ইন্টারনেট এর স্পীড কম আর কোন চিন্তা না। সফটওয়্যার ছাড়াই…। 300% SPEED

"আসসালামুয়ালাইকুম  রহমতউল্লাহ্‌ হি ওয়াবারাকাতুহ।"

সুরু করসি আজকের হ্যাকিং  ট্রিক্স।

এখন আমি আপনাদের শেখাব কিভাবে ইন্টারনেট এর স্পীড হ্যাক করা যায়। মূলত এটা কন সফটওয়্যার না বলতে পারেন ব্যাসিক হ্যাকিং।

  • আপনি প্রথমে cmd ওপেন করুন।{stat menu/all programs/accessories/command prompt  or open run search cmd}
  • নিচের command টি দিন।
ipconfig/all

  •  আপনাদের DNS SERVER লাইন টা খুঁজে বের করতে হবে।
  • উপরে IMAGE  এর মতো DNS SERVER এর IP টা NOTRPAD এ লীখে রাখুন বা মনে রাখুন।
  • এবার নিচের COMMAND টা দিন।
ping (ip) -t

যেমনঃ

ping 117.28.224.146 -t
  • ব্যাস কাজ শেষ ।আবার দাখুন ইন্টারনেট এর স্পীড বেরে গেসে।
  • এইটা মুতল আপনার dns server থেকে স্পীড হ্যাক করে।
  • দেখবেন ইন্টারনেট এর স্পীড ৩০০% গুন বেড়ে গেসে।
  • ping stop করতে চাইলে ctrl+c.

****যতক্ষণ ইন্টারনেট এ CONNECT থাকবেন এই টা চালূ রাখুন *******

মূলত এইটা আমি use করি এখন স্পীড মুতামুতি ভালই.........

********BYE********

"আসসালামুয়ালাইকুমরহমতউল্লাহ্‌ হি ওয়াবারাকাতুহ।"

MRN HACKER.B.B.
ফেসবুক এ আমি। http://www.facebook.com/musfiqur.nabil
AITA PROTHOME AKHANEI PROKASITO.

ভাই যারা জানতে চান ping কিভাবে কাজ করে তাহলে এইটা ডাউনলোড করেন।

http://www.mediafire.com/?uer2yqqc3alwn99

এইটা যেভাবে কাজকরে।ঃ

Ping (Program on the application layer) ------->
Opens a 'raw' socket to IP Layer ------>
IP layer (Layer 2 on OSI) packages ICMP packet and sends it

Since there is no TCP layer in between, the Ping (program) has to monitor all the incoming ICMP packets and filter only the one's from the destination.

অ্যান্ড

Ping is actually two different ICMP (Internet Control Message Protocol) packets.

To ping a host you first send a ICMP Echo Request Packet, the host will then reply with an ICMP Echo Reply.

For more information see: http://en.wikipedia.org/wiki/Ping

Level 0

আমি MRN হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

না ইন্টারনেট এর স্পীড বাড়ে নাই

Level 2

ami gp internet use kori… normally oder speed amar alakate 30kb thke..aj sardin obosso 15kb-ar moto paitacilam..but ata korar por akhon abar 30 kbte gase mone hoi..but not cross 3o kb. how this trick help to speed up??

    Level 0

    @necterash: thank you.and stay with mrn hacker…….iwill show more amazing tricks.

      Level 0

      @mrn: thank you very much….

সার্ভারের স্পীড হ্যাক করার জন্য কি আবার আমাকে এসে ধরবে নাকি? অর্থাৎ পদ্ধতিটা কি নিরাপদ?

এবার নিচের COMMAND টা দিন।
1
ping (ip) -t
যেমনঃ

1
ping 117.28.224.146 -t

ei command ta koi debo ? bujhai bolen pls

Level 0

ভাই, আমার ডিএনএস সার্ভার দেখায় ১৯২.১৬৮.১.১ । আর এখানে একটু আগে পিং করছিলাম, ধাপ করে ডাউনলোড স্পিড ১ মেগাবিট থেকে নেমে ৪০০ কেবি তে নেমে এল। যেই পিং অফ করে দিলাম আবার এক মেগাবাইট স্পিডে নামা শুরু হল।

আপনি যে টিউটোরিয়ালটা লিখছেন, সেটা কিভাবে কাজ করবে এবং কেন কাজ করবে একটু বুঝাইয়া বলেন।

