বর্তমান সময়ের প্রযুক্তির দিক থেকে গুগল এডসেন্সের বিকল্প নেই। সবার সাথে সাথে google এডসেন্স নানা রকম রেস্ট্রিকশনসহ নানা রকম নিয়মকানুন চালু করেছে। যার ফলে, গুগল এডসেন্স পাওয়া আসলে খুব একটা সহজ হচ্ছে না। আজকে আমি দেখাবো যারা google এডসেন্স পেতে চান তারা কিভাবে গুগল এডসেন্স একাউন্ট ক্রিয়েট করবেন। আমার গুগল এডসেন্স একাউন্টে ঘুরে আসুন.
প্রথমে প্রয়োজন হবে একটি ওয়েবসাইটের :গুগল এডসেন্স একাউন্ট পেতে হলে প্রথমে একটু ওয়েবসাইটের প্রয়োজন হয়। আপনার যদি ওয়েবসাইটের প্রয়োজন হয় তবে, আপনি নিজে তৈরি করে নিতে পারেন। ওয়েবসাইট তৈরি করতে
এরপর প্রয়োজন হবে 6 মাস অপেক্ষা করা :ওয়েবসাইট তৈরি করা শেষে আপনাকে ৬ মাস অপেক্ষা করতে হবে কেননা, ডোমেনের বয়স সর্বনিম্ন ৬ মাস হতে হয়।
এরপর গুগল এডসেন্স এপ্লিকেশন করতে হবে। অ্যাপ্রুভ হয়ে গেলে ব্যাস হয়ে গেল আর না হয়ে গেলে আপনি কিনে নিতে পারেন।
google এডসেন্স কেনার ক্ষেত্রে : সতর্কতার সাথে কিনুন। ওয়েবসাইট সহ গুগল এডসেন্সের দাম সাধারণত ৫০০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। google এডসেন্স কিনতে চাইলে নিচে টিউমেন্ট করে জানান গুগল এডসেন্স উইথ ডোমাইন এন্ড হোস্টিং।
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।