সালাম সবাইকে, আশা করি আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন । বর্তমান সময়ে পাসওয়ার্ড ছাড়া কম্পিউটার পাওয়া যাবে কি না সন্দেহ আছে, যদি সেই পাসওয়ার্ড ভুলে যাই অনেক সময় পাসওয়ার্ড ভাঙ্গা যায় আবার অনেক সময় যায় না । যদি পাসওয়ার্ড ভাঙ্গা না যায় তাহলে উইন্ডোজ ফরম্যাট ছাড়া উপায় নাই 🙁 সময় নষ্ট সাথে কিছু টাকাও নষ্ট । এখন থেকে নষ্টা নষ্টির দিন শেষ 😛 । চাইলে আপনার বন্ধুর কম্পিউটারের পাসওয়ার্ড না ভেঙ্গেও পাসওয়ার্ড দেখে নিতে পারবেন 😛 নিচে থেকে দেখে নিন কি করতে হবে ।
প্রথমে আপনাকে একটি ISO ফাইল ডাউনলোড করতে হবে এবং সেটা একটা সিডিতে বার্ন করতে হবে ।
ISO ফাইল বার্ন করতে ultraISO Premium Edition নিয়ে নিন ফুলভার্সন করার জন্য সাথে সিরিয়াল দেওয়া আছে । পাসওয়ার্ড চাইলে arifkhan দিন ।
সিডি বার্ন কিভাবে করবেন
ultraISO Premium Edition ডেক্সটপ থেকে ওপেন করুন
দেখানো যায়গায় ক্লিক করুন
ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন
দেখানো যায়গায় ক্লিক করুন
Burn এ ক্লিক করে দিন, সিডি তৈরি হয়ে যাবে ।
ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । নিচের কাজ গুলো আনুসরন করুন ।
দেখানো জায়গায় ক্লিক করুন
১/ এটা উইন্ডোজ xp এর জন্য, ট্রাই করিনি, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন
২/ এটা উইন্ডোজ 7 & vista এর জন্য, এটা দিয়ে কাজ করেছি এবং সফল হয়েছি
৩/ এটা ট্রাই করেছি কাজ হয়নি, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন
ফাইলটি ডাউনলোড করার পর একটি সিডিতে বার্ন করে ফেলুন । আমি উইন্ডোজ 7 ট্রাই করেছি এবং সফল হয়েছি । কম্পিউটার রিস্টার্ট দিয়ে বুট করুন নিচে দেখুন
প্রথমটা সিলেক্ট করাই থাকে আপনি শুধু এনটার দি, আপনাকে আর কিছু করা লাগবে না শুধু চেয়ে চেয়ে দেখুন 🙂
কিছুক্ষণপর এই রকম আসবে এবং একটু অপেক্ষা করুন
মার্ক করা টাই আমার কম্পিউটারের পাসওয়ার্ড 🙂
আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে । আমার সবগুলো পোস্ট দেখতে এখানে ক্লিক করুন যারা দেখেন নাই তারা দেখে নিন হয়ত কাজে লাগতেও পারে । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।
আমি অর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া Are you sure যে এটা কাজ করবে । না আসলে এই প্রশ্ন করার কারন হল ফাইলটার সাইজ একটু বেশি তাই। আর আপনার জানানোর পর Confirm হয়ে ডাউনলোড করতাম 😀