"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
সর্বপ্রথম আল্লাহ্র কাছে প্রাথনা তিনি আমাদের ভাল রেখেছেন। আর টেকটিউনসের সকল সদস্য ও টিউনারদের কাছে রইল শুভেচ্ছা। আমি মুলত আইটি পড়াশুনা বিষয়ে (লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, মাইক্রোটিক রাউটার, সিসকো সুইচ ও রাউটার, ওরাকল ডাটাবেস, মেইল সার্ভার (উইন্ডোজ ও লিনাক্স), আইপি টেলিফোন সিস্টেম (আইপি পিবিএক্স) এবং ব্যাসিক কম্পিউটার নিয়ে টিউন ও ইউটিউবে টিউটোরিয়াল করে থাকি। আমাকে অনেকে মেসেজ দিয়েছেন ইউটিউব নিয়ে একটি টিউন করার জন্য। কারন আমি খুব সল্প সময়ে ইউটিউবে অনেক সাড়া পেয়েছি। আজ শুধু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের ভালো লাগলে একটু ধৈর্য্য ধরে পুরো টিউনটি পড়বেন।
এই টিউন পড়ার পূর্বে আপনি হয়ত অনেক ভিডিও দেখেছেন কিভাবে দ্রুত ইউটিউবার হওয়া যায় বা কিভাবে দ্রুত অনেক অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। আর আপনি যদি কোন প্রকার ভিডিও বা পদ্ধতি সম্পর্কে না জানেন তাহলে আমার টিউনটি আপনার অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ্।
প্রথমে একটি জিনিস চিন্তা করবেন আপনি কেন ইউটিউবে কাজ করবেন? আমাদের মধ্যে অনেকে আছেন যাদের নির্দিষ্ট কোন গোল নেই আশাকরি। মনে হল ইউটিউবে একটি অ্যাকাউন্ট খুলে রাখা দরকার আর সময় হলে একটি বা দুইটি ভিডিও আপলোড দিব। অটোমেটিক ইউটিউব আমাকে সাবস্ক্রাইবার দিবে আর আমার টাকা আসতে থাকবে। শুধু তাই নয় আবার অনেকের ধারণা ইউটিউবে ভিডিও দিলে টাকা দেয়। এ ছাড়া অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে যার কারনে আমরা ইউটিউবে ভাল করতে পারি না। আসলে কি এত সহজ? আপনি যদি এত সহজে সব কিছু পাওয়ার চিন্তা করেন তাহলে বলব ইউটিউব আপনার জন্য নয়।
ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি অনেক ভালো ক্যারিয়ার গড়তে পারেন। আমরা হয়ত জানি না পৃথিবীর কত মানুষ এই প্লাটফর্মে ক্যারিয়ার গড়েছেন। আপনি যদি গোল সেটআপ করে থাকেন ইউটিউবে ক্যারিয়ার গড়বেন তাহলে অবশ্যই আপনাকে কিছু গাইড লাইন ও ইউটিউবের দিকনির্দেশনা জানতে হবে। ইউটিউব কমিউনিটি অনেক স্ট্রিক আইন তৈরি করেছে। আগের থেকে অনেক সতর্ক। আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন না। বিশেষ করে আপনি অশালীন ভিডিও, রাজনীতি ভিডিও, ধর্মীয় আঘাত করে এমন ভিডিও আপলোড করা যাবে না। শুধু তাই নয় আপনাকে আরও কমিউনিটি রুল জানতে হবে এই জন্য এই লিঙ্ক দেখে নিতে পারেন। https://www.youtube.com/yt/about/policies
