আসসালামু আলাইকুম । দীর্ঘদিন টিউন করা হয় না । ভাবতে পারেন আমি অন্য এক ভাইয়ের টিউন কার্বন কপি করেছি । এটি শুধুই আপডেটেড টিউন । তবে কৃতিত্ব পাবার যোগ্য রাশেদ রাহুল ভাই ।তার টিউনটা একটু দেখে আসলে খুশি হব। আমি খালি WPA আর WPA 2 এর পদ্ধতি দেখাচ্ছি ।
নিচের অংশে WPA/WPA2 WiFi কানেক্ট করার পদ্ধতি দেওয়া হল ঃ
AirCrack folder খুলুন এবং Bin->Aircrack-ng GUI.exe লোকেসান এ যান এবং GUI এ .Cap file বসান এবং Next->Next->Next
এখন তার সব তথ্য যেমন সে দিনে কয় মেগাবাইট নেট ব্যবহার করে , তার ওয়াইফাই ইউযারনেম, পাসওয়ার্ড সব আপনি পেয়ে যাবেন । কিন্তু কয়েক ঘন্টা ও লাগতে পারে ।
যারা WPA /WPA2 নিয়ে চিন্তায় আছেন , তারা শুধু WPA ক্লিক করবেন । এরপর , Wordlist এ AirCrack এর ফোল্ডারে \test\password.lst বসান । আমি ইউটিউবে অনেক টিপস দেখলাম তবে রাহুলভাইয়ের টিউনের সাথে একটি মিলেছে ।
২৩২ http://www.youtube.com/watch?v=4S0WMMpXoDo (২৩২ বাদ দিয়েন , নয়ত আমার পোস্ট বাঁশ খেতে পারে ।)
এখানে যা বুঝলাম , তা হচ্ছে অনেক শব্দবহুল পাসওয়ার্ড ফাইল ছাড়া হবার চান্স খুব কম ।
পরিশেষে আমি বলতে চাই
ভুল কমবেশি সবাই করে । আমি যে একেবারে ফিরিশতা তা নয় । আমার পূর্ববর্তী টিউনে অনেক ভুল পেতেও পারেন । যাক
ফেসবুকে আমি : http://www.facebook.com/ajmir.hossain.7
Email : [email protected]
পেজ ঃ http://www.facebook.com/21virtuallibrary/
আল্লাহ হাফেজ
আমি Ajmir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিয়া, আপনে তো এই জিনিসটা উনার কমেন্ট-এ দিতে পারতেন।