Google Adsense প্রতিটি ব্লগারের স্বপ্নের নাম। কিন্তু Google Adsense পাওয়ার পথও কিন্তু Smooth নয়। যথেষ্ট কাঠখড়া পাড়ি দিতে হয়। অনেকে আবার Approval পেয়েও হাতছাড়া করে ফেলেন। তো তাই বলে হাত গুটিয়ে বসে থাকবেন? মাসের পর মাস বিনা পয়সায় খাটা-খাটনি একসময় বেকার মনে হতেই পারে। কেমন হতো যদি ব্লগিং শুরুর প্রথম দিন থেকেই অন্তত Income এর পথ থাকতো?
জ্বী হ্যাঁ আছে। আপনি যখন সার্চ করবেন "Best alternative of Google Adsense" তখন সাধারণ ভাবেই Propellerads, Infolink, Medianet এর উপর আর্টিকেল পাবেন। এই এড নেটওয়ার্কগুলো অবশ্যই ভালো এবং Trusted কিন্তু আপনার আমার নতুন ব্লগে কিংবা sub-domain এর জন্য তারা Ads Approval দিবেনা।
এজন্য দরকার Low ট্রাফিকে Google adsense এর সেরা বিকল্প যেটা কিনা বিশ্বস্ত এবং শুরুতেই Approval দিবে। আবার পেমেন্টেও কোনো ঝামেলা করবেনা। এরকম একটা Ad network এর নাম হলো Adsterra যা একটি Premium Advertising নেটওয়ার্ক। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ad nestwork এর জনপ্রিয়তা বেড়েই চলছে। এডস্টেরা কে প্রিমিয়াম বললাম কারণ হলো:
Adsterra প্রতি মাসে ১০ বিলিয়ন এর উপর Ad impression সার্ভিস দেয়।
বাংলা ভাষা সাপোর্ট করে।
প্রায় সব দেশেরই ভিজিটর কাউন্টে নেয়।
বর্তমানে তাদের প্রায় ৫০ হাজারের উপর Ad campaigner রয়েছে।
এডস্টেরা সম্পর্কে এখনও কোন নেগেটিভ রিভিউ পাওয়া যায়নি। সুতরাং বলাই যায় এরা বিশ্বস্ত।
তাদের বিভিন্ন এড ফরম্যাট আছে। এডগুলো ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট রেসপন্সিভ।
Ad formates:
Popunder, Native, Direct, Social link, Pushup, Display banner
Best Google Adsense Alternatives:
আগেই বলেছি Low traffic এবং New website এর জন্য Adsterra বেস্ট। খুবই দ্রুত ad এপ্রুভ করে থাকে তারা। অন্যান্য Ad network এর চেয়ে অনেক কম সময়েই এপ্রুভ করে। আবার এখানে Ad Approval পেতে আপনার সাইটের ভিজিটর শূণ্য হলেও সমস্যা নেই। সাইটে কিছু কন্টেন্ট থাকলেই Approval পেয়ে যাবেন। তারপর আপনার Monetization শুরু। অন্তত google adsense পাওয়ার আশায় বুক বেঁধে অযথা খাটনি না করে মনেটাইজেশন শুরু করে দিন। পরে Adsense পেয়ে গেলে তো কথাই নাই। যদি কারো এডাল্ট সাইট থাকে, তাহলেও এখান থেকে মনেটাইজ করতে পারবেন।
এডস্টেরা থেকে আপনি মাসে ২ বার ক্যাশ উইথড্র করতে পারবেন। প্রতি মাসের ১ তারিখ এবং ১৫ তারিখে আপনি পেমেন্ট নিতে পারবেন। ক্যাশ উইথড্র অপসন হিসাবে পাবেন:
PayPal, Payxm, Web money, Payoneer, Bitcoin
Adsterra তে Sign up করতে এখানে ক্লিক করুন
এই টিউন প্রথমে করা হয়েছে এখানে
যারা ব্লগিং করে অথবা নিজেদের সাইট এখনও মনেটাইজ করতে পারেন নি, তারা Adsterra এর সাথে নিশ্চিন্তে কাজ করতে পারেন। বিশেষ করে যারা কম ট্রাফিক এর জন্য কোনো Ad network approval পাচ্ছেন না তারা অবশ্যই চেষ্টা করে দেখবেন। সফল হবেন ইনশাআল্লাহ।
আমার ব্লগে আপনাদের দাওয়াত: Tech-Today BD
আমি জন হ্যাক্সর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এই গাইড লাইনটি দেওয়ার জন্য।