এই অংশে আমি আলোচনা করব আপনি কি কি বিষয়ে কাজ করলে ভালো করবেন। আপনি হয়ত ভাবছেন আপনি কি নিয়ে কাজ করবেন? আপনার অনেক গুণাবলী রয়েছে কিন্তু কি নিয়ে কাজ করলে দ্রুত ভালো করতে পারবেন এটা বুঝে ওঠতে পারছেন না। এই সব চিন্তা সবার মাঝে কাজ করে। তবে বর্তমানে টপ কিছু বিষয় নিয়ে কাজ করলে আপনি তুলনামূলক ভালো করবেন। আর একটি জিনিস মনে রাখবেন আপনি যে বিষয়ে ভাল জানেন না সেই বিষয়ে ভিডিও করলে আপনি ভালো করতে পারবেন না। এতে মন থেকে কাজ করতে পারবেন না। আপনি হয়ত ভাবছেন অমুক ভাই এই বিষয়ে ভিডিও করে ভাইরাল হয়েছে আমিও করি। এই চিন্তা কখনো করতে যাবেন না। দেখা যাবে আপনি ইউটিউব থেকে বিদায় নিয়েছেন। এবার আসি আপনি কি নিয়ে টিউন বা ভিডিও করবেন।
উপরের বিষয় গুলোর মধ্যে আপনি যে বিষয়ে ভাল জানেন ও ভালো করতে পারবেন সেই বিষয়ে কাজ করুন আপনি অনেক ভালো করবেন। আপনি হয়ত ভাবছেন কোথায় থেকে শুরু করবেন? আমি বলব আপনি এর মধ্যে আর অনেক বিস্তারিত রয়েছে যেমন আপনি নিউজ নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে কি টাইপে নিউজ নিয়ে করবেন সেটা নিয়ে ভাবতে হবে। আবার যদি টেকনোলজি নিয়ে কাজ করলে এর মধ্যে অনেক বিষয় রয়েছে। মনে করি আপনি অংকে অনেক ভালো জানেন তাহলে বলব আপনি অঙ্ক নিয়ে ভিডিও বানানো শুরু করে দিন। আর যে বিষয়ে ভিডিও মেক করবেন সেই বিষয়ে ইউটিউবে সার্চ করে দেখুন কে কি টাইপে ভিডিও দেয় আপনি তাদের থেকে ভালো ও আপডেট ভিডিও মেক করুন।
তবে সর্বপ্রথম যেটা সেটা হল আপনি ইউটিউবে কাজ করার জন্য কতটুকু প্রস্তুত আছেন। কারন আপনি ইউটিউব কাজ করতে চাইলে আপনাকে কিছু বিষয়ে সাধারন জ্ঞান থাকা জরুরি। আপনি যদি ব্যাসিক কম্পিউটার না জানেন তাহলে কিভাবে ভিডিও রেকড করবেন? আপনি হয়ত ভাবছেন আপনার কম্পিউটার দিয়ে কি হবে একটি দামি মোবাইল রয়েছে যেটা দিয়ে আপনি ভিডিও রেকড ও এডিট করবেন। কিন্তু একটি ভালো মানের ভিডিও মেকিং করতে আপনার কম্পিউটারের সাহায্য প্রয়োজন। আপনি নিচের বিষয়ে ভালো মানের না হলেও যে টুকু দরকার সেই জ্ঞান থাকতে হবে।
১# স্ক্রিন রেকড কিভাবে করে আর কোন সফটওয়্যার ভালো স্ক্রিন রেকডের জন্য
২#ভয়েচ রেকডিং করার জন্য কি ধরেনের মাইক্রোফোন ব্যবহার করব
৩# ভিডিও এডিটের জন্য কোন সফটওয়্যার ভালো ও প্রফেশনাল না হলেও মোটামুটি কাজ করা যায় (ফ্রি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিব)
৪# ভিডিও এসইও (SEO) কিভাবে করে? (এই বিষয়ে পরবর্তী টিউন করব)
৫# ইউটিউবে চ্যানেল সেটিং কিভাবে করে (এই বিষয়ে পরবর্তী টিউন করব)
আর কিছু বিষয় রয়েছে যে গুলো জানা থাকলে আপনি ইউটিউবে ভাল করতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন আপনি কি উদ্দেশ্য নিয়ে ভিডিও করছেন সেটা মনে রাখবেন। আজ আর বেশি কিছু লিখব না আগামী পর্বে আর বিস্তারিত আলোচনা করব। ভাল থাকুন।
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।