আপনার অ্যান্টিভাইরাস নিয়ে আপনি কতটুকু নিশ্চিত, আসলেই কি নিরাপদ আপনি? — Aluminium Security

কম্পিউটার ব্যবহারকারীদের সবথেকে সমস্যার বিষয়টি হলো ভাইরাস। কম্পিউটার ব্যবহার করেন অথচ ভাইরাস সমস্যায় পড়েননি এমন কম্পিউটার ব্যবহারকারী খুঁজে বেড় করা বেশ শক্ত। কম্পিউটার ভাইরাস মূলত এক রকমের প্রোগ্রাম, যা অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজে বাঁধার সৃষ্টি করে। ১৯৫০ সালে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার হয়। "ফ্রেড কহেন" নামের একজন কম্পিউটার ভাইরাস সম্পর্কে ধারনা দেন। এরপর Xerox কর্পোরেশন নেটওয়ার্ক সিস্টেম "Self-Reflecting Code" নামের একটি প্রোগ্রাম তৈরি করেন। মূলত এর পর থেকেই বিভিন্ন প্রোগ্রামরা কম্পিউটার ভাইরাস তৈরির পথ পেয়ে যান। ভাইরাস এর পূর্ণ রূপ হলো, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিস। "ফ্রেড কহেন" সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম করন করেন।

ফ্রেড কহেন

অপরদিকে অ্যান্টিভাইরাস হলো কম্পিউটার ভাইরাস প্রতিরোধক এক ধরনের সফটওয়্যার। বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভাইরাস নিয়ে গবেষণা করে যাচ্ছেন। ভাইরাসের দুর্বলতা গুলো খুঁজে বেড় করে তা নিরসনের পথ বেড় করছে। এদের মধ্যে অন্যতম হলো "অ্যান্টিভাইরাস রিসোর্স অর্গানাইজেশন।"

অ্যান্টিভাইরাস রিসোর্স অর্গানাইজেশন

ভাইরাস প্রতিরোধ করতে কম্পিউটার ব্যবহারকারীরা বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। তবে যথাযথ এবং কম্পিউটারে কি রকমের কাজ করা হবে তা সম্পর্কে বিবেচনা না করে কখনোই অ্যান্টিভাইরাস ব্যবহার করা ঠিক নয়। প্রতিটি অ্যান্টিভাইরাস একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। সুতরাং সব রকমের অ্যান্টিভাইরাস সব কাজ করতে পারে না। তাই Aluminium Security অ্যান্টিভাইরাস ব্যবহারের দিক থেকে কম্পিউটার ব্যবহারকারীদের তিন ভাগে ভাগ করেছে।

অ্যান্টিভাইরাস ব্যবহারের দিক থেকে কম্পিউটার ব্যবহারকারীদের তিন ভাগে ভাগ করেছে।

সাধারণ কম্পিউটার ব্যবহারকারী: সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের USB অ্যান্টিভাইরাস ব্যবহারের প্রতি অধিক সচেতন হতে হবে। তথ্য আদান-প্রদানের জন্য সাধারণ কম্পিউটার ব্যবহারকারী USB ডিভাইস ব্যবহার করে থাকেন। এক্ষেত্র ভাইরাস সংক্রামণের জন্য USB ডিভাইস মাধ্যম হিসাবে কাজ করে। সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা নিচের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন:

USB Flashdrive Autorun Antivirus 1.0

Naevius USB Antivirus 2.1

TrustPort U3 Antivirus 2010 5.0

ইন্টারনেট সংযোগ ব্যবহারকারী: যারা ব্যক্তিগত কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন তারা তাদের নিরাপত্তার দিকে অধিক সর্তক হতে হবে। এজন্য তারা অপেক্ষাকৃত ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন রকমের ফ্রি অ্যান্টি ভাইরাসের পাশাপাশি ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরা নিচের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন:

Panda Antivirus Pro 2013

Avast! Pro Antivirus 7

AVG Anti-Virus 2013

হ্যাকার বা প্রোগ্রামার কম্পিউটার ব্যবহারকারী: হ্যাকার, ভাইরাস কোডার এবং প্রোগ্রামারদের সাধারণত ভাইরাস কে মেনে নিয়েই কম্পিউটার ব্যবহার করতে হয়। এজন্য একদিকে যেমন তাদের নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হয় অন্য দিকে তাদের তৈরি করা প্রোগ্রাম বা ভাইরাস এর নিরাপত্তাও বিশ্লেষণ হয়। হ্যাকার বা প্রোগ্রামার কম্পিউটার ব্যবহারকারীরা নিচের অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন:

ESET NOD32 Antivirus 5

Bitdefender Antivirus Plus 2013

Kaspersky Anti-Virus 2013

Aluminium Security দ্বারা পরীক্ষিত জনপ্রিয় কিছু অ্যান্টি ভাইরাসের দুর্বলতা সমূহ:

ESET Antivirus: বেশ জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে ESET Antivirus বিশ্বের অন্যতম সেরা অ্যান্টিভাইরাস হিসাবে থাকলেও বর্তমানে এর অবস্থান কিছুটি পিছিয়ে আছে। দ্রুতগতির স্ক্যান করার ক্ষমতা থাকার জন্য এবং কম্পিউটার ধীরগতির না করার জন্য যে কোন কনফিগারেশন কম্পিউটারে এটি ভাল কাজ করতে পারে। ESET Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।

