ভারতের ৫০০০ ওয়েব সাইট হ্যাক করল বাংলাদেশ সাইবার আর্মি

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আপনারা হয়ত মনে আছে ভারতের সাথে সাইবার যুদ্ধের কথা। সেই যুদ্ধ এখনো চলছে। মাঝপথে যুদ্ধের গতিটা একটু ধীর হলেও বাংলাদেশ সাইবার আর্মি এখন আবার নতুন উদ্যমে ভারতের সাইবার স্পেসে হামলা চালাচ্ছে। তাদের সাথে আমাদের সাইবার যুদ্ধের কারণ ছিল অনেক। আমাদের দাবী ছিল

  • ভারত - বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ করা
  • বরাক নদীতে টিপাইমুখ বাধ নির্মাণ না করা
  • বাংলাদেশের সাইবার স্পেসে হামলা বন্ধ করা
  • এন্টি বাংলাদেশ কর্মকাণ্ড বন্ধ করা
  • বি এস এফ এর সীমান্ত হত্যা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির ব্যাবস্থা করা
  • তিস্তা পানি বণ্টন চুক্তি সই করা

Bca Logo
আমরা যদি ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশে পানির অভাব দেখা দেবে। ভারত যদিও বলেছিল আমাদের সেচ মৌসুমে পানি দেওয়া হবে কিন্তু তারা যে কথা রাখবে না সেটা সবাই জানে।  আর তিস্তা পানি বণ্টন চুক্তি সই না করার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ গ্রীষ্মের সময় প্রখর খরার মুখমুখি হয়। মাঝে কিছুদিন সীমান্ত হত্যা বন্ধ হলেও ভারতের কুলাঙ্গার বি এস এফ গুলা আবার সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা শুরু করেছে। ভারত এখনো তিস্তা পানি বণ্টন চুক্তি সই করে নাই।তাই আমরা আবার ভারতের সাইবার স্পেসে হামলা শুরু করেছি এর ফলে ভারতের অসংখ্য সাইট বাংলাদেশ সাইবার আর্মির হাতে হ্যাক হইতেছে। এর মধ্যে ভারতের সরকারী সাইট গুলোও বাদ যায়নি। ১৩ অক্টোবর বাংলাদেশ সাইবার আর্মির RexoMan ভারতের ৫০০০ সাইট হ্যাক করেন। সাইটগুলোর লিঙ্ক
এখানে

পোস্টটি পড়ার জন্য  ধন্যবাদ

________________________

United as a single One,
Divided by Zero.
Our work is for our Country,
Our fight is for Humanity.
We work for Justice.
WE ARE,
BANGLADESH CYBER ARMY

Level 0

আমি কেএম মুত্তাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সাবাস! সামনে এগিয়ে যাও, কিন্তু খেয়াল রেখো নিরপরাধরা যেন জুলুমের শিকার না হয়।

Level 0

মার্জিত ভাবে বক্তব্য উপস্থাপন করুন.
রাষ্টের মেধাবী সন্তানগুলো সবচেয়ে বেশি নেতিবাচক কাজে জড়িত.
সরকারের উচু উচু পদে কারা আছে, তারা কারা , তাদের বেক্তি জীবন পর্যালোচনা করুন.
লক্ষ করলে দেখবেন , রাষ্টের মেধাবী সন্তানগুলো সবচেয়ে বেশি দেশের সাথে প্রতারণা করে আসছে , পাশাপাশি নেতিবাচক কাজে জড়িত.
আরো লক্ষ করলে দেখবেন, সবাই কোনো না কোনো ভাবে প্রতারণার সাথে জড়িত , প্রতিনিয়ত সবাই প্রতারিত হছে.

একজন টিম লিডার এর অপেক্ষায় বাংলাদেশ তাকিয়ে আছে.
ভালো কাজের জন্য পূর্ব প্রস্তুতির দরকার নাই.