Level 0

ভাই আমি আট মেগাবিটের একটা ডেডিকেটেড ব্রডব্যান্ড ব্যবহার করছিলাম। সেটাকে একটা ওয়ারলেস রাউটার দিয়ে রাউট করানো। ওয়ারলেস এর ল্যান সাইডের ডিফল্ট ডিএনএস তার ল্যান পোর্টের গেটওয়ে। আর ওয়্যান পোর্টে অবশ্য আইএসপির ডিএনএস দেয়া আছে। কাজ কি হবে ভাই? ৮ রে ২৪ বানাতে পারলে ভালোই হয় 😉

Level 2

আমি কিউবি ব্যবহার করি , আমার DNS IP দুইটা দেখায় , কোনটাতে পিং করব ?

জিপির মডেমে কি হবে?

request time out , what can i do

Level 0

bhai apni jodi DNS server hack korte paren taile toh shei hacker hoye jaben jake arrest kora hoise
faul tune

Level 0

ping off korbo kivava?

Level 0

net ar speed komcha

Level 0

sory vai speed barcha vujta parshi

আমার মনে হয় আগে নিজে জেনে, শুনে, বুঝে টিউন করা উচিৎ। আপনি কি প্লিজ একটু ডিসক্রাইব করবেন যে, পিং কেন করা হয়? পিং করলে কিভাবে নেটের ব্যান্ডউইথ বাড়ে? কতবড় বোকার রাজ্যে বসবাস করলে মানুষ এমন একটা টিউন করে তদার নাম “ইন্টারনেট এর স্পীড কম আর কোন চিন্তা না। সফটওয়্যার ছাড়াই…। 300% SPEED” দেয়। আশা করি উত্তর গুলো রেখে যাবেন। আমার উদ্দেশ্য আপনাকে আহত করা নয়। আমার প্রধান উদ্দেশ্য টেকির গুনগত মান বজায় রাখা এবং মান সম্মত টিউনে কমেন্টস করে উৎসাহ যোগান। এ ধরণের টিউন করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ

    Level 0

    @নগর বালক: ভাই আমি আপনার সাথে সহমত।

    @নগর বালক:

    এইটা যেভাবে কাজকরে।ঃ

    Ping (Program on the application layer)
    ——->
    Opens a ‘raw’ socket to IP Layer
    ——>
    IP layer (Layer 2 on OSI) packages ICMP packet and sends it

    Since there is no TCP layer in between, the
    Ping (program)
    has to monitor all the incoming ICMP packets and filter only the one’s from the destination.

    অ্যান্ড

    Ping is actually two different ICMP (Internet Control Message Protocol) packets.

    To ping a host you first send a ICMP Echo Request Packet, the host will then reply with an ICMP Echo Reply.

    For more information see: http://en.wikipedia.org/wiki/Ping

      @MRN হ্যাকার: আচ্ছা ভাল কথা উত্তর দেয়ার জন্য ভাল পন্থা ই আবিষ্কার করেছেন। ঐখানে কোথাও বলছে ছে পিং করলে স্পিড ৩০০% বাড়ে? পিং এর সহজ মানে হচ্ছে কোন আইপি তে ঠুয়া মারলে আইপি উঁ আহঁ করে রিপ্লাই করে, রিপ্লাই করতে যত দেরী হয় ঠুয়ার মাত্রা তত হালকা হয়। বুঝছেন, নাবুঝে থাকলে বোঝর চেষ্টা করুন তারপর ও না বুঝলে টিউন করা থেক বিরত থেকে বড় ভাইয়ারা আছে যারা অনেক জ্ঞানের অধিকারী তাদের টিউন পড়ুন সময় পাশ হয়ে যাবে। টেক টিউন্সএ বাংলাদেশের অনেক বাঘা বাঘা টিউনার রয়েছে। সো তাদের সমনে অন্তত একটু সরম পান। ধন্যবাদ ভাল থাকবেন।

        thank.you…vai kisu mone korben..ami aita onek boro bro website adisilam…apnader moto arokom answare painai…apnarai proman rakhen je bangali manuske thank u bola sikhun..
        ami english a tune kore ami bangla te bujhate pari nai…..apni khati bangali….

        dakhen age kotogula manuser upokar hoise..

