন.

৭. সিলেক্ট করুন “All hosts in my subnet”, ক্লিক করুন “OK”. Entries should appear in the main window under the “IP address”, “MAC address” and “OUI fingerprint” headings.

৮. উপরের বারে “Sniffer” ট্যাবে “APR” এ ক্রিক করুন

৯. উপরের বারে  “+” বাটনে ক্লিক করুন.

can

১০. ক্লিক করুন রাউটারের বাম দিকের pane এ, এখনে ডিফল্ট সবনিম্ন আইপি ভেলু (xxx.xxx.xxx.*). যে IP addressesকে sniff করবেন তাকে হাইলাইট করুন তারপর “OK” ক্লিক করুন.

১১. উপরের বারে ARP ক্লিক করুন এবং অপেক্ষা করুন যে পযন্ত অন্যান্য ইউজার অন্য কম্পউটার থেকে োয়েভ সাইটে লগইন না করে. তবে তা নিবর করে নেটোয়ক এবং ট্রাফিক যা নেটোযক গ্রহন করে।এটা মিনিট থেকে শুরু করে ঘন্টা পযন্ত হতে পারে।

১২. কিছু সময় অতিবাহিত হয়ার পর  “Passwords” বাটনে ক্লিক করুন নীচের ট্যাবে।

১৩. বাম দিকর প্যানে bolded entries সিলেক্ট করুন. ডান দিকর প্যানে সময় দেখাবে  এবং server, username, password (in plaintext) and site accessed.

cans2

চলবে........

Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে হে। কাজের জিনিস।

    সাম্য ভাই ইউটিলিটিটি ব্যবহার করে দেখুন অনেক কাজে আসতে পারে। ধন্যবাদ।

কারো ওয়াইফাই/ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড হ্যাক করতে হলে ঐ পিসিতে এই ইউটিলিটি ইনস্টল করুন এবং যাচাই করুন।ঐ পিসিতে ইনস্টল ছারা হবে কি?যদি হয় তার বিস্তারিত জানাবেন।যেমন আমি ঐ পিসিতে বসতে পারব না,এমন কি ঐ পিসিতে হাত লাগাতে পারব না।

আমি গত ২ দিন আগে একটা Ethernet to Wi-Fi Converter কিনেছি।এখন আমি ওটাকে সেটআপ করটে পারতেছি না।নাম THOMSON TG185N টেকি ভাইদের সাহায্য চাই প্লিজ টেকি ভাই আপনারা একটু আওয়াজ দেন ।আমি সোদিআরব এর রিয়াদে থাকি।আমার মোবাইল নাম্বার +৯৬৬৫৬৩৬৪৪৪৯১।আমার ই-মেল [email protected] /[email protected] রিয়াদে আছেন এমন কেউ আওয়াজ দেন ।আপনাদের আওয়াজ এর অপেক্ষায় রইলাম।

আমি গত ২ দিন আগে একটা Ethernet to Wi-Fi Converter কিনেছি।এখন আমি ওটাকে সেটআপ করটে পারতেছি না।নাম THOMSON TG185N টেকি ভাইদের সাহায্য চাই প্লিজ টেকি ভাই আপনারা একটু আওয়াজ দেন ।আমি সোদিআরব এর রিয়াদে থাকি।আমার মোবাইল নাম্বার +৯৬৬৫৬৩৬৪৪৪৯১।আমার ই-মেল [email protected] /[email protected] রিয়াদে আছেন এমন কেউ আওয়াজ দেন ।আপনাদের আওয়াজ এর অপেক্ষায় রইলাম।আমি অনেক চেস্টা করেছি,কিন্তু কিছুতেই কিছু করতে পারি নাই।আপনি যদি একটু সাহায্য করতেন।

