Amazon Affiliate Alternative from BD

*আমাজনের এফিলিয়েট অল্টানেটিভ খুজছেন?*
কমিশন ডাউন হওয়ার কারণে যেইসব মার্কেটাররা কিছুটা আপসেট এবং আমাজনের অল্টনেটিভ খুজছেন, তাদের আমি এমন একটা এফিলিয়েট নেটওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দিবো যাতে আপনি Aliexpress, eBay, Alibaba, Banggood, GearBest সহ এমন ২০+ সাইটের এফিলিয়েট এক একাউন্টে চালাতে পারবেন।

কি কি প্লাটফর্ম আছে এইখানে এবং সুবিধা কি?
Aliexpress: কমিশন খুবই ভাল। নিচের পিকটা aliexpress এর কমিশন রেট। বাকী প্লাটফর্মের কমিশন রেট সাইন ইন করে দেখে নিতে পারবেন। (আমেরিকার মার্কেট বড়, তবে চায়নার লোকও কিন্তু কম খায়না! বরং, এখানে কম্পিটিটর আপনি খুবই কম পাবেন!)

eBay: এইটা সম্পর্কে কি বলবো, আমেরিকান ট্রাফিকের জন্য আমাজনের পরে এইটাকে রাখা যেতে পারে। আর eBay এর প্রোডাক্টও একই নেটওয়াকের মাধ্যমে সেল দিতে পারবেন!

Dresslily: যাদের ফ্যাশন নিশ তারা Dresslily প্রোডাক্ট সেলে ১৮% কমিশন পাবেন! (আমাজন কি দিবে আপনাকে এত কমিশন!)

Alibaba: আলীবাবা হোলসেলার, তো বুজতে পারছেন একটা বড় লিড আসলে কত আরনিং হতে পারে! কমিশন ৫.৮%! (যারা বলেন, আমাজনই বেস্ট, তাদের একটা ডাটা দেই, ২০১৯ সালে আমাজনের নেট ইনকাম ছিল ১১.৫৯ বিলিয়ন, আর আলীবাবা গ্রুপের ছিল ১১.৩৮ বিলিয়ন!)

GearBest/Anveyco: ইলেকটনিক নিশ এর জন্য পারফেক্ট! সর্বচ্চো ১০% পর্যন্ত কমিশন পাবেন GearBest এ, Anveyco তে পাবেন ১৬.৫% কমিশন, যেইটা আমাজনে কল্পনাই করা যায়না।

Qatar Airways Affiliate/ Agoda: যদি আপনার নিশ হয় টাভেল নিশ, তার জন্য আপনি পাশাপাশি ২.১% কমিশনে Qatar Airways Affiliate মাধ্যমে বিমান টিকেট অথবা ৫% কমিশনে হোটেল রুম বুকিং এর এফিলিয়েটও করে ফেলতে পারবেন!

Flipkart: ধরেন, আপনার সাইডে মাঝে সাঝে ইন্ডিয়ার ট্রাফিক উকি দেয়, প্রোডাক্টের পাশে Flipkart এর একটা বাটন রেখে দিলে ক্ষতি কি? (কিন্তু যেখানে, আমাজনে বাংলাদেশী মাকেটারদের জন্য ইন্ডিয়ান ট্রাফিকের কোন ভেলু নাই).এমন আরো বেশকিছু প্লাটফর্ম আছে এক একটা নেটওয়ার্কে! লিঙ্কটা একেবারে শেষের দিকে!

Extra Benefits:
> এখানে আমাজনের মত onelink এর ঝামেলা নাই, অলমোস্ট সবগুলা প্লাটফর্মের জিওটার্গেট ওয়াল্ডওয়াইড। মানে পৃথিবীর সবাই আপনার লিড!
> আরো সুবিধে হল, shareAsale অথবা cj এর মত একাউন্ট এপ্রুভালেপ কোন ঝামেলা নাই। সরাসরি সাইনআপ করে নিতে পারবেন!
> পেমেন্ট: WebMoney, Wire transfer, Card সহ আরো বেশ কিছু ওয়ে আছে পেমেন্ট নেওয়ার। মজার বেপার আমি WebMoney তে পেমেন্ট তুলি রিকোয়েস্ট দেওয়ার ৫ মিনিটের আগেই পেমেন্ট একাউন্টে এড হয়!

কিভাবে কাজ করে?
এইখানে Duplex ওয়ে তে আনিং করতে পাবেন ১.এফিলিটে এবং ২.রেফারেল!(আমাজনে এই রেফারেল সিস্টেমটা নাই) যেমন: এইটা আমার রেফারেল লিঙ্কে গিয়ে একাউন্ট করে নেটওয়ার্কটা দেখে নিন। লিঙ্ক: https://epn.bz/

ভুলটু্টি ক্ষমা করবেন। গ্রুপের সদস্যদের ইন্টারেস্ট দেখলে আমি এই নেটওয়ার্কের কিছু ভিডিও টিউটরিয়ার শেয়ার দিবো পরবর্তীতে। তাছাড়া আরো, কিছু নেটওয়ার্কে কথাও পর্যায়ক্রমে জানাবো আপনাদের ইনশাআল্লাহ। আমাজনের কমিশনের ব্যাপারটা নিয়ে হতাশ হয়েন না। পরিশেষে তাপস দার কথাটা বলি, "আমাজন এফিলিয়েট মার্কেট না হয়ে এফিলিয়েট মার্কেটার হন। " 🙂

Level 1

আমি মহাম্মাদ আফজাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস