যদি পাসওয়ার্ড দেওয়া কম্পিউটারের পাসওয়ার্ড দেখা যায় কেমন হবে :P

সালাম সবাইকে, আশা করি আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন । বর্তমান সময়ে পাসওয়ার্ড ছাড়া কম্পিউটার পাওয়া যাবে কি না সন্দেহ আছে, যদি সেই পাসওয়ার্ড ভুলে যাই অনেক সময় পাসওয়ার্ড ভাঙ্গা যায় আবার অনেক সময় যায় না । যদি পাসওয়ার্ড ভাঙ্গা না যায় তাহলে উইন্ডোজ ফরম্যাট ছাড়া উপায় নাই 🙁 সময় নষ্ট সাথে কিছু টাকাও নষ্ট । এখন থেকে নষ্টা নষ্টির দিন শেষ 😛 । চাইলে আপনার বন্ধুর কম্পিউটারের পাসওয়ার্ড না ভেঙ্গেও পাসওয়ার্ড দেখে নিতে পারবেন 😛 নিচে থেকে দেখে নিন কি করতে হবে ।

প্রথমে আপনাকে একটি ISO ফাইল ডাউনলোড করতে হবে এবং সেটা একটা সিডিতে বার্ন করতে হবে ।

ISO ফাইল বার্ন করতে ultraISO Premium Edition নিয়ে নিন ফুলভার্সন করার জন্য সাথে সিরিয়াল দেওয়া আছে । পাসওয়ার্ড চাইলে arifkhan দিন ।

সিডি বার্ন কিভাবে করবেন  

ultraISO Premium Edition ডেক্সটপ থেকে ওপেন করুন

দেখানো যায়গায় ক্লিক করুন

ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিন

দেখানো যায়গায় ক্লিক করুন

Burn এ ক্লিক করে দিন, সিডি তৈরি হয়ে যাবে ।

ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।  নিচের কাজ গুলো আনুসরন করুন ।

 

দেখানো জায়গায় ক্লিক করুন

 

১/ এটা উইন্ডোজ xp এর জন্য, ট্রাই করিনি, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন

২/ এটা উইন্ডোজ 7 & vista এর জন্য, এটা দিয়ে কাজ করেছি এবং সফল হয়েছি

৩/ এটা ট্রাই করেছি কাজ হয়নি, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন

ফাইলটি ডাউনলোড করার পর একটি সিডিতে বার্ন করে ফেলুন । আমি উইন্ডোজ 7  ট্রাই করেছি এবং সফল হয়েছি । কম্পিউটার রিস্টার্ট দিয়ে বুট করুন নিচে দেখুন

প্রথমটা সিলেক্ট করাই থাকে আপনি শুধু এনটার দি, আপনাকে আর কিছু করা লাগবে না শুধু চেয়ে চেয়ে দেখুন 🙂

কিছুক্ষণপর এই রকম আসবে এবং একটু অপেক্ষা করুন

মার্ক করা টাই আমার কম্পিউটারের পাসওয়ার্ড 🙂

আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে । আমার সবগুলো পোস্ট দেখতে এখানে ক্লিক করুন যারা দেখেন নাই তারা দেখে নিন হয়ত কাজে লাগতেও পারে ।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।

ফেসবুকে আমি

Level 0

আমি অর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া Are you sure যে এটা কাজ করবে । না আসলে এই প্রশ্ন করার কারন হল ফাইলটার সাইজ একটু বেশি তাই। আর আপনার জানানোর পর Confirm হয়ে ডাউনলোড করতাম 😀

    @আসিফ আজাদ: ভাই আমি আগে টেস্ট করেছি তারপর টিউন করেছি

    এই মাত্র আমি টেস্ট করেছি, কাজ করেছে, আমি স্পেস দিয়ে পাসওয়ার্ড দিয়েছিলাম, সাধারনত পাসওয়ার্ড-এ স্পেস থাকলে তা অনেক রিকভারি সফটওয়্যার তা ধরতে পারে না। কিন্তু এই সফটওয়্যারটি ধরতে পেরেছে।

      @মিজান: হ্যাঁ ভাইয়া কাজ করতাছে চরম একটা জিনিস দিয়েছেন । আমি অনেক মজা পাইছি । ধন্যবাদ । আর আপনার কাছে আরও এমন নতুন ট্রিক্স আসা করছি ।

Level 0

Cd te burn na kore pendrive theke use korar kono way ase ? tahole pocket a niye ghora jeto.

