আজকে আমি এডসেন্স এর সেরা বিকল্প এড কম্পানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সাথে আমার নিজের আয় করা কিছু প্রমানও দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক।
মনে হয় কিছু অনুমান করতে পেরেছেন হ্যাঁ, আমি সম্প্রতি সময়ের আলোচিত এড নেটওয়ার্ক Adsterra এর কথা বলছি। যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য লেখাটি। যাদের সাইটে ভাল ভিজিটর আছে তারা কোন না কোন এড নেটওয়ার্ড এর এড ব্যবহার করে থাকেন। হতে পারে সেইটা বাংলাদেশী কম্পানী আবার হতে পারে সেইটা বিদেশী কম্পানী। তবে বাংলাদেশী কম্পানীর উপর খুব কম মানুষ ই বর্তমানে ভরসা করতে পারে। যেমনঃ কিছুদিন আগে "আমাদের অ্যাড" নামে এক কম্পানী হঠাৎ উদাও হয়ে যায় (বিঃদ্রঃ এইটা আবার আমার কম্পানী না। কম্পানীর নাম ই "আমাদের অ্যাড" :))। তবে সব বাংলাদেশী এড কম্পানী যে খারাপ তা না কিন্তু। আমিও বাংলাদেশী কম্পানীর এড ব্যবহার করি আমার ওয়েবসাইটে। হাতে গোনা কয়েক টা কম্পানী আছে এখনও যারা ভালভাবে পেমেন্ট করে। পরে আরেকদিন বাংলাদেশী এড কম্পানী নিয়ে পেমেন্টের প্রুভ সহ রিভিউ দিব। আর যাদের আগে থেকেই গুগল এডসেন্স একাউন্ট আছে তাদের তো কিছু বলা লাগবে না। গুগল এডসেন্স যারা ব্যবহার করি তারা ভালো করেই জানি ইনকাম বেশ ভালো তবে ঝামেলাও কম নয়। রয়েছে অনেক ধরা বাধা নিয়ম। আবার এর বড় অসুবিধা হল এটি বাংলা ওয়েব সাইটে এড সো করেনা। যদিও এখন অনেকে অনেক ভাবে বাংলা সাইটে গুগল এডসেন্স এর এড শো করাচ্ছেন। তবে এটা করা আর এডসেন্সকে খাড়া তরবারির উপর ঝুলন্ত করে রেখে দেওয়া একই কথা। আর বাংলাদেশ থেকে তো এখন এডসেন্স পাওয়া মানি সোনার হরিন পাওয়া :)।
যাদের আগে থেকেই ভিবিন্ন এড কম্পানীর এড চালিয়ে অভ্যস্ত আছেন তাদেরকে আশা করি নতুন করে বুজাতে হবে না এড লাগানোর জন্য কি কি করতে হয় :)। তবুও নতুনদের সুবিধার জন্য আমি সংক্ষিপ্তভাবে বর্ননা করে যাচ্ছি. আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং তাতে যদি কিছু ভিজিটর থাকে তাহলেই আপনি Adsterra ব্যবহার করতে পারবেন।
১) প্রথমে এই লিঙ্কঃ Adsterra Publisher এ ক্লিক করে আপনার নাম, ঠিকানা ওয়েবসাইটের এড্রেস বসিয়ে রেজেস্টার করুন। আগেই বলে রাখি আপনার যেকোন একটা মেসেঞ্জারে একাউন্ট থাকতে হবে কারন আপনাকে যে এড ম্যানাজার দেওয়া হবে তার সাথে মেসেঞ্জারে চ্যাট করে আপনার একাউণ্ট একটিভ করতে হবে তাই আগে থেকে স্কাইপি একাউন্ট খুলে ম্যাসেঞ্জার বক্স এ স্কাইপি ইউজারত নেম দিবেন।
=>> আরও দশটি হাই পেমেন্ট এড নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
আমি আব্দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।