Level 0

বাংলালায়নে কাজ করবে ???

lyk @ নগর বালক

Level 0

ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ! সেটা হল বাংলালায়নের পোস্টপেইড আর প্রিপেইড দুটোতেই কি কাজ করবে ??

যাহারা কমেন্ট করিয়াছেন তাহাদের কেহই কি স্পীড বাড়াইতে পারিয়াছেন???

Level 0

bare nai faltu tune

Level 0

বাংলালায়ন পোস্টপেইডে ট্রাই করেছিলাম ! কিন্তু স্পীড বাড়ে নি ! উপরন্তু ওই কার্য করিবার সময় স্পীডটা মনে হল কেমন জানি কম কম !!! 😛

What is ping ??

Ping is a computer network administration utility used to test the reachability of a host on an Internet Protocol (IP) network

DNS ke ping kore speed barano jay na….Amra DNS ke ping kore bujte parbo just amader network kokhon problem kore ba network kamon ache..thats all….Je ai post ta share korsen Take thanks Just share korer jonno…..but brother aita pura bokami marka post je aita create korse allah malum ki mone kore korse….

    vai apni khati bangali…thanksss.500 manuser upokar holo ar apni bolen hoyna…

      @sharifulislam: @MRN হ্যাকার:

      Valo bolsen brother….AMi kichu Bolbo na cause aikhne apni 500 loker kotha bolsen so 500 lok to r bolod hote pare na bolod ta ami holam. ami aponer theke prrof chaibo na cause aita proof korer kichu nay……but brother abar boli DNS kokhono bandwith provied kore na aita Just DOMAIN NAME SYSTEM to apni jeheto hacker to apni amar theke valo janen what is DNS and how its work ……;) 😀 Ami bhai ekdom new ekjon internet user ekhono google search kore choli…….

Level 0

Request time out show korae……………

Level 0

DNS হ্যাক করলেই যদি speed বাড়ে তাহলে DNS Change করে নিলেই হয়।

ভাই আল্লার কিরা করে কচ্চি আমার নেট এর স্পীড বারিছে।আগে ডাউনলোড হত ৬০/৬৫ আখন ৭৫/৮০ হছছে।ধইন্নাপাতা

Level 0

আমার আগের কমেন্ট মুছে দেওয়া হয়েছে কিন্তু কেনও জানি না!!!!! আবার লেখছি, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনও উপায় আছে যা দিয়ে নেট স্পীড ৩০০% বারানো যায়। বন্ধুরা আপনাদের কি কার জানা আছে? আমি ২G তে ২২৮ কেবিপিএস স্পীড পাই। * 2G তে সর্বোচ্চ ২৩৬.৮ স্পীড পাওয়া সম্ভব। তাহলে কি করে আমি ২২৮-এর ৩০০%= ৬৮৪ কেবিপিএস স্পীড পাবো ?

Level 0

ভাই, পুরো ব্যাপারটা আমার নিজের কাছে পরিস্কার নয়, মনে হয় আপনি বলতে চাচ্ছেন,
DNS Server এর IP কে Ping করে চালু রাখলে ৩০০% স্পীড বেড়ে যাবে,
ব্যাপারটা কি আসলে তাই ?

    @shon: taile vai aida ki..:
    19 June, 2012 at 8:18 pm
    ভাই আল্লার কিরা করে কচ্চি আমার নেট এর স্পীড বারিছে।আগে ডাউনলোড হত ৬০/৬৫ আখন ৭৫/৮০ হছছে।ধইন্নাপাতা
    likhen:
    ranim-mahfuz

    ha vai…ami kori…and jara jara 1000 people who read tara sobai upokreto hoise bole mone hoy..

এবার নিচের COMMAND টা দিন।
1
ping (ip) -t
যেমনঃ

1
ping 117.28.224.146 -t

ei command ta koi debo ? bujhai bolen pls

dns er okhane to 2ta dekhay, oporerta nibo na nicherta ??

