কম্পিউটার ব্যবহারকারীদের সবথেকে সমস্যার বিষয়টি হলো ভাইরাস। কম্পিউটার ব্যবহার করেন অথচ ভাইরাস সমস্যায় পড়েননি এমন কম্পিউটার ব্যবহারকারী খুঁজে বেড় করা বেশ শক্ত। কম্পিউটার ভাইরাস মূলত এক রকমের প্রোগ্রাম, যা অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজে বাঁধার সৃষ্টি করে। ১৯৫০ সালে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার হয়। "ফ্রেড কহেন" নামের একজন কম্পিউটার ভাইরাস সম্পর্কে ধারনা দেন। এরপর Xerox কর্পোরেশন নেটওয়ার্ক সিস্টেম "Self-Reflecting Code" নামের একটি প্রোগ্রাম তৈরি করেন। মূলত এর পর থেকেই বিভিন্ন প্রোগ্রামরা কম্পিউটার ভাইরাস তৈরির পথ পেয়ে যান। ভাইরাস এর পূর্ণ রূপ হলো, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস। "ফ্রেড কহেন" সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম করন করেন।
অপরদিকে অ্যান্টিভাইরাস হলো কম্পিউটার ভাইরাস প্রতিরোধক এক ধরনের সফটওয়্যার। বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভাইরাস নিয়ে গবেষণা করে যাচ্ছেন। ভাইরাসের দুর্বলতা গুলো খুঁজে বেড় করে তা নিরসনের পথ বেড় করছে। এদের মধ্যে অন্যতম হলো "অ্যান্টিভাইরাস রিসোর্স অর্গানাইজেশন।"
ভাইরাস প্রতিরোধ করতে কম্পিউটার ব্যবহারকারীরা বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। তবে যথাযথ এবং কম্পিউটারে কি রকমের কাজ করা হবে তা সম্পর্কে বিবেচনা না করে কখনোই অ্যান্টিভাইরাস ব্যবহার করা ঠিক নয়। প্রতিটি অ্যান্টিভাইরাস একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। সুতরাং সব রকমের অ্যান্টিভাইরাস সব কাজ করতে পারে না। তাই Aluminium Security অ্যান্টিভাইরাস ব্যবহারের দিক থেকে কম্পিউটার ব্যবহারকারীদের তিন ভাগে ভাগ করেছে।
সাধারণ কম্পিউটার ব্যবহারকারী: সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের USB অ্যান্টিভাইরাস ব্যবহারের প্রতি অধিক সচেতন হতে হবে। তথ্য আদান-প্রদানের জন্য সাধারণ কম্পিউটার ব্যবহারকারী USB ডিভাইস ব্যবহার করে থাকেন। এক্ষেত্র ভাইরাস সংক্রামণের জন্য USB ডিভাইস মাধ্যম হিসাবে কাজ করে। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা নিচের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন:
USB Flashdrive Autorun Antivirus 1.0
TrustPort U3 Antivirus 2010 5.0
ইন্টারনেট সংযোগ ব্যবহারকারী: যারা ব্যক্তিগত কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন তারা তাদের নিরাপত্তার দিকে অধিক সর্তক হতে হবে। এজন্য তারা অপেক্ষাকৃত ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন রকমের ফ্রি অ্যান্টি ভাইরাসের পাশাপাশি ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরা নিচের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন:
হ্যাকার বা প্রোগ্রামার কম্পিউটার ব্যবহারকারী: হ্যাকার, ভাইরাস কোডার এবং প্রোগ্রামারদের সাধারণত ভাইরাস কে মেনে নিয়েই কম্পিউটার ব্যবহার করতে হয়। এজন্য একদিকে যেমন তাদের নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হয় অন্য দিকে তাদের তৈরি করা প্রোগ্রাম বা ভাইরাস এর নিরাপত্তাও বিশ্লেষণ হয়। হ্যাকার বা প্রোগ্রামার কম্পিউটার ব্যবহারকারীরা নিচের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন:
Bitdefender Antivirus Plus 2013
ESET Antivirus: বেশ জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে ESET Antivirus বিশ্বের অন্যতম সেরা অ্যান্টিভাইরাস হিসাবে থাকলেও বর্তমানে এর অবস্থান কিছুটি পিছিয়ে আছে। দ্রুতগতির স্ক্যান করার ক্ষমতা থাকার জন্য এবং কম্পিউটার ধীরগতির না করার জন্য যে কোন কনফিগারেশন কম্পিউটারে এটি ভাল কাজ করতে পারে। ESET Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।
১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
সর্বমোট ৯৮.৭ ভাগ
BitDefender Antivirus: BitDefender Antivirus Plus 2012 সংস্করণটি তাদের পুরাতন সংস্করণটির থেকে অনেক বেশি উন্নত। বর্তমানে নতুন এই সংস্করণটি বিশ্বের ১নম্বর অ্যান্টিভাইরাস হিসাবে জায়গা দখল করে আছে। অধিক মেমরি প্রয়োজন হয় বলে লো কনফিগারেশন কম্পিউটারে BitDefender Antivirus সঠিক ভাবে কাজ করতে পারে না। BitDefender Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।
১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৫ ভাগ।
সর্বমোট ৯৮.৩ ভাগ
Kaspersky Antivirus: বেশ জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে Kaspersky Antivirus বিশ্বের ১নম্বর হিসাবে অ্যান্টিভাইরাস থাকলেও বর্তমানে এর অবস্থান এখন ২য়। বর্তমানে উন্নত ফায়ারওয়াল এবং হ্যাকিং প্রতিরোধক বিভিন্ন সুবিধা Kaspersky Antivirus নিয়ে এসেছে। Kaspersky Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।
১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
০৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৫ ভাগ।
সর্বমোট ৯৮.৩ ভাগ
AVAST Antivirus: ফ্রি অ্যান্টিভাইরাস হিসাবে বেশ জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে AVAST Antivirus বিশ্বের সেরা ৫টি অ্যান্টিভাইরাস এর মধ্যে থাকলেও বর্তমানে এর অবস্থান অনেক পিছিয়ে গিয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সামনে তারা নতুন ভার্সন বাজারে ছাড়বে। AVAST Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।
১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৭ ভাগ।
৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৭ ভাগ।
৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।
৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।
১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৫ ভাগ।
সর্বমোট ৯৭.৯ ভাগ
Aluminium Security –এর Virus Identify Report (VIR) এর ফলাফল অনুসারে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে ESET Antivirus (৯৮.৭) সবথেকে বেশি এগিয়ে রয়েছে।
বিদ্রঃ এটি Aluminium Security –এর সম্পূর্ন নিজস্ব Virus Identify Report (VIR)
সাফল্যের সাথে ৭ম বারের মতন আবারও শুরু হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক, দেশের একমাত্র প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ক কোর্স।
দেশের প্রথম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি AVG Internet Security 2013 ব্যবহার করি