ফেসবুক ID HACK হয় গেলেও ফিরিয়ে আনুন!

আসসালুআলাইকুম। টাইটেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে লিখব।

তহলে টিউন শুরুকরি:

২০০৪ সালে শুরু হওয়া ফেসবুক নামক সামাজিক যোগাযোগ সাইটের সাথে নিশ্চয়ই কাউকে নতুন করে পরিচয় করিয়ে হবেনা। কম বেশি সবারই সেখানে একাউন্ট থাকার সুবাদে সুখকর অভিজ্ঞতার পাশাপাশি কষ্টকর অভিজ্ঞতাটাও অনেকেরই থাকার কথা। আজকে কষ্টকর দিকটি নিয়ে আগাবো এবং এর একটি সমাধানের চেষ্টা করবো।

বাংলাদেশে জনপ্রিয় হওয়া ফেসবুকে কম বেশি অনেকেরই একাউন্ট কোননা কোন ভাবে হ্যাক হয়ে থাকতে পারে। দেখা গেছে কোন একটি স্ক্যাম কিংবা অ্যাপসের কবলে পড়লেন। অথবা কোন ভাবে আপনার সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায় ইমেইল হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক হয়ে ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেল। এবং হ্যাকার আপনার ব্যবহৃত পাশওয়ার্ড টিও পরিবর্তন করে ফেললো। এখন কি করবেন?

শুধু মাত্র ফান করার জন্য হলে একাউন্টের চিন্তাটা না করলেও চলে. কিন্তু লক্ষনীয় যে, আজ কাল সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম নয় আরো নানাবিধ ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত হয়। তখন তো আপনাকে এই আইডি রিকভার করতেই হবে। আইডি রিকভার করার নান উপায় আছে, তার মধ্যে আজকের উপায়টি পরিবেশিত হলঃ

হ্যাককৃত ফেসবুক আইডি পুনোরুদ্ধারঃ

১. এড্রেস বার থেকে http://www.Facebook.com/hacked এ প্রবেশ করুন

২. My Account Is Compromised এ ক্লিক করে এগিয়ে যান

৩. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করতে

Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name এই তিনটি অপশানের যেকোন একটি তে প্রয়োজনীয় তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক করুন

৪. Security Check অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান

৫. আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম থাকবে, This Is My Account ক্লিক করে এগিয়ে যান।

৬. এখানে আপনার ব্যবহৃত পুরনো পাসওয়ার্ড এখানে প্রবেশ করান।

৭. ফেসবুক তথ্য গুলো সঠিক দেখালে পরবর্তী ষ্টেপ গুলো আপনাকে দিবে, সেভাবে আগালে আশাকরি আপনার ফেবু আইডিটি স্বশরীরে ফিরে পাবেন

কপি পেস্ট টিউন না করে নিজে মৌলিক টিউন করার চেষ্টা করুন। আপনার এ পর্যন্ত সকল টিউনই কপি পেস্ট।

Level 0

আমি Logical Network। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে কিছু জানতে চাই,অপরকেও জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিশ। ধন্যবাদ।

    Level 0

    Thank you for read my tune!

আশা করি অনেকের কাজে লাগবে। 🙂

    Level 0

    আপনার আশা সফল হউক।

ভালো লাগলো। ধন্যবাদ সেয়ার করার জন।

Level 0

স্বাগতম।:)

Level 0

Thanks for nice tune

Level 0

কপি পেস্ট টিউন না করে নিজে মৌলিক টিউন করার চেষ্টা করুন। আপনার এ পর্যন্ত সকল টিউনই কপি পেস্ট। -মডারেটর সোর্ডফিশ

    Level 0

    আপনার ভূল হচ্ছে।আমার সকল টিউনই আমি কপি পেস্ট করিনি।বলতে পারেন বেশীর ভাগ টিউনই কপি পেষ্ট।কারন,২টি টিউন আমি নিজ থেকে করেছি।

ভালইতো এখন থেকে ফেসবুক নিয়ে আর কোন চিন্তা নাই,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ

ভাই জান আমি অনেক দিন ধরে চেষ্টা করে আসছি কিন্তু পারিনাই কি করা জাই বলেন ?

Level 0

ধন্যবাদ ভাই আপনার টিউন অনেক উপকার হল।

Level 0

ভাই আমার ফেসবুক ID খুলতে পারছি না । মোবাইল কফরমেসন কোড চাই কিন্তু মোবাইল থেকে সেটা ডিলেট করে দিয়াছি এখন ওই ফেসবুক ID কিভাবে খুলতে পারি কারো জানা থাকলে Help করুন। Please…

ভাই আমার ফেসবুক ID খুলতে পারছি না । temporarily locked. দেখায় কি করবো

Level 2

আমার অপিস থেকে টেকটিউন্স,ফেসবুক,ইউটিউব সব বন্ধ করে দিয়েছে অনেক কষ্ট করে আপনার কাছে লিখছি যদি কোন সমাধান দিতে পারেন তাহলে খুব উপকার হয় আমার ইমেইল [email protected]