    @listener: বলতে পারি না ভাই আমি ট্রাই করিনি, আপনি ট্রাই করে দেখেন কাজ হয় কি না , হলে জানাবেন, ধন্যবাদ

    @listener: ভাইয়া সরাসরি করা যায় কিনা তা জানি না কিন্তু সিডি বার্ন করার পর এর ভিতর একটা অপশন আছে জা দিয়ে করা যায় ।

Level 2

@আসিফ আজাদ: Eta ami onekbar use korsi. Password remove korar onek soft ase. kintu password show korar jonno er cheye valo soft ami dekhini. Orjon vi thanks, tune ti khuv e sundor hoise.

    @farhadjoy: আসলেই দারুন একটা জিনিস, কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ভাই ।

অনেক অনেক ধন্যবাদ অর্জন ভাই। দুটোই ডাউনলোড দিয়ে সিডি বানিয়ে সংগ্রহে রেখে দিয়েছি, আশা করি কখনো কাজে আসবে।

vai ei tar size koto?

চরম হইছে ভাই………। আনলিমিতেড ধন্যবাদ…………

    @polashbd2012: আপনি খুশী হয়েছেন ?? আপনাকেও ধন্যবাদ ভাই

    @polashbd2012: একটা কথা বলি, আপনাকে পরিচিত মনে হচ্ছে আপনার ফেসবুক আইডি টা পারলে দিন

ধন্যবাদ

Level 0

ভাই, আমি চেষ্টা করছি কিন্তু কম্পিউটারের পাসওয়ার্ড বের হই নি ।আমি ophcrack-vista-livecd-3.4.0 ব্যবহার কর ছি

windows 7 এ। কেন হল না জানাবেন । ধন্যবাদ

    @azambd: ভাই আপনি কিভাবে করেছেন সেটা বলেন নি । যাইহোক প্রথমে সিডি প্রবেস করান তারপর F12 বাটন চাপুন, আপনার cd rom দেখিয়ে দিন ব্যাস আপনি বসে বসে শুধু দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করেন পাসওয়ার্ড দেখাবে, ধন্যবাদ

      @অর্জন: প্রথমে সিডি প্রবেস করান তারপর কম্পিউটার রিস্টার্ট দিন F12 বাটন চাপুন

অর্জন ভাই আপনার টিউনটা দেখে আমি অনেক আশান্বিত কারন কিছু দিন আগে আমার কাছে একটা নতুন sony vaio laptop এসেছিল (সে তার পাসওয়ার্ড ভুলে গিয়েছিল), কিন্তু আমি অনেক সফটওয়্যার দিয়ে চেষ্টা করেছি পাসওয়ার্ড ভাঙতে পারি নাই…এমন কি কম্পিউটারে প্রবেশ ও করতে পারি নাই……অতএব এবার আপনারটা দিয়ে চেষ্টা করে দেখি… ধন্যবাদ সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য

    @বকুল: আপনার কাজে লাগবে শুনে ভাল লাগলো, ধন্যবাদ

Level 0

Vai ai soft ta to Pc ta install korta hoba….. Ami jodi passward tai na jani toba kivaba Install korbo… Amon kono Triks ki asa jata ami ekbarai Passward ta Vangta ba Khulta parbo?????

    @Amir: ভাই আপনি পিসিতে ইন্সটল করবেন কেন ??? আপনি কি আমার লেখা ভাল করে পড়েছেন ??? কষ্ট করে লেখা গুলো পড়ুন আশা করি বুঝতে পারবেন

Level 0

আপনার কথা আনুজাই কাজ কর ছি হই নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে not
found. কিন্তু *কম্পিউটারের পাসওয়ার্ড আছে । কি কর ব এখন।

    @azambd: arif_khan13 এটা আমার স্ক্যাইপ আইডি পারলে যোগাযোগ করুন

ভাই আপনার বার্ন করা একটা সিডি দিবেন বহুত উপকার হইতো ।

    @মোস্তফা শওকাত ইমরান শাহীন: ভাই আপনি আমাকে কোথায় পাবেন ??? আর এত বিস্তারিত আলোচনা করে দিলাম তারপরেও পারলেন না ???? আবার চেষ্টা করুন ১ বার না পারিলে দেখ শতবার 😛 ভাই আমি দেশের বাহিরে থাকি তাই চাইলেও আপনাকে সিডি দিতে পারব না, ধন্যবাদ

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।

অনেক অনেক ধন্যবাদ।

আগেরবার যখন এটা সম্পর্কে গুগোলিং করে জেনেছিলাম তখন সাইজের কারণে নামাতে পারিনি।এরপর ভুলেও গিয়েছিলাম এটার কথা আপনার টিউন দেখে মনে পড়ে গেলো।ধন্যবাদ নিন মনে করানোর জন্য

অর্জন ভাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি 506 এমবি ডাউনলোড করে 35 টাকার একটি সিডি বার্ন করেও সফল না হওয়ায় খুব মন খারাপ করছি। উপরে দেখলাম আজম বিডি ভাইয়ের ও হয়নি কিন্তু উনি কিভাবে কি করেছেন তা বিস্তারিত উল্লেখ করেনি তা আপনি বলেছেন তাই আমি বিস্তারিত উল্লেখ করেছি। প্রথমে অফক্রাক এর পেজে যাই ওরা তিনটি ফাইল অফার করে যেমনটি আপনি স্ক্রীনশর্টে দেখিয়েছেন। তো মাঝখানের ফাইলটি উইন্ডোজ ভিস্তা / সেভেনে এর জন্য তাই সেটি অনেক কষ্ট করে ডাউনলোড কমপ্লিট করলাম। তার পর যথারিতি আল্ট্রা আইএসও সফট ব্যবহার করে আপনার দেখানো প্রতিটি স্টেপ হুবহু অনুসরণ করে তা একটি সিডিতে বার্ন করলাম (আপনাকে নিশ্চিত করতে চাই যে আমি আইএসও ফাইল বুটাবেল আকারে সঠিক ভাবে রাইট করতে পারি এর আগেও করেছি)। তো এখন আমার হাতে সদ্য রাইট করা বুটাবেল অফক্রাক এর সিডি। এবার পাসওয়ার্ড হ্যাক করার পালা। প্রথমেই সিডি রমে সিডিটি ঢুকিয়ে পিসি রিস্টার্ট দিলাম এবং স্টার্ট নেয়ার সময় এফ9 (আমার পিসির ক্ষেত্রে) চেপে বায়োসের বুট অপশনে ঢুকলাম । উদ্দেশ্য ফাস্ট ‍বুট অপশনটি সিডি রম করে দেবো এবং দিলামও তাই যথারিতী পিসি সিডি থেকে বুট করলো এবং আপনার দেয়া সাত নাম্বার স্ক্রীনশর্টের (যে স্ক্রীনশর্টে লাল কালিতে লিখেছেন এনটার দিন)মতো অপশন আসলো মনিটরে।এবার আপনার কথা মতো প্রথম অপশনটা দেখলাম সিলেক্ট করাই আছে আমি শুধু জাস্ট এন্টার চাপলাম তাও আবার 2 সেকেন্ডের মধ্যে(আপনাকে নিশ্চিত করতে চাচ্ছি যে এন্টার চাপতে দেরী করিনি যথা সময়ে চেপেছি এবং প্রথম অপশনটি সিলেক্ট ছিলো) । তার পর অনেক অনেক কমান্ড মনিটরে দেখাতে লাগলো এবং কিছুক্ষণ পরে আপনার দেয়া আট নং স্ক্রীনশর্টের মতো (যেটিতে সাদা কালিতে অর্জন লেখা আছে)স্ক্রীন এলো যেখানে আপনার কথা মতো কিছুক্ষণ অপেক্ষা করার কথা অপেক্ষা করতে লাগলাম। তখন আপনার 9নং স্ক্রীন শর্টের মতো এখানে কাজ চলছিলো মানে উইন্ডোটির নীচের অংশে প্রগ্রেস 20%………… এমন দেখাচ্ছিল আর উপরের অংশে আমার একাউন্ট নেইম শো করছিলো কিছুক্ষণ ধরে যখন প্রগ্রেস 100% কমপ্লিট হলো তখন দেখালো (নট ফাউন্ড) যেখানে আপনি 9নং স্ক্রীনশর্টে লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছেন আপনার পাসওয়ার্ড সেখানে (নট ফাউন্ড) বিস্তারিত বর্ননা শেষ।
উল্লেখ্য পুরো ঘটনাটিতে কখনই কোন এরর ম্যাসেজ আসেনি। সব ঠিক ঠাক মতোই হয়েছে শুধু শেষে বলেছে নট ফাউন্ড 😥 😥 😥 😥 😥 😥 😥 তাছাড়া আমি যে পাসওয়ার্ড হ্যাক করতে চাইলাম তা খুব কঠিন কোন পাসওয়ার্ড না কোন স্পেশাল ক্যারেক্টার ছিলোনা তবু নট ফাউন্ড 😥 😥 😥 😥 😥 😥 😥 এতোক্ষণ ধরে যদি আপনি ধৈর্যধরে আমার বিস্তারিত কমেন্টটি পড়ে থাকেন তার জন্য ধন্যবাদ। এবার দয়া করে বলবেন কি আমার ভুলটা আসলে কোথায়?

