আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা বরাবর এর মতো আজো আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে হাজির হলাম।
বন্ধুরা বর্তমানে কম বেশি আমাদের সকলের মধ্য একটি ইচ্ছা থাকে যে অনলাইন থেকে ইনকাম করবো। আপনি এই ইচ্ছার থেকেই হয়তো নিজের একটি ইউটিউট চ্যানেল খুলে ফেলছেন বা আপনি একটি ইনকাম করার উদ্দেশ্য নিয়ে ব্লোগ সাইট খুলতে চাচ্ছেন কিংবা আপনার আগেরি একটি ব্লোগ সাইট বা ইউটিউব সাইট আছে। কিন্তু অনেক অনেক দুঃখ হলেও সত্যি যে আপনি সেই অনলাইন ওয়েবসাইট বা ইউটিউব কোনটি থেকেই ইনকাম করতে পারছেন না। অনেক কষ্ট করে সফলতা না পাওয়ার পর আপনি হয়তো এখন হতাশ। সফলতা না পাওয়ার অন্যতম একটি কারণ হলো Adsense এর কড়া নিয়ম বা কঠোর প্রাইভেসি পলিসি।
আমরা নতুন যারা আছি তারা হয়তো এই অ্যাডসেন্স এর পলিসি ফিলাপ করতে পারে না ফলে অ্যাডসেন্স ও আমাদের কপালে জোটে না। আর অ্যাডসেন্স না থাকলে অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন টাও আর পূরন হয় না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো বন্ধুরা আজ আমি আপনাদের সেই স্বপ্ন পূরণ করতেই সাহায্য করবো। হ্যা বন্ধুরা আজ আমি আপনাদের অ্যাডসেন্স এর বিকল্প সেরা ৫ টি সাইট নিয়ে আলোচনা করবো। যেগুলো দিয়ে আপনি অ্যাডসেন্স না থাকলেও অ্যাডসেন্স এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই।
তো সবার প্রথম আমি অ্যাডসেন্স এর বিকল্প হিসাবে যে সাইট টিকে বেছে নিবো সেটি হলো মিডিয়া ডট নেট
আমরা যদি অ্যাডসেন্স এর সেরা কোন বিকল্প খুঁজি তাহলে মিডিয়া ডট নেট কে গুগল অ্যাডসেন্স এর পরেই স্থান দেওয়া হবে। কারন এই এডনেটওয়ার্ক ওয়সাইটে প্রায় ২০, ০০০ এর ও বেশি কোম্পানি তাদের শেয়ারে নিজের প্রচার কাজ চালিয়ে যান। এই মিডিয়া ডট নেট ওয়েবসাইটির মাধ্যামে আপনি গুগল অ্যাডসেন্স এর থেকেও অনেক বেশি পরিমান ইনকাম করতে পারেবেন। যদি আপনাদের ওয়েবসাইটে কাংখিত টার্গেট অডিয়েন্স বা ভিউস থাকে। এই ওয়েবসাইটির আরো একটি ভালো দিক হলো আপনি মনিটাইজ এর জন্য এপ্লাই করার পর আপনাকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্য রিপেলে করে জানাবে আপনার ওয়েবসাইট টি তাদের এডনেটওয়ার্ক এর এড পাবলিশ করার জন্য উপযুক্ত কিনা। এই ওয়েবসাইটতে অ্যাডসেন্স মনিটাইজ পাওয়ার জন্য কিছু শর্ত পূরন করতে হবে।
মিডিয়া ডট নেট এ আপনি আপনার ইনকাম এর সর্বনিম্ন $100 ডলার উইথড্র করতে পারবেন। এর কম ব্যালেন্স উইথড্র করতে পারবেন না। উইথড্র করা ব্যালেন্স আপনি Paypal এবং Web Money এর মাধ্যমে খুব সহজেই হাতে নিতে পারবেন।
আমরা যদি দ্বিতীয় স্থানে অ্যাডসেন্স এর সেরা কোন বিকল্প খুঁজি তাহলে ওয়াইলিক্স মিডিয়া দ্বিতীয় স্থানে আসতে বাধ্য। এটি গুগলের বিকল্প হিসাবে সেরা একটি এডস নেটওয়ার্ক ওয়েবসাইট। কারণ এর এডস সমূহ এতোটাই আকষনীয় যে একজন ভিজিটর কে মূগ্ধ করে ফেলবে এডস ক্লিক করতে। আর বরাবর এর মতোই এডস এ যতো ক্লিক বেশি হবে আপনার ইনকাম ও ততো বেশি হবে। তাই ইনকাম বেশির দিক থেকে তুলনা করলে ওয়াইলিক্স মিডিয়া অ্যাডসেন্স এর সেরা বিকল্প হিসাবে কাজ করবে। ওয়াইলিক্স মিডিয়াতে মনিটাইজ পাওয়ার শর্ত সমূহ হলোঃ
ওয়াইলিক্স মিডিয়া এখানে আপনি সর্বনিম্ন $5 ডলার Paypal পেমেন্ট নিতে পারবেন এছাড়াও $10 ডলার বিটকয়েন, লিট কয়েন, ডগি কয়েনেও নিতে পারবেন এছাড়া $50 ডলার Payonner এ নিতে পারবেন এছাড়াও $100 ডলার International Bank Account এও নিতে পারবেন।