সহমত @নগর বালক
@MRN হ্যাকার, উপরে দেখলাম আপনি লিখছেন “এইটা মুতল আপনার dns server থেকে স্পীড হ্যাক করে” আচ্ছা আপনার কথা শুনলাম, এইবার আমাকে বলেন DNS সার্ভারের কাজ কি? DNS কি কখনও Speed Provide করে যে আপনি dns server থেকে স্পীড হ্যাক করবেন । আর PING নিয়ে তো দেখলাম বহু কিছু লিখে ফেলছেন (দয়া করে OSI Layer গুলি আরেকটু ভালভাবে বোঝার চেষ্টা করবেন) এবং DNS সর্স্পকে আরেকটু পড়াশুনা করলে আপনি আর ভবিষ্যতে এই রকম ” ইন্টারনেট এর স্পীড কম আর কোন চিন্তা না। সফটওয়্যার ছাড়াই…। 300% SPEED ” টিউন করবেন না আশাকরি ।
সহমত @নগর বালক

Level 2

অনেক ধন্যবাদ ভাই আপনাকে, ই মেইলের উত্তর দেবার জন্য | স্পিড কিছুটা বেড়েছে ! কিন্তু একটা ব্যপার , অনবরত পিং রিকুয়েস্ট পাঠানোর কারণে আমার ডাটা ভলিউম কমে যাচ্ছে কিনা ? আমি pre -paid ইউজার অর্থাত সীমিত ডাটা লিমিট !

Level 0

ব্রাদার কিছু মনে করবেন না। আমি ব্যবহার করি ADSL লাইন।আপনার এই পদ্ধতি অনুসরণ করলাম কিন্তু কোন ফল পেলাম না। একটু কষ্ট করে উত্তর দিবেন কি?

MRN হ্যাকার ভাই আপনি কি নেট চালান – ব্রডব্যান্ড নাকি ওয়াইমেক্স,নাকি অন্য কোনটা?

Level 0

@MRN হ্যাকার ভাইঃআপনার টিউন আমার কোন কাজে লাগ্ল না।এমন কোন টিউন করুন যাতে সবার কাজে লাগে।

Level 0

ভাই আমাকে উদ্ধার করেন। আমার নেট স্পিড একেবারেই নাই। আগে ২০০ থেকে ২৫০ কেবি থাকতো। এখন ১০, ১২ এমনকি স্পিড নাই হয়ে যায়। আমি Ctrl+c দিয়ে বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু কাজ হলো না। help me ,help me, help me………..

Level 0

ভাই আমার ইমেইল হলো:[email protected]. আমাকে বাচান….

Level 2

ami 7/5 konotay nai

Level 0

পুরা ফালতু টিউন। আমি বিশাল একটা বাশ খেয়ে বসে আছি। আমাকে উদ্ধার করার মতে কি কেউ নাই…

dhat sala time tai nosto korlo …. a rokom tune plz korben na

অনেক ধন্যবাদ হ্যাকার ভাই এই অসাধারণ টিউন করার জন্য !! আমি তো পুরাই অবাক !!! স্পীড আগে ছিল ২৫৬ কেবি হটাৎ (পিং করার পর) স্পীড ২এমবি হয়ে গেল 😛

এই ঘটনার পর আমার একটা গল্প মনে পড়ে গেল, এক বাসায় সাপ্লাই পানির ফ্লো অনেক কম ছিল, পানি খুব কম আসত । পড়ে সে চিন্তা করল যে পানির পাইপ আরো মোটা লাগালে হয়ত বেশি পানি পাওয়া যাবে তো সে মোটা পাইপ লাগাল বাসার ট্যাপে এবং অবাক বাপার পানির পরিমাণ ও বেড়ে গেল। 😛 😛

গাজাখুরি গল্প মনে হচ্ছে ??? এটা কিন্তু সত্যি !!! ঠিক আপনার টিউনের মত !!!
সরি ভাই বাঙালি তো আর বেশি কিছু বলতে পারলাম না !!! (নামের পড়ে হ্যাকার লাগালেই হ্যাকার হওয়া যায় না !)

    Level 0

    @fahim_asjad: ami vai dabi korlam kokhon…amio jani namer por hacker lagalei hacker hoya jay na..ar ai tricks ta ami banai nai..just ami upokar paisi seijonno share korlam..just aita google a search diya dakhen…bangali vai…..khari bangali…
    thaxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxb.a.l

      @MRN Hacker: apni bal bujhen….. vodai kunhankar. kichu na buijha tune mare. abar torko korte aaise…..