    Level 0

    @dux: “রাষ্টের মেধাবী সন্তানগুলো সবচেয়ে বেশি নেতিবাচক কাজে জড়িত.
    সরকারের উচু উচু পদে কারা আছে, তারা কারা , তাদের বেক্তি জীবন পর্যালোচনা করুন.
    লক্ষ করলে দেখবেন , রাষ্টের মেধাবী সন্তানগুলো সবচেয়ে বেশি দেশের সাথে প্রতারণা করে আসছে , পাশাপাশি নেতিবাচক কাজে জড়িত.
    আরো লক্ষ করলে দেখবেন, সবাই কোনো না কোনো ভাবে প্রতারণার সাথে জড়িত , প্রতিনিয়ত সবাই প্রতারিত হছে.” আপনার এই বক্তব্যের সাথে আমি সম্পুণূ একমত। তবে ” রাষ্টের মেধাবী সন্তানগুলো” এই অংশটুকুতে দ্বিমত আছে। রাষ্টের সকল মেধাবী সন্তানগুলো নেতিবাচক কাজে জড়িত সয়। তবে নেতিবাচক কাজে জড়িত সবাই রাষ্ট্রের মেধাবী সন্তান, এতে কোন ভুল নেই।

আমি বুঝতে পারলাম না যে আমার কোন অংশটা মার্জিত না। হ্যাঁ আমি বি এস এফ কে কুলাঙ্গার বলেছি। তাদের প্রতি চরম ঘৃণা থেকেই আমি এই কথা বলেছি। এটার জন্য আমি দুঃখিত না কারন আমি জেনে বুঝেই কাজটি করেছি। আর বুঝলাম না আপনি কোনটাকে প্রতারণা বলছেন। ভারতের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কথনই আমাদের দেশের সাথে প্রতারনা হতে পারে না। ধন্যবাদ @ dux

ভাই কে এম মুত্তাকী, আপনার বক্তব্যে কোন অমার্জিত কিছু নেই। ডাক্স ভাই আপনার পুরো নামটা আমার জানার খুব ইচ্ছা।

Level 0

very very good…………………!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

hacking list a indian govt. website pelam na (.gov). paila valo lagto. chalea jan……

Level 0

biborno swad………aro misti kisu ase ki?

Level 0

great work for Bangladesh.(I think) And brothers?
Carry on

Level 2

good luck “Bangaldesh Army”

I wanted to be a hcaker, I am a graphics desigenr, I am from khulna city of bgnaldes, anybody help me……. I am working in a Digital printing media company……. help!!!!

gov সাইট গুলার নাম Bangladesh Cyber Army ফ্যান পেইজ এ আছে। https://www.facebook.com/BDCyberArmy একটু কষ্ট করে খুজে নিবেন। @Pallab

ভাই হ্যাকিং জিনিসটা হাতে ধরিয়ে ধরিয়ে শেখানও সম্ভব না। আপনি google এর সাহায্যে আর বিভিন্ন হ্যাকিং গ্রুপের traning zone থেকে সাহায্য নিতে পারেন। @ digitallover_1991

Level 0

Nice!

ধন্যবাদ ভাই

Level 2

আমি খুব খুশি। ধন্যবাদ.

Chomotkar, ami o haker hote chai. Kivabe hovo?

ভাই খুব খুশী হলাম। কিন্তু খুব খারাফ লাগে যখন বাংলাদেশীদের হাতে বাংলাদেশী গুরুত্বপূর্ণ সাইট হ্যাক হয়। আমার ৫ টা সাইট বাংলাদেশী হ্যাকার দ্বারা হ্যাক হয়েচে। আপনি কি জানেন? কত কস্ট হয় সাইট গুলো বানাতে। কিন্তু আমি অত এক্সপাট না । তাই সাইটগুলো ঠিক করতে পারি না। যার কারনে নতুন করে করা লাগে।
আজকে একটা হ্যাক হলো। এটা কার দ্বারা হ‌্যাক হলো তা বুজতে পারি নি এখনো।
http://www.upakulprotidin.com
যদি পারেন বাংলাদেশীদের সাহায্য করেন। তাহলেই প্রকৃত দেশপ্রেমিক। ধন্যবাদ

Level 0

একটা কথা আপনার brain-এ লিখে রাখুন ———- সীমান্ত রক্ষা করা হয় দেশের স্বার্থে । আর কেউ কাউকে বিনা কারনে মারে না।