ভাইরাস:বিষয়টি মূলত programming-এর এক বিশাল জগৎ।আমার বয়স কম,অভিজ্ঞতাও হয়তো বেশী নয়। তবুও যতটুকু যা জেনেছি আপনাদের সাথে share করার চেষ্টা করব। 😎
আমাদের computer-এর অন্যান্য program এর মত virus ও একটি program। তবে এটি computer ব্যবহারকারীর নির্দেশ মানেনা। চলে তার programmer এর সংকেতে। একজন সুদক্ষ hacker চাইলে 15sec.-এ আপনার computer নিজের করে নিতে পারে।ফলে সে যা করতে পারেঃ
1.আপনার সকল file পূর্ণ নিয়ত্রণ ( rename, delete, hard-disk format, sharing etc.)
2.সে আপনার ব্যক্তিগত ছবি, password, research দেখে নিতে ও ছড়িয়ে দিতে পারে।
3.সবচেয়ে মারাত্মক বিষয় আপনার computer দ্বারা অন্য কারো computer hack করা।অর্থাৎ আপনার IP address ব্যবহার করবে।
এ ছাড়া আরো অনেক সমস্যা হতে পারে, আমি আপনাদের আর ভয় দেখাতে চাচ্ছি না..........
Hacker বলতে কী বুঝি ? Hacker শব্দ শুনলেই মনে হয়, খারাপ একটা মানুষ যে বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করে। তবে বাস্তবটা ভিন্ন। Hacker-রা Robin Hood টাইপের মানুষ। তারা বিভিন্ন সরকারী গোপনীয় file জনসম্মুখে উপস্থাপন করে। উদাহরনস্বরুপঃ Wiki leaks এর Julian Assange. এনারা মুক্ত বিশ্বের স্বপ্ন দেখেন।
Cracker-রা ও একই মানসিকতার। Cracker তারাই যারা বিভিন্ন software এর license key ও free version সবার সামনে উপস্থাপন করেন। তাদের মতে যারা উচ্চ দামে software কেনার সামর্থ্য রাখেনা, তাদেরও software এর ব্যবহারের অধিকার আছে।
উঃ দরকারটা এই যে আপনার জানা উচিত "There is no unmixed good in world." "অবিমিশ্র ভালো কিছুই নেই"। কিছু মানুষ আছে যারা শুধুই মজার ছলে কিংবা কৌতুহল বশে অন্যের PC-তে cyber আক্রমণ চালায়। জেনে অবাক হতে হয় ৮ বছরের বাচ্চরাও নিজেরা program লিখে hacking করে।এদের কে মূল hacker-দের সাথে তুলনা করা ঠিকনা। আবার কিছু লোক নিজেদের ক্ষমতা পরীক্ষা করতে, শত্রু দেশ বা এলাকার উপর আক্রমণে ব্যবহার করে।আপনার computer কে এদের হাত থেকে রক্ষার জন্যই আপনাকে এত protection রাখতে হবে। যাতে আপনার cyber নিরাপত্তা ও গোপনীয়তা টিকে থাকে।
আশাকরি আপনি hacking, virus ও hacker সম্বন্ধে সামান্য হলেও একটা স্বচ্ছ ধারনা পেয়েছেন। এরপরের পর্বে hacker দের কৌশল এবং বাঁচার তরিকা জানিয়ে দেব। 😀
stay tuned with me..................
আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর হয়েছে ।