আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আপনারা হয়ত মনে আছে ভারতের সাথে সাইবার যুদ্ধের কথা। সেই যুদ্ধ এখনো চলছে। মাঝপথে যুদ্ধের গতিটা একটু ধীর হলেও বাংলাদেশ সাইবার আর্মি এখন আবার নতুন উদ্যমে ভারতের সাইবার স্পেসে হামলা চালাচ্ছে। তাদের সাথে আমাদের সাইবার যুদ্ধের কারণ ছিল অনেক। আমাদের দাবী ছিল
আমরা যদি ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশে পানির অভাব দেখা দেবে। ভারত যদিও বলেছিল আমাদের সেচ মৌসুমে পানি দেওয়া হবে কিন্তু তারা যে কথা রাখবে না সেটা সবাই জানে। আর তিস্তা পানি বণ্টন চুক্তি সই না করার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ গ্রীষ্মের সময় প্রখর খরার মুখমুখি হয়। মাঝে কিছুদিন সীমান্ত হত্যা বন্ধ হলেও ভারতের কুলাঙ্গার বি এস এফ গুলা আবার সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা শুরু করেছে। ভারত এখনো তিস্তা পানি বণ্টন চুক্তি সই করে নাই।তাই আমরা আবার ভারতের সাইবার স্পেসে হামলা শুরু করেছি এর ফলে ভারতের অসংখ্য সাইট বাংলাদেশ সাইবার আর্মির হাতে হ্যাক হইতেছে। এর মধ্যে ভারতের সরকারী সাইট গুলোও বাদ যায়নি। ১৩ অক্টোবর বাংলাদেশ সাইবার আর্মির RexoMan ভারতের ৫০০০ সাইট হ্যাক করেন। সাইটগুলোর লিঙ্ক
এখানে
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
________________________
United as a single One,
Divided by Zero.
Our work is for our Country,
Our fight is for Humanity.
We work for Justice.
WE ARE,
BANGLADESH CYBER ARMY
আমি কেএম মুত্তাকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাবাস! সামনে এগিয়ে যাও, কিন্তু খেয়াল রেখো নিরপরাধরা যেন জুলুমের শিকার না হয়।