    আপনি এই লিংকটি মনযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এবং এই অনুযায়ী কনফিগার করেন।
    http://downloads.thomson.net/telecom/documentation/TG185n/R100/SetupUserGuide/HTML/TG185n_en/wwhelp/wwhimpl/common/html/wwhelp.htm?context=sug&file=AP2.htm
    আপনার THOMSON TG185n এক্সেস পয়েন্টটির সাথে যে ম্যানুয়াল দেয়া আছে তাতেইতো সব বিবরন দেয়া আছে।আপনার এক্সেস পয়েন্ট কনফিগার সম্বন্ধে ধারনা না থাকলে অভিজ্ঞ কারো সহায়তা নিন।আমার জনামতে এটাতো Ethernet to Wi-Fi Converter না, THOMSON TG185N এটা হল এক্সেস পয়েন্ট। এক্সেস পয়েন্ট/রাউটার কনফিগার সম্বন্ধে ধারনা না থাকলে ওটাকে সেটআপ করতে পাবেন না। উল্লেখিত লিংকটি তে আপনার সমাধান দেয়া আছে। বুঝতে সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

জটিল জিনিস :D:D

Level New

Jodi ami notun amar bjhte sommossa hocche
tapore o aro jante chai hoyto eksomoy
bhuje jabo r amar jana proyjon
saha kori samne aro bistarito likhben
protita shikha hok kollayner jonno

Dhonnobad panak

    আপনি বিস্তারিত জানার জন্য উপরোল্লিখিত লিংন্ক থেকে ঘুরে আসুন বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।

Level 3

ধন্যবাদ

কেইন & এবেল এমন একটি টুল যার সকল ফাংসানিলিটির ৫০% যদি কেউ ব্যবহার করতে পারেন, তাহলে তিনি নেটওয়াকিং সিকিউরিটি (নাকি হ্যাকিং !) এর বিশাল বস। আমি কেবল এর স্নিফিং এবং রেইনবো ক্র্যাক নিয়ে কিছু তেলেসমাতি করেছিলাম ছাএ থাকতে, তাতেই যা ধুন্দুমার হয়েছিল…যাহোক একজন এথিক্যাল হ্যাকার এর কাছে এর যেমন প্রচুর কদর, তেমনি একজন ক্র্যকার / হ্যাকার এর কাছে ও এটি মুল্যবান। So please use it carefully…

@Yakub vai: Please vai write carefully, ati jeno “guru mara bidda” na hy….ha..ha..ha :)….just kidding…carry on.

    শিমুল ভাই, একজন এথিক্যাল হ্যাকার এর কাছে এর যেমন প্রচুর কদর, তেমনি একজন ক্র্যকার / হ্যাকার এর কাছে ও এটি মুল্যবান, এটা ঠিক ,এটা কিন্তু একদিকে উপকারী অন্যদিকে অপব্যবহার করে অনেক কিছু করা সম্ভব, অমি েনটোয়াক এন্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর উপর রিসাস এর কাজ করতে গিয়ে কেইন & এবেল এর ব্যবহার করেছি এক কথায় অসাধারন। তবে জনস্বাথে ক্ষতি হয় এমন কিছুর টিপস আমি দিচ্ছি না। শুধুমাত্র কেইন & এবেল এর পরিচয় করিয়ে দিলাম, কেউ ইন্টারেষ্টেড হলে সংশ্লিষ্ট সাইটে গিয়ে চেষ্টা করে দেখতে পারে। আমি প্রথমেই বলেছি হ্যাক করুন ওয়াইফাই,ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড(খেয়াল রাখবেন অন্যর ক্ষতি যেন না হয়)। আমি আশা করি গরু মারা বিদ্যা হবে না। ধন্যবাদ।

ধন্যবাদ ইয়াকুব ভাই , কাজের টিউন । 🙂

    আসলেই কাজের, একটু মাথা খাটালে অনেক কিছু করা সম্ভব এই ইউটিলিটি দিয়ে। ধন্যবাদ।

আরো বিস্তারিতভাবে জানার জন্য সংশ্লিষ্ট লিংন্ক: http://www.oxid.it/cain.htm থেকে ঘুরে আসুন। আশা করি বুঝতে অসুবিধা হবে না। ধন্যবাদ।

bro সত্যিই কাজের জিনিস । আনেক দিন পর মনের মতো একটা টিউন দেখতে পেলাম।

    হ্যাকিং এতই পছন্দ, ঠিক আছে পরবরতীতে আরো কিছু মজার মজার হ্যাকিং টুলস পরিচয় করিয়ে দেয়ার ইচ্ছা রইল। তবে এর অপব্যবহার করা যাবে না। ধন্যবাদ।