১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

সর্বমোট ৯৮.৭ ভাগ

BitDefender Antivirus: BitDefender Antivirus Plus 2012 সংস্করণটি তাদের পুরাতন সংস্করণটির থেকে অনেক বেশি উন্নত। বর্তমানে নতুন এই সংস্করণটি বিশ্বের ১নম্বর অ্যান্টিভাইরাস হিসাবে জায়গা দখল করে আছে। অধিক মেমরি প্রয়োজন হয় বলে লো কনফিগারেশন কম্পিউটারে BitDefender Antivirus সঠিক ভাবে কাজ করতে পারে না। BitDefender Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।

১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৫ ভাগ।

সর্বমোট ৯৮.৩ ভাগ

Kaspersky Antivirus: বেশ জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে Kaspersky Antivirus বিশ্বের ১নম্বর হিসাবে অ্যান্টিভাইরাস থাকলেও বর্তমানে এর অবস্থান এখন ২য়। বর্তমানে উন্নত ফায়ারওয়াল এবং হ্যাকিং প্রতিরোধক বিভিন্ন সুবিধা Kaspersky Antivirus নিয়ে এসেছে। Kaspersky Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।

১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

০৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৫ ভাগ।

সর্বমোট ৯৮.৩ ভাগ

AVAST Antivirus: ফ্রি অ্যান্টিভাইরাস হিসাবে বেশ জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে AVAST Antivirus বিশ্বের সেরা ৫টি অ্যান্টিভাইরাস এর মধ্যে থাকলেও বর্তমানে এর অবস্থান অনেক পিছিয়ে গিয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সামনে তারা নতুন ভার্সন বাজারে ছাড়বে। AVAST Antivirus কে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে Aluminium Security –এর Virus Identify Report (VIR) নিম্নরূপ।

১. স্টোনড ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

২. কমপিনিয়ন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৩. ফাইল ইনজেকটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৭ ভাগ।

৪. ট্রোজান হর্স ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

৫. স্পাইওয়্যার ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৭ ভাগ।

৬. ব্রেইন ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৭. কমান্ড পারপাস ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৮. ওভার রাইটিং ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৯ ভাগ।

৯. বুট সেক্টর ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৮ ভাগ।

১০. ইন্টারনেট নিরাপত্তা ভাইরাস প্রতিরোধ করতে এর দক্ষতা শতকরা ৯৫ ভাগ।

সর্বমোট ৯৭.৯ ভাগ

Aluminium Security –এর Virus Identify Report (VIR) এর ফলাফল অনুসারে সর্বচ্চ নিরাপত্তার সাথে তুলনা করলে ESET Antivirus (৯৮.৭) সবথেকে বেশি এগিয়ে রয়েছে।

বিদ্রঃ এটি Aluminium Security –এর সম্পূর্ন নিজস্ব Virus Identify Report (VIR)

সাফল্যের সাথে ৭ম বারের মতন আবারও শুরু হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক, দেশের একমাত্র প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ক কোর্স।

Aluminium Security

দেশের প্রথম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...

Level 0

আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি AVG Internet Security 2013 ব্যবহার করি

Level 0

আমি আসছি লাকি সেভেন ব্যাচে 😉

ভাই এ্যালুমিনিয়াম সিকিউরিটি, আমি নরটন ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি। এটা কি ভাল?

ESET Antivirus অনেকদিন থেকে ব্যাবহার করছি। আজ পর্যন্ত ESET Antivirus এর বিকল্প কোন অ্যান্টিভাইরাস পাই নাই।

ESET Antivirus আসলেই ভাল…:D

ধন্যবাদ, MS Security Essentials- এর সম্বন্ধে কি মত? (আজই ইন্সটল দিলাম)

    @রানা: সহমত। MS Security Essentials- এর সম্পর্কে কিছু লিখুন।

    @রানা: MS Security Essentials- এর সম্বন্ধে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো।

আলমাস ভাই অনেক ধণ্যবাদ।MS Security Essentials সম্পর্কে কিছু বললে ভাল হত।

Level 2

eset is best

Level 0

ভাই একটু হেল্প করেন আমি banglalion use করি । ইদানি; আমার blogspot site এ ঢুকতে problem হয়। DNN server IP change করে try করছি কিন্তু কোন লাভ হয় নাই। এখন কি করি বলেন তো…???

    @samit009: প্রক্সি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন…

আমি এভাস্ট ফ্রি টা ব্যবহার করি কিন্তু খালি ভাইরাস আছে দেখায় স্কেন দিলে ডিলিট করে। আবার সেই একই। 🙂 🙁

    @mywebblogonline.com: এভাষ্ট পরিবর্তন করে নতুন কোন ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন।

Level 0

ভালো এবং খুবি দরকারি রিভিউ।অনেক ধন্যবাদ…

Level 0

খুব ভাল জেনে অনেক ভাল লাগল। ভাইয়া আপনি এত কিছু জানেন কেন?

Ami kono anti virus babohar korina ar sekaronei valo asi.

@লাল ঘোড়া: ধন্যবাদ 😀

এরকম টিউন সবারই জানা উচিত।খুব সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে।এই টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

eScan Internet Security 2012 use করি। এটা কেমন???

Level 0

Aluminium Security vai, Norton Internet Security’r upor 1ta review deben plz…

Level 2

Trend Micro Office Scan ta kemon??

আমি Microsoft Security Essentials – Free Antivirus for Windows ব্যবহার করি। তবে, উইন্ডোজটি অবশ্যই জেনুইন হতে হবে, ক্রাক করে হলেও হবে এবং বাজারে যেসব উইন্ডোজ পাওয়া যায় ওগুলো ক্রাক করাই থাকে। বর্তমানে উইন্ডোজ XP&7 ইউজার রা হরদম ব্যবহার করতে পারছে। যা কিনা একদমই ফ্রি।