ট্রাফিক থাকা সত্তেও যাদের AdSense থেকে ইনকাম হচ্ছে না!

আমাদের ভিতরে এমনই অনেকেরই সাইট আছে যারা আশা করেছিল যে AdSense থেকে শত শত ডলার ইনকাম করবে।
অনেকের আশা এই ছিল যে মাসে কোন রকম ২০০ থেকে ৩০০ ডলার আর্ন করতে পারলেই হবে, কিন্তু পরবর্তীতে দেখা যাই যে মাস শেষে ১০-২০ হাজার ট্রাফিকে ইনকাম হচ্ছে মাত্র ৫-১০ ডলার। যা দেখে যে কেউ ডিপ্রেশনে চলে যাবে। যাওয়াটাই স্বাভাবিক। তো কেন এই রকম হচ্ছে চলুন জেনে নেই তার কারনঃ

আসলে আমরা প্রফেশনালদের ভিডিওর আর্নিং দেখে সিদ্ধান্ত নেই যে আমরাও AdSense থেকে ইনকাম করবো।
কিন্তু নতুনরা বেশির ভাগই ভুল করে নিশ সিলেক্ট করতে। তারা ভাবে আমি তো আর্টিকেল লিখতে পারি নাহ, তাই নিউজ বা গসিপ বা ডাউনলোড এই সব নিশ নিয়ে কাজ করি। এই গুলাতে লেখার অতোটা ঝামেলা নেই, তাছাড়া লেখাও অনেক সহজ আবার র‍্যাংও অনেক দ্রুত পাওয়া যাই।

কিন্তু ভুল এই খানে করে যে এই সকল নিশে ইনকাম নেই বললেই চলে, আর তাছাড়া এই সকল নিশের কন্টেন্টে কেউ ক্লি করতে চাই না, কারন ট্রাফিক সাইটে বেশি সময় থাকে নাহ, আর অন্যন্য পেজও ভিজিট করে দেখে নাহ। ফলে বাউন্স রেট বেড়ে যাই ও ইনকাম ও কম আসা শুরু হয়।

তখন সাইটের মালিক এই ভাবে যে, এতো ট্রাফিক ডুকছে কিন্তু ক্লিক বা আর্নিং কিছুই হচ্ছে নাহ।

কিন্তু সাইটের মালিক যদি ভাল নিশ সিলেক্ট করতো, যে আসলেই মানুষ পড়ে সময় ধরে তাহলে সেই সাইট থেকে ভাল ইনকাম করা যেত। কিন্তু আমাদের টিউন ছিল এই রকম যে কিভাবে Absence এর আর্নিং বাড়াবেন। তো চলুন জেনে নেই।

আমি এখানে একটা নেটওয়ার্কের কথা বলবো, যার নাম হচ্ছে Adsterra 

এই সাইট থেকে আমি গত ৩ মাসে ইনকাম করেছি প্রায় ১০০ ডলার যেখানে Adsence থেকে ইনকাম হয়েছে আমার মাত্র ৩০ ডলার।
তো, কোন সন্দেহই নেই যে আউল ফাউল নিশের জন্য Adsterra অনেক বেটার Adsence এর থেকে। চলুন দেখে নেওয়া যাক আমার আর্নিং রিপোর্ট ও পেমেন্ট হিস্টোরি।

Total Earning Report

All Payments Report

 

এই ছিল আর্নিং রিপোর্ট আমার ৩ মাসের। এখন কথা হচ্ছে যে এইটা কি Adsense এর পাশাপাশি ব্যবহার করা যাবে!? উত্তর হচ্ছে জি যাবে।
যদি বিশ্বাস না হয় তাহলে আমার নিজের সাইট ভিজিট করে দেখুন আমি আজ ৩ মাস ধরে এই ২ টা নেটওয়ার্ক এক সাথে ব্যবহার করছি কোন রকম সমস্যা ছাড়া।

My Site Link-: Crash Bandicoot On The Run Bosses

 

তো এবার আসি কিভাবে ইনকাম করবেন। যে কেউ বর্তমানে সাইন আপ করতে পারে। না পারলে উপরের দেওয়া লিংকে ক্লিক করুন।
ওখান থেকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করুন। আবার আপনার সাইট এড করে 720*90 Size এর এড আপনার সাইটের এডারে বসান ও 350*250 Size এর এড টা সাইল্ডে সবান।
আর যদি আপনার ডাউনলোড সাইট হয়ে থাকে তাহলে Social_bar নামের একটা এড আছে, সেটা সাইটের Body ট্যাগে বসিয়ে দেন।

কিন্তু সমস্যা হলো এই সাইট থেকে তারাই ভাল ইনকাম করতে পারবেন যাদের নিশ ইংলিশ বা ইউরোপের ট্রাফিক আছে।
ইন্ডিয়ান ও বাংলাদেশি ট্রাফিক দিয়েও ইনকাম হবে বাট যেভাবে বলেছি সেভাবে ইনকাম টা আসবে নাহ।

তাহলে করনী কি? চিন্তা করেন নাহ। আপনারা যদি সাড়া দেন তাহলে আমি আরো একটি নেটওয়ার্ক শেয়ার করবো যেটা যেকোন দেশের ট্রাফিক থেকে ভাল ইনকাম দেই।

Adsterra Minimum Payment & Method

মাত্র ৫ ডলার হলেই আপনি টাকা তুলতে পারবেন ওয়েব মানি একাউন্ট দিয়ে। এরা মাসে ২ বার পেমেন্ট করে।
১-৩ তারিখ ও ১৬-১৮ তারিখ এবং এর মধ্যেই তাদের নতুন ইনভয়েস হয়।

 

ধন্যবাদ এতো কষ্ট করে পড়ার জন্য, যা যা বলেছি তা করে ১০ দিন ওয়েট করুন আশা করছি AdSense এর থেকে অনেক ভাল ইনকাম করতে পারবেন।

Level 3

আমি নিলা খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।

https://www.tipsnewsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস