Black Hat Hacker গার্ল ফ্রেন্ডের কাছে Newbie Hacker এর ছ্যাকা খাওয়া …অতঃপর চিঠি ।

Dear টুনটুনি (Black Hat)

কেন আমাকে তোমার Skype থেকে Delete করলে ? কেন বললে আমাদের দুজনের Trusted Network  এখন One-Way Relationship ? কেন ? আমি জানতাম তোমার আর আমার Network এ অনেক অমিল ছিল কিন্তু আমি চেয়েছিলাম আমাদের মধ্যে একটা Router বসাতে, বসাতে পেরেছিলামও  কিন্তু তোমার দিকের Firewall আমার জন্য সবসময়ই On করা ছিল । তোমার সব  কিছু অত্যাচার আমি মেনে নিয়েছিলাম তা কি তোমার মনে আছে ? আমার Adsense Approved ব্লগে তুমি Spamming করলে, তারপর Google আমার Blog বন্ধ করে দিল । জান? সেই Adsense  Account এ আমার 375 Dollars ছিল, কিন্ত আমি তোমাকে কিছুই বলিনি । আমার Odesk এর ID টা তুমি Phishing Script দিয়ে হ্যাক করলে,আমি কিছুই বলিনি । তোমার বাসায় বসে তোমার PC তে নেট  Browse করার সময় Keylogger  দিয়ে আমার Facebook,Yahoo,Gmail এর ID  আর Password হ্যাক করলে,আমি তখনো কি কিছু বলেছি ??তিন বছর সময় নিয়ে Develop করা আমার  hehehehehe.com নামের ওয়েব সাইটটা তুমি SQL Injection দিয়ে হ্যাক করলে,আমি নির্বাক ছিলাম । আমার স্বপ্নের clickclick.gov সাইটটা তুমি হ্যাক করেছিলে XSS-Cross Site Scripting দিয়ে,আমি তখনো বলেছিলাম, সবই তোমার, তুমি চাও তাই করতে পার । ProRat দিয়ে আমার PC-র অফিসিয়াল ফাইলগুলো Delete করে এই তুমিই আমাকে আমার আফিসের বসের কাছে ঝারি খাইয়েছিলে । এইত সেদিনও তুমি মিষ্টি কথায় ভুলিয়ে E-Mail এর মাধ্যমে আমার PC-তে ছেড়ে দিলে Trozan । আমি সবই মেনে নিয়েছিলাম কিন্তু আজ তোমার চাইতেও বড় এক Unethical Black Hat Hacker কে পেয়ে আমাড় মত Newbie Hacker কে ভুলে গেলে ?? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে মনে রেখ এই Newbie Hacker-ও একসময় অনেক বড় Ethical Hacker হবে তবে সে তোমার Cyber World এ কখনো ক্ষতি করবে না ।

ভাল থেক ।

 

তোমার

Tuntona ( Newbie )

Level 0

আমি রাতের মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রচন্ড এক আকর্ষন রাতের প্রতি.....................। (ভাল লাগেঃ নেটওর্য়াকিং,প্রোগ্রামিং,হ্যাকিং ).............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dear brother it’s very funy and knowledge able tune.

অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন, চালিয়ে যান, ধন্যবাদ

Level 0

টুনটুনি কে? তা আপনী বিস্তারিত বলেননি। টুনটুনি কে
চেক করে আসুন টুনটুনি

Level 0

টুনটুনি কে? তা আপনী বিস্তারিত বলেননি। টুনটুনি কে
চেক করে আসুন টুনটুনি http://www.bondhon.hpage.com

Level 2

Thanks joss kisu information share korar jonno.