আমরা যদি অ্যাডসেন্স এর সেরা কোন বিকল্প খুঁজি তাহলে তাবোলা ডট কমে আমাদের অজান্তেই এই লিস্টের তৃতীয় নাম্বারে চলে আসবে। তাবোলা ডট কম এর অ্যাডসেন্স সিষ্টেম একদম ইউজার ফ্রেন্ডলি। তাই এখানে ইউজার বিরক্তের কোন প্রশ্নেই থাকবে না। ফলে আপনার ওয়েবসাইট এর ভিজিটর সংখ্যা দিন দিন বেরে যাবে। আর আপনার ইনকাম ও দিন দিন মাউন্ড এভারেস্ট এর মাথায় পৌছে যাবে। এই ওয়েবসাইটে আপনি যেকোন ভাষায় কন্টেন্ট লিখেও মনিটাই এপ্রুভাল পেয়ে যাবেন। তবে তাবোলা ডট কম ছোট্ট খাটো কোনো ওয়েবসাইট এ তাদের মনিটাইজ এপ্রুভ দেয় না। আপনার ওয়েবসাইটে যদি মাসে সর্বনিম্ন ৫০০, ০০০ ভিজিটর থাকে তাহলে আপনি তাবোলা ডট কম মনিটাইজ পাবেন এ বেতিত পাবেন না। কারণ ভিজিটর কম ওয়েবসাইট গুলোতে তাবোলা তাদের এডস নেটওয়ার্ক এপ্রুভ করে না।
তাবোলা ডট কমে আপনি paynnoer এর মাধ্যামে খুব সহজে আপনার একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন।
আপনি যদি একজন ব্লোগার ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে সেটি থেকে নিশ্চয়ই ইনকাম এর কথা ভাবছেন। কিন্তু গুগল অ্যাডসেন্স এর পলিসির কারনে আপনার স্বপ্ন টা পূরন হচ্ছে না। তাদের জন্য এই চিটিকা এডস নেটওয়ার্ক ওয়েবসাইট টি কিন্তু সেরাদের একটি হতে চলছে। কারণ এখানে আপনাকে কোণ টার্গেট ফিলাপ করতে হবে না। শুধুমাত্র একটি একাউন্ট খুলে নিলেই আপনি এডস পাবলিক এর অপশন পেয়ে যাবেন। আর এদের এডস গুলোও অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে সারাবছর প্রায় 3500.000 এডস পাবলিশার্স তাদের প্রডাক্ট প্রমোশন করে থাকেন। সবকিছু উপর ভিত্তি করে বলতেই হয় অ্যাডসেন্স এর বিকল্প হিসাবে চিটিকা আপনার জন্য সেরা একটি ওয়েবসাইট হতে পারে।
আপনি যদি ব্লোগার থেকে সফল হিসাবে ভালো ইনকাম করতে চান তাহলে আপনার জন্য মেগিড একটি সেরা চয়েস হতে চলেছে। কারণ এখানে ইনকামের হাই CPM এবং হাই CTR দেওয়া হয়। যার কারণে ইনকাম এর পরিমাণ সাধারন এর চেয়ে অনেক বেশি হয়। তবে মেগিড সাধারনত অন্য সব এডস নেটওয়ার্ক এর থেকে একদম আলাদা। কেনো আলাদা সেটা এবার শুনুন। আপনার ওয়েবসাইট টি যদি ছোট খাট একটি ওয়েবসাইট হয় তাহলে কিন্তু মেগিড এ আপনার ওয়েবসাইট টি এডস পাবলিশ এর জন্য কখনো এপ্রুভাল পাবেন না। মেগিড এ আপনার ওয়েবসাইট টি এপ্রুভাল পেতে হলে মাসে সর্বনিম্ন ৩০০০০ হাজার থেকে ৯০০০০ হাজার ইউনিক ভিজিটর থাকতে হবে। তবেই এপ্লাই করার ২৪ ঘন্টার মধ্য এপ্রুভ পেয়ে যাবেন। নয়তো আপনার ওয়েবসাইট টিকে এডস পাবলিশ করার জন্য অনুমোদন দেওয়া হবে না। মেগিড এর সেরা ফিচার হলো তাদের এডস সিষ্টেম এমন করা থাকে যা আপনার ওয়েবসাইট এর কন্টেন্ট এর একদম মিশে যায়। ফলে আপনার কন্টেন্ট কোনটা আর এডস কোনটা সেটা সহজে বুজা যায় না। যার কারণে ইউজারের ক্লিক অনেক বেশি হয়। ফলে আপনার ইনকাম এর সংখ্যাও অনেক গুনে বেরে যায়।
তো বন্ধুরা এই ছিলো আজকে আমাদের অ্যাডসেন্স এর বিকল্প সেরা ৫ টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশাকরি টিউন টি আপনাদের ভালো লেগেছে। আর আপনি আপনার ওয়েবসাইট এর জন্য সেরা এই ৫ টি এডস নেটওয়ার্ক এর মধ্য থেকে কোনটি বেছে নিলেন সেটি টিউমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। প্রতিদিন টেকনোলজি বিষয়ক নতুন নতুন টিপস এন্ড ট্রিক নিয়ে আর্টিকেল পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে TrickNew দেখা হবে পরবর্তী কোন টিউনে ততোক্ষন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেকটিউনস এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।