একটু বুদ্বি খাটিয়েই কিন্তু Hide করতে পারেন আপনার কম্পিউটারের বর্তমান Ip Adress। ইচ্ছা করলেই আপনি ব্যবহার করতে পারেন আমেরিকা,ইল্যান্ড এর IP adress, Bangladesh এ বসেই। আমাদের বিভিন্ন সময়ে লুকানোর দরকার হয়। যেমন কারো ইমেল অথবা ফেইসবুক হ্যাকিং করার সময় Ip Adress Hide করতে হয়।কিন্তু IP adress Hide করা থাকলে কেঊ বুঝতে পারবেনা আপনি কোন জাইগা হতে হ্যাকিং করছেন।
আর এই জন্য আপনার প্রয়োজন হবে Hide IP 2009 নামের একটি সফৃটওয়্যার।সফৃটওয়্যারটি এখান থেকে কম্পিউটারে ডাঊনলোড করুন। তবে সফটওয়্যারটি কাজ করার জন্য আপনাকে অবশ্যই Microsoft .NET Framework ইন্সটল করা থাকতে হবে।
যদি না থাকে তাহলে এখান হতে ডাঊনলোড করুন। সফটওয়্যারটি কম্পিউটারে করার পর এবার Hide IP 2009 সফটওয়্যারটি করুন।করার পর Hide IP মেনুতে ক্লিক করে Hide করুন আপনার Ip Adress
বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাঊনলোড করার জন্য ভিজিট করুন এখানে এখানে
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sojib ভাই এই সফটওয়ারটি নিয়ে আগে আমি একটি টিউন করেছিলাম https://www.techtunes.io/internet/tune-id/8883/ । যাইহোক ভাল হয়েছে তবে এখন আর আইপি হাইড করার দরকার নাই টিউনটা পড়েন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/10288/ । আর দয়া করে একটু বলে দিন এটা ১৪ দিনের ট্রায়াল ভার্সন । Xp সেটাপ না দেয়া পর্যন্ত আর ব্যভহার করা যাবে না । ধন্যবাদ টিউনটি করার জন্য ।