জিনিস এক টা পাইলাম বটে……… হলুদ…মরিচ…ধইন্ন্যা।

    তবে এর অপব্যবহার করবেন না। ধন্যবাদ।

এম ইয়াকুব ভাই আমি আপনাকে একটা মেইল দিছি।প্লিজ আপনার মেইল্টা চেক করেন।আপনার সাহায্য চাই।

Level 0

দারুন…
আচ্ছা ভাই guest account থেকে সফটওয়ার ইন্সটল করার পদ্দ্বতি জানেন…
ধরুন কোন কম্পিউটারের পাসওয়ার্ড হ্যাক করতে চাচ্ছি না শুধু সফটওয়ার ইন্সটল করতে চাচ্ছি guest account থেকে,…সম্ভব ?

    guest account থেকে লগঅন করলে সফটওয়ার ইন্সটল করা সম্ভব নয়।
    *You cannot install software or hardware.
    *You cannot change the Guest account type.
    *You cannot create a password for the account.
    *You cannot change the Guest account picture.
    *You cannot access the applications that have already been installed on the computer.
    *You cannot access the files in the Shared Documents folder.
    *You cannot access the files in the Guest profile.
    *You cannot install software or hardware.
    *You cannot change the Guest account type.
    *You cannot create a password for the account.
    *You cannot change the Guest account picture.
    *You cannot access the applications that have already been installed on the computer.
    *You cannot access the files in the Shared Documents folder.
    *You cannot access the files in the Guest profile.

Level 0

apner wifi network er password haking korer je software cain download koresi but install korer je instruction desen ter 5 nuber serial porjonto peresi but 6 number E + buton E quic korte bolesen quic kivabe kore ami click kore siclick koree por ip address chai “All hosts in my subnet~ ase na. bistarito jante chai please .

Level 0

ভাই নোকিয়া n95 এ কিভাবে ওয়াইফাই connected করব.?(search দিলে network পায়.৩টি…এর মধ্যে ১ টি difault network select করে ok দিলে connected হয়..কিন্তু brows করতে পারি না…ভাই খুব সমস্যায় আছি…প্লিজ জানাবেন আমাকে……

Level 0

amio apnader k wifi pass kivabe ber korte hoy ta bolse.. jara wifi line and windows 7 use koren sudo tader jonno r windows 8 r vista ta te ber kora jai naki ta ami jani na bcoz ami egula use kore nai, ok kaj er kotha bole kivabe wifi pass ber korte hoi. apner wifi link ta te jan, je wifi line ta use koren, tar por ri8 click koren. dekhen tu properties lekha ta ase naki? jodi thake tahole click koren. dekhen tu cannetion r security ase. tar por security click koren, niche dekhen “show characters” lekha er sathe khale gor ase click koron r wifi pass ta niye nen, jader kas theke apne internet nisen tader k bolon vai ami r apner ner use korbo na, jodi bole kno, bolben r vako lage na net…….. ashole chota akta kaj onek boro kore lekhlam kichu mone korben na, ashole ami lekhte pari na vol hole khoma korben r jodi success hon sodo akta comment korben, r akhon ami unlimited internet use kortse, valo thakben sobai

কোন এন্ড্রইড সফটওয়্যার আছে যেটা দিয়ে ওয়াইফাই হ্যাক করা যাবে??????

Level 0

Yeakob vai,amr pc ta 2ta wifi signal pay kin2 ‘cain able’ open kore wireless network open korle kono wifi connection show korena.
vai apnar mob number ta jodi den upokrito hotam plz…

Level 0

vai 1st part deklam good. next part gula koi link ta pls den.

নিজের পিসি থেকে অন্যের রাউটার হ্যাক্ড করা যাবে এটা দিয়ে?