বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের কথা এখন নেট ব্যবহারকারীরা সবাই জানেন, যারা জানতেন না তারাও পত্রিকা মারফৎ জেনে গেছেন। তুমুল যুদ্ধ চলছে দুই দেশের সাইবার যোদ্ধাদের মধ্যে। যারা এ যুদ্ধ শুরুর কারন জানেন না তাদের অবগতির জন্য বলছিঃ বর্ডারে ভারতীয় বি,এস,এফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানাতেই এই যুদ্ধের শুরু। তবে এই যুদ্ধের একটি ভাল দিক হচ্ছে এ যুদ্ধে কোন মানুষের প্রাণ যাচ্ছেনা অথচ এ যুদ্ধের মূল উদ্দেশ্য অর্থাৎ ভারতীয় বি,এস,এফ এর নৃশংস কর্মকান্ডের প্রতিবাদ ঠিকই জানানো হচ্ছে, সাথে সাথে এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে।
আমরাও চাই সব যুদ্ধই যেন এরকম বুলেট, বোমা আর অস্ত্র ছাড়াই সম্পন্ন হয়। এই বিষয় নিয়ে একটি ছড়া লিখলাম! কেমন হল জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ।
সাইবার যুদ্ধ!
শুরু হোল যুদ্ধ, যার নাম “সাইবার”,
বুলেট-বোমার যাতে নেই কোন দরকার।
সব যুদ্ধ এমনই হোক এই আশা করি,
অস্ত্র নয়, সবাই আসুন কলম হাতে ধরি।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
viyya jotil hoyse.