Level 0

আমি যে কি বিপদে পড়ছি বলে বুঝাতে পারবোনা। আমি ping off করতে পারতেছি না। ctrl+C দিয়ে বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ…কৈউ আমাকে হেল্প করার মত থাকলে ঠিকানা বলেন আমি যোগাযোগ করবো। আমার বাসা গাজীপুর। এর আশে পাশে যেমন উত্তরা, খিলক্ষেত,বনানীর ভিতর হলে ভাল হয়। অবশ্যই যোগাযোগ করুন:০১৬৮১৬৫৫৪৫৩

Level 0

amar net ar speed aro komse

Level 0

Kaj kore na… 300% to oneek dur… ja chhilo ta o majhe majhe kome jay… lol!!!

Assalamualikum, jonab ping (ip) -t lekha ta ki command promot a likhbo …..& eita ki download speed barabe naki browsing ????? & cmd te likhle show kore …..(reply from 8.8.8.8 bytes=32 time=55ms TTL=52) & kono shomoy dekhai (reply time out) ei 2 ta jinis ki ? pls. ektu janan

Thanks

Level 0

eita akta ddos code apni to bokar moto nijer net ka vhari kortasen,jara modem use koren ei code use korla tara 100% bash khaben karon eita apner nijer server otirikto traffic send kortasa,hacker ra erkom trick use kora enemy site down korar jonno,ekhon apni jodi chan apni nejer server down korta paren,r ami 100% sure ei code kono kaja asbena r jara boltasa tader kaj hoisa ashola tara kichu din por abar ager speed paua suru korba

    Level 0

    @tonoy24: Vai Apni Thik Bolechen. Ami Bas Kheyechi. Amar Speed Kome Geche. Ar Barche Na. Keu Ki Kono Upay Dite Paren!!!!!!!!!!!!!

chorom post, thanks

download speed to bare ni!!!

Level 0

ভাই, আমার তো ৮ এমবি লাইন, সেটা এই টিউন পড়ার পর পরই ২৪ হয়ে গেছে। 😉 টিউনটা কাজে লাগালে আশা করছি ৭২ মেগাবিট স্পিড ব্যবহার করতে পারবো … খেক খেক খেক।

ভাই আপনাদের comments সবিই পরলাম but bujta parci na ki korbo.Ami banglalion hack kore use kori akon ami ki speed baraita parbo… jodi admin saheb bolten.

tnxxx

ভাই আমার ১৬ এমবির লাইন,হ্যাকার ভাইয়ের পদ্ধতিতে জেইনা হ্যাক করলাম আমার স্পীদ ৩০০% বেড়ে কত হয়ে গেলো সেটা পিসির ক্যাল্কুলেটরেও বের হইতাসে না।ঠিক করসি এই ট্রিক্সটা নেট প্রোভাইডারদেরকে দিয়ে আসবো।এতে তাদের স্পীড ৩০০% বেড়ে যাবে।অবশ্য এত্ত স্পীড নরমাল কেবলে আসা যাওয়া করতে পারবে কিনা এইটা হ্যাকার ভাইয়ের কাছে আমার প্রশ্ন ছিলো।ভাইয়া আরেকটা টিউন করেন কেমনে রিফ্রেশ করে নেটের স্পীড ৪০০% বাড়ানো যায় 😛

ভাইয়া এগুলো সব ভূয়া আমি একটা ইন্টারনেট স্পীড হ্যাকের ব্যাপারে টিউন করেছিলাম।আমি একটা সফটওয়্যার এর নাম দিচ্ছি এটা হলো Internet Speed Hack v6.1।ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?2tfjm8h0c1a2muc।ডাউনলোড করে ওপেন করে 65 mbit/s (max) এ ক্লিক করুন এবং Patch এ ক্লিক করে ৫ মিনিট অপেক্ষা করুন।লেখা দেখবেন Your Internet Speed is increased!।তারপর ইন্টারনেট স্পীড চেক করুন।লিঙ্ক http://www.speedtest.net।চেক করার পর নিজেই দেখুন আপনার ইন্টারনেট এর স্পীড অনেক অনেক বেড়ে গেছে।আপনি আপনার ইচ্ছে মত ব্রাউজ বা ডাউনলোড করুন খুব দ্রুত ভাবে।ধন্যবাদ।……একবার ট্রাই করে দেখুন যদি না হয় তাহলে আমাকে বলুন।আশা করি অবশ্যই হবে ইনশাল্লাহ।

@শুভ সত্যিই কি ?
আর এগুলো আমার কাজে লাগছেনা ।

ধন্যবাদ ভাইয়া । তবে কি জানেন ? গুগল dns ব্যবহার করলে আরও বেশি স্পীড পাবেন