খুশির আপডেটঃ যাহারা আমার উপরের কমেন্ট পড়িয়া হতাশায় ডুবেছিলেন তাদের জন্য আপডেট সংবাদ হলো এবার সফলতার সাথে হ্যাক করেছি পাসওয়ার্ড এবং এখন যেটি আমার মনে হচ্ছে এই সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে আগের বারে পারিনি। কারণ তখন আমি যে সহজ পাসওয়ার্ডটি হ্যাক করতে চেয়েছিলাম সেটি ছিলো 14টি ক্যারেক্টারের পাসওয়ার্ড যেখানে কোন স্পেশাল ক্যারেক্টার না থাকলেও ছিল এলফাবেট ও নিউম্যারিক কীএর সমন্বয় এবার পাসওয়ার্ড পরিবর্তন করে ৫টি ক্যারেক্টার দিয়ে দিলাম আর সফল হলাম উল্লেখ্য ৫টি ক্যারেক্টারের একটি ছিলো স্পেস। তার মানে এই সফটি সর্বনিম্ন ৫টি বা তার থেকে কম ক্যারেক্টারের পাসওয়ার্ড হ্যাক করার ক্ষমতা রাখে কিন্তু ১৪টি ক্যারেক্টার হলে আর হ্যাক করতে পারবেনা। কিন্তু এই ৫ এবং ১৪ এর মাঝখানের কোন সংখ্যার ক্যারেক্টার পর্যন্ত এটি হ্যাক করতে পারে তার জন্য সর্বোচ্চ ৮ বার পাসওয়ার্ড পরিবর্তন করে দেখতে হবে। ধন্যবাদ।

আর হ্যাঁ যদি কেউ এটি পেনড্রাইভে বুটাবেল করে ব্যাবহার করতে চান তো পারেন আমি নিজে পেনড্রাইভ দিয়েই এবার করে সফল হয়েছি। আর পেন ড্রাইভে বুটাবেল করতে তেমন জটিল কিছুই করতে হয়না । টিউনে দেখানো নিয়ম অনুসারে আল্ট্রা আইএসও দিয়ে অফক্রাক ফাইলটি ওপেন করুন। এবার টিউনের তিন নং স্ক্রীনশর্টে দেখানো বাটনে ক্লিক না করে চলে যান উপরের মেনুবারে।(তার আগে আপনার পেনড্রাইভটি এনটিএফএস ফরমেটে ফরমেট করে নিয়ে ইউএসবি পোর্টে লাগান) সেখান থেকে Bootable> Write Disk Image এ ক্লিক করুন। নতুন আসা ডায়লগ বক্সে দেখুন আপনার পেনড্রাইভ টি শো করছে এবার বিসমিল্লাহ্ বলে Write বাটনে চাপুন। ব্যাস কিছুক্ষণের মধ্যেই আপনার পেনড্রাইভটি বুটাবেল হিসেবে রাইট হয়ে যাবে। অর্জন ভাইকে অনুরোধ করবো এ বিষয়টি টিউনে আপডেট করে দিয়ে যেনো আরো কিছু স্ক্রীনশর্ট যুক্ত করে দেয়। ধন্যবাদ।

Level 0

help করতে আস্লাম। যারা আমার মত এই soft ডাউনলোড করতে পারেন নি তারা এই torrent সাইট থেকে ডাউনলোড করতে পারেন http://thepiratebay.se/torrent/7576648/OPHCrack_Vista_7_LiveCD_3.4.0

[এই টা ওই 30KBPS limited থেকে ভাল]

Ha ha ha 😀 ;D Click Hear

    @রায়হান: ভাই হা হা হা কইরা যেইভাবে লিঙ্ক দিলেন আমিত ডরাইয়া গেচি 😛

ভাই আপনার দেওয়া ultraISO Premium Edition ver 9.5.3.2900.rar সফটা ডাউনলোড করতে পারি না। দয়া করে লিংকটা পরীক্ষা করে দেখেন।

    @ওহাব: ভাই লিংক ঠিকি আছে, আপনি আবার চেষ্টা করুন

Level New

vai kono linke kaj kore na download er akta valo link den.

    @nightflower33: ভাই লিংক ঠিকমত কাজ করছে আপনি আবার ট্রাই করেন